Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

AgamkumarNigam

Sonu: চাকরি খাওয়ার প্রতিশোধ! সোনু নিগমের বাড়িতে চুরি প্রাক্তন গাড়ি চালকের

তারকাদের বাড়িতে চুরির ঘটনার যেন সিরিজ শুরু হয়েছে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত কন্যা ঐশ্বর্যর বাড়িতে চুরির ঘটনার পর এবার সোনু নিগমের (Sonu Nigam) বাড়িতেও চুরি। প্রকাশ্য দিবালোকে সোনু নিগমের বাবা, অগম কুমার নিগমের বাড়ি থেকে গায়েব (theft) ৭২ লক্ষ টাকা। একদিনে নয়, পরপর দুই দিনে গায়েব হয়েছে এই অর্থ। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনু নিগমের বাবা প্রখ্যাত গজল গায়ক অগম কুমার নিগম, বয়স ৭৬। থাকেন মুম্বইয়ের ওশিওয়ারার উইন্ডসোর গ্র্যান্ড বিল্ডিং আবাসনে। রবিবার অর্থাৎ ১৯ মার্চ, তিনি মেয়ে নিকিতার ভারসোভার বাড়িতে গিয়েছিলেন দুপুরের খাবার সারতে। সেখান থেকে বাড়ি ফিরে লকার খুলে দেখেন হিসেব মিলছে না। টাকা গুনে দেখেন ৪০ লক্ষ টাকা সেখানে নেই। অথচ লকার দেখে মনেই হচ্ছে না কেউ তাতে হাত দিয়েছে। মেয়েকে ফোন করে সঙ্গে সঙ্গে সে কথা জানান তিনি। কিন্তু এখানেই শেষ নয়।

সোমবার, ২০ মার্চ সোনুর বাড়িতে গিয়েছিলেন তাঁর বাবা। সেখান থেকে বাড়ি ফিরে দেখেন লকারে নেই ৩২ লক্ষ টাকা। কিন্তু আগের দিনের মতোই লকার অক্ষত রয়েছে। এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, অগম কুমার নিগমের প্রাক্তন গাড়ি চালক দুই দিনই একটি বড় ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ঢোকেন। সোনুর বোন নিকিতা থানায় ওই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

জানা গিয়েছে, 'রেহান' নামক ওই গাড়ি চালককে নিয়োগ করেছিলেন অগম কুমার নিগম। কিন্তু রেহানের গাড়ি চালানো সন্তোষজনক না হলে ৮ মাস পর তাঁকে বিতাড়িত করা হয়। সেই প্রতিশোধেই বাড়ির নকল চাবি দিয়ে প্রাক্তন গাড়ি চালক ওই কাজ ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন সোনুর বাবা।

one year ago