Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AnubrataMondal-

Cow: সুকন্যার এত সম্পত্তির উৎস কী, জানতে পরপর ৩ দিন অনুব্রত-কন্যাকে ইডির তলব

বুধ, বৃহস্পতির পর শুক্রবারও দিল্লির ইডি (ED) দফতরে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) হাজিরা। গরু পাচার-কাণ্ডে এভাবেই পরপর তিন দিন অনুব্রত-কন্যা হাজিরা দেন ইডির দিল্লির দফতরে। প্রথম দিন অর্থাৎ বুধবার টানা আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুকন্যাকে। বৃহস্পতিবারও সকালে ঢুকে সন্ধ্যায় ইডি দফতর থেকে বেড়িয়েছেন সুকন্যা। এরপর শুক্রবার আবার সকাল ১১টা নাগাদ ইডির তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, খাতায়-কলমে প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়া সত্ত্বেও তাঁর কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী, তা নিয়েই জিজ্ঞাসাবাদ চলছে সুকন্যাকে। দু’দিনের জিজ্ঞাসাবাদে অনুব্রতর (Anubrata Mondal) মেয়ের সম্পত্তিবৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। তাই তাঁকে এভাবেই একসপ্তাহে ঘন ঘন তলব।

তবে শুধু অনুব্রত মণ্ডলের কন্যা নয়, পরপর দু’দিন ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। শুক্রবারও তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডির দাবি, ২০১৪-র আগে সুকন্যার বছরে আয়ের পরিমাণ ছিল ৩ লক্ষ টাকার মতো। গত দু’বছরে তাঁর বার্ষিক আয় ১ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেই সূত্রেই জানা গিয়েছে, বোলপুরের একটি চালকলের মালিকানা হিসেবে সুকন্যার নাম রয়েছে। দু’টি সংস্থারও ডিরেক্টর তিনি। ব্যাঙ্কে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজ়িট রয়েছে। তদন্তকারীদের সূত্রের দাবি, গরু পাচার মামলায় অনুব্রত-যোগের তদন্তে নেমেই সুকন্যার এই বিপুল সম্পত্তির হদিস মিলেছে। গোয়েন্দাদের সন্দেহ, অনুব্রতের গরু পাচার থেকে আয়ের অর্থে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের মতো সুকন্যারও সম্পত্তি ফুলেফেঁপে উঠেছে।

এদিকে, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির এক আদালত। তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে।

2 years ago