Breaking News
ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA     

America

Conflict: এবার গাজা দখলের হুঙ্কার ইজরায়েলি সেনার, হস্তক্ষেপে নারাজ আমেরিকা

হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া হয়ে উঠেছে ইজরায়েলি সেনা। তারা এবার হুঙ্কার দিয়েছে গাজা দখল করার। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে আঁচ করে গাজা থেকে বাসিন্দাদের সরাতে শুরু করেছে আমেরিকা। গাজায় ইজরায়েলি সেনা কী করবে সেটা একেবারেই তাদের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাইডেন।

এদিকে্ গাজায় এক দিনে ৭০০-র বেশি নাগরিককে হত্যা করেছে ইজরায়েলি সেনা এমনই দাবি করেছেন গাজার স্বাস্থ্যমন্ত্রী। হামাস জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে তা জানানোর জন্য গাজার বাসিন্দাদের উপরে চাপ তৈরি করছে ইজরায়েলি সেনা এমনই অভিযোগ করেছেন তিনি।

ইজরােয়লি সেনার প্রধান জানিয়েছেন, তাঁর সেনা স্থলপথে গাজা দখলে প্রস্তুত। এবং সেই লক্ষ্যেই অবিচল রয়েছেন তিনি। শোনা যাচ্ছে স্থলপথে গাজা দখলে প্রস্তুতি শুরু করে দিয়েেছ ইজরায়েলি সেনা। হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া হয়ে উঠেছেন তারা। গাজার নাগরিকদের উপর হামাস জঙ্গিদের গোপন ডেরার সন্ধান জানতে চাপ তৈরি করছে ইজরায়েলি সেনা।

ইতিমধ্যেই ৮ হিজবুল্লা যোদ্ধাকে নিকেশ করেছে ইজরায়েলি সেনা। এখনও পর্যন্ত ৩৯ জন হিজবুল্লা জঙ্গির মৃত্যু হয়েছে। ইজরায়েলি সেনার রকেট হামলায় ৩ প্যালেস্তানীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ইজরায়েলি সেনার গাজা দখলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে নারাজ বাইডেন। তিনি গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার উপরে জোর দিয়েছেন। ইজরায়েলি সেনা হামলা শুরু করার আগে গাজা খালি করার উপরে জোর দিয়েছেন তিনি।

6 months ago
Governor: রাজ্যের কোষাগারে ধাক্কা লাগতে পারে! ডেঙ্গি উদ্বেগে আমেরিকা সফর বাতিল রাজ্যপালের

শেষ মুহূর্তে বাতিল হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের আনন্দ বোসের আমেরিকা সফর। রাজভবনের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। রাজ্যের বেহাল আর্থিক পরিস্থিতি এবং ডেঙ্গি পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকে বিদেশ সফরে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। রাজভবন সূত্রে জানা গিয়েছিল, আমেরিকার একটি সাহিত্য সভায় যোগ দিতে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর্থিক কারণ দেখিয়ে ওই সফর বাতিল করা হল। রাজভবনের তরফে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। পাশাপাশি রাজ্যপাল বিদেশ সফর করলে রাজ্যের কোষাগারে ধাক্কা লাগবে। তাই সফর বাতিল করেছেন রাজ্যপাল।

উল্লেখ্য, রাজ্যপালের সফর নিয়ে রাজভবনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সরকারি সূত্র মারফত জানা গিয়েছিল, আমেরিকার একটি সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। এদিকে যে আর্থিক কারণ দেখিয়ে সফর বাতিল করা হয়েছে তাতে রাজ্যের সঙ্গে রাজভবনের সম্পর্ক আরও খারাপ হতে পারে। এমনটাই মনে করছেন অনেকে।

7 months ago
Abhishek: চোখের চিকিৎসার জন্য আমেরিকায় অভিষেক, ভাইরাল হল ছবি

চোখের চিকিৎসার জন্য আমেরিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ সূত্রে খবর, সেখানে তাঁর চোখের পরীক্ষা হয়েছে নির্বিঘ্নেই। অগাস্টের মাঝামাঝি তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে। শহরে ফিরেই ইডির বিরুদ্ধে অভিষেক আইনি পদক্ষেপ করতে পারেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।

সম্প্রতি, অভিষেকের ঘনিষ্ঠ সূত্র মারফৎ একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, আমেরিকার হাসপাতালে বিদেশি চিকিৎসকের সঙ্গে বসে রয়েছেন অভিষেক। কথা বলছেন তাঁরা। চিকিৎসকের হাতে কিছু নথিপত্রও রয়েছে।

ঘনিষ্ঠ সূত্রে খবর, যে হাসপাতালে অভিষেকের চোখের অস্ত্রোপচার হয়, অর্থাৎ আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে খবর, পরিস্থিতি এখন অনেকটা ভাল। ৬ মাস পর আবারও চিকিৎসার জন্য আমেরিকায় যেতে হবে তাঁকে।

8 months ago


Fired: হিন্দিতে কথার বলার 'শাস্তি'! চাকরি খোয়ালেন এক ৭৮ বছরের ইঞ্জিনিয়ার

হিন্দিতে (Hindi) কথা বলায় চাকরি থেকেই বরখাস্ত (Fired) করা হল এক ৭৮ বছরের ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারকে (Engineer)। জানা গিয়েছে, এই ব্যক্তির শ্যালক মৃত্যুশয্যায় ছিলেন, এই অবস্থায় তাঁর সঙ্গে কথা বলছিলেন মোবাইল ফোনে, তখনই পাশে থেকে এক সহকর্মী তাঁর কথা শুনে নেওয়ার পর অফিসে জানিয়ে দেন। এরপরই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ঘটনাটি আমেরিকার (America)। এভাবে চাকরি কেড়ে নেওয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন তিনি।

সূত্রের খবর, গত বছর সেপ্টেম্বর মাসেই এই ঘটনাটি ঘটেছিল। ভারতীয় ইঞ্জিনিয়ার অনিল বর্শনি হান্টসভিলে পার্সন কর্পোনেশনে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন। একদিন তিনি কাজ করছিলেন, সেই সময় ভারত থেকে ফোন যায় তাঁর শ্যালকের। মৃত্যুশয্যায় ছিলেন তিনি। সেই সময় জামাইবাবু অনিলের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এরপর তিনি ফোনে কথা বলতে গেলে তাঁদের মাতৃভাষা হিন্দিতেই কথা বলেন। কিন্তু এই কথা তাঁর এক সহকর্মী অফিসে জানিয়ে দেন। এরপরই খবর আসে, তিনি চাকরি হারিয়েছেন।

অফিসের এই ঘটনায় মামলা দায়ের করেছেন অনিল বর্শনি। তিনি জানিয়েছেন, 'গত বছর ২৬ সেপ্টেম্বরের আমার শ্যালক কেসি গুপ্ত ভিডিও কল করেছিলেন। ভারতে মৃত্যুশয্যায় পড়েছিলেন তিনি। শেষবারের মতো কথা বলার জন্যই ফোন করেছিলেন।' তিনি আরও জানান, আর হয়তো কখনও কথা হবে না। এই ভাবনা থেকেই অফিসে থাকাকালীনই ফোনটি রিসিভ করেছিলেন তিনি। কিন্তু তার জন্য কাজে বিন্দুমাত্র গাফিলতি করেননি। তা সত্ত্বেও শুধুমাত্র হিন্দিতে কথা বলার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয় তাঁকে। তাই তাঁর দাবি, তিনি এই সংস্থার জন্য অনেক কিছু করেছেন। ফলে তিনি তাঁর চাকরি ফিরে পাওয়ার জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও তিনি সংস্থার থেকে ক্ষতিপূরণও চেয়েছেন।

9 months ago
Messi: মেসির ৮০৮ তম গোল, অভিনব ভাবে ছবি এঁকে উদযাপন

আমেরিকার মেজর লিগ সকারে খেলতে নেমেই ম্যাজিক দেখিয়েছেন লিওনেল মেসি৷ ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচেই অনবদ্য ফ্রি-কিক থেকে গোল করেছেন তিনি। মেসির গোল দেখে মুগ্ধ মার্কিন মুলুকের সেলিব্রিটিরা। আর্ন্তজাতিক এবং ক্লাব ফুটবল মিলিয়ে এটি তাঁর ৮০৮ তম গোল। এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ৮০৮টি ছাগল দিয়ে লিও মেসির মুখ আঁকল একটি সংস্থা।

আর্জেন্টিনার জাদুকরকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল বলে মনে করেন। গ্রেটেস্ট অফ অল টাইম বা সংক্ষেপে 'GOAT' (গোট) বলা হয় মেসিকে। তাই এই অভিনব উদ্যোগ। ৮০৮টি ছাগল একসঙ্গে এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে যাতে উপর থেকে দেখলে মেসির মুখ বলে মনে হয়। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোস্যাল মিডিয়ায়।

প্রথম ম্যাচের পরেই মেসিতে মন্ত্রমুগ্ধ আমেরিকা। ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মায়ামির হয়ে ম্যাচের ৫৩ মিনিটে পরিবর্ত হিসাবে নামেন মেসি। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি বক্সের বাইরে ফ্রি-কিক থেকে ঝলসে ওঠে তাঁর পা। মেসির গোল দেখে আপ্লুত সেরেনা উইলিয়ামস, কিম কার্দাসিয়ান, সস্ত্রীক ডেভিড বেকহ্যাম সহ সেলেব্রিটিরা।

9 months ago


Messi: আমেরিকার ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি

আমেরিকার ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ক্লাবের সোশাল মিডিয়ায় নতুন জার্সিতে মেসির ছবি পোস্ট করা হয়েছে। দিন কয়েক আগেই ফ্লোরিডায় এসেছিলেন তিনি। ভারতীয় সময় শনিবার মধ্যরাতে ইন্টার মায়ামির ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করা হয়েছে। আগামী ২১ জুলাই ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলবেন মেসি।

এদিকে, আমেরিকায় এসে বিপত্তি। ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ মেসির বিরুদ্ধে। আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলের দাবি, ক্লাবে আসার পথেই সিগন্যাল বুঝতে না পেরেই বাঁদিকে গাড়ি নিয়ে চলে যান মেসি। তাতে দুর্ঘটনাও ঘটতে পারত বলে দাবি ওই টিভি চ্যানেলের। ফ্লোরিডা পুলিশের কাছে ইতিমধ্যেই ইন্টার মায়ামির কর্তরা আবেদন করেছেন, মেসির প্রথম ভুল ক্ষমা করে দিতে।

9 months ago
America: ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন, আহত বহু যাত্রী

ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন (Passenger Train)। ঘটনায় আহত বহু যাত্রী। তবে এখনও অবধি কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) ক্যালিফোর্নিয়ায় (California)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রেললাইনের উপর ট্রাক এসে পড়েছিল। ফলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় ট্রেনের। লাইনচ্যুত হয়ে পড়ে বেশ কয়েকটি কামরা। আরও জানা গিয়েছে, ওই ট্রেনটিতে ২০০ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর যাঁরা ট্রেনের মধ্যে আটকে পড়েছিলেন তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, ট্রেনটি লস অ্যাঞ্জেলস থেকে সিয়াটলে যাচ্ছিল। লস অ্যাঞ্জেলস থেকে ৮০ কিলোমিটার দূরে মুরপার্কের কাছে রেললাইনের উপর আচমকাই একটি ট্রাক এসে পড়ে। দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনটি সেই ট্রাকটিকে ধাক্কা মারার পর লাইনচ্যুত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়েছে। তবে উল্টে যায়নি। উল্টে গেলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। প্রাণহানিও হত যাত্রীদের।

উল্লেখ্য, যাত্রীদের নিজেদের গতব্যস্থলে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন। আহতদের চিকিৎসা চলছে। আতঙ্কিত হয়ে পড়েছিলেন সকল যাত্রী।

10 months ago
Attack: জলের নীচ থেকে একটি হাঙর লাফ মেরে কামড়ে ধরল মৎস্যজীবীর হাত, তারপর...

জলের নীচ থেকে একটি হাঙর (Shark) লাফ মেরে উঠে কামড়ে ধরল মৎস্যজীবীর (Fisherman) হাত। তারপর ওই মৎস্যজীবীকে টেনে জলে ফেলে দেয় ওই হাঙর। আর এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সমাজমাধ্যেম। ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে (Video) দেখা গিয়েছে, খাঁড়ির জলে হাত ধুচ্ছিলেন ওই ব্যক্তি। ঠিক তখনই ওই ব্যক্তির হাতটি কামড়ে ধরে একটি হাঙর। তারপরই হাঙরটি টান মেরে ওই ব্যক্তিকে জলে ফেলে দেয়। এই ঘটনার পর ওই ব্যক্তির বন্ধু তাঁকে জল থেকে নৌকোর মধ্যে তুলে আনে। 

View this post on Instagram

A post shared by THEQUALIFIEDCAPTAIN (@thequalifiedcaptain)

জানা গিয়েছে, শুক্রবার ভয়ানক এই ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) ফ্লরিডার এভারগ্লেডস জাতীয় উদ্যানে। এই বিষয়ে ওই মৎস্যজীবীর বন্ধু জানান, “ছিপ ফেলে হাত ধোওয়ার জন্য জলের দিকে ঝুঁকতেই একটি বড় বুল শার্ক কামড়ে ধরে বন্ধুর হাত। এভারগ্লেডসে হাঙর ভাবাই যাচ্ছে না।” যদিও এই বিষয়ের পর থেকেই উদ্যানের কর্তৃপক্ষ যথেষ্ট সাবধান করেছে আসন্ন পর্যটকদের।

10 months ago


Modi: ৩ দিনের সফরে আমেরিকা গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তিন দিনের সফরে আমেরিকা (America) গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার সকালে দিল্লি (Delhi) থেকে বিশেষ বিমানে আমেরিকা পাড়ি দিয়েছেন তিনি। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত দেড়টা নাগাদ আমেরিকায় পৌঁছবে প্রধানমন্ত্রীর বিমান।

আমেরিকা যাওয়ার আগে একটি টুইট করে এই সফর সম্পর্কে জানান প্রধানমন্ত্রী। বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশাবাদী তিনি।

বিশেষজ্ঞদের ধারণা, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা খাতে নতুন কিছু চুক্তি হতে পারে। জানা গিয়েছে, এই সফরে তিনশো কোটি ডলার মূল্যের ৩০টি হামলাকারী ড্রোন কেনার চুক্তি হতে পারে জো বাইডেন প্রশাসনের সঙ্গে। প্রথম ধাপে ১৮টি ড্রোন কেনার বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।  পাশাপাশি সমুদ্রপথে নজরদারির জন্যও বিশেষ ড্রোনের মেয়াদ বাড়ানোর জন্য দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই প্রথম আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকালে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

10 months ago
Snake: বিদ্যুৎহীন ১৬ হাজার পরিবার, বিদ্যুৎ দফতরে সাপের প্রবেশে এ ঘটনা!

একটি সাপের কারণে বিদ্যুৎ (Electricity) বিভ্রাট (Outage)। যার ফলে ভোগান্তির মুখে পড়লেন শহরের ১৬ হাজার পরিবার। ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) টেক্সাসে। বিদ্যুৎবিভ্রাট হতেই শোরগোল পড়ে যায় গোটা শহরে। কোথাও কোন ভুল ত্রুটি হয়েছে কিনা তা খুঁজতে থাকেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তখন তাঁরা দেখেন, বিভ্রাট হয়েছে পাওয়ার স্টেশনেই। আর কারণ হলো একটি সাপ। 

বিদ্যুৎ দফতরের এক আধিকারিক ম্যাট জানিয়েছেন, বিদ্যুৎ দফতরের আশেপাশে প্রচুর পরিমাণে আগাছা এবং জঙ্গলে ভরে গিয়েছে। ফলে সেখান থেকেই কোনওভাবে একটি সাপ বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্রে ঢুকে পড়ে। তবে সাপটিকে দেখতে পাওয়ার পরই খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে। এর আগে এমন ঘটনা ঘটেছে।


11 months ago


America: বিদেশেও পাড়ি দিল 'দ্য কেরালা স্টোরি', ২০০-এর বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল এই ছবি

'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) এখন দেখা যাবে বিদেশেও। জানা গিয়েছে, এই ছবি নিয়ে দেশে একাধিক বিতর্কের সৃষ্টি হলেও এই ছবি কোনও বাধা ছাড়াই আমেরিকা (America) ও কানাডার (Canada) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরপরেই বেজায় খুশি ছবির পরিচালক সুদীপ্ত সেন-সহ দ্য কেরালা স্টোরির পুরো টিম।

'দ্য় কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবি নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে প্রথম থেকেই। রাজ্যের শান্তি-শৃঙ্খলার বিঘ্নিত হতে পারে এমনটা ভেবে বাংলায় আগেই নিষিদ্ধ করা হয়েছে এই ছবি। কিন্তু অন্যদিকে এই ছবি বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতেও প্রেক্ষাগৃহে মুক্তি পেল। জানা গিয়েছে, আমেরিকা ও কানাডা মিলে মোট ২০০ টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি।

বাঙালি পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, এই ছবি একটি লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে, যেটি সিনেমার ক্রিয়েটিভির ঊর্ধ্বে। কেরালায় যা ঘটে আসছে, তা প্রথমে অস্বীকার করা হয়েছিল। কিন্তু এখন এই ছবি বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত ও সচেতন বৃদ্ধি করা উচিত। ছবির প্রযোজক ভিপুল শাহও জানিয়েছেন, এই ছবির বিষয় সবার থেকে লুকিয়ে রাখা হয়েছিল। তে এই ঘটনা প্রকাশ্যে আসা উচিত, আর তাই এই ছবি।

11 months ago
Charpai: সাধারণ খাটিয়ার দাম ১ লক্ষ ১২ হাজার টাকা! মার্কিন ওয়েবসাইটের কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা

এখনও হয়তো গ্রামে গেলে বাড়িতে বাড়িতে দেখা যাবে চারপেয়ে (Charpai) খাটিয়া (Khatiya)। আর কিছু হাজার দামের ভারতীদের এই খাটিয়া নাকি আমেরিকাতে (America) বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কী এমন আছে এই কাঠের খাটিয়ায়? এক ওয়েবসাইটে খাটিয়া বিক্রি হওয়া কিছু ছবি ভাইরাল হচ্ছে। যা দেখে সমাজমাধ্যমে হইহই পড়ে গিয়েছে।


সমাজমাধ্যমে দেখা গিয়েছে, 'ইটসি' নামক আমেরিকার এক ই-কমার্স সাইটে এই কাঠের খাটিয়া বিক্রি করা হচ্ছে। তাও আবার ১ লক্ষ টাকায়। ঐতিহ্যবাহী ভারতীয় চারপেয়ে বা খাটিয়া সাধারণত ১০ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। কিন্তু আমেরিকার এই ওয়েব সাইটে এটা বিক্রি করা হচ্ছে ১ লক্ষ ১২ হাজার ১৬৮ টাকায়। ওয়েবসাইটে নীচে আবার লেখা রয়েছে, ঐতিহ্যবাহী ভারতীয় বিছানা। আবার এও লেখা যে, এটি কাঠ ও পাট দিয়ে তৈরী করা হয়েছে। কিছু রং করা খাটিয়ার দাম আবার ১ লক্ষ ১২ হাজারেরও বেশি। ফলে অতি সাধারণ এক খাটিয়ার আকাশছোঁয়া দাম দেখে মাথায় হাত নেটিজেনদের।

11 months ago
Texas: টেক্সাসের শপিং মলে হামলা, মৃত ৯, পুলিসের গুলিতে মৃত্যু বন্দুকবাজ যুবকের

টেক্সাস (Texas Mall) মলে বন্দুকবাজের (Shootout) হামলা। হামলায় আহত মোট ১৬ জন। যার মধ্যে মৃত্যু (Death) হয়েছে ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৫ বছরের একটি শিশুও। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল পুলিস (Police)। যদিও পুলিসের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকবাজের। ঘটনাটি ঘটেছে টেক্সাসের অ্যালেনের অ্যালেন প্রিমিয়াম আউটলেট মলে।

সূত্রের খবর, এই ঘটনাটি শনিবার ঘটে। ঘটনার সময় ওই শপিং মলে বেশ ভালোই ভিড় হয়েছিল। সবাই শপিং করতে ব্যস্ত ছিলেন সেসময়। সেই সময়ই আচমকা এক বন্দুকবাজ গুলি চালাতে শুরু করেন। কিছুক্ষণ এই গুলিবর্ষণ চলার পর মলে উপস্থিত থাকা পুলিস কর্মীরাও ওই বন্দুকবাজের দিকে গুলি চালাতে থাকেন। এমনকি শপিং মলের মধ্যে পুলিসের গুলিতেই মৃত্যু হয় ওই বন্দুকবাজ যুবকের।   

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বন্দুকবাজ যুবক একাই ওই মলে গুলিবর্ষণ করছিল। তবে এর পিছনে আর অন্য কেউ জড়িয়ে আছে কিনা তাঁর তদন্ত শুরু করেছে পুলিস।  

12 months ago


Students: সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেল দুই ভারতীয় পড়ুয়া, মার্কিন মুলুকের লেক থেকে উদ্ধার দেহ

সাঁতার কাটতে গিয়ে জলে তলিয়ে গেলেন ভারতীয় দুই পড়ুয়া (Students)। তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে আমেরিকার (America) মনরো লেক থেকে উদ্ধার হয় ওই দুই পড়ুয়ার দেহ। জানা গিয়েছে, জলে তলিয়ে যাওয়া ওই দুই পড়ুয়ার নাম সিদ্ধান্ত শাহ, বয়স ১৯ বছর এবং আর্য বৈদ্য, বয়স ২০ বছর। তাঁরা দু’জনেই আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির কেলি স্কুল অফ বিজনেসের (School of Business) ছাত্র। 

১৫ এপ্রিল অর্থাৎ শনিবার বন্ধুদের সঙ্গে মনরো লেকে সময় কাটাতে গিয়েছিলেন তাঁরা। বন্ধুদের দাবি, প্রথমে দু’জনেই সাঁতার কাটবে না বলে ছোট নৌকোয় চেপে ঘুরছিলেন লেকের মধ্যেই। সেই সময় আচমকাই ওই দু’জন জলে ঝাঁপিয়ে পড়েন এবং বাকি বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে আরম্ভ করেন। হঠাৎ তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না ওই দু'জনের। তল্লাশি অভিযান শুরু হয় ওই দুই পড়ুয়ার। ১৬ এপ্রিল থেকে আবহাওয়া খারাপ থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত থাকে। ফের ১৮ এপ্রিল জলে নামেন উদ্ধারকারীরা। তখনই দু’জন পড়ুয়ার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, অনেকক্ষণ আগেই তাঁদের মৃত্যু হয়েছে বলে।


12 months ago
Sun: প্রবল সৌর ঝড়ের সতর্কতা, প্রভাবিত হতে পারে নেট-মোবাইল সংযোগ

সৌরঝড়ের (solar storm) সতর্কতা জারি করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা (American space agency)। বুধবার থেকেই সূর্যে নতুন করে ঝড়ের সতর্কতা জারি (Warning issued) করা হয়েছে। সৌরঝড়ের ফলে গরম তাপের হলকা লাগবে পৃথিবীর বুকে। যার ফলে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার পর্যন্ত পৃথিবীর উপর এর প্রভাব দেখা যাবে, জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানান, সৌরঝড়ে সূর্যের কেন্দ্র থেকে প্লাজমা এবং চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ সংঘটিত হয়। আর এর ফলেই কোটি কোটি সৌরপদার্থ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যেতে পারে। 

নাসার (NASA) বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে। এর ফলে বেতার যোগাযোগও সাময়িক ভাবে বিচ্ছিন্ন হতে পারে। সৌরঝড়ের প্রভাব ইন্টারনেট সংযোগ এবং মোবাইলের নেটওয়ার্কের উপরেও পড়তে পারে। এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কোথাও কোথাও। সপ্তাহখানেক আগেই সৌরঝড়ের সাক্ষী থেকেছিল সৌরজগৎ। কিন্তু এ বারের সৌরঝড় আরও বড় এবং আরও প্রভাবশালী, দাবি বিজ্ঞানীদের।

12 months ago