Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Afganisthan

Bangladesh: আফগানদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু টাইগারদের

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। শনিবার ধর্মশালায় ব্যাটে বলে সফল বাংলাদেশের মেহেদি হাসান। বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও হাফ সেঞ্চুরি করেন তিনি। আফগানদের ১৫৭ টার্গেট তাড়া করতে নেমে ৩৪.৪ ওভারে ম্যাচ বার করলেন শাকিব-আল-হাসানরা। ৭৩ বলে ৫৭ রান মেহেদির। ৫৯ রান করে অপরাজিত থাকেন শান্ত।

শনিবার ধর্মশালায় শাকিব এবং মেহেদি হাসানের দাপটে ১৫৬ রানে শেষ হয়ে গেল আফগানদের ইনিংস। দু জনেই তিনটি করে উইকেট নিয়েছেন। টস জিতে এদিন আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।

শুরুটা ভাল করেছিলেন নাইটদের ক্রিকেটার গুরবাজ। কিন্তু তিনি ৪৭ রানে আউট হতেই ভেঙে পড়ল আফগানদের ব্যাটিং দূর্গ। মাত্র ৩৭.২ ওভার ব্যাট করার সুযোগ পেলেন আফগান ব্যাটাররা। ৩০ রান দিয়ে তিন উইকেট শাকিবের। ২৫ রানে তিন উইকেট মেহেদির।

7 months ago
Bangladesh: ধর্মশালায় বাঘেদের বোলিং দাপটে কুপোকাত আফগানরা

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের দিনেই, ভারতের মাটিতে বিশ্বকাপে অভিযান শুরু করল বাংলাদেশ। বাংলাদেশি ফ্যানদের কাছে খুশির খবর এবার শুরু থেকেই শাকিব। ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে বাঘেদের প্রতিপক্ষ আফগানিস্তান। খেলা শুরুর পর এখনও চালকের আসনে বাংলাদেশ, বাংলাদেশ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের দুর্দান্ত বোলিং আটকের সামনে কার্যত গুটিয়ে যায় আফগান ব্যাটাররা। প্রথম বল করার সিদ্ধান্ত নিয়ে ৩ টি করে উইকেট পায় মিরাজ ও শাকিব। একটি করে উইকেট পে তাসকিন ও মুস্তাফিজুর। ২ টি উইকেট পায় শরিফুল। ৩৭ ওভারেই ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।

ওদিকে ১৫৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইতিমধ্যেই ২ উইকেট হারিয়ে 9 ওভারে 39 রান তুলেছে। হাসান রান আউট হয়ে তাড়াতাড়ি সাঝঘরে ফেরেন।এছাড়া লিটন দাস ও তাড়াতাড়ি ফেরেন ফারুকীর বলে।

সবচেয়ে বেশি ডামাডোল নিয়ে এবার বিশ্বকাপ খেলতে এসেছে বাংলাদেশ। বিশেষ করে তামিমকে দল থেকে বাদ দেওয়া ঘিরে ব্যাপক বিতর্কের মধ্যেই একদিনের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন শাকিব। এর মধ্যে ভারতে এসে অনুশীলনে চোটও পেয়েছিলেন। ম্যাচ হিমাচলে হলেও কলকাতা কিন্তু তাকিয়ে রয়েছে এই ম্যাচের দিকে। কারণ, এই প্রথম বিশ্বকাপ খেলছেন নাইটদের ক্রিকেটর গুরবাজ। আর রয়েছেন রশিদ খান।

7 months ago
Earthquake:রাতে তীব্র কম্পনে কেঁপে উঠলো রাজধানী সহ বিস্তীর্ণ এলাকা

তীব্র কম্পনে কেঁপে উঠল দিল্লি (Delhi) সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, মঙ্গলবার রাতে শক্তিশালী কম্পন (Earthquake) অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মূলত আফগানিস্তান হলেও, টানা ২ মিনিট ধরে কেঁপেছে উত্তর ভারতের একাধিক শহর। খবর অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৭। আতঙ্কে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন বহু মানুষ। রাত ১০টা নাগাদ এই ভূমিকম্পের জেরে রাজধানী-সহ বহু শহরের রাস্তায় ভিড় জমে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কম্পন অনুভূত হয়।

কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গাজিয়াবাদ, জয়পুর এবং কাশ্মীরের বেশ কিছু এলাকায়। ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান ও তার উত্তর-পশ্চিমাংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭ হতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান এবং চিনের শিনজিয়াংয়েও জোরাল ভূমিকম্প হয় বলেই খবর।

one year ago


Earthquake: আফগানিস্তানের ভূমিকম্পে কাঁপলো চিন-তাজিকিস্তান, আফটার শক আতঙ্ক

তুর্কি-সিরিয়ার পর এবার চিন-আফগানিস্তান (Afghanistan)-তাজিকিস্তান সীমান্ত। ফের ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল পামির মালভূমি ঘেরা মধ্য এশিয়ার ওই এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।  উত্তর-পূর্ব আফগানিস্তানের ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৬টা ৭ মিনিটে আফগানিস্তান এবং তাজিকিস্তানের (Tajikistan) মাটি কেঁপে ওঠে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

তুর্কি-সিরিয়ার মতো আফগানিস্তানে আফটার শক অনুভূত হয়েছে। রিখটার স্কেলে অফটার শকের কম্পনের মাত্রা ছিল ৫। মার্কিন ভূমিবিজ্ঞানীদের দাবি, এই এলাকায় আরও আফটার শক অনুভূত হতে পারে। পাশাপাশি ভূমিকম্পের জেরে এখানে প্রবল ধস নামার আশঙ্কাও রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্প কেঁপে ওঠে তুর্কি ও সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। শক্তিশালী সেই ভূমিকম্পে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দুই দেশ। ভূমিকম্পের জেরে চোখের নিমেষে ভেঙে পড়ে একের পর এক বাড়ি।

one year ago