Breaking News
Mahua Moitra: লোকসভায় খারিজ মহুয়ার সাংসদ পদ, পাশে মমতা, তোপ বিজেপিকে      ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন     

AnushkaSharma

Virat-Anushka: বিশ্বকাপ ফাইনালে হার, বিরাটকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা অনুষ্কার

বিশ্বকাপ ফাইনালে (World Cup Final 2023) ভারতের পরাজয়ের পর শোকের ছায়া পুরো দেশজুড়ে। প্রায় দু'দশক পর ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া ফের মুখোমুখি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত একরাশ মনখারাপ নিয়ে ফিরতে হয় হল তাঁদের। বিরাট আউট হয়ে যাওয়ার পরই তাঁর চোখে-মুখে বিষণ্ণতার ছাপ দেখা যায়। এর পরই দেখা যায়, গ্যালারিতে ফিরতেই অনুষ্কাকে জড়িয়ে ধরেন বিরাট। সান্ত্বনা দেন অনুষ্কাও। সেই ছবি বর্তমানে ভাইরাল। ইতিমধ্যেই আরও এক ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, অনুষ্কা পুরো ম্যাচ পর্যন্ত অপেক্ষা করেছিলেন স্বামী বিরাটের জন্য। সেই ছবি দেখে দেখেও মুগ্ধ অনুরাগীরা।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাচ হারার পর বিধ্বস্ত বিরাট, রোহিতদের পাশে তাঁদের স্ত্রী-রা। টুপির আড়ালেই হারের ক্ষত ঢাকার আপ্রাণ চেষ্টা চালাতে দেখা যায় কোহলিকে। কিন্তু শেষপর্যন্ত অনুষ্কার কাঁধে মাথা রেখেই সেই ক্ষত ঢাকলেন বিরাট। বিরাটকে বাহুডোরে জাপটে ধরে সাহস জোগালেন অনুষ্কা। শুধুমাত্র সাফল্য নয়, বিরাটের ব্যর্থতার পাশেও আছেন অনুষ্কা। এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। তবে এর পাশাপাশি আরও এক ছবি ভাইরাল হয়েছে, যেটি দেখে নেটিজেনদের দাবি, অনুষ্কা ম্যাচের শেষ পর্যন্ত বিরাটের পাশে ছিলেন ও বিরাটের সঙ্গেই একেবারে ম্যাচের শেষে স্টেডিয়াম ছেড়ে বেরিয়েছেন তাঁরা।

3 weeks ago
Virat-Anushka: দু'চোখ যেন তাঁকেই খোঁজে! শতরান করে সাজঘরে যেতেই অনুষ্কাকে খুঁজলেন বিরাট

অবশেষে একযুগ পর ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে (World Cup final 2023) প্রবেশ ভারতের। আর নেপথ্যে বড় অবদান রয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। তিনি যেমন শতরান করেছেন, তেমনি গড়েছেন একের পর এক নজির। তবে মাঠে রেকর্ড গড়তেই ভোলেননি স্ত্রী অনুষ্কাকে। গ্যালারি থেকেই চুমু ছুড়ে দিলেন অনুষ্কা, আবার বিরাটও ফ্লাইং কিস দিলেন তাঁকে। এই দৃশ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে, কিন্তু এখন আরও এক ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, বিরাট সাজঘরে পৌঁছতেই হন্যে হয়ে খুঁজে চলেছেন তাঁর 'বেটার হাফ'কে।

একের পর এক রেকর্ড গড়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর বিধ্বংসী ব্যাটিং মন জয় করে নিয়েছে প্রত্যেক ভারতীয়ের। এর মধ্যেই বিরুষ্কার কিছু কিউট মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই ঝড়ের গতিতে ভাইরাল। মাঠে দাঁড়িয়ে চুম্বনের দৃশ্যের পর বিরাট যখন আউট হয়ে সাজঘরে ফেরেন, তখন তাঁকে দেখা যায়, বারবার উপরের গ্যালারির দিকে তাকাতে। তারপরই বোঝা যায়, তাঁর সাজঘরের উপরেই বসেছিলেন অনুষ্কা। তাঁকেই দেখার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু একাধিকবার চেষ্টা করলেও তাঁকে অবশেষে দেখতে না পেয়ে সাজঘরের ভিতরে চলে যান তিনি। আর এই কিউট মুহূর্তই ট্রেন্ডিং-এ।

অন্যদিকে বিরাটের কৃতিত্বে মুগ্ধ হয়ে অনুষ্কা ইনস্টাগ্রামের স্টোরিতে এক পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, 'বিরাট ঈশ্বরের সন্তান।' আবার ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন, তাঁর জীবনে বিরাটকে দেওয়ার জন্য।


3 weeks ago
Virat-Anushka: ওড়না দিয়ে লুকিয়েও হল না লাভ, আরও স্পষ্ট অনুষ্কার 'বেবিবাম্প'!

বিশ্বকাপে ব্যস্ত বিরাট কোহলি, অন্যদিকে আসন্ন ছবি নিয়েও ব্যস্ত অনুষ্কা শর্মা। কিন্তু তার মাঝেই উৎসবে মাতলেন তারকা যুগল। শনিবার দিওয়ালির গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল, যেখানে ক্রিকেটারদের স্ত্রীয়েরাও উপস্থিত ছিলেন৷ কিন্তু বিশেষ নজর কাড়ল অনুষ্কা। দিওয়ালি সেলিব্রেশনের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ সেখানেই দেখা যায় অনুষ্কার স্ফীতোদর।

View this post on Instagram

A post shared by Anushka's Akshita🤍 (@anushkasharma5021)

দিওয়ালি শুরু হতেই এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দিওয়ালি পার্টিতে স্বামী বিরাট কোহলির সঙ্গে উপস্থিত হয়েছেন অনুষ্কা শর্মা৷ পরনে বেগুনি রঙের ঢিলেঢালা সালোয়ার কামিজ, কপালে ছোট্ট টিপ, পুরো ট্র্যাডিশনাল লুকে ধরা দিয়েছেন নায়িকা৷ অন্যদিকে গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি পরে রয়েছেন বিরাট কোহলি৷ আর এই ভিডিওতে অনুষ্কার বেবিবাম্প প্রকাশ্যে আসে৷ সেখানে আরও দেখা যায়, ওড়না দিয়েই অনুষ্কা তাঁর বেবিবাম্প ঢাকার চেষ্টা করছেন।  মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিও৷ ফলে এখন গুড নিউজ শোনার অপেক্ষায় তাঁর ভক্তরা।

4 weeks ago


Virat-Anushka: দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বিরাট-অনুষ্কা, প্রকাশ্যে 'বেবিবাম্প'-এর ভিডিও

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বেশ কয়েকমাস ধরেই এই গুঞ্জন চারিদিকে। বিরাট পত্নী অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিরাট-অনুষ্কা উভয়েই। তবে এবারে প্রকাশ্যে এল অনুষ্কার 'বেবিবাম্প'-এর ভিডিও। যেখানে দেখা গিয়েছে অনুষ্কা বিরাটের হাত ধরে হেঁটে চলেছেন, আর সেখানেই স্পষ্ট অনুষ্কার স্ফীতোদর।

২০২০ সালে করোনার সময় জানা যায়, অন্তঃসত্ত্বা হয়েছেন অনুষ্কা। সেই সময় তাঁরা অন্তঃসত্ত্বা হওয়ার খবর জনসমক্ষে এনেছিলেন। জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান ভামিকা। এদিকে ২০২৩ সালে জানা যায়, অনুষ্কা ফের অন্তঃসত্ত্বা। এর একাধিক প্রমাণ আসার পরেও এখনও পর্যন্ত প্রেগন্যান্সি নিয়ে একটি কথাও বলেননি অনুষ্কা-বিরাট। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তারকা দম্পতি চান না তাঁদের সন্তান লাইমলাইটে চলে আসুক। সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে অনুষ্কাকে এক কালো পোশাকে দেখা গিয়েছে ও তাঁর বেবিবাম্পও স্পষ্ট। তাঁর পাশেই হাত ধরে হাঁটছেন বিরাট। আর এই ভিডিও দেখার পর থেকেই নেটিজেনদের অনুমান সত্যি হয়ে উঠছে। তাই এখন  সেই 'গুড নিউজ'এর অপেক্ষাতেই দুই তারকার অনুরাগীরা।

4 weeks ago
Virat-Anushka: 'তোমাকেই চাই...', বিরাটের জন্মদিনে আদুরে পোস্ট অনুষ্কার

৫ নভেম্বর, আজ ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kojli) জন্মদিন। ৩৬-এ পা দিলেন তিনি। এবছর জন্মদিনে কোহলি রয়েছেন কলকাতায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলছেন তিনি। তবে তাঁর জন্মদিনের জন্য উৎসুক ক্রিকেটপ্রেমীরা ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও। ফলে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এক মজাদার পোস্ট শেয়ার করলেন অনুষ্কা। তিনি স্বামী বিরাটের ছবি শেয়ার করে লিখলেন, 'বিরাট সত্যিই সবক্ষেত্রে ব্যতিক্রমী।' তবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসাতেও ভরিয়ে দিলেন তিনি।

View this post on Instagram

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

৩৬ বছরে পা দিলেন বিরাট কোহলি। আর জন্মদিনে তাঁর এক রেকর্ডের কথা উল্লেখ করলেন স্ত্রী অনুষ্কা। তিনি বিরাটের এক ছবি শেয়ার করেন, যেখানে লেখা রয়েছে, বিরাট কোহলি হচ্ছেন একমাত্র ক্রিকেটার যিনি T20I কর্মজীবনে শূন্যতম বলে উইকেট নিয়েছেন। তারপরের ছবিতেই দেখা গেল মজার অঙ্গভঙ্গী করে দাঁড়িয়ে বিরাট। পরনে ভারতের জার্সি। তৃতীয় ছবিতে স্বামী-স্ত্রীর সেলফি। একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, "বিরাট সত্যিই নিজের জীবনের প্রত্যেক ক্ষেত্রেই ব্যতিক্রমী! তবুও কিছু একটা ভাবে বারবার নিজের উজ্জ্বল মুকুটে সেরার পালক জুড়তেই থাকে। আমি তোমাকে এই জীবনে এবং তার পরবর্তী প্রতিটা জীবনেই এমন সীমাহীনভাবে ভালোবাসব। প্রতিটি ফর্মে, শেপে যখন যে মাধ্যমে থাকবে, তেমনভাবেই তোমায় চাই।"

a month ago


Virat Kohli: ওয়ার্ল্ড কাপের আগেই দর্শকদের কাছে অনুরোধ করলেন বিরাট, কী লিখলেন তিনি

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের (World Cup 2023) দামামা বেজে গিয়েছে। ৫ অক্টোবর, বৃহস্পতিবার শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে ময়দানে সমুখ সমরে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তারই আগে সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট দিলেন বিরাট। খানিকটা বিরক্তি ও হিউমর মিশ্রিত পোস্ট দিয়েছেন ভারতীয় দলের এই খেলোয়াড়। সেই পোস্টে আবার বিরাটের (Virat Kohli) সঙ্গে তালে তাল মিলিয়েছেন অনুষ্কা।

বিরাট আজ তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, 'যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপের কাছে চলে এসেছি। আমি বিনম্রভাবে আমার সমস্ত বন্ধুদের জানাতে চাইব আমাকে এই পুরো ম্যাচ চলাকালীন টিকিটের জন্য অনুরোধ না করতে। বাড়ি থেকেই উপভোগ করুন দয়া করে।'


বিরাটের এই পোস্ট নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে অনুষ্কা লিখেছেন, 'এবং আমাকে আরেকটু যুক্ত করতে দিন। আপনাদের মেসেজের যদি কোনও উত্তর না আসে তাহলে আমার কাছে অনুরোধ করবেন না। ধন্যবাদ আমাকে বোঝার জন্য।'


প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ শুরু হলেও ভারতকে ময়দানে দেখতে একটু অপেক্ষা করতে হবে দর্শকদের। ৮ অক্টোবর রবিবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

2 months ago
Anushka-Virat: দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা! বিরাটের পরিবারে নতুন অতিথি

ভারতের তারকা দম্পতিদের মধ্যে জনপ্রিয় অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। অভিনয় জগৎ ও খেলার জগতের এই মিলনই বেশ পছন্দ করেন নেটিজেনরা। তাঁদের এখন ভরা সংসার। মেয়ে ভামিকাকে নিয়ে বেশ আছেন দু'জনে। এরই মাঝে এল সুখবর। সামাজিক মাধ্যমে হাওয়ায় ভাসছে একটি খবর। দ্বিতীয়বার নাকি সন্তানের (Pregnant) অপেক্ষায় অভিনেত্রী অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। বেশ কিছু সংবাদমাধ্যম আপাতত এই খবরে মান্যতা দিয়েছেন। তারকা দম্পতি নাকি খুব তাড়াতাড়ি সামাজিক মাধ্যমে এই ঘোষণা করবেন।

এই কিছুদিন আগেই নাকি তারকা দম্পতিকে একটি প্রসূতি ক্লিনিকে দেখা গিয়েছিল। পাপারাৎজিরা তাঁদের ছবি তুললে নাকি বিরাট ও অনুষ্কা তাঁদের আবেদন করেন সেই ছবি কোথাও আপলোড না করতে। তাঁরা নাকি সঠিক সময়ে ঘোষণা করবেন। বেশ কিছু ইংরেজি সংবাদমাধ্যমের দাবি, অনুষ্কা নাকি দুই মাসের অন্তঃসত্বা।

আরও একটি বিষয় লক্ষণীয়, বিরাট কোহলির ম্যাচ হলেই সেখানে উপস্থিত থাকেন অনুষ্কা শর্মা। তবে ইদানিং অভিনেত্রীকে আর ময়দানে দেখা যাচ্ছে না।  বরং বাড়িতে বসেই স্বামীর খেলা দেখছেন।  অনুষ্কার আসন্ন সিনেমা 'চাকদহ এক্সপ্রেস'। ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করবেন তিনি। আপাতত সেই সিনেমার শ্যুটিংয়ের কাজ শেষ করে ফেলেছেন।  এবার কখন সুখবর আসে, তাই দেখার অপেক্ষা।  

2 months ago
Virat Kohli: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৬-তম সেঞ্চুরি বিরাটের, আনন্দে আত্মহারা অনুষ্কা

বিরাট কোহলির (Virat Kohli) সাম্প্রতিক প্রাপ্তি, ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১২১ রান। দর্শকেরা বিরাটের এই দুর্দান্ত ফল স্বাগত জানিয়েছেন। পছন্দের ক্রিকেটারকে নিয়েও নিজেদের আনন্দ প্রকাশ করেছিলেন সকলে। তবে বিরাটের সবচেয়ে বড় প্রশংসক তাঁর ঘরণী, অনুষ্কা শর্মা। বিরাটের বেশিরভাগ ম্যাচই অভিনেত্রী স্টেডিয়ামে বসে দেখেন। কিন্তু এই ম্যাচে অনুষ্কা উপস্থিত ছিলেন না সশরীরে। তাই টিভিতে বসেই দেখেছেন ম্যাচ। কোহলির ম্যাচে ভালো ফলের উচ্ছ্বাসও তিনি ভাগ করে নিলেন সকলের সঙ্গে।

সামাজিক মাধ্যমের স্টোরিতে অনুষ্কা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিরুদ্ধে খেলা বিরাটের একটি ছবি আপলোড করেছেন। দেখা গিয়েছে, ক্যামেরার সামনে এক হাতে ব্যাট ও এক হাতে হেলমেট নিয়ে দাঁড়িয়ে বিরাট। এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে একটি লাল হৃদয় পোস্ট করেছেন অনুষ্কা। তিনি যে বিরাটের এই জয়ে বাকরুদ্ধ তা বোঝা গিয়েছে স্পষ্টতই।

অনুষ্কা এবং বিরাট যে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন, সেই সাক্ষ্য দর্শক প্রায়শই পেয়ে থাকেন। শুধুমাত্র যে অনুষ্কা জনসমক্ষে বিরাটের প্রশংসা করে থাকেন, তা কিন্তু নয়। বিরাটও সুযোগ পেলেই জীবনসঙ্গীর প্রশংসক হয়ে ওঠেন। সম্প্রতি ক্রিকেট তারকা এক সাক্ষাৎকারে বলেছেন, 'বিগত দুই বছরে আমাদের জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। আমাদের মেয়ে এসেছে, ও (অনুষ্কা) মা হিসেবে যে আত্মত্যাগ করেছে তা বিরাট। ওকে দেখে আমি বুঝতে পারি, আমি যা কিছুকে সমস্যা বলে মনে করতাম, তা কিছুই না।'


5 months ago


Anushka Sharma: কেন রণবীরের সঙ্গে প্রেম করেননি, বললেন অনুষ্কা

অনুষ্কা শর্মার কেরিয়ারের প্রথম ছবি ছিল 'রব নে বনা দি জোড়ি'। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা (Anushka Sharma)। এই সিনেমায় তাঁর সঙ্গে দর্শকদের পরিচয় হয়েছিল ঠিকই তবে কেরিয়ারের মোর ঘুরেছিল 'ব্যান্ড বাজা বারাত' দিয়ে। এই সিনেমাটি ছিল অনুষ্কার কেরিয়ারের দ্বিতীয় সিনেমা এবং অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) দ্বিতীয় সিনেমা। দুজনেই ব্যাটে বলে ছক্কা বাউন্ডারি পার করেছিলেন। সেই থেকে এই দুজনের জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা।

এরপর ২০১১ সালে 'লেডিজ ভার্সেস রিকি বেহেল', ২০১৫ সালে 'দিল ধরকনে দো' সিনেমার পর্দায় একসঙ্গে রোম্যান্স করেছিলেন তাঁরা। শোনা গিয়েছিল ব্যক্তিগত জীবনেও রসায়ন জমে উঠেছিল তাঁদের। অনুষ্কা জনসমক্ষেই বলেছিলেন, রণবীর আকর্ষণীয়। তবুও কেন রণবীরের সঙ্গে প্রেম করলেন না অভিনেত্রী। এক সাক্ষাৎকারে সেকথা বলেছিলেন অভিনেত্রী। পুরোনো কথোপকথন বর্তমানে ভাইরাল সামাজিক মাধ্যমে।

অনুষ্কা বলেছিলেন, 'আমার আর রণবীরের সম্পর্ক খুবই ভালো। কিন্তু আমরা দুজনেই জীবনকে খুব আলাদাভাবে দেখি। ও খুবই বাস্তববাদী কিন্তু আমি তা নই। আমি যদি সম্পর্কে যাই তাহলে উল্টো দিকের মানুষটিকে আমাকে শান্ত করতে হবে। রণবীর আমার কাছে খুবই আকর্ষণীয়। আমরা দুজনেই খুবই প্যাশনেট। কিন্তু আমাকে এমন একজন মানুষের সঙ্গে থাকতে হবে, যে আমাকে শান্ত করবে।'

5 months ago
Anushka: 'আমার অভিনয় ভালো লাগে কিন্তু...' অনুষ্কার মন্তব্যে কৌতূহল নেট দুনিয়ায়

'রব না বনা দি জোরি' সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় জগতে হাতেখড়ি করেছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তারপর বলিউড (Bollywood) আক্ষরিক অর্থেই একজন অভিনেত্রী পেয়েছে। বহু সিনেমা করেছেন। অধিকাংশই বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে। অনুষ্কার অভিনয় যেমন প্রশংসনীয়, তেমনই তাঁর ব্যক্তিত্ব ভক্তদের খুবই পছন্দের। সেকাল আর একালে অনুষ্কার ব্যক্তিত্বে বদল এসেছে অনেক। যত বয়স বেড়েছে তিনি ততই পরিণত হচ্ছেন। খ্যাতির শীর্ষে থেকেও অনুষ্কা যেন নির্লিপ্ত-নির্মোহ। এবার তাঁর বক্তব্যে বলিউড ছাড়ার আভাস পাচ্ছেন ভক্তরা।

সম্প্রতি অভিনেত্রী এক অনুষ্ঠানে বলেছেন, 'আমি অভিনয় করতে বেশ পছন্দ করি, উপভোগ করি।  কিন্তু আগের মতো আমি আর সিনেমা করব না।' যদিও অভিনেত্রী একবারের জন্যও বলেননি তিনি বলিউড ছাড়বেন। ইদানিং তাঁকে বেশ বাছাই করা সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে অনুষ্কা নাকি কেবল সংখ্যা বাড়ানোর জন্য সিনেমা করতে রাজি নন। তিনি অভিনয়ে বিশ্বাসী। তাই চরিত্রে আরও বেশি করে মনোনিবেশ করতে তিনি কম ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্কা কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও পরিপাটি। বিরাট কোহলিকে বিয়ে করেছেন। সন্তান ভামিকাকে বড় করে তুলছেন। সংসারের জন্য, মাতৃত্বের জন্য সময় তুলে রাখতে চাইছেন আলাদা করে। অনুষ্কা বলেছেন, 'আমি যেভাবে জীবন কাটাচ্ছি, তাতেই আমি খুশি। অভিনেত্রী হিসেবে আমার আর কিছুই প্রমাণ করার নেই। আমি আমার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে সমতা বজায় রাখতে চাই। আমার যা ঠিক মনে হবে আমি তাই-ই করব।'




6 months ago


Anushka Sharma: সাদা গাউনে, ছিমছাম সাজে কান-এ ডেবিউ অনুষ্কার, দেখুন ছবি

কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival) সারা বিশ্বের চর্চিত একটি অনুষ্ঠান। নির্ধারিত দিনে বাছাই করা সিনেমার প্রদর্শন করানো হয়। সারা বিশ্বের নানা দেশ থেকে বহু অভিনেতা অভিনেত্রীরা আমন্ত্রণ পেয়ে থাকেন সেই উৎসবে। আন্তর্জাতিক এই পরিচিতি অবশ্যই কেরিয়ারের জন্য মাইলফলক। চলতি বছরে বলিউড (Bollywood) থেকে বহু তারকারা আমন্ত্রণ পেয়েছিলেন কান-এ। এবার রেড কার্পেটে ধরা দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

চলতি বছরেই অনুষ্কা প্রথমবারের জন্য ডেবিউ করেছেন কান চলচ্চিত্র উৎসবে। তবে নিজের স্বভাবচিত চেহারাতেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। জমকালো পোশাক পরেননি। বরং বেছে নিয়েছিলেন সাদা রঙের অফ শোল্ডার গাউন। মাথায় খোঁপা বেঁধেছিলেন অভিনেত্রী। সঙ্গে হালকা মেকআপ এবং গয়না পরেছিলেন। 'দা ওল্ড ওক' সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন অনুষ্কা।

View this post on Instagram

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

কান চলচ্চিত্র উৎসবে অনুষ্কা শর্মার আরও একটি লুক প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী হালকা গোলাপি রঙের টপ পরেছিলেন, কনট্রাস্ট কালো রঙের ডিজাইনার ট্রাউজার্সের সঙ্গে। নজর কেড়েছিল তাঁর কানের কার্টিয়ার গয়না প্রস্তুতকারক সংস্থার দুল।

View this post on Instagram

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

অনুষ্কা শর্মা ছাড়াও চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন, সারা আলি খান, ম্রুনাল ঠাকুর, মানুষী চিল্লার এবং এশা গুপ্তা। এছাড়াও ঐশ্বর্য রাই বচ্চন, ঊর্বশী রৌটেলা, সানি লিওনি সহ আরও অনেক বলি তারকে রেড কার্পেটে হেঁটেছেন।

6 months ago
Mumbai: হেলমেট ছাড়াই বাইকে বসে অমিতাভ ও অনুষ্কা! আইনি পদক্ষেপ নেবে মুম্বই পুলিস

এবারে মুম্বই পুলিসের (Mumbai Police) নজরে অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে মুম্বই পুলিস। তবে প্রশ্ন উঠছে কী এমন করলেন তাঁরা? সোমবার অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল, কাজে ঠিক সময়ে পৌঁছতে এক অজ্ঞাত ব্যক্তির গাড়িতে চেপে বসেন। অন্য়দিকে অনুষ্কাকেও নিরাপত্তারক্ষীর গাড়িতে দেখা যায়। তাঁদের এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল। আর এই দেখেই শুরু হয়ে সমালোচনা। নেটিজেনদের প্রশ্ন, 'হেলমেট কোথায়? আইন সবার জন্যই এক হওয়া উচিত।'  আর এই খবরই পৌঁছে গিয়েছে মুম্বই পুলিসের কাছে।

সোমবার বিগ বি-কে দেখা গিয়েছিল এক অজানা ব্যক্তির বাইকে চড়ে তাঁর শ্যুটিং-এর জায়গায় যেতে। তিনি নিজেই সেই ছবি শেয়ার করেছিলেন। আর এরপরেই তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনা। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এতেই যে, বিগ বি-এর মাথায় নেই হেলমেট। আবার অন্যদিকে অনুষ্কাকেও দেখা গিয়েছে, যানজটের কারণে বডিগার্ডের বাইকে চড়ে শ্যুটিং-এর জায়গায় যেতে। তাঁর মাথাতেও ছিল না হেলমেট। এরপর এই নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্রাফিক আইন লঙ্ঘন করায় মুম্বই পুলিসের দৃষ্টি আকর্ষণ করেছে এই ছবিগুলো। আর এরপরেই মুম্বই ট্রাফিক পুলিস লিখেছে, 'আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা পরে জানিয়ে দেওয়া হবে।' ফলে এর থেকেই বোঝা যাচ্ছে, পরবর্তীতে বড়সড় কোনও পদক্ষেপই নিতে চলেছে মুম্বই পুলিস।

7 months ago
Virat: নিজের মা, অনুষ্কা এবং শাশুড়ি মা'কে মাতৃদিবসের শুভেচ্ছা বিরাটের, প্রশংসা নেট দুনিয়ায়

১৪ মে, রবিবার মাতৃদিবস (Mothers Day)। যিনি জন্ম দিয়েছেন, উষ্ণতা দিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, সমস্ত বিপন্নতা থেকে রক্ষা করেছেন, করে চলেছেন আজ তাঁর দিন। তাই এই বিশেষ দিনে আবেগী হয়েছে নেট দুনিয়া। অনেকেই নিজের মায়ের সঙ্গে, কেউ বা শাশুড়ি মায়ের সঙ্গে, আবার অনেকে সন্তানকে পেয়ে মাতৃত্ব যাপনের ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে। সেই তালিকা থেকে বাদ যাননি তারকারা। স্পোর্টস তারকা বিরাটও (Virat Kohli) এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে ভোলেননি, নিজের মা-স্ত্রী এবং শাশুড়ি মা'কে।

নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করেছেন বিরাট। প্রথম ছবিতে দেখা গিয়েছে অনুষ্কা এবং তাঁদের কন্যা সন্তান ভামিকার না দেখা একটি ছবি। কোনও একটি খোলা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা, কোলে ছোট্ট ভামিকাকে আগলে রয়েছেন এক হাতে।

বিরাটের শেয়ার করা পরের ছবিতে এক ফ্রেমে বিরাটের মা সরোজ কোহলি এবং তাঁর শাশুড়ি মা অসীমা শর্মার ছবি। পারিবারিক অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছেন দুই বেয়ান, মুখে ঝলমলে হাসি। তাঁরা যখন একসঙ্গে নাচ করতে ব্যস্ত, তখনই মুহূর্তবন্দী হয়েছে ফ্রেমটি।

তিন নম্বর ছবিটিতে দুটি ছবির কোলাজ। একদিকে নিজের মায়ের সঙ্গে বিরাট, অন্যদিকে অনুষ্কার সঙ্গে তাঁর মা। নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ তিন মা'কে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'হ্যাপি মাদার্স ডে'।

7 months ago


Cannes: কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ অনুষ্কা-মানুষীর, বলিউডের পাল্লা ভারী

আন্তর্জাতিক কান (Cannes) চলচ্চিত্র উৎসবে এবার বলিউডের পাল্লা আরও ভারী হতে চলেছে। চলতি বছরে বলি পাড়ার নতুন মুখ হিসেবে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। একইসঙ্গে ডেবিউ করতে চলেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার (Manushi Chillar)। ২০২৩ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবারও গর্বিত হতে চলেছে ভারত। ১৬ মে থেকে ২৭ মে ফ্রান্সে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।

এর আগে বলিউড থেকে দীপিকা পাডুকোন, সোনম চোপড়া, ঐশ্বর্য রাই বচ্চন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছিলেন। এইবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের আরও দুই তারকা অভিনেত্রী। অনুষ্কা বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী, অন্যদিকে মানুষী বিশ্ব সুন্দরীর খেতাব জেতার পর অভিনয় জগতে হাতেখড়ি করে ফেলেছেন। অক্ষয় কুমারের বিপরীতে তাঁকে সম্রাট পৃথ্বীরাজ সিনেমায় দেখা গিয়েছিল। এইবার আরও বড় দায়িত্ব তাঁর হাতে।

কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ অভিনেত্রীদের পোশাক। তাঁরা কী পরে চলচ্চিত্র উৎসবে যাবেন তা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা। তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন অভিনেত্রী দীপিকা, ঐশ্বর্য এবং সোনমও। সব মিলিয়ে ফ্রান্সের মাটিতে যে বলিউড চার চাঁদ লাগবে তা নিয়ে নিশ্চিত দর্শকেরা।

7 months ago
Virat: 'বিরাটকে কেন গম্ভীর দেখাচ্ছে?' স্ত্রী অনুষ্কার সঙ্গে ছবি দিতেই প্রশ্ন নেটিজেনদের

গৌতম গম্ভীর ও বিরাট কোহলি (Virat Kohli) এই দুইয়ের বিতর্ক এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। ২২ গজে বিরাটের আগ্রাসন এর আগেও দেখা গিয়েছে। কিন্তু এবারে তা যেন এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। গৌতম গম্ভীরের সঙ্গে তুমুল বিতর্কের পরই বিরাটকে অনুষ্কার সঙ্গে দেখা যায় ধর্মীয় স্থানে। তখন নেট দুনিয়ায় এমনও শোনা যাচ্ছিল যে, 'মাথা ঠান্ডা রাখতেই কী তবে ভগবানের দুয়ারে বিরাট!' তবে এবারে বিরাটকে দেখা গেল স্ত্রী অনুষ্কার সঙ্গে নৈশভোজে যেতে। ছবিও শেয়ার করেছেন বিরাট। কিন্তু এতেও ফের প্রশ্ন নেটিজেনদের, 'বিরাটকে গম্ভীর কেন দেখাচ্ছে?'

প্রায় সারাক্ষণই বিরাটকে খোশমেজাজেই দেখা যায়। আবার তাঁর পাশে স্ত্রী ও কন্যা থাকলে তো কোনও কথাই নেই। খুশি তখন তাঁর মুখেই ফুটে ওঠে। রেস্তোরাঁয় খেতে গিয়েছেন তিনি আবার বাহুডোর রয়েছেন অনুষ্কাও, তবুও বিরাটের মুখে যেন নেই তাঁর সেই উজ্জ্বল হাসি। একান্তে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়েও মনে যেন নেই কোনও খুশি। কেমন যেন একটা চিন্তিত দেখাচ্ছে তাঁকে। এমনটাই মন্তব্য নেটিজেনদের।

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

বিরাটের এমন 'চিন্তিত' মুখ দেখেই নেটিজেনরা মজা করেই মন্তব্য করেছেন, 'বিরাট আপনি আরেকটু হাসতেই পারতেন, নয়তো আপনাকে সবাই বলবে বিরাট এত গম্ভীর কেন?' কেউ আবার লিখেছেন, 'তাঁকে ১ কোটি জরিমানা দিতে হবে তো কী হয়েছে, ছবি শেয়ার করে ৭ কোটি উপার্জন করে নিলেন।'

7 months ago