Breaking News
Mamata: রব্বানীকে সরিয়ে সংখ্যালঘু দফতর খোদ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী      Boxing: মেরিকমের কৃতিত্ব ছুঁয়ে ভারতকে তৃতীয়বারের মত সোনা দিলেন নিখাত জারিন      DA: ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের আন্দোলনকে সমর্থন, নবান্ন থেকে বদলি ১০ কর্মী      Anubrata: 'প্রভাবশালী' বলেই জেলে থেকেও জেলা সভাপতি কেষ্ট !      Rahul: সাংসদ পদ খোয়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজ্ঞপ্তি লোকসভার      Rahul: সুরাতের আদালতে দোষী সাব্যস্ত রাহুল গান্ধী, দু'বছরের জেল সাংসদের      Mamata: ওড়িয়াতে কহন্তি, লেকিন হামারা ভুল-ভাল হো জায়েগা: মমতা      Film: কৌশিক গাঙ্গুলির পরিচালনায় অয়নের ছবিতে ঋত্বিক-সোহিনী, বিতর্কে কী প্রতিক্রিয়া?      ISL: ফাইনাল খেলার ভোরে স্বপ্ন দেখলাম মোহনবাগান জিতেই গিয়েছে: মমতা      Ayan: শান্তনু ঘনিষ্ঠ অয়নের সঙ্গে নিয়মিত যোগাযোগ বহু পুরসভার চেয়ারম্যানের, তবে কি ইডির ডাক পাবেন তাঁরাও?     

ActressSanaKhan

Sana: বিয়ে করে অভিনয়কে 'বাই-বাই', সন্তানসম্ভবা বিগ বস খ্যাত সেই সানা খান

বিনোদন জগত্ ছেড়ে সানা খান (Actress Sana Khan) বিয়ে করেন মুফতি আনাস সঈদকে। বিয়ের ঠিক তিন বছরের মধ্যে সন্তানসম্ভবা সানা খান। নিজের মাতৃত্বের (Mom to be) সেই সুখবর দিলেন খোদ সানা। এক সাক্ষাত্কারে এসে প্রথম সন্তান নিয়ে কিছু ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ ছবি দিয়ে প্রথম বলিউডে অভিনয় শুরু সানার। হিন্দি, তেলেগু, তামিল-সহ মোট পাঁচ ভাষায় কাজ করেছেন সানা। এছাড়াও বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছে সানা খানকে। ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা বাড়ছিলো অভিনেত্রী সানার। ঠিক সেই সময়ে ধর্মীয় কারণে তিনি ছেড়ে দেন অভিনয় জগৎ।

সানা ২০২০-র নভেম্বর মাসে বিয়ে করেন একজন মৌলবী, যিনি পেশায় ইসলাম ধর্মের গবেষক। বিয়ের ঠিক তিন বছরের মাথায় সন্তানসম্ভবা সানা খান। 

সানা সাক্ষাৎকারে বলেন, 'আমি চাই আমার সন্তান আলিম হয়। ইসলাম ধর্ম অনুযায়ী আলিম মানে যে বুদ্ধিমান ও জ্ঞানী। এই সময়টা একেবারেই আলাদা। একটা সুন্দর অনুভূতির অভিজ্ঞতা।'


a week ago