Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Arunachal

China: ভারতের হুঁশিয়ারির জের! 'স্ট্যান্ডার্ড ম্যাপ' নিয়ে 'সাফাই' দিল চিন

একাধিকবার চিনারা ভারতের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করেছে। আর এই নিয়ে সংঘাত লেগেই রয়েছে। কিন্তু সম্প্রতি চিনের তরফে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে, যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। চিনের নতুন মানচিত্রে দেখা গিয়েছে, ভারতের অরুণাচলপ্রদেশ, আকসাই চিন, তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকে চিনের অংশ বলে দাবি করা হয়েছে। আর সেই পোস্ট ভাইরাল হতেই ভারতও এর প্রতিবাদ করেছে ও কড়া প্রতিক্রিয়া দিয়েছে। আর এবারে চিনের তরফেও দেওয়া হল 'সাফাই'। চিনকে এই মানচিত্রকে 'স্যান্টার্ড ম্যাপ' উল্লেখ করেছে ও এটিকে 'রুটিন এক্সাইসাইজ' বলে দাবি করেছে।

চিনের মানচিত্র নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, সেসময় চিনের চিনের তরফে পাল্টা বার্তা দেওয়া হল। সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েন বিন জানিয়েছেন, চিন তাঁদের স্ট্যান্ডার্ড ম্যাপ প্রকাশ করেছে। আর তা আইন মেনেই করা হয়েছে। প্রতিবারই তা করা হয় বলেও দাবি তাঁর। এই বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই বলেও মন্তব্য ওয়াং ওয়েন বিনের। পাশাপাশি তাঁর দাবি, সব পক্ষ যেন এ ব্যাপারে শান্ত থাকে।

উল্লেখ্য, ভারতের তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয় বলে জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। ভারত চিনের দাবিকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিদেশমন্ত্রকের মুখপাত্রের কথায়, এর কোনও ভিত্তি নেই। এই ধরনের দাবি সীমানা প্রশ্নের সমাধানকে আরও জটিল করে তুলবে বলেও মন্তব্য করেন অরিন্দম বাগচি।

8 months ago
India-China: ভারতের অরুণাচলকে নিজেদের বলে দাবি চিনের! নয়া মানচিত্র প্রকাশ্যে

ফের চিনের (China) দখলদারির চেষ্টা! এবারে ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে নিজেদের জায়গা বলে নতুন ম্যাপ প্রকাশ করল চিন। সোমবার ২০২৩-এর স্ট্যান্ডার্ড ম্যাপ প্রকাশ করে চিন। যেখানে দেখা যাচ্ছে, অরুণাচলপ্রদেশ, আকসাই চিন, তাইওয়ান, সাউথ চিন সাগরের বিতর্কিত অংশকে নিজেদের বলে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে চিন।

জানা গিয়েছে, চিনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের তরফ থেকে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের একটা বড় অংশ নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চিন। শুধু তাই নয়, তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরের বিতর্কিত অংশকেও নিজেদের বলে দাবি করা হয়েছে। ২০২৩ সালের এডিশন অনুযায়ী চিনের স্ট্যান্ডার্ড ম্যাপ প্রকাশ করা হয়েছে দেশের প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের ওয়েবসাইটে। এক্স হ্যান্ডেলে (টুইটার) গ্লোবাল টাইমসের একটি পোস্টেও এই বিষয়টি তুলে ধরা হয়েছে। যা এখন রীতিমতো ভাইরাল। আর এই নিয়েই বিতর্ক তুঙ্গে।

তবে এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই ভারতের তরফেও যোগ্য জবাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভারতের তরফে বারংবার জানানো হয়েছে, 'অরুণাচলপ্রদেশ সবসময় ভারতের এক অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে।'

8 months ago
Crash: মহড়া চলাকালীন অরুণাচলে ভাঙলো চিতা কপ্টার, দুই পাইলট নিখোঁজ

ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার (Helicopter)। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) মান্ডালায় ভেঙে পড়ল বিমান। মহড়া চলাকালীনই হঠাত্ ভেঙে পড়ে কপ্টারটি। ঘটনা জেরে লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সওয়া ৯টা নাগাদ আচমকাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। তারপরই ঘটেছে এমন দুর্ঘটনা। সেনা সূত্রে দাবি, বমডিলার পশ্চিমে মান্ডালা পাহাড়ে ভেঙেছে চিতা। 

সেনার পিআরও লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, 'বমডিলায় মহড়া চলছিল ওই হেলিকপ্টারের। সকাল সওয়া ৯টা নাগাদ এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হেলিকপ্টারটি মান্ডালায় ভেঙেছে। হেলিকপ্টারের খোঁজে ওই এলাকায় উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে।' 

one year ago


Earthquake: ভুটানের কম্পনে কাঁপলো অরুণাচল প্রদেশ, রিখটার স্কেলে মাত্রা প্রায় ৪

ফের ভূমিকম্প (Earthquake)। আতঙ্কে রয়েছেন দেশবাসী। একের পর এক। রবিবার দুপুর সওয়া ১২টা নাগাদ অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) পশ্চিমাঞ্চলে অনুভূত হয় ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে ভূমিকম্পটি ১২.১২ মিনিটে রেকর্ড করা হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম কামেং-এ ভুটান সীমান্তের কাছে ১০ কিলোমিটার গভীরে। মধ্য-উত্তর অসম এবং ভুটানের পূর্বাঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের উত্তর-পূর্ব অঞ্চল উচ্চকম্পন প্রবণ জোনের মধ্যে রয়েছে। তাই মাঝে মধ্যেই এই অঞ্চলের কোনও না কোনও রাজ্যে কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, শুক্রবার ভোরে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের কাটরা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর আগে গত ১৩ ফেব্রুয়ারির ভোরে ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ সিকিমের ইয়োকসামে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। তার আগে গত সপ্তাহের রবিবার ভূমিকম্প হয় অসমে। বিকেল ৪টে ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় অসমের নওগাঁওয়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। এভাবে কিছুদিন পরপর ভূমিকম্প অন্য কোনও বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

one year ago
Border: তাওয়াংয়ে এলএসি পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা, চিনকে যোগ্য জবাব ইন্ডিয়ান আর্মির

পূর্ব লাদাখের গালওয়ানের পর এবার অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চিনা সেনারা। এর ফলে সংঘর্ষ বাঁধে ভারতীয় এবং চিন সেনার। এ ঘটনায় উভয় পক্ষের সেনা আহত হয়েছেন। সূত্রের খবর, ভারতীয় সেনারা ৩০০ চিনা সেনাকে রুখতে সফল হয়েছেন। চিনা সেনারা একটি পিকের শীর্ষে উঠে ভারতীয় সেনার একটি পোস্ট সরাতে চেয়েছিলেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ৯ ডিসেম্বর শুক্রবার। চিনের পিপলস লিবারেশন আর্মি তাওয়াংয়ের এলএসি-তে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। ভারতীয় সেনারা চিনা সেনাদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হয়। এ সংঘর্ষে উভয় দেশের সেনাবাহিনীর কয়েকজন জওয়ান আহত হয়েছেন। তবে, এলএসি-তে পৌঁছানোর চেষ্টা করা চিনা বাহিনীকে ভারতের সৈন্যরা পিছনে ঠেলে দেয়।

উল্লেখ্য, প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় ৩০০ জনেরও বেশি চিন সৈন্য একটি চূড়ার দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাঁদের এই উদ্দেশ্য নস্যাৎ করে দিয়েছেন ভারতীয় সেনারা।  এই চূড়াটি এখনও বরফে ঢাকা।  এই সংঘর্ষে ভারতের চেয়ে বেশি চিনা সেনা আহত হয়েছেন। চিনা সেনাদের পাথর নিক্ষেপে ভারতীয় সেনারা বেশি আহত হয়েছে।

সূত্রের খবর, চীনা সেনাদের সঙ্গে এই সংঘর্ষে অন্তত ৬ ভারতীয় সেনা আহত হয়েছেন।  এই জওয়ানদের চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে আসা হয়েছে। আহত সেনাদের গুয়াহাটির ১৫১ বেস হাসপাতালে চিকিৎসা চলছে।

one year ago


Arunachal: একমাসে দ্বিতীয়বার, ফের অরুণাচলে ভাঙল সেনা কপ্টার, দু'জনের দেহ উদ্ধার

ফের অরুণাচলে (Arunachal Pradesh) সেনা কপ্টার (ALH Copter Crash) দুর্ঘটনা। আপার সিয়াং জেলার চিংগিং গ্রামে পাইলট-সহ ৫ জনকে নিয়ে ভেঙে পড়ে Advance Light Helicopter। যেহেতু দুর্ঘটনাস্থলের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই, তাই উদ্ধারকাজে অসুবিধার মধ্যে পড়ে সেনাবাহিনী (Indian Army)। এএনআই সূত্রে খবর, সাময়িক প্রতিকূলতা কাটিয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে নিখোঁজ ৫ জনের তল্লাশি শুরু হলেও, দু'জনের দেহ উদ্ধার করা গিয়েছে। 

একটি ঝুলন্ত ব্রিজ ছাড়া লোকালয় থেকে দুর্ঘটনাস্থলে পৌছতে কোনও যোগাযোগ ব্যবস্থা নেই। তাই দুটি হেলিকপ্টারে পাঠানো হয়েছে উদ্ধারকারীদের। স্থানীয়রাও সাহায্যের হাত বাড়িয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু ট্যুইটে জানান, অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভারতীয় সেনার Advance Light Helicopter ভেঙে পড়ার খবর মিলেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি মর্মাহত।

অরুণাচল প্রদেশে চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার সেনা কপ্টার ভেঙে পড়ার ঘটনা। চলতি মাসের প্রথমেই তাওয়াং জেলায় চিতা হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত একাধিক।

2 years ago