Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AnandMahindra

ShahRukh: 'জওয়ান' জ্বরে কাবু আনন্দ মাহিন্দ্রা, শাহরুখকে 'জাতীয় সম্পদ' ঘোষণা করার দাবি শিল্পপতির

৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার 'জওয়ান' (Jawan) মুক্তি পাওয়ার পর থেকেই দেশবাসীর উত্তেজনা-উন্মাদনার শেষ নেই। হিন্দি সিনেমার জগতে ইতিহাস তৈরি করেছে শাহরুখের জওয়ান। ভেঙে দিয়েছে আগের সমস্ত রেকর্ড। ফলে এই থেকেই ফের প্রমাণিত কিং খান ফুরিয়ে যাননি, বরং তিনি কোনও ফুরিয়ে যেতেই পারেন না। আর তারই স্বপক্ষে বললেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। এবারে তিনি নিজেই তাঁর এক্স অ্যাকাউন্টে পোস্ট শেয়ার করে দাবি করলেন, শাহরুখ খানকে 'জাতীয় সম্পদ' বলে ঘোষণা করা হোক। আর এর প্রতিক্রিয়াও দিয়েছেন 'বাদশাহ' নিজে।

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা যে বাকিদের মতো তিনিও যে বড় শাহরুখ ভক্ত, তা আগেই দেখা গিয়েছে। 'জিন্দা বান্দা' গানটি মুক্তি পাওয়ার পর পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর এবারে দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতি ঘিরে উন্মাদনার ভিডিও শুক্রবার এক্স-এ পোস্ট করেন আনন্দ। তাতে তিনি লেখেন, 'প্রত্যেক দেশ নিজের প্রাকৃতিক খনিজ সম্পদকে আগলে রাখে। খনন করে তা তুলে রফতানি করে বিদেশে, যাতে সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ার ফুলে ফেঁপে ওঠে। এবার হয়ত শাহরুখ খানকে জাতীয় সম্পদ ঘোষণার সময় এসেছে।'

এর উত্তর দিতে দেরি করেননি কিং খান। শাহরুখ লেখেন, 'অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে, সিনেমা তৈরি করে দেশমাতাকে গর্ববোধ করানোর চেষ্টা চালিয়ে যাই আমি। আশাকরি 'জাতীয় সম্পদ' হিসেবে আমি সীমিত নই।'

8 months ago
Car: গাড়ি কেনার খুশিতে উদ্দাম নাচ পরিবারের সদস্যদের, ভিডিও দেখে আপ্লুত আনন্দ মাহিন্দ্রা

প্রায় সব মানুষেরই জীবনে ইচ্ছা থাকে, চার চাকার গাড়ি (Car) কেনার। কিন্তু অর্থের অভাবে এই স্বপ্ন আর বাস্তবে পরিণত হতে পারে না। তবে তাঁদের মধ্য়ে অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। আর সেই আনন্দ এক অন্য রকমেরই হয়ে থাকে। এমনই এক ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে দেখা গিয়েছে, যেখানে এক পরিবারকে গাড়ি কিনতে দেখা গিয়েছে। তার চেয়েও বড় কথা, তাঁদের মুখের হাসিই যেন বলে দেয়, তাঁরা কতটা খুশি হয়েছে গাড়ি কিনতে পেয়ে। তাঁরা এমনকি খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। আর এই ভিডিওই  (Viral Video) শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক পরিবার মাহিন্দ্রা স্করপিও এন-এসইউভি গাড়ি কিনেছে, আর সেই গাড়ি বাড়িতে আসতেই উদ্দাম নাচ পরিবারের সদস্যদের। তাঁদের আনন্দ ও নাচ দেখে নেটাগরিকরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কারণ ভারতীয়রা প্রত্যেকেই জানেন, ভারতে এক মধ্যবিত্ত পরিবারে গাড়ি কেনা অতটাও সহজ নয়। ফলে এই পরিবারের সদস্যরা যেন তাঁদের আনন্দ ধরে রাখতেই পারছেন না।

গাড়ি কেনার খুশিতে তাঁদের উদ্দাম নাচ দেখে আপ্লুত আনন্দ মাহিন্দ্রাও। এই ভিডিওটি প্রথমে শেয়ার করা হয়েছিল, Car News Guru নামক টুইটার অ্যাকাউন্ট থেকে। এরপর সেই ভিডিও রি-টুইট করেছেন মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার চেয়ারপার্সন আনন্দ মাহিন্দ্রা। তিনি ক্যাপশনে লিখেছেন, 'ভারতীয় অটো ইন্ডাস্ট্রিতে কাজ করার এটাই সেরা উপহার।' এই ভিডিওতে ইতিমধ্যেই ১.৫ মিলিয়নের থেকে বেশি ভিউ এসেছে।

12 months ago