Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Amritsar

Jammu: ভয়াবহ দুর্ঘটনা জম্মুতে, বৈষ্ণোদেবী যাওয়ার পথে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে গিয়ে মৃত অন্তত ১০

সাতসকালে জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের কাটরায় যাওয়ার পথে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। জানা গিয়েছে, বাসটি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছে একটি খাদে পড়ে যায়। পুলিস সূত্রে খবর, মোট ৭৫ জন যাত্রী ছিলেন সেই বাসটিতে। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের ও আহত হয়েছেন প্রায় ৫৫ জন। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু এসএসপি চন্দন কোহলি জানিয়েছেন, কাটরা থেকে ১৫ কিমি দূরে ঝাজ্বর কোটলি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এই বাসটি মূলত অমৃতসর থেকে কাটরায়  বৈষ্ণোদেবী যাচ্ছিল। সেসময়েই ঝাজ্বর কোটলি ব্রিজের উপর থেকে খাদে পড়ে যায় বাসটি। তিনি আরও জানিয়েছেন, বাসটিতে যাত্রীসংখ্যা বেশি ছিল। আর যে ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে তাঁরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা।

জম্মু এসএসপি বলেছেন, 'এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন, আহত হয়েছেন ৫৫ জন। ঘটনাস্থলে এসডিআরআফ-এর টিম পৌঁছে গিয়েছিল। উদ্বারকার্য এখনও চলছে।' আরও জানা গিয়েছে, গুরুতর আহতদের জম্মুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও বাকিদের স্থানীয় হেলথ কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্মেন্ট মনোজ সিনহা।

11 months ago
Flight: মাঝ আকাশে মহিলা বিমানকর্মীর শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত 'মদ্যপ' যুবক

ফের বিমানে (Flight) ধুন্ধুমার কাণ্ড! মাঝ আকাশে বিমানের মধ্যে এক মহিলা বিমানকর্মীকে শ্লীলতাহানির (Harrassment) অভিযোগে গ্রেফতার করা হল এক যাত্রীকে। সূত্রের খবর, ঘটনাটি রবিবারের। ইন্ডিগো বিমান (Indigo Flight) সংস্থার ৬ই ১৪২৮ দুবাই থেকে অমৃতসরগামী বিমানে এই ঘটনাটি ঘটেছে। এরপর বিমানটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিসি হেফাজতে রয়েছেন। এই ঘটনার তদন্তও করছে পুলিস।

সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রজিন্দর সিং। রবিবার সন্ধ্যার দিকে ইন্ডিগো বিমান করে দুবাই থেকে অমৃতসরে ফিরছিলেন তিনি। অভিযোগ উঠছে, তিনি অত্যধিক মদ্যপান করেন এবং মদ্যপ অবস্থায় মহিলা বিমানকর্মীর সঙ্গে অশ্লীল ব্যবহার করেন। এরপরেই বিমানকর্মী সেই বিষয়ে জানালে বিমানের বাকি কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিসেও খবর দেওয়া হয়। তারপর অমৃতসরে বিমান অবতরণ করতেই রজিন্দরকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে পুলিসি হেফাজতেই রাখা হয়েছে। বিমানে ঠিক কী কী ঘটেছিল, সেই বিষয়েও তদন্ত করছে পুলিস।

উল্লেখ্য, গত কয়েকমাস থেকেই বিমানে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। কখনও সহযাত্রী গায়ে প্রস্রাব, আবার কখনও বিমানকর্মীদের সঙ্গে অশ্লীল ব্যবহার আবার কখনও সহযাত্রীদের সঙ্গে হাতাহাতি, এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরও এমন ঘটনা ঘটেই চলেছে।

12 months ago
Train: কলকাতাগামী অকাল তখত এক্সপ্রেসে যাত্রীর গায়ে প্রস্রাব, কাঠগড়ায় টিটি

এবার ট্রেনে এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা (Urinating)। পাশাপাশি মত্ত অবস্থায় অভব্য আচরণের অভিযোগ এক যাত্রীর বিরুদ্ধে। এমনই গুরুতর অভিযোগ উঠেছে ট্রেনের টিকিট পরীক্ষকের(TTE) বিরুদ্ধে। অভিযুক্ত টিকিট পরীক্ষককে রেল পুলিসের(Railway Police) হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে অমৃতসর থেকে কলকাতাগামী অকাল তখত এক্সপ্রেস(Akal Takht Express) ট্রেনের মধ্যে। অভিযোগের ভিত্তিতে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রেল পুলিস। আগেও এক মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানেরই এক পুরুষ সহযাত্রীর বিরুদ্ধে। পরে অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। এবার সেই ঘটনার পুনারাবৃত্তি ঘটল ট্রেনেও।

জানা গিয়েছে, অমৃতসরের বাসিন্দা রাজেশ এবং তাঁর স্ত্রী ওই ট্রেনের এ-১ কামরাতে ছিলেন। রবিবার রাতে রাজেশের স্ত্রী ঘুমিয়ে পড়লে মত্ত অবস্থায় এক টিকিট পরীক্ষক তাঁর গায়ে প্রস্রাব করেন। এমনকি মত্ত অবস্থায় অসভ্য আচরণেরও করেন ওই টিকিট পরীক্ষক। এরপরই সোমবার সকালে উত্তরপ্রদেশের চারবাগের কাছে অভিযুক্তকে ধরে পুলিসের হাতে তুলে দেয় সহযাত্রী-সহ রাজেশ।

চারবাগের রেলপুলিসের ইনস্পেক্টর নবরত্ন গৌতম জানান, 'রবিরাত মধ্যরাতে মহিলা তাঁর আসনে শুয়ে ছিলেন। সেই সময় তাঁর মাথায় প্রস্রাব করে দেয় ওই মত্ত টিকিট পরীক্ষক। অন্য যাত্রীরা অভিযুক্তকে তখনই ধরে ফেলেন। সোমবার সকালে মহিলা ট্রেনের সতর্কতামূলক অ্যালার্ম বাজান।' 

পরে রেল পুলিস ঘটনাস্থলে এলে অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রেল পুলিস। 

one year ago


Border: পঞ্জাব সীমান্তে ফের 'অনুপ্রবেশকারী' পাক ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ

পঞ্জাবের (Punjab) অমৃতসরে (Amritsar) ভারত-পাক সীমান্ত এলাকায় একটি ড্রোনকে (shot down drone) গুলি করে নামাল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) (BSF)। সীমান্তের ওপার থেকে ড্রোনটি ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে বলে বিএসএফ-র পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ২০ মিনিটে ড্রোনটি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। বুধবার সকালে, সেনারা ভরপালের সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে পাকিস্তানের দিকে ড্রোনটি পড়ে থাকতে দেখেছিল।

এরপর কয়েক মিনিটের জন্য আকাশে উড়তে দেখা যায় ড্রোনটি। তখনই কর্তব্যরত জওয়ানরা সঙ্গে সঙ্গে গুলি করে নামিয়ে নেয়। ভারত-পাক সীমান্তের ওপার থেকে ড্রোনের আগমন এই প্রথম নয়। গত এগারো মাসে পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে ২২০টি ড্রোনের বেআইনি প্রবেশের ঘটনা ঘটেছে বলে বিএসএফ-র পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই ঘটনা দেশের নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনী।

one year ago
Punjab: পঞ্জাবে পুলিসের গাড়িতে বিপুল বিস্ফোরক, সন্দেহে পাক যোগ

ভয়ংকর ঘটনা পঞ্জাবে। মারাত্মক শক্তিশালী বিস্ফোরক (Explosive) উদ্ধার হল পুলিসকর্মীর (Police Car) গাড়ি থেকে। আরও বড় উদ্বেগের বিষয় হল, এই বিস্ফোরক পাকিস্তান (Pakistan) থেকে আনা হয়েছে, প্রাথমিক তদন্তের পর এমনটাই সন্দেহ পুলিসের। তবে পুরনো একটি ঘটনার সূত্র ধরেই পুলিস এমনটা মনে করছে। কিন্তু প্রকৃতপক্ষে বিস্ফোরকের উত্স সন্ধানে শুরু হয়েছে জোরদার তল্লাশি অভিযান।

এমন ঘটনা ঘটেছে বুধবার, অমৃতসরে (Amritsar)। রাজপথে রুটিন তল্লাশি চলছিল। সেই সময়ই এক পুলিসকর্মীর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় শক্তিশালী ইম্প্রোভাইসড এক্লপ্লোসিভ ডিভাইস বা আইইডি। এই বিস্ফোরকের ওজন প্রায় আড়াই কেজি। ফলে এর ক্ষমতা কী হতে পারে, সহজেই অনুমেয়। 

কিন্তু পুলিস প্রাথমিক তদন্তেই পাকিস্তানের সঙ্গে যোগসূত্র থাকার বিষয়ে সন্দিহান কেন? পুলিস সূত্রেই জানা গিয়েছে, মে মাসে তারাতরণ জেলায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। এদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি টিফিন বক্স। ধাতব ওই বাক্সের মধ্যে ভরা ছিল আরডিএক্স এবং আইইডি। এরও ওজন ছিল প্রায় আড়াই কেজি। এই আইইডিতে আবার টাইমার, ডিটোনেটর, ব্যাটারি ইত্যাদি ছিল। এগুলি পাকিস্তান থেকে আনা হয়েছিল বলে দুই ধৃত জেরায় স্বীকার করেছিল। তারা এও জানিয়েছিল, মাদক এবং অর্থের লোভেই তারা এই কাজে নেমেছে। এবারে উদ্ধার হওয়া আইইডি-র সঙ্গে আগের ওই আইইডি-র যথেষ্ট মিল খুঁজে পেয়েছে পুলিস। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস।


2 years ago