Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Admission

Rabindra Bharati: হাসপাতালের পর এবার কলেজেও দালালরাজ! ভর্তির জন্য টাকা চাওয়ার অভিযোগ

হাসপাতালের পর এবার কলেজে ভর্তির জন্যও দালালরাজ। কলেজে ভর্তির জন্য টাকা চাওয়ার অভিযোগ নতুন নয়। পূর্বে কলেজে ভর্তির জন্য তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে টাকা চাওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। কিন্তু সম্প্রতি কলকাতা সহ বিভিন্ন এলাকায় হাসপাতালগুলিতে দালালরাজের অভিযোগ উঠেছে। এমনকি রোগী ভর্তিতে টাকা চাওয়ায় সম্প্রতি কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে ৪ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এই আবহেই রাজ্য তথা দেশের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়েই এবার ভর্তি হওয়ার জন্য ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ টিএমসিপি-র দুই নেতার বিরুদ্ধে।

অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস-এর ওডিশি নৃত্য বিভাগে প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। অভিযোগ অনন্যা সরকার নামে এক ছাত্রীর। অভিযোগের আঙুল তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা ইন্দ্রজিৎ দোলই ও অভিজিৎ দাসের দিকে। অভিযোগ, সমস্ত মন্ত্রী-বিধায়ক, এমনকি পুলিসও তাদের হাতে আছে বলেও নাকি রীতিমতো শাসানো হয় ওই ছাত্রীকে। এই অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ওই দুই তৃণমূল নেতাকে ফোন করা হলে তাঁদের ফোন পাওয়া যায়নি।

8 months ago
Khardah: পাশের ফ্ল্যাটে নগদ ৩২ লাখ! জানতেনই না পড়শিরা, বাজেয়াপ্ত পুলিস অভিযানে

বাংলায় আবার যখের ধন, এবার খড়দহে (Khardaha) এক অধ্যাপকের ফ্ল্যাটে উদ্ধার আনুমানিক ৩২ লক্ষ টাকা (Cash Recovery)। বৃহস্পতি এবং শুক্রবার মিলিয়ে মোট ১৪ ঘণ্টার তল্লাশি অভিযানে এই নগদ উদ্ধার হয়েছে। এমনটাই ব্যারাকপুর কমিশনারেট (Barrackpur) সূত্রে খবর। জানা গিয়েছে, পেশায় এক বেসরকারি কলেজের অধ্যাপক অমিতাভ দাসের বিরুদ্ধে মোটা টাকার বিরুদ্ধে পড়ুয়াদের কলেজে ভর্তি করিয়ে দেওয়ার অভিযোগ। পাশাপাশি পরীক্ষায় অনুত্তীর্ণদের মোটা টাকার বিরুদ্ধে সার্টিফিকেট বের করে দিতেন অমিতাভবাবু। এমনটাই পুলিস সূত্রে খবর। সেই অভিযোগের সূত্র ধরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটর গোয়েন্দা বিভাগ এবং খড়দহ থানা যৌথ ভাবে বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পর নাথুপাল ঘাট রোডের শিরোমণি আবাসনের একতলায় অভিযান চালায়।

রাতভর অভিযান এবং তল্লাশিতে অমিতাভ দাসের ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা। যদিও এই অভিযান সম্বন্ধে শুক্রবার সকাল পর্যন্ত অন্ধকারে ছিলেন ওই আবাসনের  অন্য আবাসিকরা। তাঁরা জানান,  স্ত্রী বর্ণালী সাধুখা এবং এক সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে গত আড়াই বছর ধরে থাকছেন অমিতাভবাবু। এর আগে কোনওদিন কোনও সন্দেহজনক কিছু চোখেও পড়েনি। বেশ সজ্জন ভাবেই থাকত এই পরিবার। ঠিক কী কারনে পুলিশ এসে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সেই বিষয়ে স্পষ্ট কোন ধারণা নেই তাদের। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কিছু লোকের আনাগোনা দেখেছি। এর বাইরে কিছুই অনুমান করতে পারিনি।

এক পড়শি জানান, অনেক রাত অবধি ওদের ঘর থেকে শব্দ আসছিল।দেওয়ালে ড্রিল মেশিন চালানোর শব্দও পাওয়া গিয়েছে। সকালে উঠে শুনি এভাবে টাকা উদ্ধার হয়েছে।


one year ago