
অনুষ্কা শর্মার (Anushka Sharma) মুকুটে জুড়ল নয়া পালক! এবারে বলিউডের (Bollywood) আরও এক ডিভাকে দেখা যাবে কানস ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival)। বলিউড থেকে অনুষ্কা শর্মার ডাক আসায় বেজায় খুশী তাঁর অনুরাগীরা। এর আগে কানসে একাধিক বলি অভিনেত্রী যেমন- ঐশ্বর্য রাই, দীপিকা পাডুকোন, বিদ্যা বালন, নন্দিতা দাসকে দেখা গিয়েছে। কানসের মতো চলচ্চিত্র উৎসবে অভিষেক হতে চলেছে অনুষ্কা শর্মার, এই খুশির খবর ফ্রান্স অ্যাম্বাসেডর ইম্যানুয়েল লিনাইন টুইটারে জানিয়েছেন।
A pleasure meeting @imVkohli and @AnushkaSharma!
— Emmanuel Lenain (@E_Lenain) May 4, 2023
I wished Virat & #TeamIndia all the best for the upcoming tournaments, and discussed Anushka's trip to #CannesFilmFestival.🏏 🎞️ pic.twitter.com/ex5zfzo1oZ
দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও পা দিয়েছেন। তবে অনুষ্কাকে এখন পর্যন্ত তাঁদের পথে যেতে দেখা যায়নি। কন্যা ভামিকা ও স্বামী বিরাটকে নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি। আসন্ন ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর জন্যও বেশ ব্যস্ত তিনি। তাঁর ছবি মুক্তির আশায় যেখানে তাঁর ভক্তরা মুখিয়ে রয়েছেন, তার আগেই এই খুশির খবর। বুধবার ফ্রান্স অ্যাম্বাসেডর টুইট করে লিখেছেন, 'বিরাট ও অনুষ্কার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। বিরাট তাঁর পরবর্তী টুর্নামেন্টের জন্য ও অনুষ্কাকে কানস ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার জন্য শুভেচ্ছা রইল।' এই খবর ছড়িয়ে পড়লেও এখনও স্পষ্ট নয় যে, অনুষ্কাকে এই অনুষ্ঠানে কোন ভূমিকায় দেখা যাবে। আরও জানা গিয়েছে, তাঁর সঙ্গে 'টাইটানিক' ছবির অভিনেত্রী কেট উইন্সলেটকে দেখা যাবে।
উল্লেখ্য, চলতি বছরে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে কানস ফিল্ম ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মান জানানো হবে। এই অনুষ্ঠান সিনেমা জগতের জন্য এক অন্যতম জনপ্রিয় উৎসব। আর সেখানেই এন্ট্রি করতে চলেছেন বিরাট পত্নী।
বুধবার দুপুর নাগাদ পছন্দের দম্পতির ঝলক পেল নেট দুনিয়া। নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। ছবিতে দেখা গিয়েছে, পাশের সিটে বসে রয়েছেন অনুষ্কা (Anushka Sharma)। পাশে বসে সেলফি নিয়েছেন বিরাট কোহলি। যেহেতু গাড়িতে বসেই ছবি তুলেছেন বিরাট, তাই এই ছবিকে সেলফি না বলে কারফি বললেও বোধহয় খুব একটা ভুল হবে না।
বিরাট ও অনুষ্কা চললেন কোথায়? সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'আউট এন্ড এবাউট ইন দিল্লি'। অর্থাৎ দূরে কোথাও না, একান্ত সময় কাটাতে দিল্লীর রাস্তাতেই ঘুরছিলেন দু'জনে। বিরাট পরেছিলেন একটি ছাই রঙের টিশার্ট। অন্যদিকে অনুষ্কা পরেছিলেন কালো ক্যাজুয়াল জ্যাকেট এবং মাথায় টুপি। দু'জনের মুখেই দেখা গিয়েছে লাখ টাকার হাসি।
বিরাট এবং অনুষ্কার প্রেম চলাকালীন সামাজিক মাধ্যমের কুমন্তব্যের শিকার হয়েছিলেন। কিন্তু সব খারাপ মন্তব্য তুড়িতে উড়িয়ে বিয়ে করেন দু'জনে। তারকা দম্পতির কন্যা সন্তান ভামিকাও নেটিজেনদের আকর্ষণের মধ্যবিন্দু। কয়েক দিন আগেই অনুষ্কার জন্মদিনে একগুচ্ছ না দেখা ছবি পোস্ট করেছিলেন বিরাট। এবার একান্তে কাটানো সময়ের ঝলক দিলেন ভক্তদের।
দেখতে দেখতে আরও একটা জন্মদিন অনুষ্কা শর্মার (Anushka Sharma)। জীবনের সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিনে স্বাভাবিকভাবেই উচ্ছসিত বিরাট কোহলি (Virat Kohli)। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে, একইসঙ্গে পোস্ট করলেন অদেখা বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছেন, 'ভালো খারাপ সবেতেই তোমাকে ভালোবাসি। ভালোবাসি তোমার আদুরে পাগলামি। শুভ জন্মদিন আমার সবকিছু।'
বিরাট কোহলির পোস্ট করা অনুষ্কার প্রথম ছবিটি একটি রেস্তোরাঁর। কালো পোশাকে ব্রেকফাস্ট টেবিলে বসে রয়েছেন অনুষ্কা। হাতে কালো চা বা কফি, আর একগাল হাসি। দ্বিতীয় ছবিটি সম্ভবত সাগর পাড়ের। বিকিনির মতো একটি লালচে রঙের পোশাক পরেছেন অনুষ্কা। মাথার টুপিতে হাত দিয়ে যেন আকাশ পাতাল ভাবছেন।
বিরাটের পোস্ট করা অন্য একটি ছবি তাঁদের বিদেশ ঘুরতে যাওয়ার। একটি সাদা ফ্রক পরেছেন অনুষ্কা। হাতে শ্যাম্পেইনের গ্লাস। অনুষ্কার মাথায় মুখ গুঁজে রয়েছেন বিরাট। আরেকটি ছবিতে দেখা গিয়েছে সাদা সোয়েটারে অনুষ্কা। বব কাট চুলে অনুষ্কা যেন বছর দশের মেয়ে।
বিরাটের পোস্ট করা আরেকটি ছবিতে চেনা মেজাজে দেখা গিয়েছে অনুষ্কাকে। কালো টপ এবং নীল ডেনিম পরেছিলেন অনুষ্কা। মুখে একগাল হাসি, অবিন্যস্ত চুল ছড়িয়ে রয়েছে পুরো মুখে। আরেকটি ছবি দেখার মতো। কালো পোশাকে কোনও এক সোফায় বসে রয়েছেন অনুষ্কা। যেন সদ্য উঠে এসেছেন ঘুম থেকে।
চর্চিত তারকা দম্পতি বিরাট-অনুষ্কা (Virat-Anushka)। তাঁদের প্রেম-ভালোবাসার প্রথম থেকেই চর্চার কেন্দ্রে। তাঁদের মধ্যকার সেই ভালোবাসার বন্ধন একাধিকবার ধরাও পড়ে সমাজমাধ্যমে। ইতিমধ্যেই তাঁদের এক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে আইপিএল-এর সময় মাঠ থেকেই বিরাট তাঁর স্ত্রী অনুষ্কাকে ফ্লাইং কিস দিচ্ছেন, আর তার প্রত্যক্ষদর্শী দেশ। এবারে তাঁদের আরও একটি মিষ্টি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, বিরাট ও অনুষ্কা খোশমেজাজে জিমে নাচছেন। কিন্তু হঠাৎই বিরাটের পায়ে ব্য়থা, যা দেখে বিরুষ্কার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্কা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'ডান্স পে চান্স।' ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট-অনুষ্কা জিমের মধ্যে বেশ খোশমেজাজে এন্ট্রি নিচ্ছেন। এরপরেই একটি পঞ্জাবি গানে অনুষ্কার সঙ্গে পা মেলাতে শুরু করেন বিরাটও। কিন্তু হঠাৎই বিরাট পা ধরে নাচতে গিয়ে তাঁর পায়ে চোট লাগে। যার ফলে ভিডিও থেকে বাইরে বেরিয়ে যান। কিন্তু বিরাটের এই অবস্থায় তাঁকে না ধরে অনুষ্কা হাসতে হাসতে গড়িয়ে পড়েন। তবে বিরাটকে দেখে এমন মনে হয়নি যে, তিনি গুরুতর চোট পেয়েছেন। কিন্তু অনুষ্কার এমন ব্যবহার ভালোভাবে নেয়নি বিরাট ভক্তরা। তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করে কমেন্টে বলেছেন, 'আইপিএল চলছে, চোট পাননি তো।' অন্য একজন বলছেন, 'ট্রফি জিততে হবে, সাবধানে থাকুন।'
বলিউড ও খেলার জগতের অন্যতম পাওয়ার কাপল বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁদের প্রেম একসময় বেশ চর্চিত ছিল। বিরাট -অনুষ্কার প্রেমের শুরু খুব একটা খুব একটা ভালো চোখে দেখেনি সমাজ। বিরাট ময়দানে নামলেই তাঁকে চিয়ার আপ করতে স্টেডিয়ামে উপস্থিত থাকতেন অনুষ্কা। সেসময় ফর্মে ছিলেন না বিরাট। ফলে তাঁর ক্রমাগত খারাপ পারফরমেন্সের প্রভাব গিয়ে পড়ত অনুষ্কার উপর। বিরাট ভক্তদের অনেকে অনুষ্কাকে 'আনলাকি' বলেও আখ্যা দিয়েছিলেন। তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু সকলকে এক প্রকার চমকে দিয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দুই তারকা।
বর্তমানে দাম্পত্য জীবন বেশ আনন্দে কাটাচ্ছেন বিরাট-অনুষ্কা। তাঁদের আদরের সন্তান ভামিকার সঙ্গেও অভিভাবকত্ব উদযাপন করছেন দম্পতি। আজও বিরাট মাঠে নামলে অনুষ্কাকে দেখা যায় গ্যালারিতে। তাঁদের ভালোবাসার আভাস পান অনেকেই। বাড়ির চার দেওয়ালের ত্রিসীমানা পেরিয়ে এবার তাঁদের প্রেমের সাক্ষী থাকল ময়দান।
Virat kohli flying kiss to anushka #ipl2023 pic.twitter.com/YslypyVSya
— Mohit (@cricmohit01) April 23, 2023
রবিবার আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। বিরাটের নেতৃত্বে ব্যাঙ্গালুরু, রাজস্থানকে ৭ উইকেটে হারান। সেই ম্যাচেই একটি দুর্দান্ত ক্যাচ ধরেন বিরাট। সেই আনন্দে অনুষ্কার দিকে ছুঁড়ে দেন উড়ন্ত চুমু। সেই দেখে অনুষ্কাও একই প্রতিক্রিয়া দেন। এই মুহূর্তের প্রশংসা নেট দুনিয়া জুড়ে।
বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে রয়েছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। শাহরুখ খানের বিপরীতে 'রব নে বনা দি জোড়ি' ছবিতে তাঁর অভিনয় জগতে হাতেখড়ি। এরপর একাধিক সিনেমা করেছেন। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ঘর বেঁধেছেন। কিন্তু প্রাক্তনকে ভুলতে পেরেছেন কী? অনেকেই জানেন না, এই বলিউডের প্রথম সারির নায়কের প্রেমেই পড়েছিলেন অনুষ্কা। তবে বিরাটকে বিয়ে করে প্রাক্তনকে আর মনে রাখতে চান না তিনি। অতীত স্মৃতি মুছে ফেলতে চেয়েছিলেন অনুষ্কা।
করণ জোহারের বিখ্যাত অনুষ্ঠান 'কফি উইথ করণ'এ গিয়েছিলেন অনুষ্কা শর্মা। সেই অনুষ্ঠানে করণ অনুষ্কাকেও বিতর্ক বাণে খোঁচানোর চেষ্টা করেছিলেন। করণ অনুষ্কাকে প্রশ্ন করেন, তিনি অর্জুন কাপুর, রণবীর সিং এবং বিরাট কোহলির মধ্যে কাকে রাখি পরাতে চান? কার সঙ্গে ডেটে যেতে চান? এবং কাকে ভুলে যেতে চান? অনুষ্কা এঁদের মধ্যে অর্জুনকে রাখি পরাতে চান, বিরাটের সঙ্গে ডেটে যেতে চান এবং রণবীরকে ভুলে যেতে চান। প্রসঙ্গত, 'ব্যান্ড বাজা বারাত' এবং 'লেডিজ ভার্সেস রিকি বেহেল' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনুষ্কা-রণবীর। তাঁদের রসায়ন পর্দা পেরিয়ে ব্যক্তিগত জীবনে পৌঁছেছিল বলে খবর।
যদিও সেই প্রেম টেকেনি। দু'জনের জীবন দুই খাতে বয়েছে। অনুষ্কা বিরাটকে বিয়ে করেছেন। তাঁর সঙ্গেই কন্যা সন্তানের মা হয়েছেন। অন্যদিকে রণবীরও অনুষ্কাকে ভুলে দীপিকাকে মন দিয়েছেন। বিয়ে করে দু'জনেই বর্তমানে সুখী দম্পতি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ময়দানে নেমেছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারত। চিরকালের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে এই হার মানতে পারেনি অনেকেই। কিন্তু রাগের মাথায় অন্যায় কাজ করে বসে এক ব্যক্তি। টুইটারে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) মেয়ে ভামিকাকে (Vamika) যৌন নিগ্রহের হুমকি দেয়। মামলা দায়ের করা হয়। পুলিস তৎপরতার সঙ্গে গ্রেফতার করে ওই ব্যক্তিকে। কিন্তু তার যোগ্যতা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ওই ব্যক্তির ভবিষ্যৎ চিন্তা করেই মানবিক হলেন বিরাট-অনুষ্কা।
ভামিকাকে হুমকির অভিযোগে পুলিস যে ব্যক্তিকে গ্রেফতার করেছিল, তার নাম রামনাগেশ আলবাতিনি। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার তিনি। একসময় হায়দরাবাদে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। পরবর্তীকালে পিএইচডি করবেন বলে, সেই কাজ ছেড়ে দেন। বিদেশে গিয়ে মাস্টার্স করার ইচ্ছেপূরণের আগেই অন্যায় করে বসেন। বিরাট কোহলির ম্যানেজার আকিল্লা ডিসুজা তার বিরুদ্ধে মামলা করেন। সোমবার সেই মামলা নিয়ে বড় সিদ্ধান্ত নেয় আদালত।
ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিল আদালত। ওই ব্যক্তির আবেদন, এই ফৌজদারি মামলা তার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। বিদেশে গিয়ে মাস্টার্স করার ইচ্ছেও মাঝপথে থেমে যেতে পারে। তার ভবিষ্যতের কথা ভেবে মানবিকতা দেখায় আদালত। ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলা ও এফএইআর খারিজ করে আদালত। সম্মতি জানান বিরাটের ম্যানেজারও।
করণ জোহর এক রহস্যেমোড়া পোস্ট শেয়ার করে ফের বিতর্কে জড়ালেন। ওই পোস্টে কারও নাম উল্লেখ না করে লিখেছেন, 'যা খুশি বলে যাও, আমি মিথ্যার কাছে মাথা নোয়ানোর দলে নেই। কিছু বলব না। আমার ভাবমূর্তি নষ্ট করার যত চেষ্টাই হোক, আমার সততা, শুদ্ধতা আমার জয়। তুলে ধরো তোমাদের তরবারি, আমার মৃত্যু নেই।'
অভিনেত্রী অনুষ্কা শর্মার কেরিয়ার বরবাদ করে দিতে চেয়েছিলেন করণ জোহর। এক সাক্ষাৎকারে এসে নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। সেই শুনে সোচ্চার হয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অপূর্ব আসরানি থেকে কঙ্গনা রানাউত। এই বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও থেকে। যেখানে অনুষ্কাকে পাশে বসিয়েই একটি সাক্ষাৎকারে করণ জোহরকে বলতে শোনা যায়, 'অনুষ্কার কেরিয়ার আমি একেবারে নষ্ট করে দিতে চেয়েছিলাম। আদিত্য চোপড়া আমাকে একটি মুভির জন্য অনুষ্কার ছবি দেখিয়েছিল, আমি না করে দিয়েছিলাম। কারণ আমি চেয়েছিলাম অন্য এক অভিনেত্রীকে আদিত্য নিক। এই পুরো ষড়যন্ত্রের পিছনে আমি ছিলাম।'
শোনা গিয়েছে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও নাকি বলিউড ছেড়েছিলেন করণ জোহরের কূটনীতির কারণে। যদিও ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রব নে বনা দি জোড়ি ছবিতে অনুষ্কাই শেষ পর্যন্ত অভিনয় করেন।
সম্প্রতি অনুষ্কা শর্মার (Anushka Sharma) ছবি সামাজিক মাধ্যমে (Social Media) চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শনিবার অনুষ্কা কালো পোশাকে একটি ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে। ছিপছিপে ফিগারে কালো পোশাক পরেছিলেন তিনি। সঙ্গে হীরের গয়না পরেছিলেন গলায়। শেয়ার করেছিলেন ফটো শ্যুটের ক্যান্ডিড মুহূর্তের ছবিও। লাস্যময়ী অনুষ্কার সেই ছবিগুলি দেখে নেটিজেন-ভক্তরা কমেন্টে, শেয়ারে ভরিয়ে দেন। জানা গিয়েছে, অনুষ্কার সেই সমস্ত প্রস্তুতি ছিল একটি অনুষ্ঠানের জন্য। সেই অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সামনে ঘটল আরেক ঘটনা।
অনুষ্কা বর্তমানে বিরাট 'ঘরণী'। চুটিয়ে সংসার করছেন বিরাটের সঙ্গে। সন্তানের মা হয়েছেন। তবে বিরাটের পদবি বসাননি নিজের নামের পাশে। এ অবশ্য নতুন কিছু না। অনেক অভিনেত্রী নিজের স্বতন্ত্র পরিচিতি বাঁচিয়ে রাখতে চান। আবার একইসঙ্গে পিতৃপরিচয়ও ধরে রাখতে চান। অনুষ্কাও তাঁদেরই দলে। শনিবার ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পাপারাৎজিরা তাঁকে 'মিসেস কোহলি' বলে সম্বোধন করেন।
অনুষ্কা অবশ্য তাতে বিরক্ত হননি। বরং পাপারাৎজিদের উত্তেজনা শান্ত করতে অভিনেত্রী বলেন, 'শান্ত হন! আপনারা এত চিৎকার করছেন কেন? আমার কান বাজছে।' 'মিসেস কোহলি' সম্বোধনে যে বিশেষ আপত্তি নেই, বরং বিয়ের এত বছর পরেও যে বিরাটের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপনে রয়েছেন, তা বুঝিয়ে দিয়েছে অনুষ্কার রক্তাভ গাল ও স্মিত হাসি।
অভিনেত্রী অনুষ্কা শর্মা (anushka Sharma) দিন দিন লাস্যময়ী হয়ে উঠছেন। মেয়ে ভামিকা (Vammika)হওয়ার পর তিনি যেন আরও পরিণত হয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। নিজের একান্ত যাপনের ছবি তিনি প্রায়ই দিয়ে থাকেন সামাজিক মাধ্যমে। আবার কোনও বিশেষ ইভেন্ট অথবা ফটোশ্যুটের ছবিও দিয়ে থাকেন ইনস্টাগ্রামে। দিন কয়েক আগে গাঢ় গোলাপি গাউনে ছবি দিয়েছিলেন। সেই ছবিতে তাঁর হাজারও অনুরাগী কমেন্টে ভাসিয়েছিলেন। লিখেছিলেন অভিনেত্রীর প্রতি তাঁদের অনুরাগের কথা।
শনিবার সকালে একটি ছবি পোস্ট করেন অনুষ্কা। ছিপছিপে চেহারা, কালো গাউন ও হীরের গয়নায় অনুষ্কা শর্মাকে অপরূপা বলললেও কম বলা হয়। অভিনেত্রীর সাদা কালো ছবিতে যেন থমকে যায় মুহূর্ত। ওই ছবি দেখে নেটিজেনদের পাশাপাশি মুগ্দ্ধ হয়েছেন যান বি-টাউনের তারকারাও। সর্বভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আগুনের ইমোজি দিয়েছেন। আথিয়া শেট্টি লিখেছেন 'বিউটি', সঙ্গে দিয়েছেন তীরবিদ্ধ হৃদয়। অভিনেত্রী বাণী কাপুর লিখেছেন 'অনবদ্য', সঙ্গে দিয়েছেন রক্তাভ হৃদয়ের ইমোজি। এছাড়াও নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন অনুষ্কার কমেন্ট বক্স।
অভিনেত্রী অনুষ্কা শর্মা (anushka Sharma) দিন দিন লাস্যময়ী হয়ে উঠছেন। মেয়ে ভামিকা (Vammika)হওয়ার পর তিনি যেন আরও পরিণত হয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। নিজের একান্ত যাপনের ছবি তিনি প্রায়ই দিয়ে থাকেন সামাজিক মাধ্যমে। আবার কোনও বিশেষ ইভেন্ট অথবা ফটোশ্যুটের ছবিও দিয়ে থাকেন ইনস্টাগ্রামে। দিন কয়েক আগে গাঢ় গোলাপি গাউনে ছবি দিয়েছিলেন। সেই ছবিতে তাঁর হাজারও অনুরাগী কমেন্টে ভাসিয়েছিলেন। লিখেছিলেন অভিনেত্রীর প্রতি তাঁদের অনুরাগের কথা।
শনিবার সকালে একটি ছবি পোস্ট করেন অনুষ্কা। ছিপছিপে চেহারা, কালো গাউন ও হীরের গয়নায় অনুষ্কা শর্মাকে অপরূপা বলললেও কম বলা হয়। অভিনেত্রীর সাদা কালো ছবিতে যেন থমকে যায় মুহূর্ত। ওই ছবি দেখে নেটিজেনদের পাশাপাশি মুগ্দ্ধ হয়েছেন যান বি-টাউনের তারকারাও। সর্বভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আগুনের ইমোজি দিয়েছেন। আথিয়া শেট্টি লিখেছেন 'বিউটি', সঙ্গে দিয়েছেন তীরবিদ্ধ হৃদয়। অভিনেত্রী বাণী কাপুর লিখেছেন 'অনবদ্য', সঙ্গে দিয়েছেন রক্তাভ হৃদয়ের ইমোজি। এছাড়াও নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন অনুষ্কার কমেন্ট বক্স।
এই তারকা জুটি ঘুরে বেড়াতে বেজায় পছন্দ করেন। সুযোগ পেলেই বেড়িয়ে পড়েন ভ্রমণে। আর এখন কেবল দুজনে একা নয়, তাঁদের সঙ্গে এখন ঘুরে বেড়ায় তাঁদের ছোট্ট মেয়ে ভামিকা। এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন, কাঁদের কথা বলা হচ্ছে? হ্যাঁ ঠিকই ধরেছেন, বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও তাঁদের মেয়ে ভামিকা। টি-২০ বিশ্বকাপ শেষ করে দেশে ফিরলেন বিরাট। আর ইতিমধ্যেই বিরুষ্কা ও তাঁদের ভমিকাকে নিয়ে বেরিয়ে পড়লেন। তবে এবার দেশের বাইরে নয়, দেশের মধ্যেই ঘুরছেন তাঁরা। ছুটি কাটানোর জন্য বেছে নিলেন উত্তরাখণ্ড (Uttarakhand)। সেখানে গিয়ে অনুষ্কা খুঁজে পেলেন ছেলেবেলার ভালোবাসাকে।
বিরাট সোশাল মিডিয়ায় সেভাবে কোনও ছবি পোস্ট না করলেও অনুষ্কা বেশ কিছু ছবি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। খোলাখুলি জানালেন তাঁর ছেলেবেলার কোন স্মৃতি ফিরে এল এই সফরে। আসলে ছুটির মেজাজে ডায়েটকে একেবারে ‘বাই-বাই’ করে অনুষ্কা নানা ধরনের খাবার উপভোগ করছেন। উত্তরাখণ্ডের এক রেস্তোরাঁয় মিষ্টি বান পাউরুটি দেখে ভীষণ খুশি হলেন অভিনেত্রী। ছবি তুলে ইনস্টাগ্রামে লিখলেন, 'ছেলেবেলার স্মৃতিগুলি এই দিয়েই তৈরি...।’
কেবল তা নয়, ডায়েট ভুলে খেলেন সয়াচাপও! তারও ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, 'দারুণ সয়াচাপ!' সম্প্রতি উত্তরাখণ্ডের এক আশ্রমে দেখা গিয়েছে বিরুষ্কাকে। সেখানে অনুরাগীদের সঙ্গে খোশ মেজাজে দেখা গিয়েছে তাঁদের। কালো রঙের পোশাকে দু'জনেই সেজেছিলেন। খুব বেশি নিরাপত্তাও লক্ষ্য করা যায়নি তাঁদের সঙ্গে। কারণ সাধারণ মানুষের যাতে কোনও রকম অসুবিধে না হয়, সে কথা ভেবে সাধারণের মতো রয়েছেন তাঁরা।
কিছুদিন আগেই ভাবিকার জন্ম হয়েছে। সন্তান এবং সংসারের জন্য প্রায় ৪ বছর দূরে ছিলেন সিলভার স্ক্রিন থেকে। এবার সেই লম্বা বিরতি শেষে জমজমাট কামব্যাক করছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সব ঠিকঠাক থাকলে আগামী বছরই মুক্তি পেতে চলেছে 'চাকদহ এক্সপ্রেস' (Chakda Xpress)। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে (Jhulan Goswami’s biopic) অভিনয় করছেন অনুষ্কা। সেই সিনেমার শ্যুটিংয়ের কিছু অংশ টুইটারে তুলে ধরলেন বিরাট সহধর্মিণী (Virat Kohli)।
Here's a glimpse into the Chakda 'Xpress journey with our earnest director @prositroy🏏#ChakdaXpress #ComingSoon #ChakdaXpressOnNetflix #HarDinFilmyOnNetflix pic.twitter.com/W4AmuseFWS
— Anushka Sharma (@AnushkaSharma) August 29, 2022
অনুষ্কার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তিনি চিত্রনাট্য পড়ছেন। সেটে এবং মাঠে তাঁর শ্যুটিংয়ের দৃশ্য, সতীর্থদের সঙ্গে নাচ এবং কঠোর অনুশীলনের দৃশ্যও উঠে এসেছে। এই বায়োপিকের পরিচালক প্রসিত রায়। তিনিও রুপোলি পর্দার ঝুলনকে নিয়ে কথা বলেছেন। অনুষ্কার ধীরে ধীরে ঝুলন হয়ে ওঠার জার্নি তুলে ধরেছেন পরিচালক। এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। বিরাট এবং ঝুলন, দু’জনেই হৃদয়ের ইমোজি দিয়েছেন পোস্টিতে।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া জিরো ছিল অনুষ্কার শেষ ছবি। তার পর লম্বা বিরতি। বিয়ে, সংসার এবং কন্যাসন্তান।