Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ArjunSingh

Arjun Singh: ভোট আবহে কেন্দ্রের নয়া চমক! বঙ্গে সড়ক নির্মাণে অনুমোদন কেন্দ্রের

লোকসভা আবহে রাজ্যবাসীর জন্য সুখবর কেন্দ্রীয় সড়ক, পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং-কে চিঠি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির। এক্স হ্যাণ্ডেলে সেই কথা নিজেই জানান অর্জুন সিং। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, কেন্দ্রের তরফে বারাসত-বঢ়জাগুলি বিভাগের ৩৪ নম্বর জাতীয় সড়কে চার লেন তৈরির কাজে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে ৩৫২.০১ কোটি টারা বরাদ্দ করা হয়েছে।

এই মুহুর্তে দেশজুড়ে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। সেকারণে ভোটপর্ব মিটলেই শুরু হবে এই রাস্তা তৈরির কাজ। ফলে সাধারণের যাত্রী ভোগান্তি কমবে, এছাড়াও এলাকার অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক ভূমিকা পালন করবে এই প্রকল্প, আশাবাদী অর্জুন সিং।

রাজ্যের একাধিক অভিযোগে বিদ্ধ কেন্দ্র। বারবার সংবাদমাধ্যমের সামনে কেন্দ্র-রাজ্য সংঘাতের ছবিও উঠে এসেছে। বলাই বাহুল্য, কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুই যখন রাজ্যের শাসকদলের ভোটপ্রচারের প্রধান বিষয়, সেই মুহূর্তেই কেন্দ্রের বিরাট ঘোষণা। তবে কি বাংলায় নিজেদের ঘাঁটি শক্ত করতেই নয়া চমক বিজেপির? প্রশ্ন ওয়াকিবহল মহলের।

4 weeks ago
Arjun Singh: বিজেপিতে ফিরলেন অর্জুন সিং, যোগ শুভেন্দুর ভাই দিব্যেন্দুও

কথা মতোই কাজ। শুক্রবারই নয়া দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিদায়ী তৃণমূল সাংসদ দিব্য়েন্দু অধিকারী। বিজেপিতে ‘ঘর ওয়াপসি’ হল অর্জুনের। বৃহস্পতিবার সকালেই তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন, শুক্রবার বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন অর্জুন।

ভোটের মুখে আবারও বড় ধাক্কা তৃণমূলের। তাপসের পর এবার অর্জুন। ব্যারাকপুরের সাংসদ  অর্জুন সিং এদিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। এবারও তিনি ব্য়ারাকপুরে বিজেপির টিকিটে লড়তে চলেছেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ দলের তরফে তাঁদের আনুষ্ঠানিক যোগদানের কথা জানানো হয়। লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার পরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অর্জুন সিং। তারপরই জল্পনা চলছিল তাঁর বিজেপি যোগ নিয়ে।

বর্তমানে অর্জুন রয়েছেন সাংসদ পদে। আর বিজেপির টিকিটে জিতেই এই পদে আসীন হয়েছিলেন অর্জুন। পরে দল বদলে ফেরেন তৃণমূলে। ৫ বছরের মধ্যে আবার পাল্টি! ফের গেরুয়া শিবিরে তিনি।

a month ago
Arjun Singh: তৃণমূলে ধাক্কা! আজই বিজেপিতে অর্জুন সিং, সঙ্গে আরও এক বড় নেতা...

ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে। তাপসের পর এবার অর্জুন। বিজেপিতে যাওয়ার ঘোষণা ব্যারাকপুরের সাংসদের। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং। এবারও তিনি ব্য়ারাকপুরে বিজেপির টিকিটে লড়তে চলেছেন। তাঁর সঙ্গে দিল্লি যান দিব্য়েন্দু অধিকারীও।

উল্লেখ্য, বিকেল ৩টের সময় দিল্লি বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপিতে যোগদান। তাঁর সঙ্গে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন। লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার পরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। তারপরই জল্পনা চলছিল তাঁর বিজেপি যোগ নিয়ে।

বৃহস্পতিবার সকালেই তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, শুক্রবার বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন অর্জুন। বলা যায়, বিজেপিতে ‘ঘর ওয়াপসি’ হল অর্জুনের।

বর্তমানে অর্জুন রয়েছেন সাংসদ পদে। আর বিজেপির টিকিটে জিতেই এই পদে আসীন হয়েছিলেন অর্জুন। পরে দল বদলে ফেরেন তৃণমূলে। ৫ বছরের মধ্যে আবার পাল্টি! ফের গেরুয়া শিবিরেই যাচ্ছেন তিনি। তিনি বৃহস্পতিবার জানালেন, ‘আমি আমৃত্যু বিজেপি করব।’

a month ago


Arjun Singh: 'অপমানিত', মানসিকভাবে বিপর্যস্ত অর্জুন সিং, খুলে ফেলা হল দলীয় পতাকা

১০ তারিখ জনগর্জন সভায় আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসছে ব্যারাকপুর। অপমানিত হয়েছেন অর্জুন সিং, বলছে ব্যারাকপুরবাসী। মানসিকভাবে আঘাত পেয়েছেন, বলছেন অর্জুন সিং নিজেই। এমনকি সোমবার সকাল থেকেই ভাটপাড়ার মজদুর ভবন থেকে খুলে ফেলা হয় দলীয় পতাকা।

এমনকি এলাকাবাসীর সঙ্গে কথা বলা হলে তাঁরাও কার্যত জানান, তৃণমূলের এই সিদ্ধান্তে ব্যারাকপুর লোকসভাটাই হাতছাড়া হল। তাঁরা জানাচ্ছেন, অপমানিত হয়েছেন অর্জুন সিং।

অপরদিকে অর্জুন সিং কী বলছেন? সেদিকে নজর ছিলই রাজ্যবাসীর। তবে সাংবাদিক বৈঠকে সোমবার অর্জুন সিং জানালেন, আমাকে টিকিট দেওয়া হবে বলেই ডাকা হয়েছিল। তবে তালিকা ঘোষণার দিন সেখানে হাজির হয়ে জানতে পারেন, তাঁকে টিকিট দেওয়া হচ্ছে না। মানসিক ভাবে আঘাত পেয়েছিলাম। তবে তা অনেকটা কেটেছে আজ।

2 months ago
Arjun Singh:'আইসির ট্যালেন্ট আছে,' তৃণমূল কাউন্সিলরদের বকে দেওয়া আইসির প্রশংসায় সাংসদ অর্জুন

টিটাগড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষের কারণে প্রাণ যায় তৃণমূলের এক কর্মীর। রবিবার দুপুরে এলাকা দখল করা নিয়ে সংঘর্ষ হয়। জানা গিয়েছে, মৃত ব্য়াক্তির নাম আকাশ। এই ঘটনায় খড়দহ থানার আইসি রাজকুমার সরকারের কাছ থেকে ধমক শুনেছেন দুই তৃণমূল কাউন্সিলরই। সেই কারণে খড়দহ থানার আইসির প্রশংসা করেছেন সাংসদ অর্জুন সিং। 

অর্জুন সিং বলেন, 'খড়দহের আইসির ট্যালেন্ট আছে। আর সে যদি এভাবেই কাজ করে যায় তাহলে অভিযুক্তদের ধরে ফেলবে।' অর্জুনের আরও দাবি, অনেক অফিসার তাঁদের ক্ষমতা পেয়ে নিজেদের দায়িত্ব-কর্তব্য় ভুলে গেছে। তবে নিরীহ তৃনমূল সমর্থকদের মৃত্যুর ঘটনায় মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে। 

এদিন অবশ্য ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং আরও বলেন, 'খড়দহ থানার আইসি রাজকুমার অ্যান্টি ক্রিমিনাল অফিসার। ও ঠিক আকাশের খুনের অপরাধীদের গ্রেফতার করে ফেলবে। তবে যদি কোনও প্রভাব কাজ করে তাহলে অন্য কথা। সাংগঠনিক দিক আমি দেখিনা। ওটা তাপস রায় দেখেন। তাই কি জন্য গোষ্ঠীদ্বন্ধ সেটা উনি বলতে পারবেন।'

6 months ago


Arjun: '৪০ কেজির ভুঁড়ি নিয়ে অপরাধী ধরবে?' ব্যারাকপুরে শুটআউটের ঘটনায় পুলিসকে তোপ সাংসদ অর্জুনের

ব্যারাকপুরে (Barrackpore) ডাকাতি ও খুনের ঘটনায় পুলিসকেই (Police) দায়ী করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। বুধবার সন্ধ্যায় গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এবার এ ঘটনায় সাংসদ অর্জুন সিং বলেন, 'পুলিস ভুঁড়ি নিয়ে দৌড়াতে পারে না, চোর ধরবে কি ?' তাঁর অভিযোগ, প্রকৃত অপরাধী ধরা পড়ছেন না। তাঁদের অনেকের মাথায় রাজনৈতিক নেতাদের হাত আছে। আর পুলিশও সম্পূর্ণ ব্যর্থ। এতে রাজ্যের শাসকদলের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপির টিকিটে সাংসদ হয়ে তৃণমূলে ফেরা অর্জুন।

বুধবার সন্ধ্যায় ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় সোনার দোকানে ডাকাতিতে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ব্যবসায়ীর পুত্রের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। এ নিয়ে বৃহস্পতিবার ব্যারাকপুরের সাংসদ বলেন, 'পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পুলিশের ভূমিকা সঠিক নয়। পুলিশ-প্রশাসনের উপর মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে, তাতে আমাদের দলের ক্ষতি হবে।' একধাপ এগিয়ে তিনি আরও বলেন, ‘আগেকার পুলিশ অফিসার দেখে অপরাধীরা অপরাধ করতে ভয় পেত। কিন্তু এখনকার পুলিশ অফিসারেরা অপরাধীদের শায়েস্তা করতে ব্যর্থ। ছোট ছোট বিষয় পুলিশের একাংশ অতি সক্রিয়। কিন্তু অপরাধীরা যে মুক্তাঞ্চল বানিয়ে ফেলছে, তা দেখেও আমরা কিছু করতে পারছি না।’ অর্জুন জানান, এতে সাংসদ হিসেবে তিনি দুঃখিত।

ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা নিয়ে অর্জুন বলেন, 'এক মাসের মধ্যে দুটো খুন হয়ে গেল! এক জন ব্যবসায়ী মারা গেলেন। এক জন মাত্র ৪ লক্ষ টাকা ধার নেওয়ার পর খুন হলেন। আর টিটাগড় থানার ভূমিকাও ঠিক নয়।'

11 months ago
Raju: এবার খুন হতে পারে রাজু ঘনিষ্ঠ লতিফ! আশঙ্কা সাংসদ অর্জুন সিংয়ের

খুন হতে পারেন লতিফ (Latif)! এমন আশঙ্কা প্রকাশ করলেন ব্যারাকপুরের সাংসদ (MP) অর্জুন সিং। কিন্তু কেন? শুক্রবার অর্জুন সিং দুর্গাপুরে আসেন মৃত রাজু ঝা-য়ের বাড়িতে। সূত্রের খবর রাজু ঝা এবং অর্জুন সিং পূর্ব পরিচিত। সে কথা স্বীকারও করেন সাংসদ। শুক্রবার মৃত রাজুর বাড়িতে এসে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অর্জুন সিং শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'লতিফও খুন হতে পারে।' শুধু তাই নয় তিনি শুক্রবার আরও বলেন, 'লতিফ এই খুনের অন্যতম লিংক।'

শক্তিগড়ে জাতীয় সড়কে গুলি করে খুন করা হয়েছে কয়লা মাফিয়া রাজু ঝা-কে। পুলিস তদন্ত করে জানতে পেরেছে, লতিফের গাড়িতে ছিলেন রাজু। তদন্তে নেমে পুলিসের দাবি, ঘটনার দিন ওই গাড়িতে উপস্থিত ছিলেন লতিফ। লতিফ হলেন কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত। যিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের চোখে ফেরারও বটে। ফেরার থেকেও কীভাবে তিনি রাজু ঝা-য়ের গাড়িতে ছিলেন তা নিয়েই পুলিসের তদন্তে বারবার প্রশ্ন উঠেছে। যদিও রাজু ঝা খুনের ৭ দিন হয়ে গেলেও এখনও কোনও দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি পুলিস।

এদিকে শুক্রবার রাজু ঝা খুনে লতিফকে লিঙ্কম্যান বলেই দাবি করলেন তৃণমূল সাংসদ অর্জুনও। তিনি দুর্গাপুরে সাংবাদিকদের বলেন, 'রাজুকে খুন করা সহজ নয়। কিন্তু সহজেই ওকে যারা খুন করে ভাবছে বাড়ি বসে তামাশা দেখবে, সেটা হবে না।' তিনি আরও বলেন, 'এই খুনের পিছনে বড় কোনও মাথা রয়েছে।' কিন্তু তিনি কেন বললেন, যে লতিফও খুন হতে পারে! সেই বিষয়ে কোনও উত্তর না দিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়েই দিলেন।

one year ago
Sisir: সাংসদপদ খারিজ শুনানি, শিশিরকে তলব সংসদের প্রিভিলেজ কমিটির, অর্জুনের ভবিষ্যৎ কী?

প্রসূন গুপ্ত: দল বিরোধী কাজের জন্য বারবার তৃণমূল কংগ্রেস, কাঁথির সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জমা করছে। তাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বিড়লার কাছে দাবি করেছেন, দলবিরোধী কাজের জন্য শিশিরবাবুর সাংসদপদ খারিজ করা হোক। প্রসঙ্গত গত বিধানসভা ভোটের আগে ২০২০-তে শিশিরপুত্র শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। একুশের ভোটে বিজেপির নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ভোটে লড়েছেন শুভেন্দু। হেভিওয়েট এই আসনের লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা।

এরপর শুভেন্দুকে বিরোধী দলনেতা করা হয়। গত প্রায় দেড় বছর ধরে তৃণমূলের আক্রমণের লক্ষ্য কমবেশি শুভেন্দু অধিকারী। ২০২১-র ভোটে শিশিরবাবুকে তৃণমূলের কোনও প্রচারে পাওয়া যায়নি। বরং অমিত শাহের একটি সভায় শিশিরবাবু বিজেপির মঞ্চে ছিলেন এবং তাঁকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তবে শিশির অধিকারীর তৃণমূল ত্যাগ এবং বিজেপিতে যোগ সংক্রান্ত কোনও সরকারি ঘোষণা নেই।

কিন্তু শিশির অধিকারীর সাংসদপদ খারিজের দরবার গত এক বছর ধরেই করে আসছে তৃণমূল কংগ্রেস। সেই দরবারকে প্রাধান্য দিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শিশিরবাবুকে কয়েকবার ডেকে পাঠান। যদিও শারীরিক কারণ দেখিয়ে তিনি অনুপস্থিত ছিলেন। যদিও উপরাষ্ট্রপতি ভোটে তৃণমূলের হুইপ অমান্য করে তিনি দিল্লি গিয়ে ভোট দেন। এরপর ফের আবার ওম বিড়লা তাঁকে ডেকে পাঠান। আগামী ১২ অক্টোবর তাঁকে দিল্লি আসতে বলেছে সংসদের এথিক্স কমিটি। যদিও শিশিরবাবু জানিয়েছেন যে তিনি অসুস্থ, কাজেই ডাক্তার অনুমতি দিলে তিনি দিল্লি যাবেন। 

অন্যদিকে গুঞ্জন, শিশিরবাবু যেমন বেসুরো হয়েছেন তেমনই বিজেপি সাংসদ অর্জুন সিংও বিজেপি ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। অর্জুন কিন্তু সরকারিভাবে বিজেপির সাংসদ, অর্জুনের এই দলবদল নিয়ে ছেড়ে কথা বলবে না গেরুয়া শিবির। তারা নিশ্চই দাবি তুলছে যে অর্জুনেরও লোকসভার সাংসদ পদ খারিজ করা হোক। শিশির অধিকারীর বিষয়ে লোকসভার এথিক্স কমিটির আগামি সিদ্ধান্তে ঝুলে অর্জুনের ভবিষ্যৎ। শিশিরবাবুকে বহিষ্কার না করলে, আইনত অর্জুনকেও বহিষ্কার করা যাবে না। এমনটাই মনে করছে তৃণমূল শিবির।

2 years ago


Anubrata Reax: কেঁচো খুঁড়তে কেউটে বেরবে, অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া সুকান্তের

অনুব্রত মণ্ডলের গ্রেফতারি (arrest) ছিল শুধু সময়ের অপেক্ষা। তদন্ত হলে কেঁচো খুঁড়তে কেউটে সাপ বেরোবে। তদন্ত (investigation) হওয়া প্রয়োজন। এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিজের দরকারে ব্যবহার করেছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে প্রতিক্রিয়ায় জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

অন্যদিকে, যদি কেউ ভুল বা অন্যায় করে থাকে, দল তার পাশে থাকবে না। দলের তরফে এমন স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে দাবি অর্জুন সিংয়ের। পাশাপাশি তিনি বলেন , আই আইনের পথে চলবে। 

প্রসঙ্গত, গরুপাচার মামলায় নিজের গড়েই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, শারীরিক পরীক্ষার পর আজ আসানসোল আদালতে তোলা হতে পারে তাঁকে। এদিন সকালে সিবিআইয়ের বিশাল টিম বোলপুরে গিয়ে তাঁর বাড়ি ঘিরে ফেলে। কিছুক্ষণ পরই তাঁকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, দশবার তাঁকে সিবিআই তলব করেছিল। কিন্তু চিকিত্সার অজুহাতে তিনি ৯ বারই হাজিরা এড়িয়েছেন। সকাল ৯.৪৫ মিনিট নাগাদ সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল তাঁর বাড়িতে (house) প্রবেশ করে। সূত্রের খবর, তাঁকে হাজিরা এড়ানো প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ (interrogation) করেন আধিকারিকরা। পাশাপাশি তল্লাশি চালানো হয় বলে সূত্র মারফত জানা গেছে।  অনুব্রত মণ্ডলের বাড়ির চারদিক ঘিরে ফেলা হয়। বাড়ির দরজায় তালা দিয়ে দেন সিবিআই আধিকারিকরা। বীরভুমের তৃণমূল জেলা সভাপতি বাড়িতেই ছিলেন বলে খবর। তাঁর বাড়ির চারপাশে অগণিত মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো। ছিল কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা।  

2 years ago