Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AshaParekh

Asha: অমিতাভকে ভেবে চিত্রনাট্য লেখা হলে আমাদের জন্য নয় কেন: আশা পারেখ

'আমাদের জন্য কেন চরিত্র লেখা হচ্ছে না?', সাম্প্রতিক এক টক শোয়ে অতিথি হিসেবে এসে এভাবেই উষ্মা প্রকাশ করলেন প্রবীণ অভিনেত্রী আশা পারেখ। এই মুহূর্তে তিনি অভিনয় থেকে অবসর নিতে নারাজ। এই প্রশ্নের আগে ঘুরিয়ে অমিতাভ বচ্চনের প্রসঙ্গ টেনেছেন বলিউডের অন্যতম সফল এই অভিনেত্রী। যে টক শোয়ে আশা পারেখ উপস্থিত হয়েছিলেন, সেই টক শোয়ে ছিলেন অভিনেত্রী তনুজাও। দু'জনেই এখন আশির কোঠায় বয়স। কিন্তু তারপরেও বিগ বি-কে মাথায় রেখে চিত্রনাট্য তৈরি হলে তাঁরা বাতিলের খাতায় কেন? ঘুরিয়ে এই প্রশ্নের জবাব চেয়েছেন আশা পারেখ।

তাঁর এই মন্তব্যের সমর্থনে এগিয়ে এসেছেন তনুজাও। আশার মতে, 'এখনও বিগ বি-কে মাথায় রেখে নতুন নতুন চরিত্র লেখা হয়। সেখানে তাঁদের জন্য কেউ নতুন করে ভাবছেন না। তাঁদের জন্য বরাদ্দ রয়েছে শুধুই ঠাকুরমার চরিত্র। আমাদের জন্য কেন চরিত্র লেখা হচ্ছে না? আমাদেরও তো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়ার কথা। আমরা মা বা ঠাকুরমার চরিত্রে কিংবা বোনের চরিত্রে অভিনয় করছি।'

এই মন্তব্যে তনুজাও আশার সঙ্গে সহমত পোষণ করেন। দেওয়া-নেওয়া ছবির অভিনেত্রী বলেন, 'এখন মহিলাদের নিজেকে বোঝানো উচিত, তাঁরা পারবেন। আমি পারব না, এই ধরনের ধারণা মনের মধ্যে পুষে রাখলে চলবে না’

one year ago