
বিরাট কোহলির (Virat Kohli) সাম্প্রতিক প্রাপ্তি, ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১২১ রান। দর্শকেরা বিরাটের এই দুর্দান্ত ফল স্বাগত জানিয়েছেন। পছন্দের ক্রিকেটারকে নিয়েও নিজেদের আনন্দ প্রকাশ করেছিলেন সকলে। তবে বিরাটের সবচেয়ে বড় প্রশংসক তাঁর ঘরণী, অনুষ্কা শর্মা। বিরাটের বেশিরভাগ ম্যাচই অভিনেত্রী স্টেডিয়ামে বসে দেখেন। কিন্তু এই ম্যাচে অনুষ্কা উপস্থিত ছিলেন না সশরীরে। তাই টিভিতে বসেই দেখেছেন ম্যাচ। কোহলির ম্যাচে ভালো ফলের উচ্ছ্বাসও তিনি ভাগ করে নিলেন সকলের সঙ্গে।
সামাজিক মাধ্যমের স্টোরিতে অনুষ্কা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিরুদ্ধে খেলা বিরাটের একটি ছবি আপলোড করেছেন। দেখা গিয়েছে, ক্যামেরার সামনে এক হাতে ব্যাট ও এক হাতে হেলমেট নিয়ে দাঁড়িয়ে বিরাট। এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে একটি লাল হৃদয় পোস্ট করেছেন অনুষ্কা। তিনি যে বিরাটের এই জয়ে বাকরুদ্ধ তা বোঝা গিয়েছে স্পষ্টতই।
অনুষ্কা এবং বিরাট যে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন, সেই সাক্ষ্য দর্শক প্রায়শই পেয়ে থাকেন। শুধুমাত্র যে অনুষ্কা জনসমক্ষে বিরাটের প্রশংসা করে থাকেন, তা কিন্তু নয়। বিরাটও সুযোগ পেলেই জীবনসঙ্গীর প্রশংসক হয়ে ওঠেন। সম্প্রতি ক্রিকেট তারকা এক সাক্ষাৎকারে বলেছেন, 'বিগত দুই বছরে আমাদের জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। আমাদের মেয়ে এসেছে, ও (অনুষ্কা) মা হিসেবে যে আত্মত্যাগ করেছে তা বিরাট। ওকে দেখে আমি বুঝতে পারি, আমি যা কিছুকে সমস্যা বলে মনে করতাম, তা কিছুই না।'
অনুষ্কা শর্মার কেরিয়ারের প্রথম ছবি ছিল 'রব নে বনা দি জোড়ি'। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা (Anushka Sharma)। এই সিনেমায় তাঁর সঙ্গে দর্শকদের পরিচয় হয়েছিল ঠিকই তবে কেরিয়ারের মোর ঘুরেছিল 'ব্যান্ড বাজা বারাত' দিয়ে। এই সিনেমাটি ছিল অনুষ্কার কেরিয়ারের দ্বিতীয় সিনেমা এবং অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) দ্বিতীয় সিনেমা। দুজনেই ব্যাটে বলে ছক্কা বাউন্ডারি পার করেছিলেন। সেই থেকে এই দুজনের জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা।
এরপর ২০১১ সালে 'লেডিজ ভার্সেস রিকি বেহেল', ২০১৫ সালে 'দিল ধরকনে দো' সিনেমার পর্দায় একসঙ্গে রোম্যান্স করেছিলেন তাঁরা। শোনা গিয়েছিল ব্যক্তিগত জীবনেও রসায়ন জমে উঠেছিল তাঁদের। অনুষ্কা জনসমক্ষেই বলেছিলেন, রণবীর আকর্ষণীয়। তবুও কেন রণবীরের সঙ্গে প্রেম করলেন না অভিনেত্রী। এক সাক্ষাৎকারে সেকথা বলেছিলেন অভিনেত্রী। পুরোনো কথোপকথন বর্তমানে ভাইরাল সামাজিক মাধ্যমে।
অনুষ্কা বলেছিলেন, 'আমার আর রণবীরের সম্পর্ক খুবই ভালো। কিন্তু আমরা দুজনেই জীবনকে খুব আলাদাভাবে দেখি। ও খুবই বাস্তববাদী কিন্তু আমি তা নই। আমি যদি সম্পর্কে যাই তাহলে উল্টো দিকের মানুষটিকে আমাকে শান্ত করতে হবে। রণবীর আমার কাছে খুবই আকর্ষণীয়। আমরা দুজনেই খুবই প্যাশনেট। কিন্তু আমাকে এমন একজন মানুষের সঙ্গে থাকতে হবে, যে আমাকে শান্ত করবে।'
'রব না বনা দি জোরি' সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় জগতে হাতেখড়ি করেছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তারপর বলিউড (Bollywood) আক্ষরিক অর্থেই একজন অভিনেত্রী পেয়েছে। বহু সিনেমা করেছেন। অধিকাংশই বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে। অনুষ্কার অভিনয় যেমন প্রশংসনীয়, তেমনই তাঁর ব্যক্তিত্ব ভক্তদের খুবই পছন্দের। সেকাল আর একালে অনুষ্কার ব্যক্তিত্বে বদল এসেছে অনেক। যত বয়স বেড়েছে তিনি ততই পরিণত হচ্ছেন। খ্যাতির শীর্ষে থেকেও অনুষ্কা যেন নির্লিপ্ত-নির্মোহ। এবার তাঁর বক্তব্যে বলিউড ছাড়ার আভাস পাচ্ছেন ভক্তরা।
সম্প্রতি অভিনেত্রী এক অনুষ্ঠানে বলেছেন, 'আমি অভিনয় করতে বেশ পছন্দ করি, উপভোগ করি। কিন্তু আগের মতো আমি আর সিনেমা করব না।' যদিও অভিনেত্রী একবারের জন্যও বলেননি তিনি বলিউড ছাড়বেন। ইদানিং তাঁকে বেশ বাছাই করা সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে অনুষ্কা নাকি কেবল সংখ্যা বাড়ানোর জন্য সিনেমা করতে রাজি নন। তিনি অভিনয়ে বিশ্বাসী। তাই চরিত্রে আরও বেশি করে মনোনিবেশ করতে তিনি কম ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্কা কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও পরিপাটি। বিরাট কোহলিকে বিয়ে করেছেন। সন্তান ভামিকাকে বড় করে তুলছেন। সংসারের জন্য, মাতৃত্বের জন্য সময় তুলে রাখতে চাইছেন আলাদা করে। অনুষ্কা বলেছেন, 'আমি যেভাবে জীবন কাটাচ্ছি, তাতেই আমি খুশি। অভিনেত্রী হিসেবে আমার আর কিছুই প্রমাণ করার নেই। আমি আমার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে সমতা বজায় রাখতে চাই। আমার যা ঠিক মনে হবে আমি তাই-ই করব।'
কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival) সারা বিশ্বের চর্চিত একটি অনুষ্ঠান। নির্ধারিত দিনে বাছাই করা সিনেমার প্রদর্শন করানো হয়। সারা বিশ্বের নানা দেশ থেকে বহু অভিনেতা অভিনেত্রীরা আমন্ত্রণ পেয়ে থাকেন সেই উৎসবে। আন্তর্জাতিক এই পরিচিতি অবশ্যই কেরিয়ারের জন্য মাইলফলক। চলতি বছরে বলিউড (Bollywood) থেকে বহু তারকারা আমন্ত্রণ পেয়েছিলেন কান-এ। এবার রেড কার্পেটে ধরা দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)।
চলতি বছরেই অনুষ্কা প্রথমবারের জন্য ডেবিউ করেছেন কান চলচ্চিত্র উৎসবে। তবে নিজের স্বভাবচিত চেহারাতেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। জমকালো পোশাক পরেননি। বরং বেছে নিয়েছিলেন সাদা রঙের অফ শোল্ডার গাউন। মাথায় খোঁপা বেঁধেছিলেন অভিনেত্রী। সঙ্গে হালকা মেকআপ এবং গয়না পরেছিলেন। 'দা ওল্ড ওক' সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন অনুষ্কা।
কান চলচ্চিত্র উৎসবে অনুষ্কা শর্মার আরও একটি লুক প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী হালকা গোলাপি রঙের টপ পরেছিলেন, কনট্রাস্ট কালো রঙের ডিজাইনার ট্রাউজার্সের সঙ্গে। নজর কেড়েছিল তাঁর কানের কার্টিয়ার গয়না প্রস্তুতকারক সংস্থার দুল।
অনুষ্কা শর্মা ছাড়াও চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন, সারা আলি খান, ম্রুনাল ঠাকুর, মানুষী চিল্লার এবং এশা গুপ্তা। এছাড়াও ঐশ্বর্য রাই বচ্চন, ঊর্বশী রৌটেলা, সানি লিওনি সহ আরও অনেক বলি তারকে রেড কার্পেটে হেঁটেছেন।
এবারে মুম্বই পুলিসের (Mumbai Police) নজরে অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে মুম্বই পুলিস। তবে প্রশ্ন উঠছে কী এমন করলেন তাঁরা? সোমবার অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল, কাজে ঠিক সময়ে পৌঁছতে এক অজ্ঞাত ব্যক্তির গাড়িতে চেপে বসেন। অন্য়দিকে অনুষ্কাকেও নিরাপত্তারক্ষীর গাড়িতে দেখা যায়। তাঁদের এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল। আর এই দেখেই শুরু হয়ে সমালোচনা। নেটিজেনদের প্রশ্ন, 'হেলমেট কোথায়? আইন সবার জন্যই এক হওয়া উচিত।' আর এই খবরই পৌঁছে গিয়েছে মুম্বই পুলিসের কাছে।
সোমবার বিগ বি-কে দেখা গিয়েছিল এক অজানা ব্যক্তির বাইকে চড়ে তাঁর শ্যুটিং-এর জায়গায় যেতে। তিনি নিজেই সেই ছবি শেয়ার করেছিলেন। আর এরপরেই তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনা। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এতেই যে, বিগ বি-এর মাথায় নেই হেলমেট। আবার অন্যদিকে অনুষ্কাকেও দেখা গিয়েছে, যানজটের কারণে বডিগার্ডের বাইকে চড়ে শ্যুটিং-এর জায়গায় যেতে। তাঁর মাথাতেও ছিল না হেলমেট। এরপর এই নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।
ট্রাফিক আইন লঙ্ঘন করায় মুম্বই পুলিসের দৃষ্টি আকর্ষণ করেছে এই ছবিগুলো। আর এরপরেই মুম্বই ট্রাফিক পুলিস লিখেছে, 'আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা পরে জানিয়ে দেওয়া হবে।' ফলে এর থেকেই বোঝা যাচ্ছে, পরবর্তীতে বড়সড় কোনও পদক্ষেপই নিতে চলেছে মুম্বই পুলিস।
১৪ মে, রবিবার মাতৃদিবস (Mothers Day)। যিনি জন্ম দিয়েছেন, উষ্ণতা দিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, সমস্ত বিপন্নতা থেকে রক্ষা করেছেন, করে চলেছেন আজ তাঁর দিন। তাই এই বিশেষ দিনে আবেগী হয়েছে নেট দুনিয়া। অনেকেই নিজের মায়ের সঙ্গে, কেউ বা শাশুড়ি মায়ের সঙ্গে, আবার অনেকে সন্তানকে পেয়ে মাতৃত্ব যাপনের ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে। সেই তালিকা থেকে বাদ যাননি তারকারা। স্পোর্টস তারকা বিরাটও (Virat Kohli) এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে ভোলেননি, নিজের মা-স্ত্রী এবং শাশুড়ি মা'কে।
নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করেছেন বিরাট। প্রথম ছবিতে দেখা গিয়েছে অনুষ্কা এবং তাঁদের কন্যা সন্তান ভামিকার না দেখা একটি ছবি। কোনও একটি খোলা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা, কোলে ছোট্ট ভামিকাকে আগলে রয়েছেন এক হাতে।
বিরাটের শেয়ার করা পরের ছবিতে এক ফ্রেমে বিরাটের মা সরোজ কোহলি এবং তাঁর শাশুড়ি মা অসীমা শর্মার ছবি। পারিবারিক অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছেন দুই বেয়ান, মুখে ঝলমলে হাসি। তাঁরা যখন একসঙ্গে নাচ করতে ব্যস্ত, তখনই মুহূর্তবন্দী হয়েছে ফ্রেমটি।
তিন নম্বর ছবিটিতে দুটি ছবির কোলাজ। একদিকে নিজের মায়ের সঙ্গে বিরাট, অন্যদিকে অনুষ্কার সঙ্গে তাঁর মা। নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ তিন মা'কে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'হ্যাপি মাদার্স ডে'।
আন্তর্জাতিক কান (Cannes) চলচ্চিত্র উৎসবে এবার বলিউডের পাল্লা আরও ভারী হতে চলেছে। চলতি বছরে বলি পাড়ার নতুন মুখ হিসেবে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। একইসঙ্গে ডেবিউ করতে চলেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার (Manushi Chillar)। ২০২৩ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবারও গর্বিত হতে চলেছে ভারত। ১৬ মে থেকে ২৭ মে ফ্রান্সে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।
এর আগে বলিউড থেকে দীপিকা পাডুকোন, সোনম চোপড়া, ঐশ্বর্য রাই বচ্চন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছিলেন। এইবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের আরও দুই তারকা অভিনেত্রী। অনুষ্কা বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী, অন্যদিকে মানুষী বিশ্ব সুন্দরীর খেতাব জেতার পর অভিনয় জগতে হাতেখড়ি করে ফেলেছেন। অক্ষয় কুমারের বিপরীতে তাঁকে সম্রাট পৃথ্বীরাজ সিনেমায় দেখা গিয়েছিল। এইবার আরও বড় দায়িত্ব তাঁর হাতে।
কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ অভিনেত্রীদের পোশাক। তাঁরা কী পরে চলচ্চিত্র উৎসবে যাবেন তা দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা। তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন অভিনেত্রী দীপিকা, ঐশ্বর্য এবং সোনমও। সব মিলিয়ে ফ্রান্সের মাটিতে যে বলিউড চার চাঁদ লাগবে তা নিয়ে নিশ্চিত দর্শকেরা।
গৌতম গম্ভীর ও বিরাট কোহলি (Virat Kohli) এই দুইয়ের বিতর্ক এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। ২২ গজে বিরাটের আগ্রাসন এর আগেও দেখা গিয়েছে। কিন্তু এবারে তা যেন এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। গৌতম গম্ভীরের সঙ্গে তুমুল বিতর্কের পরই বিরাটকে অনুষ্কার সঙ্গে দেখা যায় ধর্মীয় স্থানে। তখন নেট দুনিয়ায় এমনও শোনা যাচ্ছিল যে, 'মাথা ঠান্ডা রাখতেই কী তবে ভগবানের দুয়ারে বিরাট!' তবে এবারে বিরাটকে দেখা গেল স্ত্রী অনুষ্কার সঙ্গে নৈশভোজে যেতে। ছবিও শেয়ার করেছেন বিরাট। কিন্তু এতেও ফের প্রশ্ন নেটিজেনদের, 'বিরাটকে গম্ভীর কেন দেখাচ্ছে?'
প্রায় সারাক্ষণই বিরাটকে খোশমেজাজেই দেখা যায়। আবার তাঁর পাশে স্ত্রী ও কন্যা থাকলে তো কোনও কথাই নেই। খুশি তখন তাঁর মুখেই ফুটে ওঠে। রেস্তোরাঁয় খেতে গিয়েছেন তিনি আবার বাহুডোর রয়েছেন অনুষ্কাও, তবুও বিরাটের মুখে যেন নেই তাঁর সেই উজ্জ্বল হাসি। একান্তে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়েও মনে যেন নেই কোনও খুশি। কেমন যেন একটা চিন্তিত দেখাচ্ছে তাঁকে। এমনটাই মন্তব্য নেটিজেনদের।
বিরাটের এমন 'চিন্তিত' মুখ দেখেই নেটিজেনরা মজা করেই মন্তব্য করেছেন, 'বিরাট আপনি আরেকটু হাসতেই পারতেন, নয়তো আপনাকে সবাই বলবে বিরাট এত গম্ভীর কেন?' কেউ আবার লিখেছেন, 'তাঁকে ১ কোটি জরিমানা দিতে হবে তো কী হয়েছে, ছবি শেয়ার করে ৭ কোটি উপার্জন করে নিলেন।'
অনুষ্কা শর্মার (Anushka Sharma) মুকুটে জুড়ল নয়া পালক! এবারে বলিউডের (Bollywood) আরও এক ডিভাকে দেখা যাবে কানস ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival)। বলিউড থেকে অনুষ্কা শর্মার ডাক আসায় বেজায় খুশী তাঁর অনুরাগীরা। এর আগে কানসে একাধিক বলি অভিনেত্রী যেমন- ঐশ্বর্য রাই, দীপিকা পাডুকোন, বিদ্যা বালন, নন্দিতা দাসকে দেখা গিয়েছে। কানসের মতো চলচ্চিত্র উৎসবে অভিষেক হতে চলেছে অনুষ্কা শর্মার, এই খুশির খবর ফ্রান্স অ্যাম্বাসেডর ইম্যানুয়েল লিনাইন টুইটারে জানিয়েছেন।
A pleasure meeting @imVkohli and @AnushkaSharma!
— Emmanuel Lenain (@E_Lenain) May 4, 2023
I wished Virat & #TeamIndia all the best for the upcoming tournaments, and discussed Anushka's trip to #CannesFilmFestival.🏏 🎞️ pic.twitter.com/ex5zfzo1oZ
দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও পা দিয়েছেন। তবে অনুষ্কাকে এখন পর্যন্ত তাঁদের পথে যেতে দেখা যায়নি। কন্যা ভামিকা ও স্বামী বিরাটকে নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি। আসন্ন ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর জন্যও বেশ ব্যস্ত তিনি। তাঁর ছবি মুক্তির আশায় যেখানে তাঁর ভক্তরা মুখিয়ে রয়েছেন, তার আগেই এই খুশির খবর। বুধবার ফ্রান্স অ্যাম্বাসেডর টুইট করে লিখেছেন, 'বিরাট ও অনুষ্কার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। বিরাট তাঁর পরবর্তী টুর্নামেন্টের জন্য ও অনুষ্কাকে কানস ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার জন্য শুভেচ্ছা রইল।' এই খবর ছড়িয়ে পড়লেও এখনও স্পষ্ট নয় যে, অনুষ্কাকে এই অনুষ্ঠানে কোন ভূমিকায় দেখা যাবে। আরও জানা গিয়েছে, তাঁর সঙ্গে 'টাইটানিক' ছবির অভিনেত্রী কেট উইন্সলেটকে দেখা যাবে।
উল্লেখ্য, চলতি বছরে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে কানস ফিল্ম ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মান জানানো হবে। এই অনুষ্ঠান সিনেমা জগতের জন্য এক অন্যতম জনপ্রিয় উৎসব। আর সেখানেই এন্ট্রি করতে চলেছেন বিরাট পত্নী।
বুধবার দুপুর নাগাদ পছন্দের দম্পতির ঝলক পেল নেট দুনিয়া। নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। ছবিতে দেখা গিয়েছে, পাশের সিটে বসে রয়েছেন অনুষ্কা (Anushka Sharma)। পাশে বসে সেলফি নিয়েছেন বিরাট কোহলি। যেহেতু গাড়িতে বসেই ছবি তুলেছেন বিরাট, তাই এই ছবিকে সেলফি না বলে কারফি বললেও বোধহয় খুব একটা ভুল হবে না।
বিরাট ও অনুষ্কা চললেন কোথায়? সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'আউট এন্ড এবাউট ইন দিল্লি'। অর্থাৎ দূরে কোথাও না, একান্ত সময় কাটাতে দিল্লীর রাস্তাতেই ঘুরছিলেন দু'জনে। বিরাট পরেছিলেন একটি ছাই রঙের টিশার্ট। অন্যদিকে অনুষ্কা পরেছিলেন কালো ক্যাজুয়াল জ্যাকেট এবং মাথায় টুপি। দু'জনের মুখেই দেখা গিয়েছে লাখ টাকার হাসি।
বিরাট এবং অনুষ্কার প্রেম চলাকালীন সামাজিক মাধ্যমের কুমন্তব্যের শিকার হয়েছিলেন। কিন্তু সব খারাপ মন্তব্য তুড়িতে উড়িয়ে বিয়ে করেন দু'জনে। তারকা দম্পতির কন্যা সন্তান ভামিকাও নেটিজেনদের আকর্ষণের মধ্যবিন্দু। কয়েক দিন আগেই অনুষ্কার জন্মদিনে একগুচ্ছ না দেখা ছবি পোস্ট করেছিলেন বিরাট। এবার একান্তে কাটানো সময়ের ঝলক দিলেন ভক্তদের।
দেখতে দেখতে আরও একটা জন্মদিন অনুষ্কা শর্মার (Anushka Sharma)। জীবনের সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিনে স্বাভাবিকভাবেই উচ্ছসিত বিরাট কোহলি (Virat Kohli)। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে, একইসঙ্গে পোস্ট করলেন অদেখা বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছেন, 'ভালো খারাপ সবেতেই তোমাকে ভালোবাসি। ভালোবাসি তোমার আদুরে পাগলামি। শুভ জন্মদিন আমার সবকিছু।'
বিরাট কোহলির পোস্ট করা অনুষ্কার প্রথম ছবিটি একটি রেস্তোরাঁর। কালো পোশাকে ব্রেকফাস্ট টেবিলে বসে রয়েছেন অনুষ্কা। হাতে কালো চা বা কফি, আর একগাল হাসি। দ্বিতীয় ছবিটি সম্ভবত সাগর পাড়ের। বিকিনির মতো একটি লালচে রঙের পোশাক পরেছেন অনুষ্কা। মাথার টুপিতে হাত দিয়ে যেন আকাশ পাতাল ভাবছেন।
বিরাটের পোস্ট করা অন্য একটি ছবি তাঁদের বিদেশ ঘুরতে যাওয়ার। একটি সাদা ফ্রক পরেছেন অনুষ্কা। হাতে শ্যাম্পেইনের গ্লাস। অনুষ্কার মাথায় মুখ গুঁজে রয়েছেন বিরাট। আরেকটি ছবিতে দেখা গিয়েছে সাদা সোয়েটারে অনুষ্কা। বব কাট চুলে অনুষ্কা যেন বছর দশের মেয়ে।
বিরাটের পোস্ট করা আরেকটি ছবিতে চেনা মেজাজে দেখা গিয়েছে অনুষ্কাকে। কালো টপ এবং নীল ডেনিম পরেছিলেন অনুষ্কা। মুখে একগাল হাসি, অবিন্যস্ত চুল ছড়িয়ে রয়েছে পুরো মুখে। আরেকটি ছবি দেখার মতো। কালো পোশাকে কোনও এক সোফায় বসে রয়েছেন অনুষ্কা। যেন সদ্য উঠে এসেছেন ঘুম থেকে।
চর্চিত তারকা দম্পতি বিরাট-অনুষ্কা (Virat-Anushka)। তাঁদের প্রেম-ভালোবাসার প্রথম থেকেই চর্চার কেন্দ্রে। তাঁদের মধ্যকার সেই ভালোবাসার বন্ধন একাধিকবার ধরাও পড়ে সমাজমাধ্যমে। ইতিমধ্যেই তাঁদের এক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে আইপিএল-এর সময় মাঠ থেকেই বিরাট তাঁর স্ত্রী অনুষ্কাকে ফ্লাইং কিস দিচ্ছেন, আর তার প্রত্যক্ষদর্শী দেশ। এবারে তাঁদের আরও একটি মিষ্টি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, বিরাট ও অনুষ্কা খোশমেজাজে জিমে নাচছেন। কিন্তু হঠাৎই বিরাটের পায়ে ব্য়থা, যা দেখে বিরুষ্কার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্কা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'ডান্স পে চান্স।' ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট-অনুষ্কা জিমের মধ্যে বেশ খোশমেজাজে এন্ট্রি নিচ্ছেন। এরপরেই একটি পঞ্জাবি গানে অনুষ্কার সঙ্গে পা মেলাতে শুরু করেন বিরাটও। কিন্তু হঠাৎই বিরাট পা ধরে নাচতে গিয়ে তাঁর পায়ে চোট লাগে। যার ফলে ভিডিও থেকে বাইরে বেরিয়ে যান। কিন্তু বিরাটের এই অবস্থায় তাঁকে না ধরে অনুষ্কা হাসতে হাসতে গড়িয়ে পড়েন। তবে বিরাটকে দেখে এমন মনে হয়নি যে, তিনি গুরুতর চোট পেয়েছেন। কিন্তু অনুষ্কার এমন ব্যবহার ভালোভাবে নেয়নি বিরাট ভক্তরা। তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করে কমেন্টে বলেছেন, 'আইপিএল চলছে, চোট পাননি তো।' অন্য একজন বলছেন, 'ট্রফি জিততে হবে, সাবধানে থাকুন।'
বলিউড ও খেলার জগতের অন্যতম পাওয়ার কাপল বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁদের প্রেম একসময় বেশ চর্চিত ছিল। বিরাট -অনুষ্কার প্রেমের শুরু খুব একটা খুব একটা ভালো চোখে দেখেনি সমাজ। বিরাট ময়দানে নামলেই তাঁকে চিয়ার আপ করতে স্টেডিয়ামে উপস্থিত থাকতেন অনুষ্কা। সেসময় ফর্মে ছিলেন না বিরাট। ফলে তাঁর ক্রমাগত খারাপ পারফরমেন্সের প্রভাব গিয়ে পড়ত অনুষ্কার উপর। বিরাট ভক্তদের অনেকে অনুষ্কাকে 'আনলাকি' বলেও আখ্যা দিয়েছিলেন। তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু সকলকে এক প্রকার চমকে দিয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দুই তারকা।
বর্তমানে দাম্পত্য জীবন বেশ আনন্দে কাটাচ্ছেন বিরাট-অনুষ্কা। তাঁদের আদরের সন্তান ভামিকার সঙ্গেও অভিভাবকত্ব উদযাপন করছেন দম্পতি। আজও বিরাট মাঠে নামলে অনুষ্কাকে দেখা যায় গ্যালারিতে। তাঁদের ভালোবাসার আভাস পান অনেকেই। বাড়ির চার দেওয়ালের ত্রিসীমানা পেরিয়ে এবার তাঁদের প্রেমের সাক্ষী থাকল ময়দান।
Virat kohli flying kiss to anushka #ipl2023 pic.twitter.com/YslypyVSya
— Mohit (@cricmohit01) April 23, 2023
রবিবার আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। বিরাটের নেতৃত্বে ব্যাঙ্গালুরু, রাজস্থানকে ৭ উইকেটে হারান। সেই ম্যাচেই একটি দুর্দান্ত ক্যাচ ধরেন বিরাট। সেই আনন্দে অনুষ্কার দিকে ছুঁড়ে দেন উড়ন্ত চুমু। সেই দেখে অনুষ্কাও একই প্রতিক্রিয়া দেন। এই মুহূর্তের প্রশংসা নেট দুনিয়া জুড়ে।
বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে রয়েছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। শাহরুখ খানের বিপরীতে 'রব নে বনা দি জোড়ি' ছবিতে তাঁর অভিনয় জগতে হাতেখড়ি। এরপর একাধিক সিনেমা করেছেন। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ঘর বেঁধেছেন। কিন্তু প্রাক্তনকে ভুলতে পেরেছেন কী? অনেকেই জানেন না, এই বলিউডের প্রথম সারির নায়কের প্রেমেই পড়েছিলেন অনুষ্কা। তবে বিরাটকে বিয়ে করে প্রাক্তনকে আর মনে রাখতে চান না তিনি। অতীত স্মৃতি মুছে ফেলতে চেয়েছিলেন অনুষ্কা।
করণ জোহারের বিখ্যাত অনুষ্ঠান 'কফি উইথ করণ'এ গিয়েছিলেন অনুষ্কা শর্মা। সেই অনুষ্ঠানে করণ অনুষ্কাকেও বিতর্ক বাণে খোঁচানোর চেষ্টা করেছিলেন। করণ অনুষ্কাকে প্রশ্ন করেন, তিনি অর্জুন কাপুর, রণবীর সিং এবং বিরাট কোহলির মধ্যে কাকে রাখি পরাতে চান? কার সঙ্গে ডেটে যেতে চান? এবং কাকে ভুলে যেতে চান? অনুষ্কা এঁদের মধ্যে অর্জুনকে রাখি পরাতে চান, বিরাটের সঙ্গে ডেটে যেতে চান এবং রণবীরকে ভুলে যেতে চান। প্রসঙ্গত, 'ব্যান্ড বাজা বারাত' এবং 'লেডিজ ভার্সেস রিকি বেহেল' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনুষ্কা-রণবীর। তাঁদের রসায়ন পর্দা পেরিয়ে ব্যক্তিগত জীবনে পৌঁছেছিল বলে খবর।
যদিও সেই প্রেম টেকেনি। দু'জনের জীবন দুই খাতে বয়েছে। অনুষ্কা বিরাটকে বিয়ে করেছেন। তাঁর সঙ্গেই কন্যা সন্তানের মা হয়েছেন। অন্যদিকে রণবীরও অনুষ্কাকে ভুলে দীপিকাকে মন দিয়েছেন। বিয়ে করে দু'জনেই বর্তমানে সুখী দম্পতি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ময়দানে নেমেছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারত। চিরকালের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে এই হার মানতে পারেনি অনেকেই। কিন্তু রাগের মাথায় অন্যায় কাজ করে বসে এক ব্যক্তি। টুইটারে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) মেয়ে ভামিকাকে (Vamika) যৌন নিগ্রহের হুমকি দেয়। মামলা দায়ের করা হয়। পুলিস তৎপরতার সঙ্গে গ্রেফতার করে ওই ব্যক্তিকে। কিন্তু তার যোগ্যতা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ওই ব্যক্তির ভবিষ্যৎ চিন্তা করেই মানবিক হলেন বিরাট-অনুষ্কা।
ভামিকাকে হুমকির অভিযোগে পুলিস যে ব্যক্তিকে গ্রেফতার করেছিল, তার নাম রামনাগেশ আলবাতিনি। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার তিনি। একসময় হায়দরাবাদে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। পরবর্তীকালে পিএইচডি করবেন বলে, সেই কাজ ছেড়ে দেন। বিদেশে গিয়ে মাস্টার্স করার ইচ্ছেপূরণের আগেই অন্যায় করে বসেন। বিরাট কোহলির ম্যানেজার আকিল্লা ডিসুজা তার বিরুদ্ধে মামলা করেন। সোমবার সেই মামলা নিয়ে বড় সিদ্ধান্ত নেয় আদালত।
ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিল আদালত। ওই ব্যক্তির আবেদন, এই ফৌজদারি মামলা তার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। বিদেশে গিয়ে মাস্টার্স করার ইচ্ছেও মাঝপথে থেমে যেতে পারে। তার ভবিষ্যতের কথা ভেবে মানবিকতা দেখায় আদালত। ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলা ও এফএইআর খারিজ করে আদালত। সম্মতি জানান বিরাটের ম্যানেজারও।