Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AnupamKher

Swastika: 'রবি ঠাকুরকে একা ছেড়ে দিন', কবিগুরুর বেশে অনুপমকে দেখে বিরক্ত স্বস্তিকা!

কিছুদিন আগেই বলিউড বর্ষীয়ান নেতা অনুপম খের (Anupam Kher) ইনস্টাগ্রামে তাঁর এক ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে দেখা গিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) সাজে। মাথায় পাকা চুল, একগাল দাঁড়ি ও কালো পোশাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রেমে সেই ছবি তাক লাগিয়ে দেয় দর্শকদের। তাঁকে দেখে এই রব উঠেছিল যে, এ যেন অবিকল কবিগুরু। সমাজমাধ্যমে তাঁর এই রূপ দেখে প্রশংসা পেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর এই সাজে আপত্তি জানালেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। নাম না করেই সমাজমাধ্যমে লিখলেন, 'রবি ঠাকুরকে একা ছেড়ে দিন।'

রবীন্দ্রনাথের সাজে সেজে ৮ জুলাই ইনস্টাগ্রামে অনুপম খের ছবি দিতেই হইহই পড়ে যায়। তিনি জানান, তিনি তাঁর কেরিয়ারের ৫৩৮ তম ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন বিশ্বকবির ভূমিকায়। বিস্তারিত তিনি পরে জানাবেন। কিন্তু এরপরেই ১০ জুলাই মধ্যরাতে স্বস্তিকা টুইটারে লেখেন, 'কাউকেই রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করা উচিত নয়। তাঁকে একা ছেড়ে দিন।'

আর এই পোস্টের পরেই অনেক বাঙালি তাঁর কথাতে সহমত হয়েছেন। নেটিজেনদের মতে, 'একজন বাঙালি হিসাবে কবিগুরুকে আমরা যতটা চিনি, ততটা কেউ চেনেন না। ফলে এনাকে নিয়ে সিনেমা না করাই উচিত।' তবে স্বস্তিকার এই পোস্টে অনুপম খেরের নাম না থাকলেও কাকে উদ্দেশ্য করে এই কথা, তা প্রায় প্রত্যেকেরই জানা।

10 months ago
Tagore: এ যেন হুবহু রবীন্দ্রনাথ ঠাকুর! কবিগুরুর সাজে এই বলি অভিনেতাকে চিনতে পারলেন?

চোখের সামনে এ যেন কবিগুরুকেই দেখতে পাচ্ছি! মাথায় সাদা চুল, গাল ভর্তি পাকা দাড়ি, গায়ে কালো পোশাক, সাদা-কালো ফ্রেমে উজ্জ্বল কবিগুরু। শুক্রবার থেকেই সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) সাজে একজনের ছবি দেখা গিয়েছে, যা নিয়ে হইহই পড়ে যায়। সবারই প্রশ্ন, 'কে ইনি?' তবে অবশেষে সমস্ত ব্যাপার খোলসা হল। দেখা গিয়েছে, এই ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। আর এই ছবিতে অনুপম খেরই রবীন্দ্রনাথের বেশ-ভূষায় সেজেছেন। জানা গিয়েছে, তিনি তাঁর আসন্ন ছবিতে রবীন্দ্রনাথের চরিত্রেই অভিনয় করবেন।

View this post on Instagram

A post shared by Anupam Kher (@anupampkher)

শুক্রবার অনুপম খের তাঁর ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে রবীন্দ্রনাথের সাজে। চরিত্রের প্রয়োজনে তারকাদের বিভিন্ন সাজে সাজতে হয়। কখনও কখনও এমনও হয় যে, তারকাদের এমনই সাজ দেওয়া হয় যে, তাঁদের চেনাই দায় হয়ে পড়ে। তেমনটাই হয়েছে অনুপম খেরের এই ছবির সঙ্গেও। এই ছবির ক্যাপশনে অনুপম ঘোষণা করেন তিনি আগামী ছবিতে ‘গুরুদেব’-এর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। 

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ৫০০র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন এই বর্ষীয়ান অভিনেতা। কেরিয়ারের ৫৩৮ তম ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন বিশ্বকবির ভূমিকায়। এই খবরে বিশেষ ভাবে খুশি অনুপমের বাঙালি অনুরাগীরা। তবে তাঁর এই সিনেমার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি ক্যাপশনে জানিয়েছেন, 'আমার ৫৩৮তম প্রজেক্টে গুরুদেবের ভূমিকায় অভিনয় করতে পেরে আমি গর্বিত। সঠিক সময়ে সবটা জানাব।' ফলে তাঁকে রবীন্দ্রনাথে চরিত্রে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা।

10 months ago
Bollywood: নতুন পার্লামেন্টের উদ্বোধনে বিশেষ বার্তা শাহরুখ-অক্ষয়-অনুপমের

ভারতের নতুন সংসদ ভবনের (Parliament) উদ্বোধন অনুষ্ঠান রবিবার। এদিন সকাল থেকেই সাজো সাজো রব নতুন পার্লামেন্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সব ধর্মের আরাধনা দিয়ে শুরু হচ্ছে এই অনুষ্ঠান। এই নতুন সংসদ ভবনের নতুন আকর্ষণ স্বর্ণ দিয়ে তৈরী 'রাজদণ্ড' অর্থাৎ 'সেঙ্গল'। লোকসভার স্পিকারের আসনের পাশেই থাকবে এই সেঙ্গল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন কর্মসূচি করে ফেলেছেন। এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিয়েছে বলিউড (Bollywood)। সিনেমা জগতের তিন তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অনুপম খের নিজের সামাজিক মাধ্যমে নতুন পোস্ট শেয়ার করেছেন।

নতুন সংসদ ভবনের একটি  ভিডিও পোস্ট করেছেন শাহরুখ। সেই ভিডিওর আবহতে অভিনেতা বলছেন, 'ভারতের নতুন সংসদ ভবন, আমাদের আশার নতুন ঘর। আমাদের সংবিধান সামলান যারা তাঁদের জন্য এমন একটি ঘর, যেখানে ১৪০ কোটি ভারতীয় একটি পরিবার। এই নতুন ঘর এতটাই বড় হোক, যেন এখানে দেশের প্রত্যেকটি প্রান্ত-প্রদেশ-গ্রাম-শহর কোণা কোণার জন্য জায়গা হয়। এর বাহু এতটাই বড় হোক, যাতে প্রত্যেকটা জাতি-ধর্ম একে অপরকে ভালোবাসতে পারে।' আরও কী বলেছেন অভিনেতা শুনুন।

ভিডিও আপলোড করেছেন অভিনেতা অক্ষয় কুমারও। তিনি বলছেন, 'ভারতের উন্নতিতে গর্ব হয় এমন প্রত্যেকটি মানুষের মতো এই নতুন পার্লামেন্টের ছবি দেখে অন্যরকম আনন্দ হচ্ছে। মনে আছে, ছোটবেলায় আমি যখন দিল্লি থাকতাম, বাবা-মায়ের হাত ধরে ইন্ডিয়া গেটের আশেপাশে ঘুরতে যেতাম, তখন দেখতাম বেশিরভাগ বিল্ডিং ইংরেজদের তৈরী করা। আজ এই এত বড় স্থাপত্য দেখে আমার মন গর্বে ভরে গিয়েছে।'

অভিনেতা অনুপম খের বলছেন, 'এই ভবন শুধু একটি ভবন নয়, ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন। এই সংসদ ভবন তাঁদের আশার প্রতীক, তাঁদের স্বাভিমানের হস্তাক্ষর। এটি বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের জয় ঘোষণা। এটি আমাদের লোকতন্ত্রের প্রতীক।'


11 months ago


Anupam: 'লাল সিং চাড্ডা দুর্দান্ত ছবি ছিল না', আমিরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অনুপমের

২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আমির খান (Aamir Khan) অভিনীত ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chadda)। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। একেবারেই ব্যবসা করতে পারেনি আমিরে খানের এই ছবি। এটা তেমনভাবে দর্শকদের নজর কাড়তে না পারলে একাধিক সমালোচনার মুখেও পড়তে হয় আমিরকে। আর এবারে এই নিয়ে মুখ খুললেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তিনি বলেন, এই ছবি একেবারেই ভালো ছবি ছিল না। তবে হঠাৎ তাঁর মুখে এমন কথা কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খের বলিউডে বয়কট ট্রেন্ড নিয়ে বলেন। তখন তিনি বলেন, 'লাল সিং চাড্ডা ছবি ভালো ছিল না। যদি এই ছবি ভালো হত, তবে কোনও শক্তি এটিকে হিট করা থেকে আটকাতে পারত না। আমিরের পিকে সত্যিই ভালো কাজ করেছে। মূল বিষয় হল আপনাকে সত্যটাকে মানতে হবে।' তিনি আরও বলেন, 'আমি বয়কট ট্রেন্ড্রের পক্ষে নয়। যদি আপনার ছবি ভালো হয়, তবে তা দেখার জন্য দর্শক আসবেই। আপনার ছবি ভালো হলে চলবে কিন্তু খারাপ হলে সেটা নিশ্চয়ই প্রভাবিত করবে কিন্তু তা ট্রেন্ডের কারণে নয়। সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। তবে সমস্ত রকমের ট্রেন্ড নষ্ট করার একটাই উপায় দুর্দান্ত ছবি তৈরি করা।'

12 months ago
Satish: বন্ধু সতীশ নেই তো কি হয়েছে! জাঁকজমক জন্মদিন উদযাপন করবেন অনুপম

চলতি বছরের ৯ মার্চ প্রয়াত হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। সেই খবর প্রথম সামাজিক মাধ্যমে জানান, তাঁর প্রিয় বন্ধু অনুপম খের (Anupam Kher)। শেষ যাত্রায় একেবারে ভেঙে পড়েছিলেন অনুপম। এই প্রথম প্রিয় বন্ধুর জন্মদিনে সেই মানুষটাই নেই। ভারাক্রান্ত হৃদয়ে, সামাজিক মাধ্যমে বন্ধুর সঙ্গে না দেখা কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করলেন তিনি।বন্ধুর অনুপস্থিতিতে তাঁর জন্মদিন (Birthday) উদযাপন করবেন অনুপম, সে কথাও বললেন সামাজিক মাধ্যমে। একই সঙ্গে হৃদয়-বিগলিত কথা লেখেন, বন্ধুর উদ্দেশে।

অভিনেতা অনুপম খের সামাজিক মাধ্যমে লিখলেন, 'আমার প্রিয় বন্ধু সতীশ কৌশিক। জন্মদিনে আন্তরিক শুভকামনা। আজ বৈশাখীতে তুমি ৬৭ বছরের হয়ে যেতে। কিন্তু ৪৮ বছর তোমার জন্মদিন উদযাপন করার সৌভাগ্য হয়েছে আমার। তাই সিদ্ধান্ত নিয়েছি আজ সন্ধ্যায় আমরা তোমার জন্মদিন জাঁকজমকভাবে উদযাপন করার চেষ্টা করব। শশী এবং বংশিকার পাশে একটি চেয়ার খালি থাকবে।  এসো বন্ধু আমাদের উদযাপন করতে দেখো।' 

প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক মূলত হাস্যকৌতুক চরিত্রে অভিনয় করতেন। ব্যক্তিগত জীবনেও অভিনেতা হাসি-মজা করতে পছন্দ করতেন। তাঁর জন্মদিনে সেই মজাও বাদ দিতে চান না বন্ধু অনুপম। তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আজ বিকেলে জন্মদিনে সতীশ থাকবেন না ঠিকই কিন্তু তাঁর জন্মদিন উদযাপন করা হবে হাসি-গান ও কাছের বন্ধুদের সঙ্গে।

one year ago


Anupam: পরিচালক অনুরাগ বসুর মতোই সফল শেফ অনুরাগ, প্রশংসায় মুখর অনুপম

পরিচালনা ছেড়ে ধোসা (Dosa) বানালেন অনুরাগ, তা দেখে সাংবাদিকতায় অনুপম। কথা হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির বাঙালি পরিচালক অনুরাগ বসু (Anurag Basu) এবং অভিনেতা অনুপম খেরকে (Anupam Kher) নিয়ে। সিনেমার চিত্রনাট্যের মতো অনুরাগ বসুও অন্যরকম। সিনেমা পরিচালনা করতে করতে তিনি অনেক কান্ড করে থাকেন। তাই এবার মন দিলেন ধোসায়। তাঁর এই রন্ধন শিল্পের প্রশংসা করলেন তাঁরই সিনেমার অভিনেতা।

 সম্প্রতি নিজের ট্যুইটার একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, সিনেমার সেটেই বিশাল ধোসা বানানোর তাওয়াতে ডিমের ধোসা বানাচ্ছেন অনুরাগ। একেবারে সুনিপুন হাতে ঢেলে দিচ্ছেন ধোসার মিশ্রণ। স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন তিনি, তাই খুব বেশি বাটার ব্যবহার করছেন না তাতে। এরপর দক্ষ হাতে ছড়িয়ে দিচ্ছেন ডিম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছেন সবজি। এই পুরো প্রক্রিয়া মন দিয়ে দেখেছেন অনুপম।

সামাজিক মাধ্যমে সেই ভিডিও পোস্ট করে অনুপম লিখেছেন, 'আজকের তাজা খবর অনুরাগ বসু মেট্রো ইন দিনো সিনেমার সেটে অনুপম খেরের জন্য ডিম ধোসা বানিয়েছেন। দেখুন, শিখুন, খান আর মজা নিন। অনুপম ডিম্ ধোসা খেয়ে অনুরাগের ভরপেট তারিফ করেছেন। সিনেমায় চরিত্র ভালো দিয়েছে আর প্লেটে ধোসাও জবরদস্ত।'

বলিউডের পরিচালকদের মধ্যে নেটিজেনদের অনেকে অনুরাগ বসুর খুব ভক্ত। এই ভিডিও নিমেষেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পরিচালক অনুরাগের পর শেফ অনুরাগ বসুকে দেখে খুশি সকলে।

one year ago
Rishabh: ঋষভকে দেখতে দেরাদুনের হাসপাতালে অনুপম-অনিল, এখন কেমন আছেন ক্রিকেটার

মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। ৩০ তারিখ ভোরে দিল্লি থেকে উত্তরাখন্ডে নিজের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে আগুন ধরে যায়। কোনওভাবে প্রাণে রক্ষা পান ঋষভ। এই মুহূর্তে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পন্থ। হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন অসংখ্যা অনুরাগী। সকলের একটাই প্রশ্ন কেমন আছেন তাঁদের তরুণ ক্রিকেটার? সকলের মতোই ঋষভকে দেখতে এদিন দেরাদুনে পৌঁছে যান অনিল কাপুর ও অনুপম খের। তাঁরা জানালেন ঋষভের বর্তমান শারীরিক অবস্থা।

অনিল ও অনুপম জানান, আর পাঁচজন ভক্তের মতো তাঁরাও হাসপাতালের বাইরে গিয়ে অপেক্ষা করছিলেন। মুখে মাস্ক পরে থাকায় সেভাবে কেউ চিনতে পারেননি। কিন্তু একজন ডাক্তার তাঁদের চিনতে পেরে হাসপাতালের ভিতর নিয়ে যান। ঋষভের সঙ্গে দেখাও করেছেন বলে জানিয়েছেন। মন ভালো করতে হাসিয়েছেন  ঋষভকে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথাবার্তা হয়েছে বলে সাংবাদিকদের জানালেন অনিল ও অনুপম।

দুর্ঘটনার পর তাঁর অবস্থা কী? আগের তুলনায় ঋষভের পরিস্থিতি স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করেন তাঁরা। পন্থের শরীরের কোনও অংশই পুড়ে যায়নি। হাত বা পায়ের বা শরীরের কোনও হাড় ভাঙেনি তাঁর। পন্থের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে চিকিৎসকদের একটি দল।

উল্লেখ্য, যে চোট লেগেছে, তা সারতে অনেকটাই সময় লাগতে পারে। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলার সম্ভাবনা কার্যত নেই। এমনকি, আইপিএলও তাঁর কাছে অনিশ্চিত।

one year ago