Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Airport

Firing: কলকাতা বিমানবন্দরে চলল গুলি, সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী! মৃত্যু সিআইএসএফ জওয়ানের

আবারও খবরের শিরোনামে কলকাতা বিমানবন্দর। এবার সিআইএসএফ জওয়ানের সার্ভিস রাইফেল থেকে চলল গুলি। বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ারে ঘটেছে ঘটনাটি। পুলিসের প্রাথমিক অনুমান, আত্মহত্যার উদ্দেশ্যেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়েছেন কর্তব্যরত সিআইএসএফ জওয়ান। পরবর্তীতে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই জওয়ানকে। তবে শেষরক্ষা হল না। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থলে যায় সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিস। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে বিমানবন্দরজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎই বিমানবন্দর ৫ নম্বর গেটে গুলির আওয়াজ পাওয়া যায়। তাতেই কর্তব্যরত অন্যান্য সিআইএসএফ থেকে শুরু করে সকলে সতর্ক হয়ে যান। তারপর জানা যায় ৫ নম্বর গেটের যে টাওয়ার, সেখান থেকেই গুলির আওয়াজ এসেছে। এরপর অন্যান্য কর্মীরা টাওয়ারের উপর ওঠেন। ততক্ষণে লুটিয়ে পড়েছেন ওই সিআইএসএফ কর্মী। নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সিআইএসএফ জওয়ান।

পুলিস সূত্রে খবর, কী কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিস। ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন ওই জওয়ান।

a month ago
Kolkata: ঘন কুয়াশার জের, দমদম বিমানবন্দরে বাতিল একাধিক ফ্লাইট, বিঘ্ন পরিষেবা

সংক্রান্তির সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। চারিদিক কুয়াশায় ঢেকেছে। বেলা বাড়লেও ঘন কুয়াশার আস্তরণে ঢেকে রয়েছে কলকাতার অধিকাংশ এলাকা। যার জেরে সোমবার ভোর রাত থেকে কলকাতা  বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়। একাধিক বিমান ওঠানামায় দেরি করছে। এদিন রাত আড়াইটা নাগাদ দৃশ্যমানতা ২৫ মিটারে নেমে আসে। এরপর ভোর সাড়ে পাঁচটা নাগাদ দৃশ্যমান্যতা বেড়ে ১৫০ মিটার হয়। এর ফলে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান ওঠা নামায় বিলম্ব হচ্ছে। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন যাত্রীরা। যদিও সকাল আটটা নাগাদ দৃশ্যমানতা বেড়ে ৩০০ মিটার হয়েছে। বেলা বাড়তেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একটা ছোট্ট স্পেলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত জানুয়ারি মাসের ১৮ এবং ১৯ তারিখ, এই দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে। বিশেষ করে উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং-এর উচু জায়গায় বরফ পড়তে পারে।

তবে হাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা এদিনও কমতে পারে বলে দাবি করা হচ্ছে।

4 months ago
Kolkata Airport: মোবাইলে ভুয়ো টিকিটের কারসাজি! কাউন্টারে টিকিট দেখাতেই গ্রেফতার যাত্রী

ভুয়ো টিকিটে কলকাতা থেকে আইজল যাওয়ার পথে গ্রেফতার এক যাত্রী। সোমবার সন্ধ্য়ায় কলকাতা থেকে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিমানে আইজল যাচ্ছিলেন লালমাল সাওমা নামে শিলং এর এক যাত্রী। বিমান বন্দরে ঢুকে সে যখন ইন্ডিগো কাউন্টারে টিকিট নিতে যান তখনই ইন্ডিগো কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। টিকিট খতিয়ে দেখার পর সামনে আসে গোটা বিষয়টি। এরপর ইন্ডিগো কর্তৃপক্ষ গোটা ঘটনাটি সিআইএসএফকে খবর দেয়। 

পরবর্তীতে সিআইএসএফ আধিকারিকেরা ওই ভুয়ো টিকিট সহ যাত্রীকে এন এস সিবিআই থানার হাতে তুলে দেন। এরপর পুলিস ওই যাত্রীকে গ্রেফতার করে। পুলিস ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, ১৫ দিন আগে একটি রেস্টুরেন্টে কাজের জন্য় কলকাতায় এসেছিল ওই যাত্রী। তারপর তিনি কলকাতা থেকে আইজল ফিরে যাবে বলে ভাবেন। এবং যে টিকিটে তিনি আইজল থেকে কলকাতায় এসেছিলেন সেই একই টিকিটে মোবাইলে তারিখ চেঞ্জ করে আইজল যাওয়ার চেষ্টা করে। 

অভিযুক্ত ওই যাত্রীর বক্তব্য তার কাছে টাকা না থাকার কারণে সে বাধ্য় হয়ে এই কাজ করেছে। যদিও গোটা ঘটনাটি পুলিস খতিয়ে দেখছে। মঙ্গলবার অভিযুক্ত ওই যাত্রীকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।

5 months ago


Airport: জানলার কাঁচে ফাটল, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বইগামী বিমানের

মুম্বইগামী বিমানের (Flight) জরুরি অবতরণ (Emergency Landing) কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। বিমানের জানলার কাঁচে চিড় দেখা গিয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর।

সূত্রের খবর, স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ বুধবার সকাল ৬:১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতার আকাশে থাকাকালীনই বিমানের জানলার কাঁচে ফাটল দেখতে পায় কেবিন ক্রু। তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন। পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চান। সেইমতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতিতে ৭ঃ৪৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের নিচে নামিয়ে নিয়ে আসা হয়। সমস্ত যাত্রীরাই সুরক্ষিত। বিমানের মেরামতির কাজ চলছে।

8 months ago
Arrest: কলকাতা বিমানবন্দর থেকে দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মূল চক্রীকে গ্রেফতার করল এসটিএফ

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে বড়সড় সাফল্য পেল রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। বৃহস্পতিবার সন্ধে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় বাজি কারখানার মূল চক্রী মহম্মদ নজরুল ইসলামকে। ঘটনার পর থেকেই ভিন রাজ্যে গিয়ে গা ঢাকা দিয়েছিল সে।

জানা গিয়েছে, বিস্ফোরণের পরেই রাজ্য ছাড়ার পরিকল্পনা করে অভিযুক্ত নজরুল ইসলাম। তারপরেই চেন্নাই পালিয়ে যায়। সেই সঙ্গে প্রচুর পরিমাণে বেআইনি বাজি রাজ্যের বাইরে পাচার করার চেষ্টা করেছিল। যদিও আগেই সেগুলি আটক করে পুলিশ। এবং দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই মূল চক্রীর হদিশ পাওয়া সম্ভব হয়।

মহম্মদ নজরুল ইসলামের ফের রাজ্য ফিরে আসার বিষয়ে জানতে পারে পুলিশ। সেইমতো পরিকল্পনা শুরু হয়। আগে থেকেই কলকাতা বিমানবন্দরে তৈরি ছিলেন পুলিশ আধিকারিকরা। বিমানবন্দরের বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে তাঁকে নজরুলকে গ্রেফতার করা হয়।

দিন কয়েক আগে দত্তপুকুরে একটি অবৈধ বাজি কারখানার ব্যাপক বিস্ফোরণ হয়। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। ঘটনার পরে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা।

8 months ago


Bomb Threat: সাতসকালে পুণেগামী বিমানে বোমাতঙ্ক, উড়ানের আগেই খালি করা হল বিমান

দিল্লি-পুণে বিমানে বোমা হামলার (Bomb Threat) হুমকি। এই খবর বিমানযাত্রীদের কানে যেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানযাত্রীদের মধ্যে। সূত্রের খবর, শুক্রবার সাত-সকালে ভিস্তারা বিমান (Vistara Flight) সংস্থার বিমানে বোমা রয়েছে বলে হুমকি ফোন আসে। জানা গিয়েছে, বিমানটি দিল্লি থেকে পুণে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এমন খবর আসায় বিমানটি সেই সময়ের জন্য বাতিল করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport)। এরপর যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

সূত্রের খবর, আজ অর্থাৎ ১৮ অগাস্ট সকাল সাড়ে ৭টা নাগাদ জিমএমআর কল সেন্টারে ফোন আসে। ফোন করে বলা হয় যে, 'দিল্লি থেকে পুণে যাওয়ার বিমানে বোমা রাখা রয়েছে'। অন্যদিকে আগে থেকেই যাত্রীরা নিজেদের সিটে বসে গিয়েছিলেন। কিন্তু বোমার ব্যাপারে জানতেই তৎক্ষণাৎ যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয় ও তাঁদের ফের দিল্লির বিমানবন্দরে নিরাপদে নিয়ে আসা হয়।

বিমান সংস্থার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'আমরা নিশ্চিত করছি যে, ইউকে৯৭১ নম্বর বিমানটি দিল্লি থেকে পুণে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা খতিয়ে দেখার জন্য বিমানের উড়ানে কিছুক্ষণের জন্য দেরী হতে পারে। আমারা খুব শীঘ্রই পরিস্থিতি ঠিক করার ব্যবস্থা নিচ্ছি।' সূত্রের খবর, বিমানযাত্রী  ও তাঁদের ব্যাগ সহ নিরাপদে সরিয়ে আনা হয়েছে  ও বিমানে আদৌ কিছু রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই যাত্রা শুরু করবে বিমানটি।

9 months ago
Airport: রাজ্যের দুই প্রান্তে দুটি বিমানবন্দর করার ঘোষণা মুখ্যমন্ত্রীর, জানুন কোথায়

রাজ্যে দুই প্রান্তে নতুন দুটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সোমবার বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের হাসিমারা এবং পুরুলিয়ায় দুটি বিমানবন্দর তৈরি করা হবে। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়ক মনোজ ওঁরায়ের প্রশ্নের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, বালুরঘাটে বিমানবন্দর তৈরির কাজ শেষ হয়েছে। মালদহে কাজ শেষ পর্যায়ে রয়েছে।

আগেই ঠিক হয়ে গিয়েছিল, এবার থেকে শুক্রবারের বদলে সোমবার বিধানসভায় আসবেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি যোগ দিয়েছিলেন প্রশ্নোত্তর পর্বে। মূলত উত্তরবঙ্গের উন্নয়ন এবং বিমানবন্দর প্রকল্প নিয়েই বিরোধী বেঞ্চ থেকে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবেই তিনি হাসিমারা এবং পুরুলিয়ায় নতুন দুটি বিমানবন্দর তৈরির কথা জানান।

একইসঙ্গে পূর্ব বর্ধমানের অন্ডালে একটি কার্গো বিমানবন্দর তৈরির ভাবনা রয়েছে বলেও এদিন বিধানসভাকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য বিজেপি বিধায়কদেরই উদ্যোগ নিতে বলেছেন মমতা। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে বিজেপি বিধায়কদের এগিয়ে আসতে হবে। এবং দিল্লি গিয়ে কেন্দ্রের কাছে ছাড়পত্রে তদ্বির করতে হবে। কারণ, ইতিমধ্যেই ৩০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

9 months ago
Delhi Airport: জুতোর মধ্যে সারি সারি সাজানো কোটি কোটি টাকার বিদেশি মুদ্রা, বিমানবন্দর থেকে আটক তিন

কোটি কোটি টাকার বিদেশি মুদ্রা (Foreigh Currency) তাজিকিস্তানের তিন নাগরিকের কাছ থেকে উদ্ধার করলেন শুল্ক দফতরের আধিকারিকরা (Customs)। শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। জানা গিয়েছে, এ যাবৎ এটাই সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে দিল্লি বিমানবন্দর থেকে। সূত্রের খবর, ভারতীয় মুদ্রায় মোট ১০.৬ কোটি টাকার বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, তাজিকিস্তানের এই তিন নাগরিকের ইস্তানুবুল যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের ব্যাগ চেক করতেই বেরিয়ে আসে প্রচুর টাকা। জানা গিয়েছে, ব্যাগ খুলতেই সেখানে দেখা যায় জুতো। আর সেই জুতোগুলোর মধ্যে থরে থরে সাজানো ছিল বিদেশি মুদ্রা। শুল্ক দফতর সূত্রে খবর, তাদের সেই ব্যাগ থেকে ৭ লক্ষ ২০ হাজার ডলার ও ৪ লক্ষ ৬৬ হাজার ২০০ ইউরো উদ্ধার করা হয়, যা ভারতীয় মুদ্রায় ১০.৬ কোটি টাকার সমান। এরপর এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ও তিন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। আরও জানা গিয়েছে, ওই তিনজনের মধ্যে একজন নাবালক ছিলেন। তবে তারা কোন উদ্দেশে এই টাকা নিয়ে যাচ্ছিল, পিছনে কী উদ্দেশ্য, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।

10 months ago


Maggi: এক প্লেট ম্যাগির দাম প্রায় ২০০ টাকা! বিল দেখেই মাথায় হাত নেটিজেনদের

অগ্নিমূল্যের বাজারে টোম্যাটো, লঙ্কার দাম তো বেড়েছেই, তাই বলে এবারে ম্যাগির দামও ১০০ পেরিয়ে যাবে? এমনটাই প্রশ্ন সাধারণ মানুষের। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে, এক তরুণী ম্যাগি কিনে খেয়েছেন, আর যার বিল এসেছে ১৯৩ টাকা। সেই বিলের ছবি সমাজমাধ্যমে দিতে হু হু করে ভাইরাল সেই পোস্ট। ম্যাগির (Maggi) এমন দাম দেখে মাথায় হাত নেটিজেনদের (Netizen)।

জানা গিয়েছে, সেজল সুদ নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিমানবন্দরে মশলা ম্যাগি অর্ডার করে খেয়েছিলেন। এরপর টাকা দেওয়ার সময় তিনি দেখেন তাঁর বিল এসেছে ১৯৩ টাকা। এই দেখেই তিনি তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরই একে একে নেটিজেনরা কমেন্ট করেন, 'বিমানবন্দরে এমনই দাম হয় খাবারের।' অনেকে আবার বিরোধিতা করে বলেন, 'বিমানবন্দরে এত দাম নেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।' অন্যদিকে কিছু নেটিজেন বিমানবন্দরে তাঁদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। কেউ লিখেছেন, 'একবার ম্যাঙ্গো জুস খেয়েছিলাম ২০০ টাকা দিয়ে ও কাপ নুডলস ২৫০ টাকায় কিনেছিলাম।'

10 months ago
Modi: পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮ জুলাই, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে (Port Blaire) বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সমন্বিত টার্মিনাল (Terminal) ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০ টা নাগাদ ভার্চুয়ালিভাবে এই টার্মিনালের উদ্বোধন করলেন। ফলে আজ থেকে এক ঝাঁ চকচকে টার্মিনাল পেল পোর্ট ব্লেয়ার। আজ প্রধানমন্ত্রী সেই জায়গায় উপস্থিত না থাকলেও সেখানে উপস্থিত ছিলেন  বেসমারিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি সেখানে এক বীর সাভারকারের মূর্তি উদ্বোধন করেছেন।

দেখা গিয়েছে এই বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংটিকে শঙ্খের আকার দেওয়া হয়েছে ও এটি ৪০ হাজার ৮৩৭ স্কোয়ার বর্গকিলোমিটার জুড়ে তৈরি করা হয়েছে। আর এটি তৈরি করতে খরচ হয়েছে ৭০৭.৭৩ কোটি টাকা। জানা গিয়েছে, এই টার্মিনাল বিল্ডিংটি বার্ষিক ৪০ লক্ষ যাত্রীদের পরিষেবা দিতে পারবে। আর এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, দিনের ১২ ঘণ্টা সরাসরি আলো প্রবেশ করতে পারে এই বিল্ডিং-এ।

এদিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে টার্মিনাল উদ্বোধন করে বলেন, 'এখন পর্যন্ত এই বিল্ডিং-এ প্রতিদিন ৪ হাজার পর্যটক থাকতে পারতেন, এবার থেকে এই সংখ্যা বেড়ে ১১ হাজার হয়েছে।' এছাড়াও তিনি এই মডেল-এর কথা এনে 'সবকা সাথ সবকা বিকাশ'-এর প্রসঙ্গ তুলে ধরেছেন।

10 months ago


Gold: ফের অন্তর্বাসের মধ্যে লুকিয়ে সোনার পেস্ট পাচারের ছক বানচাল, বিমানবন্দরে আটক ব্যক্তি

ফের অন্তর্বাসের মধ্যে লুকিয়ে সোনার পেস্ট (Gold Paste) পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad) রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Airport)। সূত্রের খবর, ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে ফিরছিলেন। উদ্ধার হওয়া সোনার পেস্টের বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

জানা গিয়েছে, ৩৩১ গ্রাম সোনার পেস্ট বাজেয়াপ্ত করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা। পাশাপাশি আটকও করেছেন ওই যাত্রীকে। সোনা পাচারের জন্য ওই পেস্ট একটি অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। বিমানবন্দরে তল্লাশি চালাতে গিয়ে ঘটনাটি প্রকাশ্যে আসে।

উল্লেখ্য, এর আগেও বহুবার সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ার মতো ঘটনা ঘটেছে। অন্তর্বাসের মধ্যে সোনার পেস্ট লুকিয়ে পাচারের ছকও বানচাল করেছিল। নিরাপত্তা নিয়ে এত কড়াকড়ি হওয়া সত্ত্বেও বারবার কেন এমন ধরনের ঘটনা ঘটছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

10 months ago
Hijacking: 'হাইজ্যাকিং' নিয়ে ফোনে আলোচনা বিমানযাত্রীর! বিমানবন্দরেই গ্রেফতার করল পুলিস

ফের বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড! 'হাইজ্য়াকিং' নিয়ে কথা বলতে গিয়েই গ্রেফতার হতে হল দিল্লিগামী এক যাত্রীকে। বৃহস্পতিবার রাতের এই ঘটনাটি মুম্বই বিমানবন্দরের।

জানা গিয়েছে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক বিমানযাত্রীকে ফোনে কারোর সঙ্গে 'হাইজ্যাকিং' নিয়ে কথা বলতে শুনতে পান এক বিমান কর্মী। সূত্রের খবর, ভিস্তারা সংস্থার বিমানে মুম্বই থেকে দিল্লি যাওয়ার টিকিট ছিল সেই যাত্রীর। কিন্তু তার আগেই এমন এক কাণ্ড ঘটিয়ে বসেন তিনি যে, তাঁকে গ্রেফতার করে পুলিস। আর এই কথা এক বিমান কর্মীর কানে যেতেই তিনি তড়িঘড়ি এই বিষয় কর্তৃপক্ষকে জানিয়ে দেন। এরপর অবিলম্বে পুলিস এসে গ্রেফতার করে তাঁকে।

পুলিস সূত্রে খবর, একাধিক এফআইআর দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত যাত্রীর মানসিক পরিস্থিতি ঠিক নেই। ২০২১ সাল থেকে তাঁর মানসিক রোগের চিকিৎসা করা হচ্ছে।

গত কয়েক মাস ধরেই বিমানে নয়তো বিমানবন্দরে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কিছুদিব আগেই খবরে এসেছিল যে, এক মহিলার ব্যাগের ভিতরে বোমা রয়েছে। এরপর তাকেও গ্রেফতার করা হয়েছিল। তবে ব্যাগে কোনও বোমাই পাওয়া যায়নি। আর এবারে হাইজ্যাকিং নিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে মুম্বই বিমানবন্দরে।

11 months ago
Plane: রানওয়েতে পাশাপাশি দুটি বিমান! ক্ষতিগ্রস্ত হয় একটি বিমানের অংশ

বিমানবন্দরের (Airport) রানওয়েতে দু’টি বিমানের (Plane) ধাক্কা। ক্ষতিগ্রস্ত হয় একটি বিমানের অংশ। শনিবার ঘটনাটি ঘটেছে জাপানের (Japan) টোকিওর হানেদা বিমানবন্দরে।

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ট্যাক্সিওয়েতে ছিল ব্যাঙ্ককগামী থাই ওয়ারওয়েজের বিমান। টেক অফের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। সেই সময়ই সেখানেই ছিল ইভা এয়ারওয়েজের অন্য একটি বিমান। এরফলে দু’টি বিমানের একসঙ্গে হওয়ায় ধাক্কা লাগে। 

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় থাই বিমানের ডানার অং‌শ। ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বিমানটি আর উড়তে পারেনি। ওই বিমানে ছিলেন ২৫০ জন যাত্রী এবং ১৪ জন ক্রু সদস্য। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় কোনও হতাহতের খবর জানাননি ইভা এয়ারওয়েজ কর্তৃপক্ষ। তবে কী ভাবে দু’টি বিমান রানওয়েতে পাশাপাশি চলে এলো, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

11 months ago


Mumbai: 'ব্যাগে বোমা আছে!' মুম্বই বিমানবন্দরে চিৎকার এক মহিলার, তারপর...

'ব্যাগে বোমা আছে', এই বলে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) চিৎকার এক মহিলার (Woman)। আর এই শুনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে উপস্থিত সকলের মধ্যে। ঘটনাটি ঘটেছে বুধবার। সূত্রের খবর, মুম্বই (Mumbai) থেকে কলকাতাগামী (Kolkata) এক বিমানে চড়ার আগেই এমনটা ঘটিয়েছেন এক মহিলা। যদিও তাঁর ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পাওয়া যায়নি।  তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ও তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, বুধবার মুম্বইের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে মুম্বই থেকে কলকাতাগামী বিমানে ওঠার আগে তাঁর ব্যাগ চেক ইন করা হয়। কিন্তু একটির বদলে দুটি ব্যাগ থাকায় তাঁকে অতিরিক্ত টাকা দিতে বলা হয়। সাধারণত বিমানে একটি ব্যাগ যা ১৫ কেজি ওজনের মধ্যে, সেটিই চেক ইন করার নিয়ম রয়েছে। এর বেশি হলে টাকা দিতে হয়। কিন্তু সেই মহিলা সেই টাকা দিতে না চাইলে তিনি হঠাৎ চিৎকার করে ওঠেন যে, তাঁর ব্যাগে বোমা আছে। এরপরই তাঁর ব্যাগ ভালোভাবে দেখা গেলে সন্দেহজনক কিছুই খুঁজে পাওয়া যায়নি।

এরপর সেই মহিলার বিরুদ্ধে সাহার পুলিস স্টেশন ভারতীয় দন্ডবিধির ৩৩৬ ও ৫০২ (২) ধারায় অভিযোগ দায়ের করা হয় ও তাঁকে গ্রেফতার করা হয়। যদিও পরে তাঁকে আদালতে পেশ করার পর জামিন দেওয়া হয়েছে।

11 months ago
Priyanka: প্রিয়াঙ্কার ভক্তকে ধাক্কা নিরাপত্তারক্ষীর, কিন্তু এ কী করলেন 'দেশি গার্ল'!

'দেশি গার্ল' যে এখনও বিদেশি হয়ে যাননি, তা ফের প্রমাণিত। তুতো বোন পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বাগদানের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে এসে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। কিন্তু দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) আসতেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। কোনও বলি তারকাদের দেখলেই সাধারণ মানুষ এগিয়ে আসেন ছবি তুলতে। আর এবারে চোখের সামনে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পেয়ে নিজেকে সামলাতে পারেননি এক অনুরাগী। প্রিয়াঙ্কার কাছে ফোন নিয়ে কাছে গেলেই রীতিমতো ধাক্কা দেন প্রিয়াঙ্কার নিরাপত্তারক্ষী। আর এই দেখেই ক্ষুব্ধ নেটিজেনরা। কিন্তু প্রিয়াঙ্কার ব্যবহার দেখলে মুগ্ধ হবেন আপনি।

View this post on Instagram

A post shared by @varindertchawla

শনিবার দিল্লিতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বোনের বাগদান অনুষ্ঠানের জন্য তিনি নিজের দেশে ফিরেছেন। বিমানবন্দরের সেই ভিডিও বর্তমানে সমাজমাধ্য়মে ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, প্রিয়াঙ্কাকে দেখতেই তাঁর সামনে কিছু ফ্যান চলে আসায় একজনকে ধাক্কা দেন তাঁর নিরাপত্তারক্ষী। কিন্তু প্রিয়াঙ্কা হাঁটতে হাঁটতে থেমে যান ও ধৈর্য ধরে দাঁড়িয়ে সেই ফ্যানের সঙ্গে ছবি তোলেন।

প্রিয়াঙ্কার এমন ব্যবহারে বেজায় খুশি নেটদুনিয়া। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। নেটাগরিকরা কেউ বলেছেন, 'প্রিয়াঙ্কা খুবই দয়ালু।' অনেকের মতে, তিনি এত বড় অভিনেত্রী হয়েও তাঁর মধ্যে নেই বিন্দুমাত্র অহংকার। ফলে ভিডিওর কমেন্ট বক্স ভরে গিয়েছে নেটিজেনদের ভালোবাসায়।

12 months ago