Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Ahmedabad

Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড আমেদাবাদে! ধোঁয়ায় ঢাকলো গোটা হাসপাতাল

ভয়াবহ অগ্নিকাণ্ড! হাসপাতালের (Hospital) বেসমেন্টে আগুন (Fire)। গোটা হাসপাতাল ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে আমেদাবাদের (Ahmedabad) শাহিবাগ এলাকার রাজস্থান হাসপাতালে। ঘটনার সময়ই হাসপাতালের ভিতরে থাকা রোগীদের অন্যত্র সরিয়ে দেয় হাসাপাতাল কর্তৃপক্ষ। এমনকি হাসপাতালের তরফ থেকে খবর দেওয়া হয়েছে দমকল বাহিনীকেও (fire brigade)। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ২০ থেকে ২৫ টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ অব্যাহত আছে। যদিও এই ঘটনায় হাসপাতালের ভিতরে থাকা রোগীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং গাফিলতির দিকে আঙুল তুলছেন অনেকে।

এই ঘটনায় দমকলের এক আধিকারিক জয়েশ খাদিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, 'হাসপাতালের দ্বিতীয় বেসমেন্টে আগুন লাগে। রবিবার ভোর সাড়ে ৪ টা নাগাদ হাসপাতাল থেকে একটি ফোন আসে। তারপরেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। প্রায় ২০ থেকে ২৫টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে রয়েছে। যদিও এই আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতালের বেসমেন্টে কিছু সংস্কারের কাজ চলছিল,' এমনটাই জানিয়েছেন তিনি।

9 months ago
Road Accident: আহমেদাবাদের ইসকন ব্রিজে পরপর গাড়ি দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৯

ফের ভয়াবহ জোড়া পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন ৯ জন। বুধবার গভীর রাতের ঘটনাটি ঘটেছে আহমেদাবাদে (Ahmedabad)। জানা গিয়েছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে। ফলে গাড়ির মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করতে ভিড় জমায় স্থানীয়রা ও পুলিস। কিন্তু তখনই হঠাৎ আরও একটি গাড়ি এসে দাঁড়িয়ে থাকা মানুষদের পিষে চলে যায়। ফলে এই দুই দুর্ঘটনায় মৃত্যু হয় ৯ জনের।

সূত্রের খবর, বুধবার গভীর রাতে গুজরাতের আহমেদাবাদের ইসকন ব্রিজের উপর একটি 'থর' গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও পাশের ডাম্পারে গিয়ে সজোরে ধাক্কা মারে। এরপরই সেখানে ছুটে আসে স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিসও। সেই দুর্ঘটনায় আহতদের উদ্ধারের কাজ চলছিলই, কিন্তু সেই মুহূর্তেই একটি বিলাসবহুল গাড়ি 'জ্যাগুয়ার' এসে কয়েকজনকে পিষে দিয়ে চলে যায়। এরপরই গোটা এলাকা আর্তনাদে ভরে যায়। জানা যায়, সেই বিলাসবহুল গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬০ কিমি ছিল।

এই দুর্ঘটনায় একজন পুলিস কনস্টেবল সহ ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কয়েকজন। তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল এই দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেন। এরপর নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

10 months ago
Gujarat: বিরল ঘটনা, মহিলাদের অন্তর্বাস চুরি নিয়ে রণক্ষেত্র আহমেদাবাদ

সোনা-গয়না-গাড়ি-টাকা এসব চুরির কথা সবাই শুনেছেন। তবে কখনও শুনেছেন কি অন্তর্বাস চুরির (lingerie theft) কথা? এমনটা হয়তো আপনি শোনেননি, তবে এবারে এমনটাই হয়েছে গুজরাটের (Gujarat) আহমেদাবাদের (Ahmedabad) একটি গ্রামের। অভিযোগ, গত আট মাস ধরে চুরি হচ্ছে মহিলাদের অন্তর্বাস। কে চুরি করছে দেখতে এক মহিলা তাঁর বাড়িতে গোপনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন। তাতেই দেখা গেল বাইরের কেউ নয়, প্রতিবেশী এক যুবকই চুরি করছে অন্তর্বাস। আর এই নিয়েই শুরু বচসা। সেই বচসা থেকেই তা দুই গোষ্ঠীর সংঘর্ষে (Clash) পরিণত হয় ও একেবারে রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। এরপর ঘটনায় গুরুতর আহত হয় ১০ জন। দু’পক্ষের মোট ২০ জনকে গ্রেফতার করে পুলিস।

জানা গিয়েছে, আহমেদাবাদের ধানধুক তালুক নামের গ্রামে ঘটেছে এই ঘটনাটি। পুলিস সূত্রে খবর, সেই গ্রামের মহিলারা জামা-কাপড় ধুয়ে বাইরে মেলে রাখতেন। আর সেখান থেকেই উধাও হতে থাকে একের পর এক অন্তর্বাস। এমনটা আট মাস ধরে ঘটতে থাকলে এক মহিলা তাঁর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নেন। এরপরই দেখতে পান, তাঁর প্রতিবেশী এক ৩১ বছরের যুবক এই কাণ্ড ঘটায়। এরপর তাকে অন্তর্বাস চুরির বিষয়টি নিয়ে বলতে গেলে এক মহিলাকে হেনস্থা করে বলেও অভিযোগ ওঠে।

এরপর মহিলার পরিবার এই ব্যাপারে জানলে তাঁরা লাঠি, রড নিয়ে হামলা করতে যায় যুবককে। অপর গোষ্ঠী যুবকের পাশে দাঁড়ায়। আর এইভাবেই শুরু হয় তুমুল মারমারি। এরপর ঘটনাস্থলে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আহত হন প্রায় ১০ জন। এছাড়াও দুই পক্ষের মোট ২০ জনকে গ্রেফতার করে পুলিস। এফআইআর দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

10 months ago


Cricket: চতুর্থ টেস্ট ড্র করেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, নেপথ্যে বৃষ্টি

প্রসূন গুপ্ত: আহমেদাবাদ টেস্ট ড্র, এই ভবিষ্যৎবাণী এই মুহূর্তে ছোট বাচ্চাও করে দিতে পারবে। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ টেস্ট অমীমাংসিত শেষ করেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। নেপথ্যে বরুণ দেবের কৃপাদৃষ্টি। বিশ্বের এক গোলার্ধে রোদের তেজ যখন শরীরে নেওয়া দায়, তখন অপর গোলার্ধে প্রবল বৃষ্টি। কথা হচ্ছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ টেস্টের। এই টেস্টে কিউইদের বাগে পেয়েও ম্যাচ পকেটে পুড়তে পারেনি শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে প্রায় ৪ ঘণ্টা খেলা বন্ধ থাকায় অ্যাডভান্টেজ পায় কিউইরা। আর সেই অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজদের পরাস্ত করেন কেন উইলিয়ামসনরা।

আর শ্রীলঙ্কার কপাল পুড়লেও শিকে ছিঁড়ল ভারতের। আহমেদাবাদ টেস্ট শুরুর আগে ভবিষ্যৎবাণী ছিল জেতা অবশ্যম্ভাবী ভারতীয় দলের। কারণ জিতলেই জুন মাসে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে লন্ডনে উড়ে যাবেন রোহিত, বিরাট, শুভমন গিলরা।

ইতিমধ্যে পয়েন্টের নিরিখে অস্ট্রেলিয়া ফাইনালে চলে গিয়েছে। দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে দৌড়ে ছিল শ্রীলঙ্কা অথবা ভারত। ইন্ডিয়া এই টেস্ট জিতলেই সরাসরি ফাইনালে চলে যেত। হারলে সমস্যা ছিল নিশ্চিত, কিন্তু ড্র করলে তাকিয়ে থাকতে হতো নিউজিল্যান্ডের দিকে। সেই তিন নম্বর সম্ভাবনাই সত্যি করে লন্ডনের বিমানের টিকিট পাকা রাহুল দ্রাবিড়ের দলের।

এবার প্রশ্ন হলো এই গাভাসকার-বর্ডার টেস্ট সিরিজ থেকে প্রাপ্তি কী? প্রথমত বলতেই হয়, জেদাজেদিতে আগের তিন টেস্টে এমন উইকেটে হয়েছে যাকে ক্রিকেটের পরিভাষায় বলে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট। ঝুরঝুরে উইকেট, যেখানে আগের টেস্টগুলি তিনদিনের মধ্যে শেষ হয়েছে। ব্যাট হাতে ক্রিকেটাররা রীতিমতো নাস্তানাবুদ হয়েছে। ব্যাটিংয়ের পরিবেশ ছিল না। প্রথম দিন থেকেই দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাকের মতো স্পিনারদের বল ব্যাটারদের কাহিল করেছে।

প্রাপ্তি একমাত্র প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মার সেঞ্চুরি। কিন্তু ইন্দোর টেস্টের পিচ তৃতীয় টেস্টে বুমেরাং হয়েছে ভারতের। নির্মম ভাবে পরাজিত হতে হয়েছিল রোহিতদের। দুই দলই দল গঠন করেছিল স্পিনার নিয়ে। কে কবে শুনেছে অস্ট্রেলিয়া তিন স্পিনার নিয়ে খেলছে!

শেষ টেস্টে ওই স্ট্র্যাটেজি থেকে সরে আসে ভারত। আহমেদাবাদ টেস্টের জন্য পিচ একেবারে ব্যাটারদের উপযুক্ত করে খেলতে নামে ভারত। ব্যাটিংয়ে দুর্দান্ত ফল করে দুই দল। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার উসমান খোওয়াজা ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি-সহ অস্ট্রেলিয়ার ৪৮০ রান করে। প্রথম ইনিংস ভারতের শেষ হয় ৫৭১ রানে। ওপেনার শুভমান গিল দুর্দান্ত সেঞ্চুরি করেন, সবাইকে ছাপিয়ে ৩ বছর বাদে টেস্টে বিরাটও সেঞ্চুরি করেন। ভিকে-র অসাধারণ ১৮৬-র এক ইনিংসের উপর ভর করে খেলে ভারতের ইনিংস ৫৭১-এ শেষ হয়। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পিচে সময় কাটায় অস্ট্রেলিয়া। কিন্তু ২-১-এ সিরিজ জিতে ট্রফি যায় ভারতের ঝুলিতে।

one year ago
Test: ক্রমেই ড্রয়ের দিকে আহমেদাবাদ টেস্ট, তৃতীয় দিনে শুভমান-কোহলির দাপট

ইন্দোর টেস্টের ঘূর্ণি উইকেটের পালা চুকিয়ে আমদাবাদে ব্যাটিং সহায়ক উইকেট। ফলে যত দিন গড়াচ্ছে কমছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে ফলাফলের আশা। শনিবার এই টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংসের রান ৩ উইকেটে ২৮৯।  শতরান শুভমান গিলের, পাল্লা দিয়ে অর্ধ সেঞ্চুরি বিরাট কোহলির। এই টেস্টে দ্বিতীয় শতরান করলেন শুভমন। প্রায় ১৪ মাস পর টেস্টে অর্ধশতরান কোহলির। এদিকে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ৪৮০ রানে।

ক্রিকেট লিখিয়েরা বলছেন, ব্যাটাররা ভুল না করলে আমদাবাদের ২২ গজে তাঁদের আউট করা প্রায় অসম্ভব। ভারতীয় বোলারদের মতো অস্ট্রেলিয়ার বোলারদেরও উইকেটের জন্য সারা দিন মাথা খুঁড়তে হয়েছে। ম্যাচের তৃতীয় দিনে স্টিভ স্মিথদের প্রাপ্তি মাত্র ৩ উইকেট। অন্যদিকে ভারতের প্রাপ্তি ২৫৩ রান।  সাদা বলের ক্রিকেটে আগেই রানে ফিরেছেন ভিকে। এবার লাল বলের ক্রিকেটে রান পেলেন কিং কোহলি। দিনের শেষে তিনি অপরাজিত ৫৯ রানে। শুরুতে একটু সাবধানে খেললেও সময়ে সঙ্গে সঙ্গে সাবলীল লেগেছে ভারতের প্রাক্তন অধিনায়ককে।

এদিকে, কেএল রাহুলের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা ক্ষীণ করে নজরকারা শুভমনের শতরান। ইন্দোর টেস্টে রান পাননি এই তরুণ ক্রিকেটার। তবে আমদাবাদে খেলেছেন নিখুঁত ইনিংস। তাঁর ১২৮ রানের ইনিংসে ছিল পরিণত টেস্ট ওপেনারের ছাপ। তাঁর ২৩৫ বলের ইনিংসে রয়েছে ১২টি চার এবং ১টি ছয়।

one year ago


Sports: পিচ বিতর্কের মধ্যেই শুরু চতুর্থ টেস্ট, আহমেদাবাদে কোন পথে ভারতের ভবিষ্যৎ

প্রসূন গুপ্ত: বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু চতুর্থ তথা শেষ টেস্ট। আহমেদাবাদের এই টেস্টে ভারতকে জিততেই হবে। ইতিমধ্যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। ভারত যদি এই টেস্ট জিততে পারে তবে ১২ পয়েন্ট পেয়ে লর্ডসে যেতে পারবে। অবশ্য ড্র করলে ৪ পয়েন্ট পেয়ে একটা ক্ষীণ আশায় তাকিয়ে থাকবে নিউজিল্যান্ডের দিকে। আহমেদাবাদের প্রবল গরমে খেলা শুরু হয়েছে। অজি অধিনায়ক স্টিভ স্মিথ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত মধ্যহ্নভোজের বিরতি পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৩৩ অস্ট্রেলিয়া (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। ক্রিজে রয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথম দিনের খেলা শেষ হতে হাতে এখনও ৩৭ ওভার।

এ তো খেলার মাঠের কথা। কিন্তু খেলা শুরু হওয়ার আগে অনেক বিতর্ক হয়েছে আহমেদাবাদ টেস্টকে ঘিরে। আগের তিন টেস্ট নির্ধারিত সময়ের অনেক আগে শেষ হয়ে যাওয়ায় একাধিক প্রশ্ন তুলেছে আইসিসি। তাদের প্রশ্ন, বিশেষ করে গত ইন্দোর টেস্টকে ঘিরে। সেই টেস্ট একেবারে ব্যাটেরদের বদ্ধভূমি ছিল। ঝুরঝুরে পিচ, ব্যাট নাকি করা যায়নি প্রথম দিন থেকে। বাস্তবিক যে, যেকোনও ক্রিকেট খেলিয়ে দেশ তার নিজের মতো উইকেট তৈরি করতে পারে। কিন্তু তা বলে এই রকম ঘূর্ণি পিচ নিয়ে প্রশ্ন বিশ্ব ক্রিকেট সংস্থার।

কোচ দ্রাবিড় যদিও জানিয়েছেন, এসব পিচে ভারত অধিনায়ক রোহিত শর্মা সেঞ্চুরি-সহ ৩০০র বেশি রান করেছেন। বিরাট কোহলির রানও ২০০-র বেশি, তবে প্রশ্ন উঠছে কেন। এই বিতর্ক যদিও ঢাকা দেওয়া যেতে পারে, কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এবার তিনি রয়েছেন কমেন্ট্রি বক্সে।

শাস্ত্রী, ইন্দোর টেস্টে ভারত বিপাকে পড়ার পর ধারাভাষ্যে বলেছেন, অতিরিক্ত আত্মতুষ্টি এসে গিয়েছিল নাকি রোহিত বাহিনীর। এটাই নাকি টেস্টে হারার কারণ।এই কথায়, শাস্ত্রীর পাল্টা রোহিত জানান, পরপর দুটি টেস্ট জেতার পর নিজেদের আত্মবিশ্বাস আসতেই পারে। যারা বলে (পড়ুন রবি শাস্ত্রী) আত্মতুষ্টি, তাদের কথা "জঞ্জাল", এভাবেই রোহিত শর্মা শাস্ত্রীকে ডাস্টবিনে ফেলেছেন। আপাতত খেলায় মন ভারতের। পিচ স্পিনের হলেও প্রথম থেকেই সাহায্য পাওয়া যাবে কম। সেকারণে ভারতীয় দল সেরা ফাস্ট বোলার শামিকে ফিরিয়ে এনেছে। বাংলার পেসার কিন্তু দ্রুত একটি উইকেট পেয়েছেন। এবার নজরে বাকি চার দিন।

one year ago
Bird: মাঝ আকাশে দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান, আমদাবাদে জরুরি অবতরণ

মাঝ আকাশে পাখির সঙ্গে সজোরে ধাক্কা ইন্ডিগো এয়ারলাইন্সের (Indigo Flight) এক বিমানের। জানা গিয়েছে, রবিবার দিল্লির উদ্দেশে সুরাট বিমানবন্দর (Surat International Airport) থেকে রওনা হয় এই ইন্ডিগো বিমান। উড়ানের কিছুক্ষণ পর বিমানটির সঙ্গে পাখির ধাক্কা লাগে। বিমানে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা পরীক্ষা করতে সেটিকে আমেদাবাদের বিমানবন্দরে অবতরণ করানো হয়।

রবিবার ইন্ডিগো এ-৩২০ বিমান দুর্ঘটনার সময় ক্রু সদস্য-সহ ১৫০ জন যাত্রী ছিলেন। বিমানবন্দর সূত্রে খবর, বিমানের যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে পাখির আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের দুই নম্বর ইঞ্জিন। ইঞ্জিনের ফ্যান ব্লেডগুলির কিছু জায়গায় ভেঙেও গিয়েছে। বিমান সংস্থার তরফে ফ্যান ব্লেডগুলি মেরামতের বন্দোবস্ত করা হয়েছে।

উল্লেখ্য, শনিবারও এক দিল্লিগামী বিমান কোচিন বিমানবন্দর থেকে উড়ান শুরুর কয়েক মুহূর্ত পরেই তা আবার ঘুরিয়ে ভোপাল বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমান কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখপ্রকাশ করে জানিয়েছিলেন, বিমানে এক যাত্রীর হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার জন্য দিল্লি না গিয়ে মাঝপথে ভোপাল বিমানবন্দরে ইন্ডিগো বিমানটি নামানো হয়। ভোপালে অবতরণ করানোর পর সঙ্গে সঙ্গে ওই যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

one year ago
Mother: বার্ধক্যজনিত কারণে অসুস্থ প্রধানমন্ত্রীর মা, আহমেদাবাদের হাসপাতালে হীরাবেন ভর্তি

অসুস্থ হয়ে আহমেদাবাদের হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী (PM Modi Mother)। চলতি বছরেই শতায়ু হয়েছেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর মায়ের শারীরিক অবস্থার (Hiraben Health Update) অবনতি হতেই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। এই খবর জানাজানি হতেই বুধবার সকাল থেকেই সংশ্লিষ্ট হাসপাতালে গুজরাত বিজেপি নেতারা ভিড় জমান। বয়সজনিত অসুস্থতার কারণেই তাঁকে চিকিৎসাধীন করা হয়েছে। এমনটাই হাসপাতাল সূত্রে খবর।

আমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফে বুধবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। নিজের জন্মদিনে মায়ের সঙ্গে সময় কাটানো দস্তুর প্রধানমন্ত্রী। সরকারি কর্মসূচির স্বার্থে গুজরাত গেলেই সময় পেলে মায়ের সঙ্গে দেখা করে আসেন ছেলে। গত জুন মাসে মায়ের ১০০ তম জন্মদিনেও দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এদিকে, মঙ্গলবার কর্নাটকের মাইসুরুতে সপরিবার দুর্ঘটনার কবলে পড়েন প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী। তাঁর গাড়ি ডিভাইডারের গিয়ে ধাক্কা মারে। সেই গাড়িতে প্রহ্লাদ ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী, পুত্র,পুত্রবধূ এবং নাতি।এই ঘটনার একদিন পরে অসুস্থ হয়ে পড়লেন প্রধানমন্ত্রীর মা-ও।

one year ago


Gujarat: হাসপাতালের আলমারিতে মেয়ের মৃতদেহ, বিছানার নিচে মায়ের, জোড়া মৃত্যু ঘিরে চাঞ্চল্য

হাসপাতালের মধ্যে মা ও মেয়ের রহস্য মৃত্যু। বেসরকারি হাসপাতালের একটি ঘরের আলমারির মধ্যে মেলে মেয়ের দেহ। আর ওই হাসপাতালের আরেকটি রুমে বেডের নিচে পড়ে রয়েছে মহিলার মায়ের দেহ (Dead Body)। দুর্গন্ধ বের হওয়ায় সকলের নজরে আসে ঘটনাটি। পুলিস সূত্রে খবর, নিহতদের নাম ভারতী ওয়ালা (৩০) ও তাঁর মা চম্পা। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) আহমেদাবাদের (Ahmedabad) মণিনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে।

ভারতীর ভাই জানান, সকালে দাঁতের চিকিৎসার জন্য দু'জনেই বাড়ি থেকে বেরিয়েছিলেন।  তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তাঁরা। পুলিস জানিয়েছে, আহমেদাবাদের কাগদাপীঠ থানার আওতাধীন ভূলাভাই পার্কের কাছে অবস্থিত যে হাসপাতালে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সেখানে ওই দুই মহিলার কোনও অপারেশন বা অ্যাপয়েন্টমেন্ট ছিল না। তাহলে কীভাবে এই অস্বাভাবিক ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিাস।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কাগদাপীঠ থানায় খবর দেয়। এরপর পুলিস তদন্ত শুরু করে। মহিলার দেহ উদ্ধারের পর মায়ের দেহ খোঁজ করে। হাসপাতালের অন্য একটি ঘরের খাটের নিচ থেকে পাওয়া যায় পচাগলা মায়ের দেহ। মনে করা হচ্ছে হাসপাতালে ওই দুজনকে খুন করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে হাসপাতালের মনসুখ নামে এক কর্মীকে আটক করেছে পুলিস। এছাড়াও আরও কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিসের অনুমান, অন্য কারোর মদতে মা-মেয়েকে খুন করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতী ও তাঁর মা হাসপাতালে প্রবেশের পর এক ঘণ্টার জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। পুলিস আরও জানিয়েছে, মায়ের শরীরে শ্বাসরোধের চিহ্ন রয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দলও ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। যদিও এফএসএল বলেছে যে, ওই দুই মহিলাকে কিছু দিয়ে ইনজেকশন দেওয়া হয়েছিল। পুলিসের সন্দেহ, অ্যানেস্থেশিয়ার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করে তাঁদের মারা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর  সঠিক কারণ নিশ্চিত করা যাবে।

সহকারী পুলিস কমিশনার মিলাপ প্যাটেল বলেছেন যে, তাঁরা হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তিন থেকে চারজনকে আটক করেছেন। যার মধ্যে একজন মনসুখ নামে তাঁদের পরিচিত রয়েছেন। এসিপি বলেন, "মনসুখ ভারতীর স্বামীর বন্ধু ছিলেন। ভারতী তাঁকে ভালো করেই চিনতেন।"

এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসা করাতে এসে দু'জন রোগীর অস্বাভাবিক মৃত্যু হল, অথচ হাসপাতালের কাছে কোনও খবরই নেই, এ কথা মানতে নারাজ পরিবারের সদস্যরা।

one year ago