Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ashwin

Ashwin: ফাইনালে কি দলে জায়গা পাবে অশ্বিন! পরিবর্তন নিয়ে কি ভাবছে টিম ইন্ডিয়া!

এই বছরের মাঝামাঝি সময়ে বিলেতে মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে রবিচন্দ্রণ অশ্বিনকে না খেলা নিয়ে অনেক কথাই শুনতে হয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। কয়েক মাস পর এবার বিশ্বকাপ ফাইনাল। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া।

কী হবে ভারতের প্রথম একাদশ? ম্যাচের আগে অধিনায়ক জানালেন, ১০০ শতাংশ ফিটনেস নিয়েই খেলবেন ১১ জন। কিন্তু তাঁরা কারা, তা স্পষ্ট নয়। পরীক্ষাগারের বাইরে এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে ব্যালান্স টিম ভারত।

যার প্রমাণ হার্দিকের চোটের পরেও তাদের জয়ের পরিসংখ্যান। ফলে, যা ইঙ্গিত তাতে আমেদাবাদে কাপ ফাইনালে দলে পরিবর্তন, এমনটা মনে হচ্ছে না। এটা ঠিক যে বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ভারত। তবে সেটা ছিল চেন্নাই।

প্রথমে ব্যাট নাকি রান তাড়া ? এই ম্যাচে টসকে ততটা গুরুত্ব দিচ্ছেন না রোহিত। কারণ, তিনি জানেন, আমেদাবাদের সন্ধ্যের দিকে শিশির ফ্যাক্টর নাও হতে পারে। তাই, পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁর দল তৈরি হবে দাবি ভারত অধিনায়কের।

6 months ago
Ashwin: অশ্বিনকে মুম্বইতে খেলাক ভারত

চিরঞ্জিত ( বিধায়ক / অভিনেতা ): বিশ্বকাপের লীগ পর্যায়ের খেলার শেষ লগ্ন এসে গিয়েছে। আপাতত যা খেলা হয়েছে নিঃসন্দেহে বলা যায় ভারতই সেরা যদিও নক আউট বাকি এবং সেটা একেবারেই ভিন্ন খেলা হবে। এখনও পর্যন্ত লীগ পর্যায় থেকে নক আউটে যাওয়ার সম্ভাবনা ১) ভারত ২) দক্ষিণ আফ্রিকা ৩) নিউজিল্যান্ড ৪) অস্ট্রেলিয়া। এই হিসাবে অবিশ্যি আফগানিস্তানকে উড়িয়ে দিচ্ছি না এখনও। নির্ভর করছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট খোয়ানোর মধ্যে। বুধবারেই মুখোমুখি হচ্ছে তারা। এবারে হতাশ করেছে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা। নিজেদের খেলাটাই খেললো না। বরং আমি কাবুলিওয়ালাদের খেলা দেখে দারুন খুশি।

আমার দেওয়া ৪ দলের মধ্যে যদি সেমিফাইনাল হয় তবে ১ খেলবে ৪ এর সঙ্গে কাজেই মুখোমুখি হতে পারে ফের অস্ট্রেলিয়া ভারত। আমার শঙ্কা ঠিক এই জায়গাতেই। প্রথমে বেশ খারাপ ফর্মে ছিল অজিরা কিন্তু ঠিক মাঝপথে ফর্মে ফিরে এসেছে তারা। অস্ট্রেলিয়া, ফুটবলের জার্মানিদের মতো হারার আগে হারে না। সুতরাং ভারতকে প্ল্যান পাল্টিয়ে পাল্টিয়ে খেলতে হবে আগামীতে। যদি শেষ পর্যন্ত হার্দিক পাণ্ড্য দলে ফিরতে পারে তবে ফের ৬ বোলারকে পাবে ভারত নতুবা ওই ৫ বোলারের উপরেই নির্ভর করে থাকতে হবে। এখন তো ষষ্ঠ বলতে বিরাট কোহলি। বিরাটের উপর বিরাট ভরসা করা যায় কি ? যদিও এখন সেরা বোলিং সাইট ভারতেরই।

বৃহস্পতিবার ভারত শ্রীলংকা ম্যাচ মুম্বাইতে। কি দল হবে জানি না। তবে আমার মতে শ্রীলংকা আহামরি কিছু খেলছে না কাজেই মুম্বাইতে কিছু রদবদল করুক ভারত। অশ্বিনকে দলে নেওয়া হোক। আপনারা বলবেন , কার জায়গায় ? দেখুন, দুই পেসার যদি রাখে তবে শামিকে বাদ দেওয়ার স্পর্ধা এখন আর নির্বাচক বা কোচ অধিনায়ক করবেন না। অতএব সিরাজকে একটি ম্যাচ বিশ্রাম দেওয়া হোক। নতুবা শ্রেয়সকে। শ্রেয়স খুব জরুরি অবস্থায় উইকেট ছুড়ে দিয়ে আসছে। যদিও ও মুম্বাইয়ের খেলোয়াড় এবং ম্যাচটি ওয়াংখেড়েতে কাজেই রোহিত হয়তো ভাববে। কিন্তু ওর ব্যাটে রান নেই , অশ্বিনকে নিলে দলে ৬ বোলার ( সিরাজকে নিয়ে ) এবং ৬ ব্যাটার। এ ছাড়া অশ্মিন বেশ ভালো ব্যাট করতে পারে। শ্লগ ওভারে ও যদি একটু খেলে দিতে পারে ক্ষতি কি ?

অনুলিখন: প্রসূন গুপ্ত 

7 months ago
Ashwin: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ সুযোগ অশ্বিনের

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। বিশ্বকাপের আগে কি সত্যিই রবিচন্দ্রণ অশ্বিনের কাছে এটাই শেষ সুযোগ? সমালোচকদের এই প্রশ্ন কিন্তু মানতে ছাইছেন না ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তাঁর মতে, রবি অশ্বিন সবসময় তাঁর পরিকল্পনার মধ্যেই আছেন। তাই, তাঁকে আলাদা করে দূরে সরিয়ে রাখার কোনও কারণ নেই।

এশীয় সেরা হওয়ার পর আজ, শুক্রবার মোহালিতে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, সব কিছু জেনে বুঝেই এই সিরিজের প্রথম দুটি ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে নতুনদের একবার দেখতে চান তিনি।

এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলে সেরার সেরা হবে ভারত। একটা জয়, ক্রিকেটের সব ফরম্যাটে নম্বর ওয়ান পজিশনে চলে যাবে ভারত। বর্তমানে এক নম্বরে রয়েছে পাকিস্তান, দ্বিতীয় ভারত ও তৃতীয় অস্ট্রেলিয়া। যদি শুক্রবার রাতে মোহালিতে অজিজের বিরুদ্ধে ভারত হেরে যায়, তাহলে তাঁরা অস্ট্রেলিয়া উঠে আসবে দ্বিতীয় স্থানে আর তৃতীয় পজিশনে চলে যাবে ভারত।

8 months ago


Sim Cards: আর সহজে পাওয়া যাবে না সিম কার্ড! কড়া নিয়ম কেন্দ্রের

এতদিন আপনাদের ইচ্ছা হলেই দোকানে গিয়ে নতুন সিম কার্ড (Sim Card) কিনে এনে তা ব্যবহার করতে পারতেন। কিন্তু এখন থেকে তা আর করা যাবে না। কারণ সম্প্রতি সিম কার্ডের বিক্রি নিয়ে এক বড়সড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার থেকে সিম বিক্রির জন্য সিম ডিলারদের পুলিস ভেরিফিকেশন করা বাধ্যতামূলক। আর তা না মানলেই ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, এখন থেকে সিম কার্ড বিক্রি করার জন্য সিম ডিলারদের পুলিসি ভেরিফিকেশন ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। পাশাপাশি রেজিস্ট্রেশনও বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। আর এই নিয়ম না মানলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়াও যাঁরা সিম কিনছেন ও যাঁরা সিম বিক্রি করছেন তাঁদের কেওয়াইসি করাতে হবে। তিনি আরও জানিয়েছেন, সিমকার্ড ব্যবসা নিয়ে খুব শীঘ্রই আইন আনা হবে।

বর্তমানে ডিজিলাইজেশনের যুগে সাইবার ক্রাইম এখন সচরাচর দেখা যাচ্ছে। চারিদিকে খবর পাওয়া যায়, প্রতারকরা তাদের নিত্য নতুন কৌশলের সাহায্যে মানুষকে ফাঁদে ফেলে তাঁদের তথ্য এবং টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। তাই এবার সাইবার ক্রাইম কে দমন করতে সরকারের এই নতুন পরিকল্পনা। কেন্দ্রের মতে, এমনটা করলেই ভুয়ো সিম কার্ড বিক্রি এবং একই নামে বা আইডিতে একাধিক সিম কার্ড বিক্রি বন্ধ হবে। ফলে এই অবস্থায় সিম কার্ডের বিক্রি এবং ব্যবহার নিয়ে কড়া বিধি কেন্দ্রের। এবার থেকে সিম বিক্রি করা মোটেই সহজ হবে না।

9 months ago
Vishwakarma Yojana: মাত্র ৫ শতাংশ হারে ঋণ পাবেন কারিগরা! 'পিএম বিশ্বকর্মা প্রকল্প'র চালুর নির্দেশিকা জারি

চলতি বছরের বাজেট প্রস্তাবের সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন 'পিএম বিশ্বকর্মা প্রকল্প'-এর (PM Vishwakarma Yojana) কথা। এরপর দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসের উদযাপনী অনুষ্ঠানের সময় জাতির উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে এই প্রকল্পের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রীও। তিনি জানান যে, পরেই মাস বিশ্বকর্মা জয়ন্তী ও সেই দিন থেকেই বিশ্বকর্মা প্রকল্প চালু করা হবে। আর এই ঘোষণার একদিন পরেই অর্থাৎ বুধবার এই প্রকল্প চালুর সরকারি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় মন্ত্রীসভা। কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে ঘোষণা করা হল এই প্রকল্পের জন্য প্রায় ৩০ লক্ষ কারিগর পরিবার সুবিধা পাবে।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendr Modi) অধীনে মন্ত্রীসভার এক বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের অধীনে প্রথমে দেশের কারিগরদের কম সুদে ঋণ দেওয়া হবে। প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। প্রথম দফায় ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ও দ্বিতীয় দফায় ঋণ দেওয়া হবে ২ লক্ষ টাকা পর্যন্ত। সুদ দিতে হবে মাত্র ৫ শতাংশ হারে। জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে ১৩ থেকে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।

উল্লেখ্য, চলতি বছর বাজেটে 'বিশ্বকর্মা যোজনা প্রকল্প'র কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি তখন জানিয়েছিলেন, এই প্রকল্পের জন্য স্বর্ণকার, ধোপা, নাপিত, দক্ষতা সম্পন্ন কারিগররা একাধিক সুবিধা পাবেন।  এছাড়াও আর্থিক সাহায্যের পাশাপাশি, কারিগরদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও পণ্যের প্রচার কীভাবে হয়, তাও শেখানো হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

9 months ago


Loksabha: লোকসভায় পাস হল ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল, বিধি ভাঙলে হবে জরিমানা

আজ অর্থাৎ সোমবার লোকসভায় (Loksabha) পাস হয়ে গেল 'ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল' ২০২৩ (Digital Personal Data Protection Bill)। বিলটিতে বলা হয়েছে, বিধি লঙ্ঘন করলে জরিমানার অঙ্কের কথাও। জানা গিয়েছে, ভারতীয় নাগরিকদের গোপনীয়তা রক্ষা করার জন্য এই ডেটা সুরক্ষা বিল পাস করা হয়েছে। অর্থাৎ ডিজিটাল মাধ্যমে আরও সুরক্ষিত হবে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য।

গত বৃহস্পতিবার লোকসভায় ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল ২০২৩ পেশ করেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বিলটি পেশ করার সময়েই বিরোধীরা এর বিরোধিতা করেছিলেন। তবে তিনি তখন তাঁদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, তথ্য সুরক্ষার ক্ষেত্রেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর এরপরেই আজ লোকসভায় পাস করা হল এই বিল। তবে এই বিল লোকসভায় পাস হয়ে গেলেও রাজ্যসভার অনুমোদনের প্রয়োজন আছে। রাজ্যসভার অনুমোদন পেলেই এই বিল আইনে পরিণত হবে।

এই বিল পাস করায় এবার থেকে অফলাইন ও অনলাইন ডেটা সমস্ত কিছু আইনি ডোমেইনের অন্তর্ভুক্ত হবে। এমনকি ব্যক্তিগত ডেটাও। তবে সেক্ষেত্রে ব্যক্তিগত তথ্য ডোমেইনের অন্তর্ভুক্ত করার আগে ব্যক্তির থেকে অনুমতি নেওয়া হবে। জানানো হয়েছে, এই ডোমেইনে সব তথ্য সুরক্ষিত থাকবে। তবে সোমবার লোকসভায় যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল পাস হল, সেখানে স্পষ্ট বলা রয়েছে ব্যক্তিগত তথ্য বিলের লঙ্ঘন হলে সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ ২৫০ কোটি টাকা এবং সর্বনিম্ন ৫০ কোটি টাকা জরিমানা করা হবে।

9 months ago
Test: 'অতীত নয়, বর্তমানে বাঁচতে চাই,' ক্যারাবিয়ানদের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে বিস্ফোরক অশ্বিন

টেস্ট কেরিয়ারে ৩৩তম পাঁচ উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাদ পড়েছিলেন। দলে ফিরেই এই পারফরম্যান্স। অশ্বিনের দাপুটে বোলিংয়ে ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাদ পড়া নিয়ে মুখ খুললেন অশ্বিন।

টেস্টে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার অশ্বিন। তাঁকে বাইরে রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর প্রশ্নের মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট। অতীত নয়, বর্তমান নিয়ে ভাবতে চান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যা হয়েছে, তা দুঃখের। কারণ টিমকে হারতে হয়েছে। এমনই মনে করছেন অশ্বিন।

ক্রিকেটে সব ফরম্যাটে ৭০০ উইকেটের মালিক অশ্বিন। তিনি বলেন, "বিশ্বের এমন কোনও ক্রিকেটার বা মানুষ নেই, যারা নিচে না নেমে উপরে উঠেছে। উত্থান-পতন থাকবেই। যখন পতন হয়, তখন সুযোগও থাকে। দুটি বিকল্প থাকে। হয় তা নিয়ে সমালোচনা করে ডুবে যাও। না হলে শিক্ষা নিয়ে ফের এগিয়ে যাও। আমি প্রত্যেকবার শিক্ষা নিয়েছি।"

10 months ago
Ashwin: বাবা-ছেলেকে আউট করে ৭০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অশ্বিন

টেস্ট ম্যাচে একাধিকবার শিবনারায়ণ চন্দ্রপলকে আউট করেছেন রবিচন্দ্র আশ্বিন। এবার ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই ক্যারিবিয়ান ব্যাটার তেজনারায়ণ চন্দ্রপলের উইকেট নিলেন তিনি।  প্রথম ভারতীয় হিসেবে একই ম্যাচে বাবা-ছেলেকে আউট করার নজির গড়লেন অশ্বিন।

২০১১ সালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন প্রথমবার শিবনারায়ণ চন্দ্রপলকে আউট করেছিলেন। এরপর একাধিকবার সিনিয়র চন্দ্রপলকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। এবার আউট করলেন তাঁর ছেলেকেও।

প্রথম টেস্টের চা পানের বিরতি পর্যন্ত চারটি উইকেট নিয়েছেন অশ্বিন। আন্তর্জাতিক কেরিয়ারে ৭০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়ে ফেলেন তিনি। তেজনারায়ন চন্দ্রপল ছাড়াও ক্যারিবিয়ানদের অধিনায়ক তথা ওপেনার ক্রেগ ব্রেথওয়েট, অ্যালিক আথাজানে ও আলজারি জোসেফেকেও ফিরিয়েছেন ভারতীয় স্পিনার।

১৩৭ রান তুলেছেন ক্যারিবিয়ানরা। তার মাঝেই ৮ উইকেট খুইয়ে ফেলেছেন তাঁরা। অশ্বিনের ৪ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট পেয়েছেন।

10 months ago


Ashwini: দীর্ঘ ৫১ ঘণ্টা পর অভিশপ্ত লাইনে চলল ট্রেন, আবেগপ্রবণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

অবশেষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Coromandel Train Accident) ৫১ ঘণ্টা পরে বালাসোরের (Balasore) রেলপথে ফের চালু হল ট্রেন। দীর্ঘ ৫১ ঘণ্টার টানা চেষ্টায় মিলল সাফল্য। ফের স্বাভাবিক ছন্দে ফিরছে বাহানাগা। রবিবার রাতে শুরু হল ট্রেন পরিষেবা। পরপর দু’টি মালগাড়ি এবং আপ লাইনে একটি ট্রেন চালানো হয়। নিজে দাঁড়িয়ে থেকে রেললাইনের কাজ পরিদর্শন করলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। ট্রেন চালুর পর আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি। মৃত ও আহতদের নিয়ে কথা বলার সময় কার্যত কেঁদে ফেললেন রেলমন্ত্রী। হাত জোড় করে ভগবানকে ধন্যবাদ জানালেন তিনি। বিপর্যয়ের পর থেকে দুর্ঘটনাস্থলেই রয়েছেন তিনি।

প্রত্যেকের চোখে-মুখে এখনও আতঙ্কের ছাপ। তারমধ্যেই ভয়াবহ দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হল রেল পরিষেবা। দুর্ঘটনার পর থেকে ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক ছন্দে আনার নিরলস চেষ্টা করে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার রাতে ওই রেলপথ দিয়ে ডাউন লাইনে প্রথম ট্রেনের ট্রায়াল রান শুরু করে রেল। রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। এর পর রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় আরও একটি মালগাড়ি। আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয় রাত ১২টা ৫ মিনিটে। আজ, সোমবার সকালেও বালাসোরের সেই রুট দিয়েই এগোল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

ট্রেন চালুর পরই আবেগপ্রবণ হয়ে পড়েন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকাল থেকে তিনি রয়েছেন দুর্ঘটনাস্থলেই। রেলমন্ত্রী বলেন, 'দুটি ট্র্যাক পুনরুদ্ধার করা হয়েছে। ৫১ ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এখন থেকে ট্রেন চলাচল শুরু হবে। ট্র্যাক লাইনটি এখন ট্রেন চলাচলের জন্য উপযুক্ত।'

অশ্বিনী বৈষ্ণব কর্মরত কর্মকর্তা এবং শত শত কর্মীদের উপস্থিতিতে বালেশ্বর রেললাইনে ট্রেন চলাচলের একটি ভিডিও শেয়ার করেছেন। পুনরুদ্ধার করা ট্র্যাক ধরে ট্রেনটি চলার সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের ও তাঁকে হাত জোড় করে প্রার্থনা করতেও দেখা গিয়েছে। টুইটারে রেলমন্ত্রী বলেন, 'ডাউন-লাইন পুনরুদ্ধার সম্পন্ন হয়েছে। সেকশনে প্রথম ট্রেন চলাচল।'

12 months ago
Metro: শুরু বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রো! সাড়ে ৬ কিমি পথে ছয়টি স্টেশন

শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সঙ্গেই চাকা গড়াল জোকা-তারাতলা মেট্রোর। দীর্ঘ সাড়ে ছয় কিমি এই পথে (Joka-Taratala Metro) রয়েছে ছয়টি স্টেশন। এই স্টেশনগুলো জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই মেট্রো পরিষেবা চালুর সঙ্গেই জোকা থেকে শহর কলকাতার দুরত্ব অনেকটাই কমল। এমনটাই দাবি বেহালাবাসীর। এদিন হাওড়া স্টেশনের অনুষ্ঠান শেষে মেট্রো রেল কর্তা এবং সাংসদ সুকান্ত মজুমদারকে নিয়ে জোকা চলে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Rail Minister Ashwini Vaishnav)। চেপে বসেন মেট্রোতে, সপার্ষদ তাঁকে নিয়ে তারাতলার দিকে ছুটতে শুরু করে মেট্রো। এদিন মেট্রোয় চড়ে স্থানীয় স্কুলের পড়ুয়ারা। তাঁদের হাতে থ্যাঙ্ক ইউ মোদীজি প্ল্যাকার্ড দেখা গিয়েছে।

তবে এদিন কোনও স্টেশনেই দাঁড়ায়নি এই রুটের প্রথম মেট্রো। রেলমন্ত্রী-সহ মেট্রোর অন্য কর্তাদের নিয়ে সোজা গিয়ে দাঁড়ায় তারাতলা স্টেশনে। জানা গিয়েছে, জোকা-তারাতলা এই রুটের ভাড়া ৫-২০ টাকা। সর্বোচ্চ ভাড়া ২০ টাকা, সর্বনিম্ন ৫ টাকা। শুক্রবার জোকা স্টেশনে মেট্রো স্মার্ট কার্ডের জি২০-এর প্রতীক দেওয়া নতুন নকশাও উন্মোচন করেন তিনি।

ধাপে ধাপে ধর্মতলা পর্যন্ত এই রুটের লাইন সম্প্রসারণ হবে। যদিও এখন এই রুটে একটাই ট্রেন চলবে। সেই ট্রেনই আবার তারাতলা থেকে যাত্রী নিয়ে জোকায় ফিরবে।

one year ago