Breaking News
Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের      ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

AbhishekBachchan

Aaradhya: 'ঘুমর' ছবির ক্রেডিট লাইনে জ্বলজ্বল করছে আরাধ্যার নাম! বলিউডে ডেবিউ করল বচ্চন নাতনি?

১৮ অগাস্ট, শুক্রবার মুক্তি পেল আর বালকি (R Balki) পরিচালিত ছবি 'ঘুমর' (Ghoomer)। এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও সাইয়ামি খের। আবার ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে 'বিগ বি'-কেও। কিন্তু ছবি মুক্তির পর থেকেই গুঞ্জন রটেছে, ছবির ক্রেডিট লাইনে নাকি জ্বলজ্বল করছে অভিষেক ও ঐশ্চর্যর ১১ বছরের কন্যা আরাধ্যার (Aaradhya Bachchan) নাম। ফলে সবারই মনে প্রশ্ন, 'সুহানা খান, খুশি কাপুরের মতো আরাধ্যাও কি বলিউডে ডেবিউ করল?'

এই খবর ছড়িয়ে পড়তেই পরে পরিচালক আর বালকি নিজেই পুরো ব্যাপারটা খোলসা করে বললেন। তিনি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, আসলে ছবি তৈরির সময় এক গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য এক আইডিয়া সাজেস্ট করেছিল ছোট্ট আরাধ্যা। ছবির ক্লাইমেক্সে কি করা উচিত অভিষেককে। এই নিয়ে আলোচনা চলছিল। সেসময়েই নাকি আরাধ্যা তার বাবাকে নাচ করার পরামর্শ দেয়। আর এই আইডিয়াই খুব পছন্দ হয়েছিল পরিচালকের। ফলে 'ঘুমর' ছবিতে আরাধ্যার অবদান ভোলার মতো নয়। তাই ছোট্ট আরাধ্যার কাছে কৃতজ্ঞ খোদ পরিচালক। আর এর জন্যই তার নাম ছবির ক্রেডিট লাইনে।

অন্যদিকে অভিষেক বচ্চনের ছবি 'ঘুমর' মুক্তি পরই সকলের থেকে প্রশংসা পেয়েছে। উল্লেখ্য, এক ব্যর্থ-মদ্যপ ক্রিকেটার অভিষেকের হাত ধরে কীভাবে দেশের জার্সিতে খেলবার স্বপ্নপূরণ হবে এক হাত কাটা সায়ামির, সেই গল্পই উঠে এসেছে 'ঘুমর'-এ।

2 months ago
Amitabh Bachchan: ছেলে অভিষেকের নতুন ছবি দেখে চোখের জল বাঁধ মানছে না অমিতাভর

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan), তাঁর কেরিয়ার জীবনের বেশিরভাগ সময়টুকু বাবা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) খ্যাতির ছত্রছায়াতেই রয়ে গিয়েছেন। দর্শকেরা প্রথম থেকেই যেন অভিষেকের অভিনয় যাচাই করে দেখতে চাননি। বরং বেশিরভাগ সময়েই জুনিয়ার বচ্চনের কপালে জুটেছে, 'বাবার মতো হতে পারল না' জাতীয় মন্তব্য। দর্শকদের প্রতিক্রিয়া থেকে অবশ্য মুখ ফেরেননি অভিষেক। বরং মুখ বুজে সবকিছু সহ্য করে গিয়েছেন।  

এত বছর পরে অবশ্য অভিষেক তাঁর প্রাপ্য প্রশংসা পাচ্ছেন, লুডো , দ্যা বিগ বুল, দশভীর মতো সিনেমায় অভিনয় করে। এবার তাঁর সিনেমা 'ঘুমেড়' ১৮ অগাস্ট মুক্তির অপেক্ষায়। তবে সিনেমা মুক্তি পাওয়ার আগেই ছেলের প্রশংসায় পঞ্চমুখ হলেন অমিতাভ। ইতিমধ্যেই ছেলের নতুন সিনেমা দেখে ফেলেছেন দু বার। এরপরেই নিজের আবেগের বহিঃপ্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।  

বিগ বি লিখেছেন, 'পরপর দু'বার ঘুমড় দেখলাম। আমার অনুভুতি উল্লেখ করা যায় না। এক কথায় অসাধারণ। প্রথম ফ্রেম থেকেই চোখ থেকে জল পড়ছে, বিশেষ করে যেখানে ছেলের উপস্থিতি রয়েছে। তাঁদের প্রতিটি ভাবনায়, সংলাপে, কার্যকলাপে অভিভূত হয়েছি।' অভিনেতা আরও যোগ করেছেন, 'আর বালকি জয়ী এবং বিজয়ীর মতো সবচেয়ে কঠিন বিষয় আমাদের সামনে খুব সহজভাবে রেখেছেন।' 

2 months ago
Abhishek: অভিষেক বচ্চনের আগামী ছবি 'ঘুমড়'-এর ট্রেলারে মুগ্ধ নেট দুনিয়া

বলিউড অভিনেতাদের মধ্যে এতগুলো বছর ধরে ব্রাত্য হয়ে এসেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। তাঁর দক্ষতা বরাবরই ঢাকা পড়েছে, বাবা অমিতাভ বচ্চনের আলোয় মাখা খ্যাতিতে। তবে গত কয়েক বছরে অভিনয় বুঝদার দর্শকেরা অভিষেকের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছেন। লুডো, দসভি, বিগ বুল-এর মতো সিনেমা দর্শককে গিলতে বাধ্য করেছেন অভিনেতা। সমালোচকরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। চলতি বছরেও নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন অভিনেতা।

১৮ অগাস্ট সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'ঘুমড়'। ছবির চিত্রনাট্য লেখক এবং পরিচালক আর বালকি। যিনি এর আগে জনপ্রিয়তা পেয়েছেন, চিনি কম, পা, প্যাডম্যান, কি এন্ড কা এবং চুপ সিনেমা পরিচালনা করে। এইবার তিনি সিনেমার বিষয় হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটকে। তবে ট্রেলার দেখে বোঝা গিয়েছে এই গল্প একেবারে আলাদা। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সাইয়ামি খের-কে। ছবিতে কোচের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। তিনিই যে সিনেমার কান্ডারি, তা বোঝা গিয়েছে ২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলার দেখে।

View this post on Instagram

A post shared by Hope Productions (@hopeprodn)

সিনেমায় অভিষেকের সংলাপ কানে বেজে রয়েছে নেটিজেনদের। ট্রেলারের শুরুতেই অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, 'এই জীবন লজিকের খেলা নয়। এই জীবন ম্যাজিকের খেলা।' কিংবা ট্রেলারের শেষের দিকে অভিষেককে বলতে শোনা গিয়েছে, 'একজন পরাজিত কী অনুভব করে তা আমি জানি। আমি জানতে চাই বিজয়ী কী অনুভব করেন।' ট্রেলারের এই অংশগুলি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

2 months ago


Aishwarya: আম্বানির অনুষ্ঠানে সকন্যা ঐশ্বর্য! কোথায় অভিষেক, বিচ্ছেদ ঘিরে গুঞ্জন

বলিপাড়ার এক অন্যতম জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছেন অভিষেক-ঐশ্বর্য। তাঁদের বি-টাউনের 'পাওয়ার কাপল' বললেও কিছু ভুল বলা হবে না। কিন্তু এর মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। অর্থাৎ তাঁরা নাকি একে অপরকে ডিভোর্স দিতে চলেছেন। ফলে তাঁদের ডিভোর্স নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এই ঘটনার শুরু কোথা থেকে জানেন? 

কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেখা থেকে শুরু করে শাহরুখ, আমির, সলমন, দীপিকা, প্রিয়াঙ্কা, করিনা-সহ আরও অনেকে। পুরো বলিপাড়া যেন উঠে এসেছিল সেই আম্বানিদের অনুষ্ঠানে। সেখানে আমন্ত্রিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চনও। ফলে তিনি তাঁর মেয়ে আরাধ্যাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন অনুষ্ঠানে। কিন্তু দেখা যায়নি অভিষেক বচ্চনকে। এরপর থেকেই শুরু হয়েছে যে, তাঁদের সম্পর্কের মধ্যে কিছু ভালো চলছে না। 

এর আগেও একবার ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেই সময় বিগ বি-র ছেলে অভিষেক বচ্চন নেটিজেনদের বেশ কটাক্ষ করেই ট্যুইট করেছিলেন। তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে, 'আমি চাই না যে, কোনও তৃতীয় ব্যক্তি আমাদের বলুক, আমাদের কীভাবে থাকা উচিত।' তবে এবার ডিভোর্সের গুঞ্জনে এখনও পর্যন্ত কাউকেই প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। তবে নেটিজেনদের প্রশ্ন থেকেই যাচ্ছে যে, 'পুরো বলিউড আম্বানিদের অনুষ্ঠানে উপচে পড়লেও অভিষেক বচ্চন গেলেন কোথায়?'

6 months ago
Aishwarya: আম্বানির অনুষ্ঠানে সকন্যা ঐশ্বর্য! কোথায় অভিষেক, বিচ্ছেদ ঘিরে গুঞ্জন

বলিপাড়ার এক অন্যতম জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছেন অভিষেক-ঐশ্বর্য। তাঁদের বি-টাউনের 'পাওয়ার কাপল' বললেও কিছু ভুল বলা হবে না। কিন্তু এর মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। অর্থাৎ তাঁরা নাকি একে অপরকে ডিভোর্স দিতে চলেছেন। ফলে তাঁদের ডিভোর্স নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এই ঘটনার শুরু কোথা থেকে জানেন?

কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেখা থেকে শুরু করে শাহরুখ, আমির, সলমন, দীপিকা, প্রিয়াঙ্কা, করিনা-সহ আরও অনেকে। পুরো বলিপাড়া যেন উঠে এসেছিল সেই আম্বানিদের অনুষ্ঠানে। সেখানে আমন্ত্রিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চনও। ফলে তিনি তাঁর মেয়ে আরাধ্যাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন অনুষ্ঠানে। কিন্তু দেখা যায়নি অভিষেক বচ্চনকে। এরপর থেকেই শুরু হয়েছে যে, তাঁদের সম্পর্কের মধ্যে কিছু ভালো চলছে না।

এর আগেও একবার ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেই সময় বিগ বি-র ছেলে অভিষেক বচ্চন নেটিজেনদের বেশ কটাক্ষ করেই ট্যুইট করেছিলেন। তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে, 'আমি চাই না যে, কোনও তৃতীয় ব্যক্তি আমাদের বলুক, আমাদের কীভাবে থাকা উচিত।' তবে এবার ডিভোর্সের গুঞ্জনে এখনও পর্যন্ত কাউকেই প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। তবে নেটিজেনদের প্রশ্ন থেকেই যাচ্ছে যে, 'পুরো বলিউড আম্বানিদের অনুষ্ঠানে উপচে পড়লেও অভিষেক বচ্চন গেলেন কোথায়?'

6 months ago


Mourn: বাঙালি পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, কী লিখলেন অজয়-অভিষেক

দীর্ঘকাল অসুস্থ থাকার পর শুক্রবার ভোর রাত ৩টে  নাগাদ প্রয়াত বলিউডের প্রবাদপ্রতিম পরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। তাঁর পরিচালনায় হিট হয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে আজও সমান জনপ্রিয় সঈফ আলি খান ও বিদ্যা বালন অভিনীত 'পরিণীতা' (Parineeta)। তাঁর পরিচালনায় পারদর্শিতার জন্য তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। এক ঝাঁক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন পরিচালক। আজ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলি মহল। টুইটে শোকজ্ঞাপন করলেন তারকারা। সিনেমা নির্মাতা হনসল মেহেতা (Hansal Mehta) সবার প্রথম পরিচালকের প্রয়াণের খবর টুইটে প্রকাশ করেন। তিনি লেখেন, 'প্রদীপ সরকার। দাদা শান্তিতে থাকুন।' 

অজয় দেবগন টুইটে লেখেন, প্রদীপ সরকারের প্রয়াণের খবর মেনে নেওয়া আমাদের মতো কিছুজনের জন্য কঠিন। আমার গভীর সমবেদনা  এবং প্রার্থনা রইল যে জন চলে গিয়েছে, তাঁর জন্য ও তাঁর পরিবারের জন্য। শান্তিতে থাকুন দাদা। ' 

অভিষেক বচ্চন টুইটে লিখেছেন, 'ঘুম ভেঙেই মর্মান্তিক খবর।  শান্তিতে থাকবেন দাদা। ধন্যবাদ ভালোবাসার জন্য। আপনার জীবনে আমাকে একটি ছোট্ট অংশ করার জন্য ধন্যবাদ। আপনাকে খুব মনে পড়বে।'

অভিনেতা মনোজ বাজপেয়ী হনসল মেহেতার পোস্ট রিটুইট করে লিখেছেন, 'উফফ, এ মেনে নেওয়া যায় না, শান্তিতে থাকুন দাদা !' 

অভিনেত্রী পত্রলেখা টুইটে লিখেছেন, 'বিদায় দাদা , আপনাকে খুব মনে পড়বে। মূল্যবান স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। ভালোবাসা  এবং সম্মান সর্বদা।' 

অভিনেতা নীল নিতিন মুকেশ লিখেছেন, 'দাদা কেন? আপনার  সজীব, শিশু সুলভ হৃদয় যা আমাকে অনেক কিছু শিখিয়েছে তাঁকে সর্বদা মনে রাখব। আপনার সৃষ্টি 'লাফাঙ্গে পরিন্দে'কে সবসময় আমার হৃদয়ের কাছের হয়ে থাকবে। পরিবারের জন্য আমার প্রার্থনা।'  

সুরকার স্বনন্দ কিরকিরে টুইটে শোক জ্ঞাপন করে লিখেছেন, 'চিত্র পরিচালক  এবং আমার প্রিয় বন্ধু প্রদীপ সরকার, পাগল মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছে আজ সকালে। শান্তিতে থাকবেন দাদা। সিনেমার শিল্পকলার প্রতি আপনার আবেগ, আপনার সিনেমায় রয়ে যাবে। সারা পৃথিবীর মাটি এক করার মানুষ, আজ স্বর্গের মাটি বাক্সবন্দী করুন।  ধন্যবাদ আমাকে এবং আমার শব্দগুলোকে ভালোবাসার জন্য।' 

প্রদীপ সরকার পরিচালিত 'পরিনীতা', 'লাগা চুনরি ম্যায় দাগ', 'মর্দানি' এবং 'হেলিকপ্টার ইলা' সমালোচকদের দ্বারাও প্রশংসিত। 'কোল্ড লস্যি এবং চিকেন মশলা', 'ফরবিডেন লাভ এন্ড এরেঞ্জ ম্যারেজ' এর মতো ওয়েবসিরিজও তিনি পরিচালনা করেছেন। তাঁর প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, স্মৃতিচারণ করেছেন, সহকর্মী অভিনেতা ও বন্ধুমহল।       

6 months ago