Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AsiaCup

Rohit: 'এশিয়া কাপের পারফম্যান্স বিশ্বকাপেও থাকবে,' জয়ের পর জানালেন রোহিত

এই দুর্ধর্ষ ফাইনাল মনে থাকবে আজীবন। এশিয়া কাপ জয়ের পর এমনই জানালেন রোহিত শর্মা। রোহিতের নেতৃত্বে আটবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর দেশের মাটিতে বিশ্বকাপ। রোহিত আশাবাদী, এই জয় বিশ্বকাপে তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে।

ম্যাচের পর রোহিত মহম্মদ সিরাজের বোলিংয়ের প্রশংসা করে বলেন, 'সিরাজ দুরন্ত। যা বল করল, অনেকদিন মনে থাকবে। এই বোলিং দেখার জন্য ১০০ ওভার ফিল্ডিং করা যায়। বুমরাও ফিট হয়ে গিয়েছে। রাহুল, ইশান, বিরাটের ব্যাটেও রান এসেছে। আশা করি এই পারফরম্যান্স বিশ্বকাপেও থাকবে।'

এদিন এশিয়া কাপ ফাইনালে প্রথম ওভার থেকেই বিধ্বংসী মেজাজে বল করেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারে আসে ১ উইকেট। দ্বিতীয় ওভারে ৪ উইকেট তুলে নেন। তৃতীয় ওভার পান আরও ১ উইকেট। সব মিলিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি।

8 months ago
Sourav: 'আগেই বলেছিলাম টিম ইন্ডিয়া খুবই শক্তিশালী,' জয়ের পর টুইট প্রাক্তন অধিনায়কের

এশিয়া কাপের ফাইনালে শুরু থেকেই অন্য মেজাজে ছিল ভারত। টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় কার্যত ছোট গল্প তৈরি করেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দুঘণ্টাও ক্রিজে দাঁড়াতে পারেননি না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।

ম্যাচের পরেই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান মাস্টার ব্লাস্টার, তিনি পিঠ চাপড়ে দিয়েছেন সিরাজের। শুভেচ্ছা জানতে ভোলেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-ও। সৌরভ তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘শুরুতেই বলেছিলাম, এই টিম ইন্ডিয়া খুবই শক্তিশালী। রোহিতের নেতৃত্বে দ্বিতীয় এশিয়া কাপ। সকলকে শুভেচ্ছা’

উল্লেখ্য, এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ভারত অধিনায়ক রোহিতও চেয়েছিলেন, প্রথমে ব্যাট করুক ভারত। কিন্তু টস হারে ভারত। প্রথম ওভার থেকেই বিধ্বংসী বোলিং করেন ভারতের পেসাররা। পাঁচ শ্রীলঙ্কার ব্যাটসম্যান খাতাই খুলতে পারেননি।

8 months ago
Siraj: এশিয়া কাপে রেকর্ড গড়ে শ্রীলঙ্কার গ্রাউন্ড স্টাফদের নিজের পুরস্কার দিলেন সিরাজ

প্রথম ভারতীয় যিনি এক ওভারে চার উইকেট নিয়েছেন। স্বপ্নের স্পেল করে ভারতকে অষ্টমবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছেন। ২১ রানে ৬ উইকেটকে কেরিয়ারে সেরা স্পেল বলে মনে করেন তিনি।

এরপরেও একজন ক্রিকেটারকে ছাপিয়ে মানুষ হিসাবে কলম্বোর প্রেমাদাসায় নিজেকে প্রতিষ্ঠা করলেন মহম্মদ সিরাজ। ম্যাচে সেরা হয়ে পুরস্কার মঞ্চ থেকেই ঘোষণা করলেন, তাঁর পাওয়া ৪ লক্ষ ১৫ হাজার টাকার পুরোটাই প্রাপ্য প্রেমাদাসার মাঠ কর্মীদের।

সিরাজ মনে করেন, মাঠকর্মীরা না থাকলে এই টুর্নামেন্ট সম্ভব হত না। সিরাজের এই ঘোষণায় ফেটে পড়ল প্রেমাদাস। ভারতীয় দলের কুর্নিশ সিরাজকে। এদিকে টুর্নামেন্ট সেরা কুলদীপ যাদব। এশিয়া কাপের টপ স্কোরার শুভমন গিল।

8 months ago


Siraj: সি...রাজই রাজা

সি...রাজই রাজা


বৃষ্টির জন্য দেরি হলেও খেলার শুরুতেই সিরাজের কাছে হার মেনে নেয় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ।


এশিয়া কাপের ফাইনালে রেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ। প্রথম ভারতীয় বোলার হিসেবে ১ ওভারে নিলেন ৪ উইকেট।


ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে এই সাফল্য পান সিরাজ।


শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের প্রথম স্পেলেই ৫ উইকেট তুলে নিয়েছেন সিরাজ। মোট ৭ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি।


সিরাজই যেন কলম্বোয় রাজত্ব করলেন।


এশিয়া সেরা যেমন ভারত, তেমনই বিশ্ব সেরা যেন মহম্মদ সিরাজ।


8 months ago
India: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা ভারত

খুব সহজেই এশিয়া কাপ জয় ভারতের। ১৩ বছর পর এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদের হারানো প্রাথমিক ভাবে কঠিন মনে হয়ে থাকলেও সেটা শেষ পর্যন্ত মনেই হল না। শ্রীলঙ্কার ৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক লহমায় যেন শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত। কোনো উইকেট না খুইয়ে ৬ ওভার ১ বলেই নিজের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সে সঙ্গেই এশিয়ার সেরা হিসেবে নির্বাচিত হয় ভারত।

টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ভরাডুবি হয় শ্রীলঙ্কার। ১৫ ওভার ২ বলে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। শ্রীলঙ্কা দলের অর্ধেক শূন্য রান করেই সাজঘরে ফিরে যায়। দুই অংকের রান করে মাত্র ২ জন। কুশল মেন্ডিস ৩৪ বলে ১৭ রান করে, এছাড়া হেমন্ত ১৩ রান করে। আগুন ঝরানো বল করে সিরাজ। প্রথমে বল করতে নেমেই মাত্র ৩৪ রানে ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। সিরাজ নেয় শ্রীলঙ্কার ক্যাপ্টেনের উইকেট সহ মোট ৬ উইকেট, পাণ্ড্য নেয় ৩ উইকেট। ১ টি উইকেট পায় বুমরা।

৫০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে প্রথমেই মার শুরু করে ঈশান কিষান ও শুভমন গিল। কোনও উইকেট না হারিয়ে মাত্র ৬.১ ওভারেই রান তুলে দেয় এই ওপেনিং জুটি। ভারতের পক্ষে ঈশান করে ২৩ রান। এবং গিল করে ২৭ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই বড় জয়ে ভারত কেবল এশিয়ার সেরা হল না, বিশ্বকাপের আগে এই এশিয়া কাপ জয় যে ভারতীয় দলে অনেক আত্মবিশ্বাস জোগাবে সেটা বলাই বাহুল্য।


8 months ago


Final: ১৩ বছর পর এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা, জিততে মরিয়া দুই দলই

১৩ বছর পর আজ, রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। গতবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল শ্রীলঙ্কা। আর ভারত শেষবার এই ট্রফি জিতেছিল ২০১৮ সালে। ফলে, এদিন কলম্বোর প্রেমাদাসায় ভারতের সামনে যে এক কঠিন ম্যাচ তা বলা যেতে পারে।

এই ম্যাচের আগে অবশ্য রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে প্রায় ঘণ্টা খানেকের বৈঠক করেছে টিম ম্যানেজমেন্ট। যেখানে হাজির ছিলেন জাতীয় নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকরও।

সূত্রের খবর একাধিক ইস্যুতে এই বৈঠক হয়েছে। বিশ্বকাপের পাশাপাশি আলোচনা হয়েছে রবিবাসরীয় ফাইনাল এবং অক্ষর প্যাটেলের চোট নিয়ে। পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে বরাবর ভারতের শক্তি প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই দল এর আগে সাত বার ফাইনালে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত চার বার জিতেছে। শ্রীলঙ্কা তিন বার। তাই, আজ সবাই তাকিয়ে প্রেমাদাসার দিকে। টস ফ্যাক্টর হতে পারে। ফাইনালের আগে রোহিতে ইঙ্গিত, বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিততে পূর্ণ শক্তিতেই ফিরবে টিম ইন্ডিয়া।

8 months ago
Meeting: এশিয়া কাপের ফাইনালে আগে ম্যারাথন বৈঠকে টিম ইন্ডিয়া, দলে এল সুন্দর

এশিয়া কাপ ফাইনালের আগে ম্যারাথন বৈঠক করল টিম ইন্ডিয়া। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ওয়াশিংটন সুন্দরকে টিমে নেওয়া হল। তড়িঘড়ি তাঁকে শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের নেপথ্যে, অক্ষর পটেলের চোট। বিসিসিআই জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবেন না অক্ষর। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বাঁ হাতে চোট পেয়েছেন তিনি। তাঁর জায়গায় দলে এলেন ওয়াশিংটন সুন্দর। ফাইনালে তাঁকে খেলানো হতে পারে।

অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় -সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট দীর্ঘ বৈঠক করে ওয়াশিংটনকে দলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। শনিবার প্রথমে বৈঠক শুরু হয়েছিল কোচ দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের মধ্যে। এরপর যোগ দেন রোহিত এবং অজিত আগরকর। এরপর বোলিং কোচ পরেশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপও বৈঠকে যোগ দেন। তিনঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা আলোচনা করেন। রাঠৌর, মামব্রে এবং দিলীপ চলে যাওয়ার পরেও ঘণ্টাখানেক কথা বলেন রোহিত, দ্রাবিড় এবং আগরকার।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় অক্ষরের হাতে একাধিক বার বল লাগে। সেই চোটের কারণেই ছিটকে গেলেন তিনি।

8 months ago
Bangladesh: ব্যর্থ শুভমন-অক্ষরের যুদ্ধ, ১১ বছর পর এশিয়া কাপে বাংলাদেশের কাছে হার ভারতের

কলম্বোয় ব্যর্থ শুভমন-অক্ষরের জোড়া যুদ্ধ। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হেরে গেল ভারত। বাংলাদেশের ২৬৬ রান তাড়া করতে নেমে ভারত অলআউট ২৫৯ রানে। এর ফলে ১১ বছর পর এশিয়া কাপে ভারতকে হারাল বাংলাদেশ।

১৩৩ বলে ১২১ রান করেন শুভমন। এটা ছিল তাঁর পঞ্চম শতরান। ৩৪ বলে ৪২ রান অক্ষর প্যাটেলের। তাতেও ম্যাচ বের করতে পারল না ভারত। বাংলাদেশের হয়ে তিন উইকেট। একদিনের ক্রিকেটে এই ম্যাচেও রান পেলেন না সূর্য যাদব। ২৬ রানে আউট হয়ে যান তিনি।

শুক্রবার টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন গত দুটি ম্যাচে তাঁরা টস জিতে ব্যাট করেছেন। এই ম্যাচে তাঁরা রান তাড়া করতে চান। কিন্তু, ২৬৬ রান তাড়া করতে নেমেও শেষপর্যন্ত কোনও লাভ হল না।

অন্যদিকে, শাকিব আল হাসানের ৮০ রান ও হৃদয়ের হাফ সেঞ্চুরির সৌজন্যে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে একসময় অনেকটাই বেকায়দায় ছিল বাংলাদেশ। খুব দ্রুত তাদের চার উইকেট পড়ে যায়। এখান থেকেই শাকিব ও হৃদয় ১০১ রানের পার্টনারশিপ গড়েন। শেষবেলায় নাসুমের দ্রুত ৪৫, বাংলাদেশকে ২৫০ রানের গন্ডি পার করে দেয়। ভারতের হয়ে শার্দূল ঠাকুর নেন তিন উইকেট।

আলোর নিচে রান তাড়া করতে কেমন লাগে? সেই পরীক্ষা করতেই শুক্রবার টস জিতেও বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এশিয়া কাপে বাংলাদেশের কাছে ১১ বছর পর হারের পরেও, নিজের অবস্থানেই অনড় রোহিত। ম্যাচ শেষে জানালেন, সিদ্ধান্তে ভুল ছিল না। কিন্তু মাঝের সময় কিছু উইকেট দ্রুত চলে যাওয়ায় ম্যাচটা বেরিয়ে গেল।

8 months ago


Final: এশিয়া কাপের ফাইনালের আগে রানে এগিয়ে গিল, ছক্কায় এগিয়ে রোহিত

বিশ্বকাপের আগে রবিবার এশিয়া কাপের ফাইনাল (Asia Cup)। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ভারত। ফরম্যাট বদলে এবার ৫০ ওভারের টুর্নামেন্ট। আর তাতেই পরিসংখ্যানে দাপট ভারতীয়দের।

পাঁচ ম্যাচে ২৭৫ রান করে এশিয়া কাপের এখনও পর্যন্ত টপ স্কোরার ভারতের শুভমন গিল। শুক্রবারই বাংলাদেশের বিরুদ্ধে ১৩৩ বলে ১২১ রান করেছেন ভারতীয় এই ওপেনার। শুভমনের ঝুলিতে রয়েছে আরও একটি নজির

এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকেই। ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে মোট বাউন্ডারি ৪৭৩। এর মধ্যে ২৯টি এসে গিলের ব্যাট থেকে। পাশাপাশি ১১টি ওভার বাউন্ডারি মেরে শীর্ষে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বাংলাদেশের বিরুদ্ধে দলে পরীক্ষা করেছিলেন রোহিত। কিন্তু ফাইনালে আবার পুরনো দল। কারণ রোহিত জানিয়েছেন, বিশ্বকাপের আগে এশিয়া কাপ নিয়ে দেশে ফিরতে চায় টিম ইন্ডিয়া।

8 months ago
Srilanka: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা, প্রতিপক্ষ ভারত

এশিয়া কাপের ফাইনালে (Asia Cup final) হচ্ছে না ভারত বনাম পাকিস্তানের দ্বৈরথ। বৃহস্পতিবার পাকিস্তান বনাম শ্রীলঙ্কার (SriLanka) ম্যাচে বাবর আজমদের হারিয়ে ফাইনালে উঠলেন দাসুন শনাকারা। রবিবার কলম্বোয় রোহিত শর্মা, বিরাট কোহলিদের টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবারের শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের ম্যাচ কার্যত সেমিফাইনালে পরিণত হয়েছিল৷ হিসাব ছিল স্পষ্ট, যে দল জিতবে, তারাই ভারতের বিরুদ্ধে ফাইনালের টিকিট পাবে। লড়াই হল সেয়ানে সেয়ানে। তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে বাজিমাত করল শ্রীলঙ্কা।

বৃষ্টির জন্য ওভারের সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৪২ করা হয়। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করে পাকিস্তান। একসময় ১৩০ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে লড়াই করে ভালো রান তোলেন দুই ব্যাটার রিজওয়ান ও ইফতিখার। ৮৬ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান।

জয়ের জন্য ৪২ ওভারে শ্রীলঙ্কার টার্গেট ছিল ২৫২ রান। দুই উইকেটে ম্যাচের শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেল শ্রীলঙ্কা। দারুণ খেললেন চরিথ আসালঙ্কা। তাঁর অপরাজিত ৪৯ রানই শ্রীলঙ্কাকে ফাইনালে পৌঁছে দিল। শেষ ওভার দরকার ছিল ৮ রান। প্রবল চাপের মধ্যে দলকে জিতিয়ে নায়ক হলেন আসালঙ্কা।

কুশল মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন। ফাইনালে তাঁকে নিয়ে ভাবতে হবে টিম ইন্ডিয়াকে।

8 months ago


Asia Cup: মরনবাঁচন লড়াই শ্রীলঙ্কা ও পাকিস্তানের, জয়ী দল ফাইনাল খেলবে ভারতের সঙ্গে

যে জিতবে, সেই টিমই ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে। এশিয়া কাপে আজ ধুন্ধুমার লড়াইয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কিন্তু এই ম্যাচ ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃষ্টিতে ভাসতে পারে কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়াম।

ভারতের বিরুদ্ধে হেরে পাঁচ ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়েছেন অধিনায়ক বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইমাম উল হকের সঙ্গে ওপেন করলেন মহম্মদ হ্যারিস। শাহিন শাহ আফ্রিদির সঙ্গে থাকবেন মহম্মদ ওয়াসিম ও জামান খান। 

ভারতের বিরুদ্ধে ২২৮ রানে হারের পর পাকিস্তানের নেট রানরেট অনেকটাই কমেছে। এই ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে ফাইনালে ভারতের বিরুদ্ধে যাবে কিন্তু শ্রীলঙ্কাই। বৃষ্টিতে খেলা বাতিল হলেও রিজার্ভ ডে নেই। তাই পয়েন্ট ভাগাভাগি হবে। তাই এই ম্যাচ জেতা ছাড়া আর কোনও বিকল্প নেই পাকিস্তানের কাছে।

8 months ago
Final: কোন অঙ্কে ভারত-পাক এশিয়া কাপ ফাইনাল!

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup) জয় ভারতের। গত ৩৯ বছরে এমন শিরোনাম কখনও হয়নি। তাহলে কী এবার কলম্বোর মাঠে তা হতে পারে? মঙ্গলবার ভারত জিততেই তেমন সম্ভাবনা তৈরি হল। এখন অপেক্ষা পাকিস্তান যদি তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, তাহলেই কেল্লাফতে।

সম্প্রতি কলকাতায় ডুরান্ড কাপের ফাইনালে প্রায় একই ঘটনা ঘটেছিল। সূচির বৈচিত্র্যে ফাইনাল খেলেছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল। দু'দেশের ক্রিকেট প্রেমীরাই চাইছেন বিশ্বকাপের আগে একটি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে। চার পয়েন্ট নিয়ে এশিয়া কাপে পয়েন্ট টেবলে শীর্ষে ভারত। দু পয়েন্ট নিয়ে এক সারিতে শ্রীলঙ্কা ও পাকিস্তান। যদিও রান রেটে শ্রীলঙ্কা এগিয়ে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এশিয়া কাপের কার্যত সেমিফাইনাল। পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের দিকে আর তাকিয়ে থাকতে হবে না টিম ইন্ডিয়াকে। বরং রোহিতদের ফোকাসে এখন বাংলাদেশ ম্যাচ।

8 months ago
Asia Cup: পরপর ১০ বার এশিয়া কাপের ফাইনালে ভারত

অনেক চ্যালেঞ্জ ছিল। বিশেষ করে এই পিচে ব্যাট করা এবং তাকে বুঝে বল করা। সব চ্যালেঞ্জকে অতিক্রম করা গিয়েছে এটাই বেশ ভাল লাগছে। শ্রীলঙ্কাকে (Srilanka) ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup Final) ফাইনালে উঠে এমনটাই দাবি ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)।

এদিন কুলদীপকে প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত। জানালেন এখন অনেক পরিণত ভারতীয় এই ক্রিকেটার। ফলে বাংলাদেশ ম্যাচ এখন নিময় রক্ষার। রবিবার ভারতের প্রতিরক্ষ কে, তা ঠিক হবে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচেই।

সকাল থেকেই একটা প্রশ্ন চলছিল এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টি হলে কী হবে? কোন অঙ্কে ফাইনাল খেলবে ভারত? ভারতকে কী পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে?

মঙ্গলবার রাতে এই সব প্রশ্নের উত্তর দিয়ে দিল প্রেমাদাসা। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৪১ রানে হারাতেই চার পয়েন্ট নিয়ে সুপার ফোরে শীর্ষে টিম ইন্ডিয়া। গত বাহাত্তর ঘণ্টায় পর পর দুটি বড় ম্যাচ। পাকিস্তানকে ২২৮ রানে হারানোর পর একই মাঠে ২১৪ রান দুরন্ত ভাবে আটকে দিলেন ভারতীয় বোলাররা।

বিশেষ করে বল ঘুরতে পারে, এই ধারনা থেকে তিন স্পিনারকে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলানো। আর সেটাই ক্লিক করে গেল। অক্ষর বল হাতে সফল না হলেও, ব্যাট হাতে দলকে রান দিয়ে গেলেন। বাকি কাজটা করলেন জাডেজা এবং কুলদীপ। টুর্নামেন্টে ৯ উইকেট কুলদীপের।

8 months ago


Asia Cup: শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়ে এক ম্যাচ আগেই এশিয়া কাপের ফাইনালে ভারত

ব্যাটে-বলে ওয়ালালাগে। তবুও প্রেমাদাসায় নায়ক হওয়া হল না কুড়ি বছরের শ্রীলঙ্কার এই ক্রিকেটারের। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে বল হাতে পাঁচ উইকেট নেন। এরপর ব্যাট হাতে তিনি যখন মাঠে আসেন, তখন ভারতের ২১৪ রান তাড়া করতে গিয়ে প্রায় কোমায় শ্রীলঙ্কা। এখান থেকে তাঁর ব্যাটে অক্সিজেন খোঁজার চেষ্টা করেছিল দাসুন শানুকার দল।

কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ফিনিশ করতে পারলেন ওয়ালালাগে। শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে জয় পেল ভারত। ফলে বাংলাদেশকে হারাতে পারলেই রবিবার ফাইনাল খেলবেন রোহিত শর্মারা। এই ম্যাচেও চার উইকেট কুলদীপ যাদবের।

স্পিন দিয়ে ভারতকে ঘিরে ছিল শ্রীলঙ্কা। একদিনের ক্রিকেটে এই প্রথম ১০ উইকেট ভাগ করে নিয়েছিলেন দুই স্পিনার। বদলায় বুমরা আর সিরাজই শ্রীলঙ্কার শিড়দাঁড়ায় ধাক্কা দেন। ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে ঘরের মাঠে দিশা হারায় গতবারের চ্যাম্পিয়নরা। কারণ, মাঝপথে কুলদীপ এবং জাডেজার দুটি করে উইকেট শানুকাদের ম্যাচ থেকে কার্যত দূরে ঠেলে দেয়।

এরমধ্যেই লড়াই করলেন ওয়ালালাগে। ৪০ রানে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তাঁর লড়াই স্মরণীয় করে রাখল প্রেমাদাসাকে। এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২১৩ রান করেছিল ভারত। তার জবাবে ১৭২ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৫৩ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে ১০ হাজার রান পূর্ণ করেন হিট ম্যান।

8 months ago
India: শেষ ম্যাচের ১৫ ঘন্টার মধ্যে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে হবে ভারতকে

গত ৪৮ ঘণ্টায় খেলতে হয়েছে ৮১ ওভার। আজ, মঙ্গলবার যদি বৃষ্টি না হয়, তাহলে আরও ১০০ ওভার খেলতে হবে ভারতকে। সবমিলিয়ে মাত্র ৭২ ঘণ্টায় ১৮১ ওভারের ধকল সহ্য করতে হবে টিম ইন্ডিয়াকে। তাই এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে ক্লান্তির কথায় আগাগোড়া বললেন পাকিস্তানের ম্যাচের সেরা বিরাট কোহলি। 


পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে সুপার ফোরে শীর্ষে ভারত। আজও বৃষ্টির ভ্রুকুটি মাথায় নিয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে বিরাট জানালেন, পাকিস্তান ম্যাচে যতই শতরান আসুক না কেন, প্রেমাদাসায় একটা সময় ব্যাট করার সময় তাঁর মনে হচ্ছিল মঙ্গলবার আবার তিনটের সময় মাঠে নামতে হবে। ভাগ্য ভাল, তিনি টেস্ট খেলেন। এবং ১০০ বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

শ্রীলঙ্কা ম্যাচে কী কোনও পরিবর্তন হবে ? নাকি পাক ম্যাচের দলই দেখা যাবে ? স্পষ্ট করে কিছুই বলেননি রোহিত শর্মা। কারণ, সাড়ে ১৫ ঘণ্টার মধ্যে আবার একটা ম্যাচ। tপ্রায় ৯১ বছর ক্রিকেট খেলছে ভারত। কিন্তু এমন অভিজ্ঞতা এই প্রথমবার। তাই রোহিত জানালেন, মঙ্গলবার সকালে এই ব্যাপারে চিন্তা করা যাবে।

তবে, পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেলেও মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও জিততে মরিয়া টিম ইন্ডিয়া। কারণ, শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না রোহিতদের। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে না পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকেও। তাই ইঙ্গিত যা, তাতে আজকের ম্যাচে উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে টিম ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচের আগে সুপার ফোরে সূর্যকুমার, মহম্মদ শামিদের মাঠে নামা হচ্ছে না। এমনকী শ্রেয়স আইয়ারেরও নয়। চোট সারিয়ে দলে ফিরেই শতরান করেছেন কেএল রাহুল। উইকেটে পিছনেও পাক ম্যাচে যথেষ্ঠ সক্রিয় দেখা গিয়েছে তাঁকে। টানা ৩২ ওভার ফিল্ডিং করে নজর কেড়েছেন ইশানও। তাই, সিংহলিজ স্পোর্টস ক্লাবের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোনও অঘটন না ঘটলে অপরিবর্তিত টিম ইন্ডিয়া।

8 months ago