Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ardhangini

Cinema: আদিপুরুষের সামনে অর্ধাঙ্গিনীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রানা সরকার

আবারও বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর ডাক দিলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। এবার পরিচালক কৌশিক গাঙ্গুলির সিনেমা 'অর্ধাঙ্গিনী' (Ardhangini) নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রযোজক। দর্শকের কাছেই সাহায্য চেয়েছেন তিনি। প্রযোজক সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে লিখেছেন, 'বাঙালি প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। না হলে কৌশিক গাঙ্গুলির সিনেমা 'অর্ধাঙ্গিনী' সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হবে। সামনের শুক্রবার বড় বাজেটের বলিউডি ছবি 'আদিপুরুষ' মুক্তি পাচ্ছে। তাই বাংলা সিনেমাকে হল থেকে নামিয়ে দেওয়া হবে।'

পাঠানের সময়ও এমনটাই হয়েছিল বলে দাবি। যদিও এই দাবিকে একেবারে ভুল বলা যায় না।  পূর্বে অনেকবার দেখা গিয়েছে, বাংলা সিনেমা যতই ভালো হোক না কেন, বড় বাজেটের হিন্দি সিনেমা এসে বাংলা সিনেমাকে ঢেকে দিয়েছে। শুক্রবার সারা ভারতে মুক্তি পেতে চলেছে 'আদিপুরুষ'। তাঁর আগেই আকাশে সিঁদুরে মেঘ দেখছেন প্রযোজক।

২ জুন কলকাতার সিনেমা হলে মুক্তি পেয়েছে অর্ধাঙ্গিনী। ইতিমধ্যেই বহু দর্শকের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। কিন্তু ভালোভাবে ব্যবসা করার আগেই সিনেমা বন্ধ হয়ে যেতে পারে বলে উদ্বিগ্ন প্রযোজক লিখেছেন বেশ কিছু কথা। এমনকি এই প্রসঙ্গে ইন্ডাস্ট্রির মানুষদের দিকেও তীর ছুঁড়তে ছাড়েননি তিনি। রানা আরও লিখেছেন, 'আমরা ফিলিম ইন্ডাস্ট্রির লোকেরা খুবই স্বার্থপর, নিজের গায়ে আঁচ না লাগলে মুখ খুলি না, এবারো হয়তো তাই হবে। যার সিনেমা সে ছাড়া হয়তো অন্য কেউ মুখ খুলবে না। কিন্তু বাংলা সিনেমাপ্রেমী মানুষরা কেন চুপ থাকবেন? এই প্রতিবাদ এখন না করলে ভবিষ্যতে ভালো বাংলা সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন।' যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেননি সিনেমার পরিচালক কৌশিক গাঙ্গুলি।

11 months ago
Jaya: অর্ধাঙ্গিনী মুক্তির আগে 'কাঠগোলাপের সাদার মায়ায়' জয়া এহসান, দেখুন ছবি

গত বেশ কিছু বছর ধরেই এপার বাংলা এবং ওপার বাংলায় মুগ্ধতার আরেক নাম হয়ে উঠেছেন জয়া এহসান (Jaya Ahsan)। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সিনেমা দিয়েই টলিউডে ডেবিউ করেছিলেন জয়া। তারপর তিনি যতটা ওপার বাংলার, ঠিক ততটাই এপার বাংলার হয়ে উঠেছেন। তাঁর সাবলীল অভিনয়ে, রূপের জোয়ারে বুঁদ হয়ে রয়েছেন দর্শকেরা। টলিউডে জয়া এহসানের নতুন সিনেমা মুক্তির অপেক্ষায়। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অর্ধাঙ্গিনী' (Ardhangini) সিনেমায় দেখা যাবে জয়াকে। তার আগেই ফটোশ্যুট সারলেন অভিনেত্রী।

বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন জয়া এহসান। বোঝাই যাচ্ছে, কাজের ফাঁকে খানিক ফটোশ্যুট সেরেছেন অভিনেত্রী। রঙিন পোশাকে 'কাঠগোলাপের সাদার মায়ায়' জয়া এহসান। একাধিক পোজে ছবি আপলোড করেছেন অভিনেত্রী। জয়ার কানের পাশে শোভা পেয়েছে তাজা কাঠগোলাপ ফুল। জয়া যেন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠেছেন।

প্রসঙ্গত জয়া অভিনীত 'অর্ধাঙ্গিনী' মুক্তি পেতে চলেছে ২ জুন। সিনেমাহলে দেখা যাবে ছবিটি। জয়ার পাশাপাশি সিনেমায় দেখা যাবে চূর্ণী গাঙ্গুলিকে। প্রাক্তন এবং বর্তমানের লড়াই এই সিনেমার চিত্রনাট্যের মূল বিষয়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার দুটি গান। কৌতূহলী দর্শকেরা ছবি মুক্তির দিনগোনা শুরু করেছেন।

12 months ago
Cinema: চূর্ণী প্রাক্তন, বর্তমান জয়া, মুক্তি পেল কৌশিক গাঙ্গুলির 'অর্ধাঙ্গিনী'র ট্রেলার

বাংলা সিনেমা প্রেমীদের জন্য খুশির খবর। কৌশিক গাঙ্গুলি (Kaushik Ganguly) পরিচালিত নতুন ছবি 'অর্ধাঙ্গিনী' (Ardhangini) মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। সিনেমায় অন্যতম মূল চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। তাঁর প্রাক্তন স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে চূর্ণী গাঙ্গুলিকে। জয়া আহসান তাঁর বর্তমান স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও ছবিতে অভিনয় করবেন লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যর মতো অভিনেতারা। ৩ মিনিট ৪ সেকেন্ডের ট্রেলারে ছবির সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন পরিচালক।

অর্ধাঙ্গিনীর চিত্রনাট্যে এক পুরুষের প্রাক্তন স্ত্রী এবং বর্তমান স্ত্রীয়ের লড়াইকে কেন্দ্র করে তৈরী হয়েছে। ছবিতে হঠাৎই অসুস্থ হয়ে কোমায় চলে যেতে দেখা যাবে কৌশিক সেনের চরিত্রটিকে। এরপরেই গতি পাবে চিত্রনাট্য। দীর্ঘ কয়েক বছর সংসার করে স্বামীর সঙ্গে বিচ্ছেদ করবেন চূর্ণীর চরিত্রটি। এদিকে স্বামীকে কম থেকে সরিয়ে তুলতে বর্তমান স্ত্রী অর্থাৎ জয়া আহসানের চরিত্রটি স্মরণাপন্ন হবে স্বামীর আগের পক্ষের স্ত্রীয়ের। কিন্তু প্রাক্তন আর ফিরে তাকাতে চায় না। যদিও অনেক জোরাজুরিতে প্রাক্তন স্বামীর পাশে দাঁড়াবেন চরিত্রটি।

View this post on Instagram

A post shared by Surinder Films (@surinderfilms)

সিনেমার ট্রেলার একেবারে টানটান, কৌশিকচিত। কানে বেজেছে চূর্ণী গাঙ্গুলির সংলাপ, 'প্রাক্তন স্ত্রী মহাজনের মতো। আসল ফেরত পাবে না জেনেও সারাজীবন সুদ দিয়ে যায়।' কানে বেজেছে অনুপম রায়ের গান। ইমন চক্রবর্তীর কণ্ঠ। সিনেমার গান নিয়েও যে দর্শকেরা হতাশ হবে না তাও স্পষ্ট। বাংলা সিনেমাকে কৌশিক গাঙ্গুলি বেশ কিছু ভালো গল্প উপহার দিয়েছেন। 'অর্ধাঙ্গিনী'তে পরিচালক দর্শকের মন জিততে পারে কি না, তা জানা যাবে সিনেমা মুক্তি পেলে।

12 months ago