Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AssemblyElection2023

Rahul Gandhi: ভোটের দিনই এক্স-এ প্রচার! রাহুলের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির

আজ, শনিবার রাজস্থান বিধানসভা নির্বাচন (Rajasthan Assembly Election 2023)। কড়া নিরাপত্তা বলয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। কিন্তু তার মাঝেই জাতীয় নির্বাচন কমিশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় বিজেপি। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভোটের দিনই প্রচার করে ভারতের নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগে তাঁর এক্স অ্যাকাউন্টও সাসপেন্ড করারও দাবি বিজেপির।

রাহুল গান্ধীর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, ভোট শুরুর ঠিক আগে এক্স প্ল্য়াটফর্মে একটি পোস্টে রাজস্থানে দলের জনমুখী প্রকল্প ঘোষণার কথা তুলে ধরে রাজস্থানের ভোটারদের সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার কথা লেখেন সাংসদ রাহুল গান্ধী। ভারতের নির্বাচন বিধি ভঙ্গ করে পোস্ট করেছেন বলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।


বিজেপি অভিযোগ করেছে, রাজস্থান নির্বাচনের প্রচারপর্বের জন্য যে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, তা লঙ্ঘন করেই আজ তাঁর দলের হয়ে প্রচার করা হয়েছে। তাই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ লঙ্ঘনের অভিযোগে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি।

6 months ago
Assembly Election: ৪০০ টাকায় পাওয়া যাবে রান্নার গ্যাস, ভোটের মুখে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর!

এবারে রান্নার গ্যাস পাওয়া যাবে মাত্র ৪০০ টাকায়! এমনটাই ঘোষণা করা হল দেশেরই এক রাজ্যে। সূত্রের খবর, তেলেঙ্গানায় (Telangana) এমনটা ঘোষণা করেছেন খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)। চলতি বছরের নভেম্বরেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন (Assembly Election 2023), তার আগেই রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা করা হবে বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, ৯৩ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়ার ঘোষণাও করলেন তিনি।

আগামী মাসেই বিধানসভা নির্বাচন। ফলে জোরকদমে শাসক ও বিরোধী দল প্রচার শুরু হয়েছে। একদিকে বিরোধী দল বিজেপি যেমন দুর্নীতির অভিযোগ তুলে প্রচার শুরু করেছে, তেমনই মসনদ ধরে রাখতে জনদরদী প্রকল্পকেই হাতিয়ার করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

সূত্রের খবর, রবিবার বিকালে হাসনাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন কেসিআর। সেখান থেকেই কে চন্দ্রশেখর রাও ঘোষণা করেন, বিআরএস পুনরায় সরকার গঠন করলে রাজ্যবাসীকে ৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার থেকে ৯৩ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়া হবে। আবার রাজ্যের বিপিএল-ভুক্ত ৯৩ লক্ষ পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করার প্রতিশ্রুতি দিয়েছেন কেসিআর। এছাড়াও তেলেঙ্গানার দলিত পরিবারদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।

7 months ago
Vote: ভোট দিলেই ফ্রিতে পাওয়া যাবে পোহা ও জিলিপি!

সকাল সকাল ভোট দিলেই পাওয়া যাবে পোহা ও জিলিপি! এমনটাই ঘোষণা করা হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। অবাক হচ্ছেন তো, তবে এটাই সত্যি। চলতি বছরের ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন (Assembly Election 2023)। সবকটি আসনে সেদিনই নির্বাচন হবে। ফলে সেদিন সকাল ৯টার মধ্যে যে ভোট দিয়ে আসবেন তাঁকেই সকালের জলখাবারে দেওয়া হবে পোহা ও জিলিপি। তবে আশ্চর্যের এটাই যে, এই ঘোষণা কোনও রাজনৈতিক দল থেকে করা হয়নি। এই উদ্যোগ নিয়েছে এক ফুড হাব '৫৬ দোকান।'

ইন্দোরের বিখ্যাত ফুড হাব '৫৬ দোকান।' এই ফুড হাবের তরফেই ঘোষণা করা হয় যে, ১৭ নভেম্বর যাঁরা সকাল ৯টার মধ্যে ভোট দিয়ে আসতে পারবে, তাঁদের ৫৬ দোকানে গেলেই ফ্রিতে পোহা ও জিলিপি খেতে দেওয়া হবে। জানা গিয়েছে,  ভোট দিতে উৎসাহ দেওয়া জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

'৫৬ দোকান ট্রেডার্স অ্যাসোসিয়েশনেটর প্রেসিডেন্ট গুঞ্জন শর্মা বলেন, "স্বচ্ছতার দিক থেকে ইন্দোর দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। আমরা চাই, ভোটদানের ক্ষেত্রেও আমাদের শহর শীর্ষে থাকুক। সেজন্যই যাঁরা ভোট দেবে তাঁদের বিনামূল্যে পোহা ও জিলিপি দেওয়া হবে।" আরও জানানো হয়েছে, ১৭ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত এই অফার থাকবে। যাঁরা আঙুলের ভোটের কালি দেখাতে পারবে, তাঁদেরই এই জলখাবার ফ্রিতে দেওয়া হবে। ৯টার পর যাঁরা আসবেন, তাঁদের খাবারেও ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে।


7 months ago


Assembly Election 2023: ৬ দিনে ৪ ভোটমুখী রাজ্যে ৮টি সভা! নির্বাচনের আগে মেগা প্রচারে মোদী

২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেই চলতি বছরেই দেশের পাঁচটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2023)। আর এই বিধানসভা নির্বাচনের আগেই এবারে মেগা প্রচারে নামতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ অর্থাৎ শনিবার থেকেই ভোট প্রচারে জোরকদমে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গনা, ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে শনিবার থেকেই মেগা নির্বাচন ক্যাম্পেনে অংশ নিতে চলেছেন নমো। ৩০ অক্টোবর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচি।

সূত্রের খবর, আগামী ছয়দিনে মোট আটটি র‌্যালিতে করবেন। এছাড়াও একাধিক প্রকল্পের শিলান্য়াস করবেন ও বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পের সূচনাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আজ অর্থাৎ ৩০ অক্টোবরে তিনি আছেন ছত্তিশগড়ের বিলাসপুরে। সেই রাজ্যে গিয়ে তিনি বিজেপির 'পরিবর্তন যাত্রা'-য় অংশ নিয়েছেন তিনি। এর পর বিলাসপুরের সায়েন্স গ্রাউন্ড কলেজে 'পরিবর্তন মহাসংকল্প' সভায় বক্তৃতা রাখেন।

১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন তেলেঙ্গনার মেহবুবনগরে। সেখানে গিয়েই তিনি ১৩ হাজার ৫০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এছাড়াও হায়দরাবাদে নতুন পাঁচটি বিশ্ববিদ্যালয় ভবনের উদ্বোধন করবেন।

২ অক্টোবর মধ্যপ্রদেশে প্রচারে যাবেন মোদী। গোয়ালিয়রে তাঁর দুটি জনসভা করার কথা রয়েছে। জবলপুর ও জগদলপুরেও দুটি জনসভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর তিনি যাবেন রাজস্থানের চিতোরগড়ে। সেখানে গিয়ে একটি জনসভায় গিয়ে তিনি বক্তৃতা দেবেন।

এরপর ৩ অক্টোবর ফের ছত্তিশগড় যাবেন নরেন্দ্র মোদী। সেখানে এক জনসভায় অংশগ্রহণ করার পর তেলেঙ্গনায় ফিরে নিজামাবাদ জেলায় একটি বৈঠক করবেন নমো।

শেষে ৬ অক্টোবর ফের রাজস্থানে ফিরে অশোক গেহলটের দুর্গ বলে পরিচিত যোধপুরে প্রচারসভা করতে পারেন প্রধানমন্তী মোদী।

7 months ago