Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ArijitSingh

Arijit: ভরা মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়লেন অরিজিত সিং! কী এমন ঘটল

কনসার্টে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অরিজিৎ সিং, কী এমন ঘটল? এই প্রশ্নই তাঁর অনুরাগীদের। অরিজিৎ সিং নামটা বললেই আর কোনও পরিচয়ের হয়তো দরকার পরে না। কারণ তিনি এমনই এক মাটির মানুষ। তাঁর গানেই মুগ্ধ পুরো বিশ্ববাসী। শুধুমাত্র দেশেই নয়, বিদেশেও তাঁর অগুনতি অনুরাগী রয়েছে। সারা বিশ্বে তাঁর কনসার্ট হয়ে থাকে। আর প্রত্যেক জায়গাতেই দেখা যায় থিকথিকে ভিড়। এবারে তিনি পৌঁছে গিয়েছেন নেপালের কাঠমান্ডুতে। জানা গিয়েছে, সেখানকার এক কনসার্টে গান গাওয়ার সময় মঞ্চেই আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। সাধারণত গায়ককে কাছে পেয়ে, তাঁর গান শুনে অনুরাগীরাই আবেগপ্রবণ হয়ে পড়বেন, কিন্তু এবারে একেবারে উল্টো দৃশ্য।

View this post on Instagram

A post shared by Believe in Arijit Singh (@believeinarijit)

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে অরিজিৎ মঞ্চে দাঁড়িয়ে শ্রোতাদের সামনে গান করছেন। কিন্তু এর পরই এক অনুরাগী অরিজিতের প্রয়াত মায়ের ছবির ফ্রেম উপহার হিসাবে দেন তাঁকে। আর এই দেখেই তাঁর চোখ প্রায় ছলছল। গান গাইতে গাইতেই যেন গলা বুজে আসে। তবে মায়ের ছবি দেখে নিজেকে সামলাতে না পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কিন্তু তার পরই তাঁর আবেগ কাউকে বুঝতে না দিয়ে ফের গান গাইতে শুরু করেন তিনি।

এর আগেও এক ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যেখানে কাঠমান্ডুরই সেই কনসার্টের আগে সাউন্ড চেকের সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। সেই ভিডিও দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।

View this post on Instagram

A post shared by Believe in Arijit Singh (@believeinarijit)

5 months ago
Arijit: হাত জোড় করে কালী মায়ের সামনে প্রার্থনা অরিজিতের, মুগ্ধ হয়ে দেখল জিয়াগঞ্জ

টলিউড থেকে বলিউড, সর্বত্র অরিজিৎ সিং-এর (Arijit Singh) গান রাজত্ব করে চলেছে। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর তেমনই জনপ্রিয়তা। এককথায় জনপ্রিয়তার নিরিখে একেবারে শীর্ষে অবস্থান করেন 'মাটির মানুষ' অরিজিৎ। কিন্তু এত কিছুর পরও তাঁর মধ্যে নেই কোনও তারকা সুলভ আচরণ। আর তাঁর এই সাদামাটা জীবন-যাপনই মুগ্ধ করে সাধারণ মানুষদের। প্রায় সব অনুষ্ঠানেই তাঁকে তাঁর জায়গা জিয়াগঞ্জেই দেখা যায়। কালী পুজোর সময়ও ব্যতিক্রম কিছু হল না। কারণ এ বছরের দীপাবলি ও কালী পুজোতেও তাঁকে দেখা গেল জিয়াগঞ্জে। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, জিয়াগঞ্জের এক কালী মন্দিরে স্ত্রী কোয়েলকে নিয়ে পৌঁছে গিয়েছে অরিজিৎ। একেবারে সাধারণ মানুষের মতই কালী মায়ের কাছে প্রার্থনা করতে ব্যস্ত তিনি।

View this post on Instagram

A post shared by Arijit Singh (@we_are_arijitians)

এবছরের দীপাবলিতে জিয়াগঞ্জের এক কালী মন্দিরে দেখা মিলল গায়কের, সঙ্গে দেখা গেল স্ত্রী কোয়েলকেও। অরিজিৎকে দেখা গেল খালি পা, পরনে সবুজ পাঞ্জাবি আর সাজা পাজামায়। হাত জোড় করে মায়ের সামনে প্রার্থনা করলেন গায়ক। খানিক্ষণ মন্দিরে দাঁড়িয়ে থাকলেন, আশেপাশে তাঁর পাড়ার মহিলাদের ভিড়। ঘরের ছেলেকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখল জিয়াগঞ্জ। অরিজিৎ যে কতটা মাটির মানুষ, সেই প্রমাণ আগে অসংখ্যবার মিলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেরকম একাধিক ভিডিও। কিন্তু  জিয়াগঞ্জর এই ভূমিপুত্রর এই ভিডিও মন জয় করে নিয়েছে সাধারণ মানুষের।

6 months ago
Arijit Singh: 'এখানে এইসব করতে আসিনি', গান থামিয়ে কেন এমন বললেন অরিজিৎ

অরিজিৎ সিং (Arijit Singh), নামটাই যথেষ্ট। কারণ এই সেই মানুষ, যিনি সাফল্যতার শীর্ষে পৌঁছে গেলেও তিনি বরাবরই মাটির মানুষ। তারকাসুলভ কোনও আচরণই তাঁর মধ্যে দেখা যায় না। কিন্তু তাঁকে একাধিক কনসার্টে যেতে হলে সেখানে কোনও না কোনও কিছু হেনস্থা বা বিরক্তির সম্মুখীন হতেই হয়। এবারও তেমনই এক পরিস্থিতির শিকার তিনি। কিন্তু এবারেও তাঁকে মাথা ঠান্ডা রেখেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেখা গিয়েছে। আর সেই ভিডিওই সম্প্রতি ভাইরাল।  জানা গিয়েছে, এক কনসার্টে গিয়ে অরিজিৎ-কে গান থামিয়ে অনেকটা সময় ধরে অটোগ্রাফ দিতে হয়। কিন্তু কিছু সময় পরেই তিনি বলেন, 'আমি এখানে এসব করতে আসিনি।'

জানা গিয়েছে, শনিবার চন্ডীগড়ে ছিল অরিজিতের কনসার্ট। সেখানে গান করতে গিয়ে অনেকক্ষণ তাঁকে অটোগ্রাফ দিতে ব্যস্ত রাখা হয়। এক সময় তিনি গান গাওয়ার পাশাপাশি মাটিতে বসেই অটোগ্রাফ দিতে শুরু করেন। এর পর শ্রোতাদের মধ্যে একজন বলেন, অরিজিৎ যেন এ সমস্ত কিছু বন্ধ করে গান গাওয়া শুরু করেন। এর পর অরিজিৎও তাঁর কথাতে সম্মতি জানিয়ে বলেন, 'এখানে একজন মহিলা বলছেন, আপনি এইসব থামিয়ে দিয়ে গান করুন। উনি সঠিক কথাই বলছেন। আমি এখানে এইসব করতে তো আসিনি, গান করতে এসেছি। আপনারা বারে বারে আমার হাতে অটোগ্রাফ দেওয়ার খাতা ধরিয়ে দিচ্ছেন আর আমিও না করতে পারছি না। আমি এখানে এসেছি এই প্রত্যাশা নিয়ে যে ভাল করে গান গাইব। আমরা যদি কিছুক্ষণের জন্য এটা বন্ধ রাখি, সবারই ভাল লাগবে।'

View this post on Instagram

A post shared by Arijit Singh (@arijitsinghliveupdates)

দর্শকরা বারবার অটোগ্রাফ নিতে চাইলে অরিজিৎ মাথা ঠান্ডা রেখেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। বিরক্তি প্রকাশ করতে চাইলেও তিনি ভালো মতই তাঁর ভক্তদের বুঝিয়ে দিয়েছেন। আর তাঁর এই ব্যবহারেই মন্ত্রমুগ্ধ তাঁর অনুরাগীরা।

6 months ago


Ranbir-Arijit: মঞ্চে উঠতেই অরিজিতের পা ছুঁয়ে প্রণাম রণবীরের, দুই শিল্পীর যুগলবন্দিতে মন্ত্রমুগ্ধ নেট দুনিয়া

এ কি অবাক করা দৃশ্য! দু'জনেই শিল্পী, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখে মন্ত্রমুগ্ধ সাধারণ মানুষ। কথা বলা হচ্ছে, অরিজিৎ সিং ও রণবীর কাপুরের বিষয়ে। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, শনিবার ভরা মঞ্চে অরিজিৎ সিংকে প্রণাম করেন রণবীর কাপুর। মঞ্চে প্রবেশ করতেই হাঁটু মুড়ে বসে প্রণাম জানান। এর পর কাছে যেতেই অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করেন। অন্যদিকে অরিজিতকেও হাঁটু মুড়ে প্রণাম করতে দেখা যায়। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের বাঁধভাঙা ভালোবাসায় ভাসলেন অরিজিৎ ও রণবীর।

জানা গিয়েছে, শনিবার চণ্ডীগড়ে অরিজিতের কনসার্ট ছিল। অন্যদিকে সেই সময় সেখানে পৌঁছে যান রণবীর কাপুর। দেশের একাধিক শহরে ঘুরে রণবীর তাঁর আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রচার করছেন। শনিবার তিনি ছিলেন চণ্ডীগড়ে। আর সেখানে অরিজিতের অনুষ্ঠানের কথা জানতে পেরে সেখানে পৌঁছে যান অভিনেতা। গায়ক তখন ‘অ্যানিমেল’ ছবির ‘সাতরঙ্গা’ গানটি গাইছিলেন। এর পর অরিজিতের কাছে এসে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন রণবীর। অরিজিৎ সঙ্গে সঙ্গে অবশ্য বাধা দেন তাঁকে। এরপরেই ‘অ্যায় দিল হ্যায়’ মুশকিল ছবির জনপ্রিয় গান ‘চন্না মেরেয়া’ গানটি নায়কের সম্মানে গেয়ে ওঠেন। ফলে বেশ খানিকক্ষণ মঞ্চে চলল অভিনেতা-গায়কের যুগলবন্দি। দুই শিল্পীর একে অপরের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখলেন পুরো চণ্ডীগড়বাসী। তাঁদের ব্যহারে মুগ্ধ নেট দুনিয়া।

6 months ago
Arijit Singh: এ কি কাণ্ড! অরিজিৎ-কে জড়িয়ে ধরে চুমু ভক্তের! ভাইরাল ভিডিও

সবার প্রিয় অরিজিৎ সিং (Arijit Singh), মাটির মানুষ তিনি, এমন কথাই প্রায় প্রত্যেককেই বলতে শোনা যায়। এককথায় অরিজিতের কথা বলতেই সবাই পাগল। এবার তারই এক নমুনা দেখা গেল। অরিজিৎ-কে সামনে দেখে এতদিন লোকে হাত টেনেছেন, জড়িয়েও ধরেছেন, কিন্তু এবার তো একেবারে চুমু! হ্য়াঁ, ভুল শুনছেন না। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

View this post on Instagram

A post shared by ARIJITIAN LOKI 💙✨ (@arijitian_loki)

জানা গিয়েছে, মরিশাসে কনসার্ট ছিল অরিজিতের। সেখানেও তিনি গান গেয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছেন। এর পর অনুষ্ঠানের শেষে মঞ্চ থেকে নামার পরই এ কি কাণ্ড ঘটে গেল অরিজিতের সঙ্গে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অরিজিতকে সামনে দেখতে পেয়েই এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েন তাঁর উপর। শুধু তাই নয়, তাঁকে জড়িয়ে ধরতেই গালে দিয়ে দেন একখান চুমু। কিন্তু অনুরাগীর এমন আচরণে একটুও বিরক্ত হতে দেখা যায়নি অরিজিতকে। উল্টে তিনি হাসিমুখে সেই অনুরাগীর মাথায় হাত বুলিয়ে চলে যান। সাধারণত অন্য কোনও তারকার সঙ্গে হলে তাঁরা মেজাজ হারিয়ে ফেলতেন। কিন্তু অরিজিৎ সেই অবস্থায় মাথা শান্ত রেখে হাসিমুখেই হেঁটে বেরিয়ে গিয়েছেন। আর তাঁর এমন ব্যবহারেই মুগ্ধ তাঁর অনুরাগীরা।

6 months ago


Arijit Singh: স্কুটিতে চেপেই স্ত্রীকে নিয়ে প্যান্ডেল হপিং অরিজিতের! দেখুন সেই ভাইরাল ভিডিও

এমনিই কি তাঁকে মাটির মানুষ বলা হয়! ফের এমনই এক কাজ করলেন সবার প্রিয় অরিজিৎ সিং (Arijit Singh), যা দেখে বেজায় খুশি অনুরাগীরা। দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এবারে স্ত্রীকে সঙ্গে নিয়ে স্কুটিতে চেপেই বেড়িয়ে পড়লেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী। এর আগেও তাঁকে নিজের গ্রামে স্কুটি নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। কিন্তু এবারে ঠাকুর দর্শন করতে গিয়ে স্ত্রী কোয়েলকে নিয়েই বেরিয়ে পড়েছেন তিনি। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁদের স্কুটিতে চড়ে ঘুরতে দেখা গিয়েছে। ফলে বলাই বাহুল্য, তাঁর মধ্যে সেলেবদের মত হাবভাবের লেশমাত্র নেই! আর অরিজিতের এমন ব্যবহারেই মুগ্ধ নেটিজেনরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অরিজিতের পরনে হলুদ পাঞ্জাবি। স্ত্রী কোয়েলকে নিয়ে স্কুটিতে চেপেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মণ্ডপে মণ্ডপে ঘুরছেন অরিজিৎ সিং। প্রথমে দেখে বিশ্বাসই হবে না, ইনি আদৌ অরিজিৎ কিনা, কিন্তু ভালো করে ভিডিও দেখতেই বোঝা যাবে, ইনিই অরিজিৎ সিং ও তাঁর স্কুটির পিছনে বসে স্ত্রী কোয়েল। তাঁরা বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং করতে। এই ভিডিও বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। তাঁর অনুরাগীরা ভিডিও-র কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

6 months ago
Salman-Arijit: ৯ বছরের দূরত্ব ঘুচল! অবশেষে সলমান খানের সিনেমায় অরিজিতের গান

তবে কি অবশেষে ঝগড়ার 'ইতি' হল! বৃহস্পতিবার 'ভাইজান' এমনটাই ইঙ্গিত দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, অরিজিৎ এবারে তাঁর ছবিতে গান গাইতে চলেছেন। অর্থাৎ 'টাইগার ৩'-এ সলমান খানের জন্য এই প্রথম প্লেব্যাক করতে চলেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। ফলে এর থেকেই অনুমান করা হচ্ছে, তাঁদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, তার অবশেষে ইতি হয়েছে।

১৯ অক্টোবর, বৃহস্পতিবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সলমান খান তাঁর ও ক্যাটরিনার এক ছবি পোস্ট করেছেন ও ক্যাপশনে জানিয়েছেন, 'টাইগার ৩'-এর গানের প্রথম ঝলক ও এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। তিনি লেখেন, "পেহেলি গানে কি পেহেলি ঝলক। লেকেপ্রভুকানাম! ওহ হ্যাঁ, ইয়ে হ্যায় অরিজিৎ সিং কা পেহেলা গান মেরে লিয়ে।" তিনি আরও জানিয়েছেন, ২৩ অক্টোবর গানটি মুক্তি পেতে চলেছে। সবার 'প্রিয়' অরিজিৎ-এর গান ও তার সঙ্গে নাচবেন সলমান ও ক্যাটরিনা। ফলে সলমান ও অরিজিতের এই যুগলবন্দি দেখতেই মুখিয়ে রয়েছেন ভাইজান ও অরিজিৎ অনুরাগীরা।

প্রসঙ্গত, ১২ নভেম্বর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে 'টাইগার ৩'। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষাতে এই ছবিটি মুক্তি পেতে চলেছে।

7 months ago
Arijit Singh: অপেক্ষাই সার! অরিজিৎ-কে দেখতেই পেলেন না টিভিতে, তবে দেখুন এখানে

মুখিয়ে ছিলেন প্রত্যেকের 'প্রিয়' গায়ক অরিজিতের (Arijit Singh) গান শোনার জন্য। কিন্তু অপেক্ষাই সার হল। টিভিতে অরিজিৎ সহ বাকি সংগীতশিল্পীদের পারফরম্যান্স দেখতেই পেলেন না সাধারণ মানুষ। শনিবার দুপুর সাড়ে ১২ টায় প্রি-ম্যাচ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রথমে মনে করা হয়, হয়তো কিছুটা দেরিতে শুরু হবে অনুষ্ঠান। কিন্তু এর পরই আইসিসির তরফে দেওয়া হয় এক বিবৃতি। সেই বিবৃতিতে লেখা হয়, এই অনুষ্ঠান শুধুমাত্র ইনস্টেডিয়া ফ্যানদের জন্যই।

শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর ২টো ৩০ মিনিটে শুরু হয় ভারত-পাকের মহারণ। তার আগেই অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহান, সুখবিন্দর সিং-এর পারফর্ম করার কথা ঠিক ছিল। কিন্তু সাড়ে ১২ টার পরও টিভিতে দেখা যাচ্ছিল না অনুষ্ঠান। হতাশ হয়ে পড়েন সাধারণ মানুষ। এর পরই আইসিসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানটি ইনস্টেডিয়া ফ্যানদের জন্য। ব্রডকাস্ট করা হবে না।" অর্থাৎ যারা ওখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র তাঁদের জন্যই এই অনুষ্ঠান। টিভি বা ওটিটিতে দেখানো হবে না এই অনুষ্ঠান।

তবে মনে খারাপ করার দরকার নেই। এরই মধ্যে প্রি-ম্যাচ অনুষ্ঠানে সংগীতশিল্পীদের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে। একটি ভাইরাল ভিডিও-তে চার জন সংগীতশিল্পীকেই একসঙ্গে গান করতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে, সবার পছন্দের গায়ক অরিজিতকেও।

View this post on Instagram

A post shared by Arijit Singh (@arijitsinghliveupdates)

7 months ago


World Cup 2023: ভারত-পাক মহারণের আগেই বড় চমক! পারফর্ম করতে চলেছেন অরিজিৎ-শঙ্কর-সুখবিন্দর

অবশেষে অপেক্ষার অবসান। আর কিছুক্ষণ পরেই শুরু হবে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ (INDvsPAK World Cup 2023)। শনিবার দুপুর ২ টো থেকেই শুরু হবে মহারণ। ভারত-পাকের বহু প্রতীক্ষিত ম্যাচকেই দেখার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। বাঙালিদের জন্য এই দিনটি আরও বিশেষ। একে আজ মহালয়া, তার মধ্যে ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ। এককথায় জমজমাট শনিবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। তবে এই মহারণ শুরু হওয়ার আগেই রয়েছে এক বড় চমক। মহাযুদ্ধ শুরু হওয়ার আগেই প্রি-ম্যাচ অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন ও সুখবিন্দর সিং। ইতিমধ্যেই আহমেদাবাদে এসে পৌঁছেছেন অরিজিত। তাঁকে বলতে শোনাও গিয়েছে, তাঁর খিদে পেয়েছে। কিন্তু কোন গান গাইবেন তিনি, তা নিয়ে তিনি কিছু জানাননি সংবাদমাধ্যমে।

View this post on Instagram

A post shared by Arijit Singh (@arijitsinghliveupdates)

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, শনিবার বেলা সাড়ে ১২টায় অরিজিৎ সিংয়ের পারফরম্যান্স শুরু হবে। তবে অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানা গিয়েছে। শুধুমাত্র অরিজিৎ সিং নয়, এই অনুষ্ঠানে গান গাইবেন সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবনও। ফলে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অরিজিত, সুখবিন্দর ও শঙ্করের পারফরম্যান্স। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপচে পড়েছে ভিড়। উৎসবের মরশুমের মাঝেই ভারত-পাক ম্যাচ নিয়ে মাতোয়ারা ক্রিকেটপ্রেমীরা। আবার তার আগেই অরিজিত-শঙ্করের পারফরম্যান্সের জন্যও উন্মাদনা তুঙ্গে। ভারত-পাক বিশ্বকাপের প্রি-ম্যাচ অনুষ্ঠান লাইভ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আবার ডিজনি হটস্টারেও লাইভ সম্প্রচার করা হবে ম্যাচটি।

7 months ago
Bollywood: পরপর সিনেমার গান থেকে বাদ, অবশেষে অরিজিতের কাছে হার মানলেন সলমান!

বলিউডের অন্দরে নাকি সকলেই সমঝে চলেন তিন 'খান'-কে। শাহরুখ-আমির-সলমান, একসময় তাঁরাই ইন্ডাস্ট্রি পরিচালনা করেছেন। ফলে পিঁপড়েও নাকি তাঁদের সম্মান প্রদর্শন করেন। গুঞ্জন এমনও, এই তিনজনের সঙ্গে সামান্য মনোমালিন্য হলেই নাকি অস্তাচলে যাবে কেরিয়ার। বিশেষ করে সলমান খানকে (Salman Khan) সমীহ করে চলেন কমবেশি সকলেই। আর এমন তারকার সঙ্গেই প্রকাশ্য মঞ্চে বিতর্কে জড়িয়েছিল গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। কীভাবে বিতর্কের সূত্রপাত।

বলিউডের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল ২০১৪ সালে। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সলমান খান। এদিকে প্লে ব্যাক গায়ক হিসেবে পুরস্কার ঘোষণা হয় অরিজিৎ সিংয়ের জন্য। পুরস্কার নিতে অনুষ্ঠানের মঞ্চে আসতে কিছুটা দেরি করেছিলেন অরিজিৎ সিং। মঞ্চে উঠতেই সলমান তাঁকে বলেন, 'ঘুমিয়ে পড়েছিলে নাকি?' উত্তরে গায়ক বলেন, 'আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন।' অভিনেতা পাল্টা উত্তর দিয়ে বলেন, 'এমন গান গাইলে তো লোকে ঘুমিয়ে পড়বে।'

প্রকাশ্য মঞ্চে অরিজিতের উত্তর পছন্দ হয়নি ভাইজানের। মুখে কিছু না বললেও, সলমান তাঁর সিনেমা 'বজরঙ্গী ভাইজান', 'কিক ' এবং 'সুলতান' থেকে অরিজিতের গান বাদ দিয়েছিলেন। এরপর সামাজিক মাধ্যমেও সলমান খানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। একটি পোষ্টে লিখেছিলেন, ' আমি আপনাকে বুঝেছি এবং ওই ঘটনা নিয়ে আমি খুবই দুঃখিত। আমি অনেকবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি বোঝেননি। আমি ক্ষমা চেয়েছি আপনি স্বীকার করেননি। ভুল স্বীকার করে কতবার আপনাকে মেসেজ করেছি আপনি জানেন। 'ওই একই পোস্টে অরিজিৎ সলমানকে বারংবার অনুরোধ করেছিলেন, তাঁর ছবি থেকে যেন অরিজিতের গাওয়া গান বাদ না দেওয়া হয়। তবুও ভাইজানের অভিমানের বরফ গলেনি এতদিন।

তবে সম্প্রতি সলমানের বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল গায়ক অরিজিৎ সিংকে। সেখানে কী হয়েছিল? অরিজিৎ কী আবারও সলমানের সিনেমায় গান গাইবেন? এই নিয়েই এখন জোর চর্চা সামাজিক মাধ্যমে।

7 months ago


Arijit Singh: অরিজিতে মন্ত্রমুগ্ধ বাদশা, জিয়াগঞ্জের রাস্তায় স্কুটি নিয়ে ঘুরলেন একসঙ্গে

লেখক শ্রীজাত, অরিজিৎ সিং-কে (Arijit Singh) নিয়ে একটি কথা বলেছিলেন, 'অরিজিৎ এমন একজন মানুষ, পাশে বসেও যাঁকে ছোঁয়া যায় না।' দেশে বিদেশের বাঙালিরা অরিজিতে বুঁদ হয়ে রয়েছেন। শুধু তাঁর গান নয়, তাঁর ব্যক্তিত্বের ভক্ত চারিদিকে। গুগল বলছে, এখনও পর্যন্ত ৪০০-এর বেশি গান গেয়েছেন অরিজিৎ। এত নাম-যশ খ্যাতির শীর্ষে থেকেও অহং ছুঁতে পারেনি গায়ককে। বরং 'মাটির মানুষ' কাকে বলে, তার জলজ্যান্ত উদাহরণ তিনি। এমন মানুষের সংস্পর্শে এলে কী অন্যরাও বিলাসবহুল জীবন ছেড়ে সাদামাটা জীবনে ফেরত আসতে পারেন? সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে, এই আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে।

বুধবার রাত থেকে একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে গিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় তারকা গায়ক বাদশা। এর আগে যতবার বাদশাকে জনসমক্ষে দেখা গিয়েছে, তিনি কোনও না কোনও বিলাসবহুল গাড়িতে সওয়ার ছিলেন। বিএমডাব্লু, মার্সিডিজ বেঞ্জ, ল্যাম্বরগিনি, কি নেই বাদশার কাছে! কিন্তু জিয়াগঞ্জে এসে তিনি যেন অন্য মানুষ। সামান্য স্কুটি নিয়ে ঘুরে দেখলেন গ্রামের চারপাশ। তাঁর পথিকৃৎ হয়েছিলেন অরিজিৎ। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

অরিজিৎ বরাবরই সাদামাটা। এত অর্থ উপার্জন করেও মুম্বইতে অন্যান্য তারকাদের মতো পেন্টহাউজ নেই তাঁর। বরং তিনি শিকড়ের কাছাকাছি থাকতে আজও জিয়াগঞ্জেই থাকেন। রেকর্ডিং থাকলেই নিজের গ্রাম ছেড়ে শহরে যান। বাকি সময় তাঁর পরিবারের। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তিনি ব্যাগ হাতে বাজারে যান। চলতি পথে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করেন। দায়িত্বশীল বাবার মতো ছেলে-মেয়েকে স্কুলে দিতে যান, নিতে যান। আসলে অরিজিতের জীবন এতটাই সাধারণ যে প্রত্যেক পরতে আকর্ষণীয় এমন বিশেষ কিছুই নেই। তবে এমন নির্মোহ জীবনযাপন ঈর্ষণীয় তো বটেই।

8 months ago
Arijit Singh: অরিজিৎ-এর মুকুটে নয়া পালক! জনপ্রিয়তার নিরিখে সেরা তিনে জিয়াগঞ্জের ছেলে

সবার প্রিয় অরিজিৎ সিং (Arijit Singh), তিনি এবারে বিশ্বে ফের এক রেকর্ড গড়লেন। জানা গিয়েছে, বেশি ফলোয়ার্সের নিরিখে বিশ্বের সমস্ত গায়ক-গায়িকাদের টক্কর দিয়ে অরিজিৎ উঠে এসেছেন প্রথম তিনের তালিকায়। বর্তমানে গান শোনার জন্য একটি জনপ্রিয় অ্যাপ হল 'স্পটিফাই' (Spotify)। আর এই অ্যাপেই অরিজিতের ফলোয়ার্সের সংখ্যা প্রায় ৯০ লক্ষের কাছাকাছি। তিনিই একমাত্র ভারতীয় প্রথম সংগীতশিল্পী, যিনি স্পটিফাই-এর ফলোয়ার্সের নিরিখে তিন নম্বরে উঠে এসেছেন। এমনকি তিনি ছাপিয়ে গিয়েছেন আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফ্ট, রিহানা, এমিনেম-এর মতো তারকাদেরও।

অরিজিৎ সিং, এই একটা নামই যথেষ্ট, তাঁর কোনও পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। শ্রোতারা তাঁর সুরে মুগ্ধ। তিনি যেমন তাঁর গান দিয়ে সবার মন জয় করেছেন, তেমনি তাঁর ব্যবহার দিয়েও তিনি সাধারণ মানুষের মন ছুঁয়ে গিয়েছেন। এবারে তাঁর এমন সাফল্যের কথা প্রকাশ্যে আসতেই ভারতীয়দের মধ্যে হইহই পড়ে যায়। অনেক আগেই অরিজিৎ বিটিএস-এর মতো তারকাদের পিছনে ফেলে দিয়েছিলেন। আর এবারে তিনি ছাপিয়ে গেলেন বিলি আইলিশ, টেইলর সুইফ্টের মত তারকাদেরও। জানা গিয়েছে, অরিজিৎ-এর স্পটিফাই-এ ফলোয়ার্স সংখ্যা ৮৬ লক্ষের উপরে। অন্যদিকে বিলি ও টেইলরের ফলোয়ার্স সংখ্যা ৮৪ ও ৮২ লক্ষের কাছাকাছি।

তবে স্পটিফাই-এ প্রথম স্থানে আসতে এখন অরিজিৎ-কে আরিয়ানা গ্রান্ডে ও ইড শীরনকে হারাতে হবে। তাঁদেরকে ছাপিয়ে গেলেই স্পটিফাই-এ রাজ করতে পারবেন অরিজিৎ সিং। তাঁর অনুরাগীদের বিশ্বাস, এটি খুব শীঘ্রই হতে চলেছে। স্পটিফাই-এ একসময় অরিজিতের ফলোয়ার্স সংখ্যাই বেশি হবে, এমনটাই বিশ্বাস করে আশাবাদী তাঁর অনুরাগীরা।

9 months ago
Arijit-Ali: 'পাসুরি' বিতর্কের মাঝেই আলি শেঠির মুখে অরিজিতের ভূয়সী প্রশংসা! ভিডিও ভাইরাল

ফের শিরোনামে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) ও পাকিস্তানি (Pakistan) সংগীতশিল্পী আলি শেঠি (Ali Sethi)। পাকিস্তানের জনপ্রিয় গান 'পাসুরি' রিমকে ভার্সন নিয়ে দু'দেশের জনতাই ক্ষুব্ধ। ফলে এই গান নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, তখন আলি শেঠির এক পুরনো একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। যেখানে দেখা গিয়েছে, আলি অরিজিতের ভূয়সী প্রশংসা করেই চলেছেন।

View this post on Instagram

A post shared by Brut India (@brut.india)

সম্প্রতি আলি শেঠির একটি লাইভের ভিডিও সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। পাসুরি নিয়ে যখন সমালোচনা তুঙ্গে। তখনই দেখা গিয়েছে, এক পুরনো লাইভ ভিডিওতে আলি শেঠিকে দেখা গিয়েছে, অরিজিতেক গান 'আয়াত' (Aayat) গাইতে। গাওয়ার সময় তিনি আবার অরিজিতের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছেন, যদি কোনও ভুল হয়ে থাকে তাঁর গান গাইতে। শুধু তাই নয়, অরিজিৎ যে কত বড়মাপের গায়ক, সেই বিষয়ে বলেই চলেছেন ও অরিজিতের প্রশংসা করেই চলেছেন। এই দেখে আপ্লুত অরিজিতের অনুরাগীরা। এমনকি আলি শেঠির গাওয়া 'আয়াত'-কেও ভালোবাসা দিয়েছে দর্শকরা। একাধিক জল্পনার মাঝেও এটাই প্রমাণিত যে, আলি শেঠিও কত বড় ভক্ত অরিজিতের।

10 months ago


Arijit: 'কেন গেয়েছেন পাসুরি গানটি?', অবশেষে জবাব দিলেন অরিজিৎ সিং!

বিনোদন জগতে এখন চর্চার মূল কেন্দ্রে রয়েছে অরিজিৎ সিং-এর (Arijit Singh) গাওয়া গান 'পাসুরি' (Pasoori)। 'পাসুরি' গানটি প্রকৃতপক্ষে পাকিস্তানি গান। গানটি গেয়েছিলেন আলি শেট্টি (Ali Sethi) এবং শায় গিল। আর এই গানটিই নাকি ভারত ও পাকিস্তানকে এক করেছে বলে মনে করা হয়। কিন্তু এবারে এই গানের রিমেক করা হয়েছে। আর সেটি গেয়েছেন সবার প্রিয় অরিজিৎ সিং। কিন্তু গান গাওয়ার পরই শুরু হয়েছে সমালোচনা-বিতর্ক। কটূক্তি ছাড়া কিছুই শুনতে পাননি তিনি। ফলে এবারে এই সমালোচনায় অবশেষে মুখ খুললেন অরিজিৎ।

কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানীর ছবি 'সত্য প্রেম কি কথা' ছবির গান হিসাবেই পাসুরি গানটির রিমেক করা হয়েছে। আর সেটি গেয়েছেন অরিজিৎ সিং। অরিজিৎ-এর গান সবার পছন্দ হলেও এবারে এই রিমেকটিকে ভারতীয় ও পাকিস্তানি অর্থাৎ দু'দেশের লোকেরাই অপছন্দ করছে ন। একপ্রকার ক্ষিপ্তই হয়ে রয়েছেন দুই দেশের জনতা। এই পরিস্থিতিতে এক টুইটার ব্যবহারকারী অরিজিৎ-কে প্রশ্ন করেন, 'কেন এই গানটি গেয়েছেন?' তখন অরিজিতের থেকে টুইটারেই উত্তর আসে, এই গানের মেকাররা তাঁকে অনাথ শিশুদের স্কুল তৈরির জন্য টাকা দিয়েছে। ফলে তিনি এই গানটি করতে রাজি হয়েছেন।


তবে আশ্চর্যের বিষয় হল, অরিজিতের এই উত্তর কোনও ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আসেনি। একটা আনভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে। ফলে সত্যিই এমনটা কিছু হয়েছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

10 months ago
Pasoori: অরিজিতের গলায় 'পাসুরি'র রিমেক, আলি শেট্টির সঙ্গে তুলনায় নেটিজেনরা

কোক ষ্টুডিও পাকিস্তানের জনপ্রিয় একটি গান পাসুরি (Pasoori)। আসল গানটি গেয়েছিলেন আলি শেট্টি (Ali Sethi) এবং শায় গিল। শুধুমাত্র পাকিস্তান নয় সঙ্গীতপ্রেমী, ভারতীয়রাও কণ্ঠস্থ করে নিয়েছিলেন গানটি। পছন্দের গানের তালিকায় স্থান রয়েছে পাসুরির। তবে কিছুদিন আগেই জানা গিয়েছিল বলিউডে 'সত্য প্রেম কি কথা' সিনেমায় গানটি রিমেক করা হবে। রবিবার গানটির একটি ঝলক মুক্তি পেতে স্পষ্ট হয়, আর কেউ নয় অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কণ্ঠেই গানটি শোনা যাবে। সোমবার গানটি মুক্তি পেতে কতটা টক্কর দিল আলি শেট্টিকে!

পাসুরি গানের রিমেকে অরিজিৎ সিংয়ের সঙ্গে গান গেয়েছেন তুলসী কুমার। গানের সুরকার আলি শেট্টি এবং রোচক কোহলী। আসল গানটির সঙ্গে বলিউডের গানটির ফারাক বিস্তর। যদিও গানের কিছু কথা আসল গানটির মতোই রয়েছে। বদল এসেছে বেশ কিছু জায়গার কথায় এবং সুরে। বহু দর্শকই অরিজিতের কণ্ঠে গানটি পছন্দ করেছেন। অনেকে আবার সমালোচনাও করেছেন।

তবে গান যাই হোক না কেন। সঙ্গীত যে কাঁটাতারের দূরত্ব মিটিয়ে দিতে পারে, তা ভেবেই বেশি খুশি হয়েছেন দর্শক। ভারত এবং পাকিস্তানের সম্পর্ক বিশেষ ভালো নেই। তাই আতিফ আসলামের মতো গায়কেরা ভারতের গান গাইবেন বলে ঠিক করেছেন। কিন্তু ভালো গানকে দর্শকদের থেকে কোনওভাবেই দূরে নেওয়া যাবে না, তা প্রমাণিত হল আরও একবার।

10 months ago