Breaking News
Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?      cctv: ঘুমের ব্যাঘাত হওয়ায় মারধর! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার বৃদ্ধার পরিচারিকা      Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা      Parineeti-Raghav:শনিবার সকাল ১০টা বাজতেই শুরু হল পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান      Manish: শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারি      Summon: পুর-নিয়োগ দুর্নীতিতে আরও ৩৪ পুর-কর্মীকে তলব, চাপে মদনের পুরসভা কামারহাটি      Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে      Court: আদালতে কিছুটা স্বস্তি রাজ্যের, সমবায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ে আস্থা সার্কিট বেঞ্চের      Nipah virus: নিপা আতঙ্ক এবার বাংলাতেও, বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক      Abhishek: ফের আদালতে ধাক্কা অভিষেকের, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মিলল না বাড়তি সময়     

Accident

Punjab: যুবককে ছেঁচড়ে নিয়ে গেল ট্রাক, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ, অগ্নিগর্ভ পঞ্জাব

আবারও প্রকাশ্যে এল বীভৎস এক ঘটনা। যুবককে চাকায় আটকে ছেঁচড়ে গিয়ে গেল একটি ট্রাক। প্রায় ৫০০ মিটার তাঁকে টেনে নিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। যুবকের খণ্ড দেহাংশ রাস্তার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরই পলাতক চালক। গ্রেফতারির (Arrested) দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও স্থানীয় জনতা। ঘটনাটি পঞ্জাবের (Punjab) হোশিয়ারপুরের শাহপুরে ঘটেছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সুখদেব সিং। বয়স ২১। সেখানকার এসপি মেজর সিং জানিয়েছেন, ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয় বালিবোঝাই এক ট্র্যাক্টর-ট্রেলারের। সেই ট্র্যাক্টরটিই চালাচ্ছিলেন সুখদেব। ধাক্কা লাগার পর তিনি নিজের গাড়ির টায়ারের মধ্যে আটকে যান। এরপর তাঁকে ট্র্যাক্টর সহ টেনে নিয়ে যায় ঘাতক ট্রাকটি। ছেঁচড়ে নিয়ে যাওয়ার ফলে তাঁর দেহের বিভিন্ন অংশ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এরপরই গাড়ি ফেলে রেখে পালিয়ে যান চালক।

ছেলের মৃত্যুতে স্থানীয়দের নিয়ে বিক্ষোভে নামেন বাবা যশবিন্দর সিং। বেশ কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করেন এবং চালককে শ্রীঘই গ্রেফতারের দাবি করেন। পুলিসের তরফে বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হলে ৬ ঘণ্টা পর বিক্ষোভ তুলে নেন। এরপর ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। যদিও এখনও অভিযুক্ত গ্রেফতার হয়নি।

4 weeks ago
Accident: ভয়াবহ দুর্ঘটনা! বারুইপুরে ছোট হাতি গাড়ির ধাক্কায় মৃত্যু ব্যবসায়ীর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) ক্যানিং রোডের রামনগর মোড়ে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় দ্রুতগতিতে আসা একটি ছোট হাতি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত (Death) বলে ঘোষণা করেন। ইতিমধ্যে বারুইপুর থানার পুলিস ঘাতক ছোট হাতি গাড়িটিকে আটক করেছে। পলাতক ঘাতক গাড়ির চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

পুলিস সূত্রে খবর, ব্যবসায়িক কাজ সেরে ক্যানিং-এর তালদি থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন বারুইপুর পুরাতন বাজার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলয় কুমার সাঁতরা। সেই সময় বারুইপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ছোট হাতি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

4 weeks ago
Farakka: বড়সড় দুর্ঘটনা ফরাক্কা সেতুতে! মালগাড়িতে গিয়ে সজোরে ধাক্কা লরির

ভোররাতে হুলুস্থুল কাণ্ড ফরাক্কা সেতুতে (Farakka Bridge)। নিয়ন্ত্রণ হারিয়ে মালগাড়িতে ধাক্কা ১৪ চাকার লরির। এমারজেন্সি ব্রেক কষে বড়সর দুর্ঘটনা (Accident) থেকে বাঁচালেন মালগাড়ির চালক। রেলের তরফে ডাউন রেল লাইনে রেল চলাচল কিছুক্ষণ বন্ধ রাখে। পাশাপাশি ফরাক্কা ব্রিজের উপরে তীব্র যানজটের সৃষ্টি হয়। তারপর লরিটিকে রেললাইনের ধার থেকে ক্রেনের মাধ্যমে সরিয়ে আনা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিআইএসএফ (CISF) ও পুলিসের কর্মকর্তারা।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে মালদহ থেকে ফরাক্কার রেল লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে চৌদ্দ চাকার একটি লরি সজোরে ধাক্কা মারে। এমারজেন্সি ব্রেক করে মালগাড়ি চালক ডাউন লাইনে উপর দাঁড়িয়ে যায়। মালদহ থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল মালগাড়িটি। চৌদ্দ চাকা লরিটিও মালদহ থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। সেসময় ফরাক্কার দিক থেকে মালদহের দিকে একটি ট্রাক্টর আসছিল। ১৪ চাকার লরিটি ব্যারেজের ওপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক্টরকে ধাক্কা মারে এবং তারপরেই গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের রেলিং ভেঙে দিয়ে ডাউন মাল গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে মুছরে যায় ট্রাক্টর ও লরিটি। যদিও কোন রকমে রক্ষা পেয়েছে মালগাড়িটি।

উল্লেখ্য, মালগাড়ি চালকের উপস্থিত বুদ্ধিতে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। আর এটাই সবচেয়ে স্বস্তির খবর বলে মনে করছেন রেল কর্তারা।

a month ago


Accident: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস, উত্তরকাশী দুর্ঘটনায় মৃত ৭ এবং আহত ২৭

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল একটি যাত্রী বোঝাই বাস (Bus)। ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের এবং গুরুতর জখম আরও ২৭ জন। রবিবার বিকেল ৪ টে নাগাদ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৫০ মিটার গভীর খাদে পড়েছে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি শুরু হয়েছিল উদ্ধারকাজ। আটকে থাকা সকলকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি চলছে মৃতদেহ শনাক্তকরণের কাজ। এই বাস দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছিল রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিস।

পুলিস সূত্রে খবর, গঙ্গোত্রী থেকে উত্তরকাশীর উদ্দেশ্যে গুজরাতের তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল বাসটি। মোট ৩৫ জন যাত্রী ছিল ওই বাসে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক ললিতা নেগি বলেছেন, ‘আমাদের দল উদ্ধারকাজে যোগ দিয়ে এখনও পর্যন্ত আহত ২৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।’ বর্তমানে আহত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

a month ago
Pakistan: রাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, পাকিস্তানে দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৬

মর্মান্তিক বাস  দুর্ঘটনা পাকিস্তানে (Pakistan)। চলন্ত বাসে আগুন (Fire) লেগে জীবন্ত দগ্ধ (Burned Alive) হয়ে মৃত্যু হল ১৬ জনের। নিহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। পাকিস্তানের ফয়সলাবাদে বাসে অগ্নিদগ্ধ হওয়ার এই ঘটনাটি ঘটে। রবিবার ভোরে ওই দুর্ভাগ্যজনক ঘটনায় গুরুতর জখম ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল বাসটি। বাসে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ডিজেল ড্রামবাহী এক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। আর তারপরই তাতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় দুই গাড়ির চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে আগুন নেভাতে শুরু করে। আর দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধারে তৎপর হন। বাসের জানলা ভেঙেও বের করে আনা হয় যাত্রীদের। পুলিস সূত্রে জানা গিয়েছে, আহতদের সকলেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

উল্লেখ্য, এর আগেও পাকিস্তানে একাধিক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে বহু। বারবার এমন ঘটনা ঘটায় আতঙ্কিত সাধারণ যাত্রীরাও।

a month ago


Jawan: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ সেনা জওয়ান

গাড়ি দুর্ঘটনায় (Car Accident) মৃত্যু হল ৯ সেনা জওয়ানের (Indian Army)। একাধিক সেনা জওয়ান এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাটি লাদাখের (Ladakh)। সূত্রের খবর, শনিবার লাদাখের নিয়মা জেলার কিয়ারি নামক শহরে ঘটনাটি ঘটেছে। বেস ক্যাম্পে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বলে অনুমান। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার ধারে গভীর খাদে। এর জেরে ৯ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। জানা গিয়েছে, লে থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটেছে। কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে পিছলে খাদে গিয়ে পড়ে যায় বলে সেনা সূত্রে জানা গিয়েছে। সেনার ওই গাড়িতে মোট ১০ জন জওয়ান ছিলেন। তার মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়েছে এবং এক জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি ও জওয়ানদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

a month ago
Accident: মিনি ট্রাকের ধাক্কায় মৃত্য়ু হল এক সাইকেল আরোহীর, চাঞ্চল্য এলাকায়

মিনি ট্রাকের ধাক্কায় (Accident) মৃত্যু (Death) হল এক সাইকেল আরোহীর। শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে সাগরদিঘির (Sagardighi) ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় ওই সাইকেল আরোহীকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। এই ঘটনার পর থেকেই পলাতক ওই ঘাতক ট্রাকের চালক। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস (Police)। 

স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম আল্লারেখা শেখ। শনিবার সকালে বেলসনডা এলাকা থেকে সাইকেলে করে বাজার করতে যাচ্ছিল আল্লারেখা শেখ। সেই সময়ই ধুমারপাহাড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি মিনি ট্রাক এসে তাঁর সাইকেল ধাক্কা মারে। ধাক্কার জেরে সাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যান তিনি। উল্টে যায় মিনি ট্রাকটিও। স্থানীয়দের দাবি, এই ঘটনার পরেই আহতকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি।

a month ago
Thakurpukur: আবারও পথ দুর্ঘটনার শিকার দুই স্কুল পড়ুয়া

আবারো পথ দুর্ঘটনার (Road Accident) শিকার হল একটি স্কুলের পুল কার (Pool Car)। ঘটনার জেরে গাড়িতে থাকা দুই স্কুল পড়ুয়া আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর (Thakurpukur) দাসপাড়া জেমস লং-এর কাছে। সূত্রের খবর, একটি স্কুলের পুল কার চারজন স্কুল পড়ুয়াকে নিয়ে যাচ্ছিল জোকা থেকে তারাতলার দিকে। ঠিক ঠাকুরপুকুর দাসপাড়া জেমস লং-এর কাছে গাড়ির চাকা রাস্তায় থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এই ধাক্কা খেয়েই পুল কারটি উল্টে যায়। গাড়ির কাজ ভেঙে যায় এবং গাড়িতে থাকা চারজন পড়ুয়ার মধ্যে দুজনের আঘাত লাগে।

সম্প্রতি, বেহালাতে ঘটেছিল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাবার হাত ধরে স্কুলে বেরিয়েছিলেন ক্ষুদে শিশুটি। হঠাৎ মাটি বোঝাই একটি লরি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া এবং তার বাবাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল শিশুটির। 

a month ago


Accident: জাতীয় সড়কে বাস ও স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় মৃত দুই ও জখম একাধিক

জাতীয় সড়কে যাত্রী বোঝাই একটি বাসের (Bus) সঙ্গে স্করপিও (Scorpio) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই পথ দুর্ঘটনায় স্করপিও গাড়িতে থাকা মৃত দুই এবং গুরুতর জখম পাঁচ জন যাত্রী। এমনকি বাসে থাকা কয়েকজন যাত্রীও ঘটনায় জখম হয়। রবিবার দুপুরে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া নবলা ৩৪ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। এরপর গাড়িতে থাকা আহত পাঁচজন ও বাস যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতাল এবং ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী।

স্থানীয় সৃত্রে খবর, এদিন বহরমপুর থেকে কলকাতার দিকে একটি বাস যাচ্ছিল। আর উল্টো দিক থেকে একটি স্করপিও কৃষ্ণনগরের দিকে আসছিল। ঠিক সেই সময় বাসটি অন্য রুটে চলে যাওয়ায় স্করপিও গাড়ির সঙ্গে মুখোমুখি হয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে। এরপর ঘটনাস্থলেই স্করপিও গাড়িতে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়। এখনও পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি। এবং বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

অভিযোগ, রাস্তায় যানজট বেশির থাকার কারণে বাসচালক বাসটি নিয়ে বিপরীত লেনে চলে যায়। যারফলে উল্টো দিক থেকে আসা একটি স্করপিও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় স্করপিও গাড়িটি রীতিমতো দুমড়ে মুচড়ে যায়। এই পথ ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। অন্যদিকে ক্রেনের মাধ্যমে স্করপিও গাড়ি ও ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিস।

a month ago
Accident: ভারত-‌চিন সীমান্তে পথ দুর্ঘটনায় মৃত্যু সেনা জওয়ানের, শোকের ছায়া পরিবারে

ভারত-‌চিন সীমান্তে পথ দুর্ঘটনায় মৃত্যু (Accident Death) হল এক সেনা জওয়ানের। গত ৮ অগাস্ট ডিউটিতে যাওয়ার পথে সিকিমের নাতুলাতে ঘটে এই দুর্ঘটনাটি। বৃহস্পতিবার বিকেলে ওই জওয়ানের মৃতদেহটি কাকদ্বীপের (South 24 Parganas) বাড়িতে আনা হয়। তারপর শুক্রবার সকালে গান স্যালুটের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 

সূত্রের খবর, মৃত ওই জওয়ানের নাম সমিত মাইতি (৩৫)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের রাজনগর-‌শ্রীনাথ গ্রামে। জানা গিয়েছে, গত ৮ অগাস্ট ডিউটিতে যাওয়ার পথে সিকিমের নাতুলাতে দুর্ঘটনার কবলে পড়ে একটি সেনা জিপ। তার মধ্যেই ছিলেন সমিত মাইতি। শুধুমাত্র সমিত মাইতিই নয়, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক জওয়ানের। 

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে কাকদ্বীপের বাড়িতে ফেরে সমিতের দেহ। এদিন তাঁর মরদেহটিকে গ্রামের স্কুলে আনা হয়। শিক্ষক থেকে পড়ুয়া তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। বাড়িতেও তাঁকে শ্রদ্ধাঞ্জলি দিতে অসংখ্য মানুষ উপস্থিত হয়।

a month ago


Souranil: 'ভালো থাকিস বন্ধু,' বন্ধুত্ব দিবসে সৌরনীলের কথায় ছলছল চোখ একরত্তিদের

মণি ভট্টাচার্য: কেউ বলছে আমার ভালো বন্ধু ছিল, কিংবা কারও মতে সৌরনীল 'বেস্ট ফ্রেন্ড।' অনেকেই 'বেস্ট ফ্রেন্ড' শব্দটি বলল ভাঙা গলায়, কিংবা ঠিক মত উচ্চারণই করতে পারল না। কিন্তু সৌরনীলের কথায় চোখ ছলছল হয়ে এল বড়িশা হাইস্কুলের অনেক ছাত্র ও সৌরনীলের সহপাঠীদের। আজ অর্থাৎ রবিবার বন্ধুত্ব দিবসে সৌরনীলের স্মৃতি অনেকটাই মসৃণ হয়ে রইল ওর সহপাঠীদের মধ্যে। রবিবার স্কুল বন্ধ থাকায় বন্ধুত্ব দিবস ও শ্রদ্ধার্ঘ্য শনিবারই জানিয়েছিল বড়িশা হাইস্কুল ও সৌরনীলের সহপাঠিরা। ওদিকে সৌরনীলের গৃহশিক্ষক ও পাড়ার বন্ধুরা সৌরনীলকে বন্ধুত্ব দিবসের শ্রদ্ধার্ঘ্য দিল সৌরনীলের ধোপ-ধুরস্থ একটা ছবি এঁকে।

শুক্রবার ভোরে বেহালায় বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায় ৭ বছরের শিশু সৌরনীলের। বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে সৌরনীল তাঁর আঁকার খাতাটা ভুল করেই ফেলে আসে তাঁর বন্ধু অংশুর কাছে। কিন্তু তারপর থেকে সৌরনীল স্কুল না আসায়, এবং স্কুলে এত ঝামেলা, বিক্ষোভ, কাঁদানে গ্যাস হজম করেও অংশু বুঝে উঠতে পারেনি, আসলে কি হয়েছে! ছোট্ট অংশু তারপর থেকেই তাঁর মা কে বলছে সৌরনীল কেন স্কুলে আসছে না? জবাবে তাঁর মায়ের ছোট্ট উত্তর, 'সৌরনীল ওর আঁকা খাতার একটি আকাশের তাঁরা হয়ে গেছে।' এরপরেই অংশু সৌরনীলের আঁকা আকাশের ক্যানভাসে হাত বোলায়।

শনিবার সৌরনীলের কিছু বন্ধুকে সৌরনীলের বিষয়ে জানতে চাইলে কমবেশি অনেকেরই চোখ ছলছল করে ওঠে। কারোর দাবি সৌর আমার বেস্ট ফ্রেন্ড। কিংবা কারও দাবি, 'কাকু সৌরনীলের কি হয়েছে?' ওই ছোট্ট মন হয়ত বোঝে না এই সমাজ ওদের মত একরত্তিদের আগলে রাখতে জানে না। রবিবার বন্ধুত্ব দিবস। সৌরনীলের জন্য ওর সমস্ত বন্ধুদের ক্যানভাসে যেন একটাই ছবি, 'অনেক আদরে যেখানেই থাকিস, ভালো থাকিস বন্ধু।'

2 months ago
Howrah: বেহালার পর এবার দ্বিতীয় হুগলি সেতু, লরির ধাক্কায় মৃত্য়ু হল এক যুবতীর

শুক্রবার বেহালায় আট বছরের শিশুকে পিষে দিয়েছিল লরি। এই নিয়ে দিনভর উত্তপ্ত ছিল বেহালা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge ) দুর্ঘটনা। মৃত্যু হল এক তরুণীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত রাতে। ফ্লাইওভারে ওঠার মুখেই পিছন থেকে একটি লরি এসে যুবতীর স্কুটিতে ধাক্কা মারে। তারপরেই ছিটকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত পুলিসকর্মীরা। পুলিস (Police) কর্মীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিস ঘাতক লরিটিকে আটক করলেও এখনও পলাতক লরির চালক। যদিও এই ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে পুলিসি নজরদারিতে গাফিলতির অভিযোগ করা হয়েছে। 

পুলিস সূত্রে খবর, মৃতার নাম সুনন্দা দাস (২৮)। হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা তিনি। কলকাতার ধর্মতলা এলাকার এক হোটেলের ফুড ডিপার্টমেন্টে চাকরি করতেন সুনন্দা। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার রাতে সুনন্দা আলিপুরে তাঁর এক সহকর্মীকে নামিয়ে খিদিরপুর হয়ে দ্বিতীয় হুগলি সেতুতে যাচ্ছিলেন। স্কুটিটি যখন দ্বিতীয় হুগলী সেতুতে উঠে ঠিক সেই সময়ই একটি লরি স্কুটিটিকে ধাক্কা মারে। তারপরেই রাস্তায় ছিটকে পড়েন তিনি। 

মৃতার পরিবার সূত্রে খবর, সুনন্দার ফোন থেকে তাঁর বাড়িতে দাদাকে ফোন করে দুর্ঘটনার কথা জানানো হয়। তারপরে খবর পেয়ে বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা এসএসকেএম হাসপাতালে ছুটে যান। মৃতার বাড়ির লোকজনের দাবি, একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। তাই তাঁরা চাইছেন রাস্তায় পুলিসের নজরদারি বাড়ানো হোক।

2 months ago
Behala: বেহালার ঘটনায় নিহত সৌরনীলের পরিবারের পাশে মমতা, ফোনে সমবেদনা

বেহালার ঘটনায় নিহত পড়ুয়া সৌরনীল সরকারের বাড়িতে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশেই হরিদেবপুরের বাসিন্দা সৌরনীলের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। সৌরনীলের পরিবারের লোকের সঙ্গে কথা বলার পাশাপাশি গোটা পরিবারকে সমবেদনা জানিয়েছেন মমতা।

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে  শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেহালা চৌরাস্তা। মাটি বোঝাই একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় পি জি হাসপাতালে ভর্তি রয়েছে তার বাবা। ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে থাকা একটি পুলিশ ভ্যানে আগুন লাগিয়ে দেয় তারা।

এদিকে ঘটনার পরেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে ফোন করেন তিনি। পুরো ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

2 months ago


Accident: বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক পুলিসকর্মী-সহ তিন জন, আহত একাধিক

বেপরোয়া অডি সংস্থার একটি গাড়ির ধাক্কায় এক পুলিসকর্মী-সহ তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতরভাবে জখম (Injury) প্রায় ছয়জন। শুক্রবার, রাত একটা নাগাদ খড়্গপুর (Kharagpur) ওড়িশা ট্রাঙ্ক রোডে গ্রামীণের বেনাপুর রেলগেটের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খড়্গপুর গ্রামীণ থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রামানন্দ দে (৪৫)। বাড়ি বাঁকুড়ার তালডাংড়ায়। এছাড়াও দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে অডি গাড়ির দু'জনের। একজনের নাম শেখ জাহাঙ্গীর খান (৩৫)। পেশায় তিনি ডেকোরেটর ব্যবসায়ী। তিনি খড়্গপুর শহরের পাঁচবেড়িয়ার বাসিন্দা। ঘটনায় মৃত আরও একজন ব্য়ক্তির নাম অভিষেক শ্রীবাস্তব। দুর্ঘটনার পর আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতির কারণে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেদিনীপুরে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ থাকার পরেই মৃত্য়ু হয় তার। জাহাঙ্গীর ও অভিষেকের সঙ্গী ওই গাড়ির সওয়ারি সুজিত রায়, প্রদীপ দাস ও চন্দনকুমার দাস ঘটনায় গুরুতর জখম হয়েছেন। আহত ও মৃতদের উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় ও পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতে খড়্গপুরের বেনাপুর রেলগেটের কাছে টহলরত পুলিসের ভ্যান থেকে নেমে ওড়িশা ট্রাঙ্ক রোডে দাঁড়িয়ে ছিলেন কর্তব্যরত রামানন্দ দে৷ পুলিসের গাড়িতে ছিলেন অন্যান্য পুলিসকর্মীরাও। ঠিক সেই সময় খড়্গপুর অভিমুখে থাকা একটি গাড়ি দ্রুতগতিতে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই পুলিস আধিকারিককে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ছিটকে গিয়ে পড়েন রামানন্দ। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন তিনি।

এরপর গাড়িটি রেলগেটের সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে বাঁ-দিকে থাকা একটি দোকানে ঢুকে যায়। এই ঘটনাস্থলে থাকা পুলিসকর্মীরা দ্রুত ছুটে গিয়ে পুলিস আধিকারিক রামানন্দকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তারপরে দুমড়ে-মুচড়ে যাওয়া ওই অডি গাড়ি থেকে জখমদের উদ্ধারকাজ শুরু হয়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের সহযোগিতায় গাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়। হাসাপাতালে প্রাথমিক চিকিৎসার পর রামানন্দ দে ও জাহাঙ্গীর খানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

পুলিস সূত্রে খবর, মকরামপুরের একটি ধাবায় খাওয়াদাওয়া করে ওই অডি গাড়িতে করে ফিরছিলেন জাহাঙ্গীর ও তাঁর সঙ্গীরা। পুলিসের অনুমান, মদ্য়প অবস্থায় গাড়ি চালানোর কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। আপাতত মৃতদেহগুলি খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে এই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিস প্রশাসন। 

2 months ago
Souranil: 'সোনাই দুষ্টুমি করিস না,' হাসপাতালে শুয়ে বেঘোরে বলে চলেছেন সৌরনীলের বাবা

মণি ভট্টাচার্য: 'সোনাই দুষ্টুমি করিস না,' সংজ্ঞা ফেরার পর থেকে বেঘোরে সোনাইকে কখনও শাসন করছেন, কিংবা কখনও নিজের মনেই সোনাইয়ের সঙ্গে খুনসুটি করছেন সৌরনীলের বাবা। সৌরনীলের পরিবার সূত্রে খবর, 'সোনাই' সৌরনীলের আদুরে ডাকনাম ছিল। পড়াশুনায় অবগত হলেও, মাঝেমাঝে খুনসুটি ও দুষ্টুমি দুই-য়েই পটু ছিল তাঁদের আদরের সোনাই। সৌরনীলের দুষ্টুমিগুলিতে শাসন-বারণ, আদরে ভালই কাটছিল বেহালার সরকার পরিবারের। কিন্তু এক সকালেই যেন উল্টে পাল্টে গেল সরকার পরিবারের জীবন। একদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বিছানায় নিজের স্মৃতিতে তাঁর আদরের 'সোনাই'কে খুঁজছেন সৌরনীলের বাবা সরোজ। অন্যদিকে শুক্রবার বিদ্যাসাগর হাসপাতালের শবকক্ষের বাইরে বসে, এমনকি সৌরনীলের শেষকৃত্যেও নিজের ছেলের ব্যাগ আঁকড়ে ছিলেন তাঁর মা।

শুক্রবার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বছর পাঁচেকের একরত্তি সৌরনীল সরকার। দুর্ঘটনায় গুরুতর আহত সৌরনীলের বাবা সরোজ সরকার। গুরুতর আহত অবস্থায় বড়িশা স্কুলের কিছু শিক্ষক ও স্থানীয়রাই তাঁকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়, এরপর সেখান থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, বর্তমানে এসএসকেএমের ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসারত অবস্থায় আছেন তিনি। প্রাথমিক পর্যায়ে খবর, তিনি পায়ে, কোমরে, মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, সরোজ বাবুর বা পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙেছে। আজ অর্থাৎ শনিবার তাঁর পায়ের অস্ত্রোপচার হবে বলেই সূত্রের খবর। পাশাপাশি শুক্রবার রাতেই সরোজ বাবুর সিটিস্ক্যান ও এক্স-রে করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী আপাতত তাঁর চিকিৎসা চলবে বলেই সূত্রের খবর।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও নবান্ন কর্তৃক ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন লালবাজারের কাছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজে সৌরনীলের পরিবারের সঙ্গে ফোন মাধ্যমে যোগাযোগ করেন। সৌরনীলের পরিবারকে সমবেদনা দেন বলেও সূত্রের খবর। তাছাড়া ট্রাফিক ও পুলিস কর্তৃক ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ও নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে বেহালা চৌরাস্তা এলাকাটিকে। সৌরনীলের মৃত্যুতে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে বেহালার স্থানীয়রা। পুলিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন সৌরনীলের স্কুল অর্থাৎ বড়িশা হাইস্কুল কর্তৃপক্ষও। শুক্রবারের দুর্ঘটনায় কেবল সৌরনীলের মৃত্যু হয়নি। মৃত্যু হয়েছে একটা পরিবারের জলজ্যান্ত স্বপ্নের। খালি হয়েছে একটা মায়ের কোল। কোনও গার্ডরেল, কোনও পুলিস, সর্ববৃহৎ কোনও রাষ্ট্র কি পারবে সৌরনীলকে ফিরিয়ে দিতে। পারবে তাঁর মায়ের চোখের জল মোছাতে, কিংবা তাঁর বাবার শোক পূরণ করতে। হয়ত না।  

2 months ago