Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Alcoholic

School: মদ্যপ অবস্থায় ছাত্রদের সাহায্য নিয়ে স্কুলে প্রবেশ ক্লার্কের, উত্তেজিত দাসপুর স্কুল চত্বর...

স্কুলের রাস্তায় মদ্যপ অবস্থায় পড়ে রয়েছে স্কুলের ক্লার্ক। আর সেই ক্লার্ককে স্কুলে ধরে নিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। এমনই এক বিস্ময়কর ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের ধরমপুর এলাকায়। অভিযোগ, প্রায়শই ওই ক্লার্ক মদ্য়পান করে স্কুলে আসতেন। স্কুলের বাকি শিক্ষক-শিক্ষিকারা জানা সত্ত্বেও কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। 

স্থানীয়দের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের ধরমপুর এলাকায় সরকারি উচ্চ বিদ্যালয়-এর স্কুলের ক্লার্ক প্রায়ই মদ্য়প অবস্থায় স্কুলে আসতেন। মাঝেমধ্য়ে নেশায় আসক্ত হয়ে রাস্তাতেই পড়ে থাকতেন ওই ক্লার্ক। একবার নয় একাধিকবার ওই ক্লার্কের বিরুদ্ধে মদ্যপান করে স্কুলে আসার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু তারপরও কি কোনও ব্যবস্থা নিয়েছে ম্যানেজিং কমিটি‌ বা স্কুলের প্রধান শিক্ষক। তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। 

তবে এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে কোনওরকম কোনও বক্তব্য পাওয়া যায়নি। যা নিয়ে ব্যাপক চিন্তায় পড়েছে পড়ুয়াদের অভিভাবকরা। এখন দেখার বিষয় স্কুল ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক ওই ক্লার্কের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য় ছড়িয়েছে। 

2 months ago
Accident: রাজারহাটে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম পাঁচ, গাড়িরচালক সহ আটক ২

চিনারপার্ক ভিআইপি রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম পাঁচ পথচারী। ঘটনায় গাড়িরচালক সহ আটক আরও দুইজন। শনিবার মহালয়ার দিন ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে খবর, গাড়ি চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এখনও গাড়ির চালকের কোনও পরিচয় পাওয়া যায়নি। 

পুলিস ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালবেলা বেলঘরিয়ার দিক থেকে একটি গাড়ি সার্ভিস রোডে একাধিক পথচারীকে ধাক্কা মারে। এরপরে চিনার পার্ক সিগন্যাল থেকে আবার গাড়িটি বিশ্ব বাংলার দিকে রাস্তা দিয়ে হাঁটতে থাকা আরও দু'জনকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরেই পুলিসের নজর পড়তেই গাড়িটিকে সিটি সেন্টার টুয়ের সামনে থেকে ধাওয়া করে ধরে ফেলে। সব মিলিয়ে মোট পাঁচজন পথচারীকে ধাক্কা মারে ওই ঘাতক গাড়িটি। তাঁদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিস গাড়িটিকে আটক করেছে। পাশাপাশি গাড়িতে থাকা দু'জন মদ্যপ অবস্থায় ছিল তাঁদেরকেও আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 

7 months ago