
সৌরঝড়ের (solar storm) সতর্কতা জারি করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা (American space agency)। বুধবার থেকেই সূর্যে নতুন করে ঝড়ের সতর্কতা জারি (Warning issued) করা হয়েছে। সৌরঝড়ের ফলে গরম তাপের হলকা লাগবে পৃথিবীর বুকে। যার ফলে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার পর্যন্ত পৃথিবীর উপর এর প্রভাব দেখা যাবে, জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানান, সৌরঝড়ে সূর্যের কেন্দ্র থেকে প্লাজমা এবং চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ সংঘটিত হয়। আর এর ফলেই কোটি কোটি সৌরপদার্থ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যেতে পারে।
নাসার (NASA) বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে। এর ফলে বেতার যোগাযোগও সাময়িক ভাবে বিচ্ছিন্ন হতে পারে। সৌরঝড়ের প্রভাব ইন্টারনেট সংযোগ এবং মোবাইলের নেটওয়ার্কের উপরেও পড়তে পারে। এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কোথাও কোথাও। সপ্তাহখানেক আগেই সৌরঝড়ের সাক্ষী থেকেছিল সৌরজগৎ। কিন্তু এ বারের সৌরঝড় আরও বড় এবং আরও প্রভাবশালী, দাবি বিজ্ঞানীদের।