Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Award

Mohammed Shami: স্বপ্ন হল সত্যি! রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন মহম্মদ শামি

মহম্মদ শামি, এই নামটিই ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপে ঝড় তুলেছিল। এর পাশাপাশি সারা বছর ধরে ইন্ডিয়ার হয়ে অনবদ্য বোলিং করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবার ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য অর্জুন পুরস্কার পেলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। ২২ গজে সারা বছর ধরে লাগাতার অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন তিনি। ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপে বল হাতে দুরন্ত ভেলকি দেখিয়েছেন। এবারে তাই ভারতীয় বোলার মহম্মদ শামির প্রতিভাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হল। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিলেন এই অর্জুন পুরস্কার।

ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামির বোলিংয়ের জন্য় তাঁর নাম অর্জুন পুরস্কারের জন্য় মনোনিত করেছিল বিসিসিআই। এবার সেই মনোনয়নের জন্য় শামি অর্জুন পুরস্কার পেলেন। এবার বিশ্বকাপে মাত্র সাতটা ম্যাচ খেলে মোট ২৪টা উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে তিনবার পাঁচ উইকেট। বিশ্বকাপের প্রথমদিকে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। তারপর মাঠে নামার সুযোগ পেয়ে মাত্র ৭টি ম্যাচে ২৪টি উইকেট নিজের ঝুলিতে নেয় ভারতীয় এই তারকা পেসার।

অর্জুন পুরস্কার পেয়ে সংবাদমাধ্য়মে মহম্মদ শামি বলেন, 'এই পুরস্কারটি আমার কাছে একটি স্বপ্ন। এটার জন্য সকলের জীবন কেটে যায় এবং মানুষ এই পুরস্কার জিততে পারে না। আমি খুশি যে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। আমার জন্য, এই পুরস্কার পাওয়াটা একটি বড় সম্মান।'

4 months ago
Alia Bhatt: জাতীয় পুরস্কার নিতে গিয়ে আলিয়া বেছে নিলেন বিয়ের শাড়ি! কিন্তু কেন?

জীবনের প্রথম জাতীয় পুরস্কার (National Film Awards) পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) রাষ্ট্রপতি দ্রৌপদীর মুর্মুর হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি। সেই পুরস্কার নিতে এসেই ভাইরাল তাঁর ছবি। পুরস্কার নিতে এসে বিয়ের শাড়ি পরেছিলেন তিনি, আর এই নিয়েই শুরু হয় জল্পনা। এবারে সেই বিষয়ে মুখ খুললেন খোদ আলিয়াই। তারকাদের সাধারণত এক জামা-শাড়ি 'রিপিট' বা পুনর্ব্যবহার করতে দেখা যায় না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই ব্যতিক্রম আলিয়া। কেন তিনি তাঁর এই বিশেষ দিনে নতুন পোশাকের বদলে পুরনো পোশাক পরলেন, তা জানালেন নিজেই।

ভারতীয় ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরেই বিয়ের মণ্ডপে বসেছিলেন 'গাঙ্গুবাই'। আর এই চরিত্রের জন্যই আলিয়া জাতীয় পুরস্কার পেলেন। মূলত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকাদের নতুন নতুন পোশাক পরতে দেখা যায়। কিন্তু আলিয়া ছক ভেঙে বেছে নেয়ে আইভরি রংয়ের বিয়ের শাড়ি। আর এই নিয়ে আলোচনা হতেই আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবি পোস্ট করে লিখলেন, 'বিশেষ দিনে বিশেষ পোশাক। যা আগে থেকেই আমার কাছে ছিল। যেটা এক দিন বিশেষ ছিল, তা আবারও বিশেষ হতে পারে। বার বার হতে পারে।' আবার পোস্টে ‘রিওয়্যার’, ‘রিইউজ’, ‘রিপিট’, এই তিনটি হ্যাশট্যাগও ব্যবহার করেন তিনি।


6 months ago
National Film Awards: রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন আল্লু-আলিয়া-কৃতি

দিল্লিতে (Delhi) বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) অনুষ্ঠিত হচ্ছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান (69th National Films Award Ceremony)। দুপুর ১.৩০ টা থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। ২০২৩ এর অগাস্ট মাসে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রক জাতীয় পুরস্কার প্রাপকদের নামের তালিকা প্রকাশ করে। যেখানে দেখা যায়, এই প্রথম তেলেগু অভিনেতা হিসেবে 'পুষ্পা' র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন আল্লু আর্জুন। তেলেগু সিনেমার জগতে এর আগে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে কেউই জাতীয় পুরস্কার পাননি। ফলে আল্লু অর্জুনের হাত ধরেই তা সম্ভব হওয়ায় আজ তেলেগু সিনেমার জগতে উৎসবের মেজাজ। এছাড়াও বলিউডে একাধিক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা এই পুরস্কার জিতেছেন, তাঁদের মধ্যে রয়েছে আলিয়া ভাট, কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠী সহ একাধিক তারকা।

আজ, ১৭ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতী দ্রৌপদী মুর্মু এই পুরষ্কার সকল বিজয়ীদের হাতে তুলে দিলেন। পুরস্কার নিতে হাজির হয়েছেন অভিনেতা আল্লু অর্জুন। আবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। 'মিমি' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি'-এর জন্য় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। আবার পঞ্চমবার জাতীয়স্তরে সেরা গায়িকার পুরস্কার পেলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। 'মিমি' ছবির জন্য অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন।

'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'  সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে। 'কাশ্মীর ফাইলস' ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জাতীয় সংহতির জন্য সেরা চলচ্চিত্রের জন্য নার্গিস দত্ত পুরস্কার জিতেছেন। 'আরআরআর' সিনেমার জন্য সেরা পরিচালক হিসাবে এসএস রাজমৌলি জাতীয় পুরস্কার জেতেন।  অপরদিকে ওয়াহিদার রহমান দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হলেন। এদিন এই বর্ষীয়ান অভিনেত্রী পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতির হাত থেকে।

6 months ago


Kumar Shanu: 'আমার পদ্মভূষণ পাওয়া উচিৎ', ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভ কুমার শানুর?

৮০-এর দশকে সিনেমা জগতের প্লে ব্যাকে ডেবিউ করেছিলেন কুমার শানু। তারপর দশকের পর দশক শ্রোতারা তাঁর গানে বুঁদ হয়ে থেকেছেন। শোনা যায়, তাঁর গাওয়া 'যব কোয়ি বাত বিগড় যায়ে' গানটি শুনে আত্মহননের সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন এক শ্রোতা। উইকিপিডিয়া বলছে, কুমার শানু (Kumar Shanu) ২৫ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন এখনও পর্যন্ত। হিন্দি ও বাংলা সংগীতজগৎকে তিনি শুধুই দিয়েছেন। বদলে কোনও স্বীকৃতিই তাঁর ভাগ্যে জোটেনি। এত বছর পরে অবশেষে এই নিয়ে মুখ খুললেন গায়ক।

এক সাক্ষাৎকারে গায়ক বলেন, 'আমার অবশ্যই একটি জাতীয় পুরস্কার পাওয়া উচিৎ। একটি পদ্মশ্রী পাওয়া উচিৎ ছিল। কিন্তু আমি এই নিয়ে ভাবিত নয়। এটি তাঁদের বিষয়। এটি অবশই একটি সম্মান, এবং ব্যথা লাগে। অবশ্যই ব্যথা লাগে কিন্তু আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। তোমার যদি যথেষ্ট আবেদন না থাকে এবং তেল দেওয়ার দক্ষতা না থাকে তাহলে এই পুরস্কার পাওয়া সম্ভব না। তুমি তখনই পুরস্কার পাবে, যখন তোমার আবেদন থাকবে।

এর আগেও শ্রোতারা অনেকবার কুমার শানুর জন্য গলা ফাটিয়েছেন। সামান্য জনপ্রিয়তা পেয়েই যেখানে হাতে পুরস্কার উঠে যাচ্ছে সেখানে এমন গায়কের হাতে কোনও পুরস্কার নেই, এই নিয়ে ক্ষোভ জমেছে তাঁর ভক্তদের মনেও। ভারত সরকারের ভূমিকা নিয়ে যে কুমার শানুর মনেও অভিমান জমেছে, তা স্পষ্ট হল।

8 months ago
Modi: মোদীর মুকুটে নয়া পালক, লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত করা হল প্রধানমন্ত্রীকে

'লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে' (Lokmanya Tilak National Award) ভূষিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। ১ অগাস্ট, মঙ্গলবার পুনেতে স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের ১০৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবারের  লোকমান্য তিলক স্মারক মন্দির ট্রাস্ট আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। ইন্ডিয়া জোটের অন্যতম নেতা শরদ পাওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত থাকায় ও একই মঞ্চে দাঁড়িয়ে থেকে এই পুরস্কার নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে ২৬টি বিরোধী দল জোট বেঁধে গঠন করেছে 'ইন্ডিয়া'। যাকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। সেই 'ইন্ডিয়া' জোটের অন্যতম নেতা তথা এনসিপি প্রধান শরদ পাওয়ারের উপস্থিতিতে এদিন পুনেতে সম্মান গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। ফলে এই বিষয়টিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মান গ্রহণ করে দেশের ১৪০ কোটি জনগণের কাছে উৎসর্গ করেছেন। এরপর তিনি জানান, এই পুরস্কার পেয়ে তিনি উৎফুল্ল ও সম্মানিত। এই পুরস্কারের ১ লক্ষ টাকা তিনি 'নমামি গঙ্গে' প্রকল্পে দান করবেন বলেও জানিয়েছেন তিনি।

9 months ago


Jpg: ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার পেতে চলেছেন ধূপগুড়ির অবিস্মিতা ঘোষ

ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার (Florence Nightingale Award) পেল ধূপগুড়ির (Dhupguri) অবিস্মিতা ঘোষ। সেরা সেবিকার পুরস্কার হিসেবে ধূপগুড়ি ফের দেশের এক নম্বরে। মঙ্গলবার ভারতীয় নার্সিং ফেডারেশনের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানেই প্রকাশ হয়েছে তাঁর নাম। পশ্চিমবঙ্গ থেকে এরাজ্যের একমাত্র প্রতিনিধি হিসেবে ধূপগুড়ির অবিস্মিতা ঘোষই এই ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড পাচ্ছেন। যদিও অবিস্মিতা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মোট ১৪ জন এই প্রাপ্ত অ্যাওয়ার্ডের তালিকায় রয়েছেন। জীবনের সেরা স্বীকৃতি হিসেবে জুন মাসের মাঝামাঝিতেই নয়াদিল্লিতে রাষ্ট্রপতি নিজে অবিস্মিতার হাতে এই পুরস্কার তুলে দেবেন। 

জানা গিয়েছে, মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের পূর্ব আলতাগ্রাম সুস্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কর্মরত অবিস্মিতা ঘোষ। ২০০৫ সালে প্রশিক্ষণ শেষের পর ২০০৯ সালে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে স্টাফ নার্স হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। টানা ১০ বছর সফলভাবে নার্সিং করার পর ২০১৯ সালে ছয় মাসের প্রশিক্ষণ শেষে কমিউনিটি হেলথ অফিসার পদে যোগ হন তিনি। তাঁর পরিবারে রয়েছেন স্কুল শিক্ষক স্বামী এবং দুই সন্তান। পরিবার সামলে অবিস্মিতা সমানতালে নিজেকে স্বাস্থ্য পরিষেবায় শোঁপে দিয়েছিলেন। 

জানা গিয়েছে, এর আগেও ২০২০ সালে নাগরাকাটা ব্লকে কর্মরত ধূপগুড়ির সুনীতা দত্ত এবং ২০২১ সালে ফালাকাটা ব্লকে কর্মরত ধূপগুড়ি শহরের স্মিতা কর রাজ্যের হয়ে সর্বভারতীয় এই সম্মান পেয়েছিলেন। তবে এবার সেই একই সম্মান পেতে চলেছেন অবিস্মিতা ঘোষ।


11 months ago
Srijato: রামপ্রসাদের গান লিখে 'সেরা গীতিকার' মনোনয়ন পেলেন শ্রীজাত! তারপর...

শনিবারে হঠাৎই সরগরম হয়ে উঠেছিল সামাজিক মাধ্যম। কলকাতার একটি জনপ্রিয় সম্মাননা অনুষ্ঠানের মনোনয়নপত্র ঘুরেছে নেট দুনিয়ায়। সেই পোস্টে দেখা গিয়েছে, মনোনয়ন গীতিকার শ্রীজাত বন্দোপাধ্যায়ের নামে। বিষয়টি এতটুকু হলে হয়তো এই নিয়ে কোনও কথা হত না। কিন্তু মনোনয়নের বিষয় দেখে একপ্রকার আঁতকে ওঠেন নেটিজেনরা। সেখানে লেখা 'মন রে কৃষিকাজ জানো না' গানটি লেখার জন্য শ্রীজাতকে (Srijato Bandopadhyay) মনোনয়ন করেছেন তাঁরা। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে।

'মন রে কৃষিকাজ জানো না' গানটি সাধক রামপ্রসাদ সেনের লেখা এবং সুর করা, সেই স্থানে শ্রীজাতর নাম দেখে ভিরমি খাওয়ার অবস্থা নেটিজেনদের। প্রসঙ্গত, শ্রীজাত পরিচালিত প্রথম সিনেমা মানবজমিনে অরিজিৎ সিং রামপ্রসাদী এই গানটি গেয়েছিলেন। সেই থেকেই হয়তো মনোনয়ন কর্তৃপক্ষের ভ্রান্ত ধারণা থেকেই এই অঘটন। কিন্তু নেট মাধ্যমে শনিবার অবাধ সমালোচনা হয়েছে এই নিয়ে। তাঁদের সমস্ত রাগ ধেয়ে গিয়েছে শ্রীজাতর দিকে। কিন্তু যাঁকে ঘিরে এই এতো আলোচনা তিনি নীরব ছিলেন।

শনিবার পেরিয়ে রবিবারে মুখ খুললেন শ্রীজাত। রবিবার নিজের সামাজিক মাধ্যমে শ্রীজাত লিখেছেন, ‘মন রে, কৃষিকাজ জানো না – টেলি সিনে অ্যাওয়ার্ডস-এর তরফে এই গানটির জন্য সেরা গীতিকারের মনোনয়নপত্রটি যখন আমার ফোনে আসে, তখন আমি একটি বিজ্ঞাপনের কাজে ভীষণ ব্যস্ত। তাই খুলে দেখা হয়নি। পরে চিঠির প্রতিলিপি খুলে তুমুল অঘটনটি দেখামাত্র আমি চেষ্টা করি কোনওভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তা জানাতে। আমাদের ছবির প্রযোজক রানা সরকার মারফত আমার সঙ্গে কথা হয় সংস্থার সাধারণ সম্পাদক মৃন্ময় কাঞ্জিলালের। তাঁকে আমি স্পষ্টতই জানাই, বিরাট আকারের এক ভ্রান্তি হয়ে গিয়েছে তাঁদের তরফে এবং পুরস্কার তো অনেক পরের কথা, এই মনোনয়ন মেনে নেওয়াই আমার পক্ষে সম্ভব নয়। সব শুনে তিনি ভুল স্বীকার করেন এবং জানান যে যত দ্রুত সম্ভব এই ত্রুটি সংশোধন করে নেওয়া হবে। ব্যক্তিগত স্তরে এই ঘটনার জন্য তিনি আমার কাছে দুঃখপ্রকাশ করেন। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় এই মনোনয়নপত্রের প্রতিলিপি ছড়িয়ে পড়েছে হু হু ক’রে।'

সমালোচক নেটিজেনদের উদ্দেশে শ্রীজাত লিখেছেন, 'রামপ্রসাদ সেনের গানের জন্য আমাকে মনোনীত করা যেমন বিস্ময়কর অজ্ঞানতা বা অসাবধানতার পরিচায়ক, তেমনই এই মনোনয়নের জন্য আমাকে আক্রমণ করাও অশিক্ষা ও অভব্যতার সামিল। প্রথমত, অনেকেই দেখলাম ধরে নিয়েছেন যে, এই পুরস্কার আমি পাচ্ছি ও গ্রহণ করছি। তাঁরা সম্ভবত মনোনয়ন এবং পুরস্কারের তফাতটুকুও জানেন না। এই দুয়ের মধ্যে কতগুলো পর্যায় আছে বা থাকতে পারে, তাও তাঁদের জানা নেই।'

এই ভুলে শ্রীজাতর ভূমিকা কোথায়? তাও স্পষ্ট করে দিয়ে শ্রীজাত লিখেছেন, 'মনোনয়ন ব্যক্তি-মানুষের গ্রহণ বর্জনের বাইরে। গ্রহণ বা বর্জনের বিষয় তখনই আসে, যখন কেউ পুরস্কৃত হন। নইলে নয়। তাই আমি কেন এই মনোনয়ন গ্রহণ করলাম, এ-প্রশ্ন ভিত্তিহীন। কিন্তু এই মনোনয়নের বিরোধ নিশ্চয়ই করা উচিত, যা আমি যথাস্থানে করেওছি।'

যদিও শ্রীজাতর লেখা পোস্টে তিনি সমালোচকদের উদ্দেশে আরও কড়া কথা শুনিয়ে লিখেছেন, 'যাঁরা যে-কোনও বিষয়ের কারিগরি দিকগুলি বিচার না-করেই ময়দানে নেমে পড়েন, তাঁদের নিয়ে ভাবার সময় আমার নেই। যেমন খতিয়ে দেখা বা পড়ার মতো বাজে সময় তাঁদেরও নেই, বদলে খেউড়ে অংশ নেবার মতো মহান কাজে নিবিষ্ট থাকতে হয়। দ্বিতীয়ত, বহু মানুষ, হয়তো ইচ্ছাকৃত ভাবেই, এই ঘটনার জন্য আমাকে দায়ী করছেন। এখন, দায়ী করলেই কেউ দায়ী হয়ে যায় না। সে তো মাঝেমধ্যে সিরিয়ায় বোম পড়ার জন্যেও ফেসবুকে আমিই দায়ী থাকি। সেটা কথা নয়। এতে বরং অভিযোগকারীদের অশিক্ষা ও উদ্দেশ্যই প্রকাশ পায়।'



12 months ago
Janhvi: মঞ্চে উঠে পারফর্মেন্সের আগেই গাউন ছিঁড়ে গেল জাহ্নবীর, কী হল তারপর?

বেগুনি রঙের প্রিন্সেস গাউন পরে ৬৮ তম ফিল্মফেয়ার (Filmfare Awards) এওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। স্ট্র্যাপলেস গাউনে স্বর্গ থেকে নেমে আসা পরীর থেকে কিছু কম লাগছিল না জাহ্নবীকে। নিজের ইনস্টাগ্রাম থেকে সেই ছবি আপলোড করেছিলেন জাহ্নবী (Janhvi Kapoor)। দর্শকেরা কমেন্ট বক্সে নিজের ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন। সেসব ছবি তোলার পরে গাড়ি করে অনুষ্ঠানস্থলে পৌঁছন অভিনেত্রী। সেখানেই ঘটে যায় অনভিপ্রেত একটি ঘটনা।


অনুষ্ঠানস্থলের সামনে গাড়ি থেকে নামতে যাবেন অভিনেত্রী, এমন সময় তাঁর অত সুন্দর বেগুনি গাউন ছিঁড়ে যায়। গাড়িতে বসেই তাঁর ওই পোশাক সেলাই করতে হয়েছে। সেই ছবিও জাহ্নবী সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'তোমার গাউনের চেন যখন রেড কার্পেটের ৫ মিনিট আগে এবং পারফরমেন্সের ১২ মিনিট আগে ছিঁড়ে যায়।'


12 months ago


Filmfare: ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী আলিয়া, পুরস্কৃত আর কে

বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (FilmFare Awards 2023) বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অ্যাওয়ার্ডস। এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন বলি অভিনেতা থেকে শুরু করে পরিচালক-সংগীতশিল্পীরা। বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান হল। মুম্বইয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে সেরাদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। এবারের অনুষ্ঠানের অন্যতম চমক ছিল সঞ্চালনায়। এবারে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সলমন খান (Salman Khan)। এছাড়াও ছিলেন আয়ুষ্মান খুরানা ও মণীশ পল।

এর পাশাপাশি অনুষ্ঠানের দর্শকদের এন্টারটেন্ট করতে নাচ-গান-বিনোদনে মঞ্চ মাতিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ থেকে শুরু করে টাইগার, ভিকি কৌশল, জাহ্নবী কাপুক সহ বহু তারকা। তবে এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। তিনি যেমন সেরা অভিনেত্রীর তকমা ছিনিয়ে নিয়েছেন, তেমনই তাঁর অভিনীত ছবি 'গাঙ্গুবাই কাথিয়ায়াড়ি' সেরা ছবি হিসাবে পুরস্কার পেয়েছে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের পুরো তালিকা দেখুন এক নজরে।

সেরা ছবি- গাঙ্গুবাই কাথিয়ায়াড়ি

সেরা ছবি ক্রিটিক্স- বাধাই দো

সেরা অভিনেতা- রাজকুমার রাও 

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট

সেরা অভিনেতা ক্রিটিক্স- সঞ্জয় মিশ্রা

সেরা অভিনেত্রী ক্রিটিক্স- ভূমি পেনডেনকর ও টাব্বু

সেরা পরিচালক- সঞ্জয় লীলা বনসালি

সেরা সহ অভিনেতা- অনিল কাপুর

সেরা সহ অভিনেত্রী- শিবা চাড্ডা

সেরা মিউজিক অ্যালবাম- প্রিতম

সেরা গায়ক- অরিজি সিং 

সেরা গায়িকা- কবিতা শেঠ

সেরা সিনেমাটোগ্রাফি- সুদীপ চ্যাটার্জি

লাইফটাইম অ্যাচিফমেন্ট অ্যাওয়ার্ড- প্রেম চোপড়া

12 months ago
Artist: জাতীয় পুরস্কারপ্রাপক শিল্পী এখন অটো চালক, কাশ্মীরি আইজাজের গল্প এখন ভাইরাল

জাতীয় পুরস্কার (National Award) পেয়েও পেটের টানে চালাতে হচ্ছে অটো। অটোর এক আরোহীই তাঁকে চিনতে পেরে সেই কাহিনি লিখেছেন টুইটারে। ঘটনাটি ঘটেছে শ্রীনগরে (Kashmir)। জানা গিয়েছে, ওই জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীর (Artist) নাম সৈয়দ আইজাজ শাহ। পেপার ম্যাশ বা কাগজের মণ্ড থেকে শিল্পদ্রব্য তৈরির করার জাদুকর তিনি। ভারতের কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকও তো পুরস্কার দিয়েছে সৈয়দ আইজাজকে। বহু দেশে গিয়েছেন কাজ শেখাতে। এমনকি তাঁর নাম বেরিয়েছে দেশ-বিদেশের নানা সংবাদমাধ্যমে। তবে সময়ের যাঁতাকলে কোথায় যেন হারিয়ে গিয়েছিল ওই শিল্পীর পরিচয়। তবে আইজাজ শাহের অটোর এক আরোহীই তাঁর পরিচয় আবার তুলে ধরলেন নেট দুনিয়ায়।  

জানা গিয়েছে, ওই আরোহীর নাম আচাকজাই। তিনিই টুইটারে পরপর টুইট আর ছবি শেয়ার করে লিখেছেন শিল্পী সৈয়দ আইজাজ শাহের কথা। টুইটারে তিনি বলছেন, ‘‘আজকের যানজটের একমাত্র ভাল (আসলে দুঃখের) দিক হল, আমি একটা অটো নিলাম আর চালক সৈয়দ আইজাজকে চিনতে পারলাম। বহু পুরস্কার এবং প্রশংসাজয়ী শিল্পী। দক্ষিণ আফ্রিকাতেও তাঁর কাজ সমাদৃত এবং পুরস্কৃত হয়েছে।’’ 

তিনি আরও লিখেছেন, 'কাশ্মীরে হস্তশিল্প থেকে আয় হয় সামান্যই। আইজাজ তা থেকে পরিবারকে টানতে পারেন না। পুরস্কার আর স্বীকৃতির চেয়ে টুক-টুক চালানোই এখন তাঁর কাছে বড় হয়ে দাঁড়িয়েছে।' আচাকজাই লিখেছেন, 'আইজাজ চমৎকার মানুষ! এখনও উনি সকাল আর সন্ধেয় সময় বার করে ওঁর হাতের কাজ নিয়ে বসেন। দিনে অটো চালান। সন্ধেয় ডুবে যান রঙের জগতে। অসমাপ্ত ম্যুরাল আর অবশিষ্ট স্বপ্নের জগতে।'

তবে এখন কাশ্মীরের পেপার-ম্যাশ শিল্পের অবস্থা সামগ্রিক ভাবেই খারাপ। অনেক শিল্পীই কাজ ছেড়ে কেউ অটো চালাচ্ছেন, কেউ আবার সেলসের কাজ করছেন। আইজাজ নিজেও এই বিষয়ে বলছেন, 'আর পাঁচ-দশ বছরের বেশি আয়ু নেই এই শিল্পের। অনটনে সবাই একে একে কাজ ছাড়ছে। তকদীর বনি, বনকর বিগড়ি, দুনিয়া নে হমে বরবাদ কিয়া।'

12 months ago


Uttarabaokar: প্রয়াত মৃণাল সেনের ছবির অভিনেত্রী 'উত্তরা বাওকর'

৭৯ বছরে প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী উত্তরা বাওকার (Uttara Baokar)। টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। শ্যাম বেনেগাল (Shyam Benegal) থেকে মৃণাল সেন (Mrinal Sen), তাবড় তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। অভিনয় যাত্রার সমাপ্তি হল বুধবার। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। বর্ষীয়ান অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ অভিনয় জগৎ। তাঁর সহকর্মী ও ছাত্রছাত্রীরাও মর্মাহত।

ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াশোনা করেছিলেন তিনি। অভিনেত্রী উত্তরা বাওকারের অভিনয়ে হাতেখড়ি থিয়েটারে। দীর্ঘ সময় থিয়েটারে অভিনয় করেন। এরপর শ্যাম বেনেগালের টেলিভিশন সিরিজ 'যাত্রা' ও গোবিন্দ নিহালনির 'তামস' দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু করেন। ১৯৮৯ সালে মৃণাল সেনের 'এক দিন আচানক' ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এমনকি ওই সিনেমায় তাঁর অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পান।

ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পরবর্তীকালে শিক্ষিকা পদে যোগ দেন অভিনেত্রী। উড়ান, অন্তরাল, রিশতে কোড়া কাগজ, নজরানা, কসমকশের মতো ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। অভিনয়ে তাঁর অবদানের জন্য ১৯৪৮ সালে সংগীত নাটক একাডেমির তরফেও পুরস্কার পেয়েছিলেন তিনি। পরিবারের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

one year ago
Mp: দেশের সেরা সাংসদ সুকান্ত মজুমদার

এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে দেশের সেরা সাংসদ সুকান্ত মজুমদার। সাংসদ রত্ন সম্মানে (Award) ভূষিত হলেন দুই বঙ্গ সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) এবং সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এক বেসরকারি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে, কংগ্রেস ও বিজেপি দুই দলের বাংলার রাজ্য সভাপতিরা সম্মানিত হলেন।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সাংসদ রত্ন পুরষ্কার কমিটি ঘোষণা করে। ১৩ জন সাংসদ এবং ১ জন বর্ষিয়ান সাংসদকে তাঁদের জনহিতকর প্রশ্ন ও সরকারকে দিশা দেখানো কর্মকুশলতার জন্য, সাংসদ রত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে।

অধীর ও সুকান্ত ছাড়াও সংসদ রত্ন সম্মান পেলেন বিজেপির বিদ্যুৎ বরণ মাহাতো, হীনা বিজয়কুমার গাভিট, গোপাল চিনায়া শেঠি ও সুধীর গুপ্ত। কংগ্রেসের কুলদীপ রাই শর্মা ও ছায়া বর্মা। এনসিপির ডা.আমোল রামসিং কোলহে ও এফ টি এ খান। সিপিআইএমর ডা. জন ব্রিটাস, আরজেডির মনোজ কুমার ঝা ও সমাজবাদী পার্টির সাংসদ ভি পি নিশাদ।

one year ago
Modi: টিম নাটু-নাটু এবং এলিফ্যান্ট হুইস্পার্সকে মোদীর শুভেচ্ছা, ট্যুইটে কী লিখলেন

১৪ বছর পর রেড কার্পেটে জয় হিন্দ ধ্বনি। ভারতের ঝুলিতে জোড়া অস্কার (Oscar2023)। সেরা গানে অস্কার জয় নাটু-নাটুর (Natu Natu Song) আর ছোট তথ্যচিত্র বিভাগে অস্কার জয় 'দা এলিফ্যান্ট হুইস্পার্সের'। এদিকে অস্কার মঞ্চে ভারতের এই বিশ্বজয়কে কুর্নিশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অস্কারজয়ীদের টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ‘নাটু নাটু’র জয় প্রসঙ্গে তিনি লেখেন, 'ব্যতিক্রমী। বিশ্বব্যাপী জনপ্রিয়তা নাটু নাটুর। এটা এমন একটা গান, যেটা আগামী বহু বছর ধরে শ্রোতার মনে থেকে যাবে। এমএম কীরাবনী এবং চন্দ্র বোস-সহ পুরো টিমকে এই জয়ের জন্য শুভেচ্ছা। ভারত আপ্লুত এবং গর্বিত।'

অপরদিকে গুনীত মোঙ্গা প্রযোজিত ‘দা এলিফ্যান্ট হুইস্পার্স’ ছোট তথ্যচিত্রে অস্কার জিতেছে। দক্ষিণ ভারতের এক আদিবাসী দম্পতি বোমান এবং বেলির কাছে রঘু নামে এক হাতি শাবকের বেড়ে ওঠার কাহিনী তুলে ধরেছে এই তথ্যচিত্র। এই তথ্যচিত্রকে কুর্নিস জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, 'এই সম্মানের জন্য কার্তিকী এবং গুনীত-সহ পুরো টিমকে শুভেচ্ছা। আপনাদের কাজের মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এবং তার উন্নতির গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে।'

one year ago


Benegal: কিডনির অসুখে বাড়িতে শয্যাসায়ী শ্যাম বেনেগাল, বন্ধ ছবির শুটিং

ফের বলিউডে (Tollywood) দুঃসংবাদ। গুরুতর অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল (Shyam Benegal)। কিডনির অসুখে (Kidney failure) ভুগছেন ৮৮ বছরের বর্ষীয়ান পরিচালক। তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, হাসাপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই বাড়িতেই চিকিৎসা চলছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। দুটি কিডনি একেবারে অচল হয়ে পড়ে। ডায়ালিসিস চলছে পরিচালকের। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পরামর্শে রয়েছেন তিনি। পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকদিন থেকেই বার্ধক্যজনিত অসুস্থতা ছিল পরিচালকের। কিন্তু গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, বাড়ির মধ্যে অফিসেও যেতে পারছেন না। তবে জানা গিয়েছে, এর মধ্য়েই পরের ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ -এর কাজের কথা ভাবছেন। এই ছবির কাজের মাঝেই অসুস্থ হয়ে পড়েন শ্যাম বেনেগল।

উল্লেখ্য, ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ ছবির হাত ধরে আত্মপ্রকাশ তাঁর। প্রথম ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৭৫ সাল থেকে শুরু করে পরপর পাঁচ বছর জাতীয় পুরস্কার অর্জন করেন শ্যাম বেনেগাল, যা তাঁর কর্মজীবনের অনন্য নজির। পরিচালকের ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’ ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল। এছাড়াও দাদাসাহেব ফালকে পুরষ্কারে বিজয়ী হয়েছিলেন তিনি।

one year ago
Iman: ফল কিনতে গিয়ে অশালীন ইঙ্গিতের শিকার গায়িকা ইমন! থানার দ্বারস্থ শিল্পী

মাঝরাতে গায়িকা ইমনকে (Iman Chakraborty) অশালীন ইঙ্গিতের অভিযোগ। পুলিসের দ্বারস্থ জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। এই ঘটনায় (Lewd Comments) গ্রেফতার এক। খাস কলকাতায় (Kolkata Incident) একটি ফলের দোকানে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে ইমন চক্রবর্তীকে। এমনটাই গায়িকার তরফে অভিযোগ। জানা গিয়েছে, প্রতিদিনই ইমন, তাঁর স্বামী এবং কিছু বন্ধু-সহ ব্যাডমিন্টন খেলতে যান। বৃহস্পতিবারও খেলতে গিয়েছিলেন তিনি। খেলা শেষ করে বাড়ি ফেরার পথে একটি ফলের দোকানে যান।

ফল কিনতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন গায়িকা ইমন চক্রবর্তী। নানারকম ফলের নামকরণ করে ব্যঙ্গ করতে থাকেন এক ব্যক্তি। এমনকি শারীরিকভাবেও নানা কুরুচিকর ইঙ্গিত করেন অভিযুক্ত বলে খবর।

এই ঘটনার প্রতিবাদ ফেসবুক লাইভে এসে করেন সঙ্গীতশিল্পী। তিনি জানান, অশালীন অচরণ মেনে নিতে না পেরে সেই ব্যক্তির বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলিস অভিযুক্ত গ্রেফতার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অশালীন,অসভ্যতা,নিকৃষ্টতর আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন গায়িকা। তিনি ফেসবুক লাইভে এসে নারী সুরক্ষা ব্যবস্থা নিয়ে সোচ্চার হয়েছিলেন।

এটাও বলেন, 'আমরা মেয়েরা বাইরে বেরোয়,রাস্তায় চলাফেরা করি তাই অনেক সমস্যার শিকার হতে হয়। তাই কখনও অন্যায়ের সঙ্গে আপস না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন।' 

one year ago