Breaking News
Abhishek: দুবাই যাওয়ার পথে বাধা অভিষেক পত্নী রুজিরা বন্দোপাধ্যায়কে, কারণ!      Railway: অসংক্ষরিত টিকিটের ক্ষেত্রে পরিচয় পত্রের ব্যবস্থা থাকলে মৃতের পরিবার হয়ত টাকাটা পেত!      Railway: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পরিবারের কেউ নিখোঁজ! সনাক্ত করতে বিশেষ ব্যবস্থা রেলের      Train Accident: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মৃত অন্তত ১০০      ED: মানিকের ফোন থেকেই কালীঘাটের কাকুর খোঁজ, ইডির কাছে হোয়াটসঅ্যাপ চ্যাটের তথ্য      DA: অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়      Bayron: দলবদলু বিধায়ক বায়রন বিশ্বাসকে নিয়ে এবার উল্টো সুর মমতার গলায়      Congress: 'আমি তৃণমূলেরই লোক' দল পরিবর্তন করে দাবি সাগরদীঘির বিধায়ক বায়রনের      IPL: আইপিএল ফাইনালে চেন্নাই বনাম গুজরাত, বৃষ্টি হলে কে জিতবে!      Prerona: সোশ্যাল মিডিয়ায় প্রেরণার উদ্দেশে ভাষা সন্ত্রাস 'অনুপ্রেরণার'     

AamirKhan

Aamir-Fatima: ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ে আমিরের! জোর চর্চা নেট দুনিয়ায়

অনেকদিন পর চর্চায় উঠে এলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan)। এবার জল্পনা শুরু হল অভিনেতার বিয়ে নিয়ে। সম্প্রতি বিতর্কিত অভিনেতা কামাল আর খান অর্থাৎ কেআরকে সামাজিক মাধ্যমে দাবি করেছেন, অভিনেত্রী ফাতিমা সানা শেখের (Fatima Sana Shaikh) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। এই নিয়ে নেট মাধ্যমে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি আমির বা ফাতিমা।

প্রসঙ্গত আমির খানের বিপরীতে 'দঙ্গল' ছবিতে ডেবিউ করেছিলেন ফাতিমা সানা শেখ। এরপর 'ঠগস অব হিন্দুস্তান' ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন দু'জনে। শোনা গিয়েছিল আমিরের জন্যই নাকি সেই সিনেমায় সুযোগ পেয়েছিলেন ফাতিমা। আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর, ফাতিমার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আরও ঘি পড়ে।

আমিরের একাধিক পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছে ফাতিমা সানা শেখকে। বলিউডের অন্দরেও তাঁদের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন। এদিন আরও একধাপ এগিয়ে কেআরকে নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, 'ব্রেকিং নিউজ: আমির খান তাঁর মেয়ের বয়সী ফাতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন খুব তাড়াতাড়ি। আমির এবং সানা দঙ্গলের সময় থেকে প্রেম করছে।' এই গুঞ্জন নিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন আমির-ফাতিমা।

a week ago
Aamir: নতুন করে প্রেমে পড়েছেন আমির! অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ্যে

বেশ কিছুদিন ধরেই আমির খানের (Aamir Khan) প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই দাবি করেন নতুন করে প্রেমে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু সত্যিই কি তাই, আর সেই প্রেমিকাই বা কে? গুঞ্জন রটেছে 'দঙ্গল' অভিনেত্রী ফতিমা সানা শেখের (Fatima Sana Shaikh) সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে আমিরের। 'দঙ্গল' ছবির পর থেকেই এই গুঞ্জন তো রটেছেই, এবারে তাঁদের এক ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ্যে এল। যা দেখে তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও বেগ নিয়েছে।

সম্প্রতি দুজনের পিকলবল খেলার একটি ভিডিও ঝড়ের বেগে অনলাইনে ভাইরাল হয়েছে। আর তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে সমালোচনা নতুন মোড় নিয়েছে। ইনস্টাগ্রামে এক পাপারাৎজিদের দ্বারা শেয়ার করা ভিডিওতে আমির খানকে ফতিমা সানা শেখের সঙ্গে পিকলবল খেলতে দেখা যাচ্ছে। অভিনেতাকে লাল টি-শার্টের সঙ্গে কালো ট্র্যাক প্যান্ট এবং ফতিমাকে ক্যাজুয়াল ধূসর টি-শার্ট এবং কালো হাফপ্যান্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। নেটিজেনরা ভিডিওটি দেখা মাত্রই 'লাভ বার্ডস' বলে অভিহিত করেছেন।

তবে আমির ও ফতিমা এই ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে দিতেই তাঁদের অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ এতে তাঁদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি ভক্তদের। তবে এই ভিডিও নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি আমির ও ফতিমা।

2 weeks ago
Nawazuddin: 'তাঁরা আমাকে ছবির খোঁজ দেন', বলিউডের খানদের সঙ্গে কেমন সম্পর্ক নওয়াজের?

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সুন্দর, ছিপছিপে, সিক্স প্যাক সহ বডি, ফর্সা হতেই হবে। এমন ধারণাকে ভুল প্রমাণ করে অভিনয়ের দ্বারা মানুষের মন জয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। বর্তমানে তিনি তাঁর আসন্ন ছবি 'জগিরা সারা রা রা'-এর জন্য় ব্যস্ত। তিনি একাধিক ছবিতে অভিনয় তো করেছেনই কিন্তু এমন খুব কম অভিনেতা-অভিনেত্রী আছেন, যাঁরা বলিউডের তিন তাবড় তাবড় অভিনেতা অর্থাৎ শাহরুখ, সলমন ও আমির খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। তবে সেই ভাগ্যবান অভিনেতার মধ্যে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এই তিন খানের সঙ্গে নওয়াজের কেমন সম্পর্ক, তা নিয়ে এবারে মুখ খুললেন তিনি।

নওয়াজউদ্দিন জানিয়েছেন, এই তিন খানের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর সঙ্গে তিন খানের কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে। তিনি বলেন, 'তাঁদের সঙ্গে কাজ করা ছিল এক ভালো অভিজ্ঞতা। তাঁরা যখনই কোনও তথ্য সম্পর্কিত ছবির খোঁজ পান, আমাকে তাঁরা ফোন করে জানান। তাঁরা আমাকে ও আমার কাজ জানেন। তাঁরা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। ফলে এমনটাই স্ট্রং বন্ডিং আমাদের। তাঁদের থেকে অনেক শেখার আছে।'

উল্লেখ্য, 'কিক' ও 'বজরঙি ভাইজান' ছবিতে সলমনের সঙ্গে, 'রাইস' ছবিতে শাহরুখের সঙ্গে ও 'তালাশ' ছবিতে আমিরের সঙ্গে কাজ করেছেন নওয়াজ।

4 weeks ago


Anupam: 'লাল সিং চাড্ডা দুর্দান্ত ছবি ছিল না', আমিরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অনুপমের

২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আমির খান (Aamir Khan) অভিনীত ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chadda)। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। একেবারেই ব্যবসা করতে পারেনি আমিরে খানের এই ছবি। এটা তেমনভাবে দর্শকদের নজর কাড়তে না পারলে একাধিক সমালোচনার মুখেও পড়তে হয় আমিরকে। আর এবারে এই নিয়ে মুখ খুললেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তিনি বলেন, এই ছবি একেবারেই ভালো ছবি ছিল না। তবে হঠাৎ তাঁর মুখে এমন কথা কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খের বলিউডে বয়কট ট্রেন্ড নিয়ে বলেন। তখন তিনি বলেন, 'লাল সিং চাড্ডা ছবি ভালো ছিল না। যদি এই ছবি ভালো হত, তবে কোনও শক্তি এটিকে হিট করা থেকে আটকাতে পারত না। আমিরের পিকে সত্যিই ভালো কাজ করেছে। মূল বিষয় হল আপনাকে সত্যটাকে মানতে হবে।' তিনি আরও বলেন, 'আমি বয়কট ট্রেন্ড্রের পক্ষে নয়। যদি আপনার ছবি ভালো হয়, তবে তা দেখার জন্য দর্শক আসবেই। আপনার ছবি ভালো হলে চলবে কিন্তু খারাপ হলে সেটা নিশ্চয়ই প্রভাবিত করবে কিন্তু তা ট্রেন্ডের কারণে নয়। সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। তবে সমস্ত রকমের ট্রেন্ড নষ্ট করার একটাই উপায় দুর্দান্ত ছবি তৈরি করা।'

a month ago
Aamir: প্রায় ছয় থেকে সাত বছর কথা নেই আমির জুহির, কেন জানেন?

'ক্যায়ামত সে ক্যায়ামত তক' সিনেমায় জুটি বেঁধেছিলেন আমির খান (Amir Khan) এবং জুহি চাওলা (Juhi Chawla)। এই সিনেমা দিয়েই তাঁদের বলিউডে ডেবিউ। এরপর অভিনেতা অভিনেত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আজও আমির জুহির বন্ধুত্বের কথা সকলে জানেন। কিন্তু এই রসায়নের আগে খুব খারাপ দিন দেখেছে তাঁদের সম্পর্ক। অনেকেই জানেন না, আমির এবং জুহি একে অপরের সঙ্গে প্রায় ৬ থেকে ৭ বছর কথা বলেননি। কী কারণে এমন কান্ড ঘটেছিল? আমির নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

জানা গিয়েছে, আমির খান সিনেমার সেটে সকলের সঙ্গে বেশ মজা করে থাকতেন। কিন্তু বিপর্যয় ঘটেছিল 'ইশক' ছবির সেটে। সিনেমার জন্য শ্যুটিং করছিলেন জুহি,আমির এবং অজয় দেবগন। এই দুই অভিনেতা জুহির সঙ্গে একটু বেশিই মজা করে ফেলেছিলেন। সেই ঠাট্টা একেবারেই পছন্দ করেননি জুহি। তিনি নাকি রেগে গিয়ে আমিরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। অভিমান থেকে বেশ কয়েকদিন শ্যুটিং ফ্লোরেও আসেননি জুহি। মনে মনে সামান্য অনুতপ্ত হলেও, জুহির শ্যুটিংয়ে না আসাকে আমির অপেশাদারিত্ব বলে মনে করেছিলেন। এরপর আমিরও জুহির সঙ্গে কথা বলা বন্ধ করে দেন।

আমির এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'একটি ছোট্ট ঘটনা নিয়ে প্রায় ৬-৭ বছর জুহির সঙ্গে আমার কথা বলা বন্ধ ছিল। আমি শ্যুটিং ফ্লোরেও জুহির সঙ্গে প্রয়োজনের বাইরে কথা বলতাম না। আমার স্ত্রী রিনার সঙ্গে আমার ডিভোর্সের পর জুহি আমাকে ফোন করে। সেই দিন আমার মনে হয়েছিল আমাদের বন্ধুত্ব বেঁচে রয়েছে। এরপর আবার আমরা আগের মতো কথা বলতে শুরু করি। '

2 months ago


Kangana: কঙ্গনার 'বেস্ট ফ্রেন্ড' আমির! হৃতিক প্রসঙ্গ টেনে বলিউড ক্যুইনের মন্তব্য

প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে বলিউডের 'ক্যুইন'।  এবারও তার ব্যতিক্রম কিছু হল না। ফের এমন এক মন্তব্য করে বসলেন যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি কঙ্গনা রানাউত (Kangana Ranaut) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আমির খানকে (Aamir Khan) 'বেস্ট ফ্রেন্ড' বলে সম্বোধন করেছেন। তবে কেন এমন কথা বললেন তিনি বা কীভাবে তাঁদের সম্পর্কে বিচ্ছেদ হল তা নিয়েই শুরু বিতর্ক।

'সত্যমেব জয়তে'-র এক পর্বে কঙ্গনাও গিয়েছিলেন। সেই পুরনো ভিডিওটির একটি স্টিল ছবি নিয়ে কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেন। সেই পর্বে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন ও পরিণীতি চোপড়াও। সেখানে কঙ্গনা আমিরের সঙ্গে শেয়ার করেছিলেন যে, বলিউডে একসময় ছিল যখন তিনি আইটেম গান করার জন্যে না করেছিলেন। ফলে এই পর্বের একটি ছবি নিয়ে তিনি স্টোরিতে লেখেন,'একটা সময় ছিল যখন আমির স্যার আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন, তবে এখন আর সেই দিন নেই। তবে একটা কথা বলতেই হবে, হৃতিকের সঙ্গে আমার আইনি মামলা হওয়ার আগেই আমির আমাকে অনেক কিছু শিখিয়েছেন, আমার প্রশংসা করেছেন।'

ফলে কঙ্গনার এই স্টোরি থেকেই বোঝা যাচ্ছে যে, হৃতিকের (Hrithik Roshan) সঙ্গে তাঁর আইনি লড়াই শুরু হলেই আমিরের সঙ্গে কঙ্গনার বন্ধুত্বে বিচ্ছেদ পড়ে। কারণ আমির হৃতিকেরই পক্ষ নিয়েছিলেন। তবে কঙ্গনার এমন স্টোরি দেখার পর নেটিজেনদের একাংশের মত যে, এই ঘটনায় যে কঙ্গনার কন্ঠে আক্ষেপের সুর বোঝা গিয়েছে, তা স্পষ্ট।

2 months ago
Aamir: 'লাল সিং চাড্ডা'র ব্যর্থতা নিয়ে বুমরার সঙ্গে জোক, প্রশংসা কুড়োলেন আমির

বলিউডের তিন খানের মধ্যে অন্যতম আমির খান (Aamir Khan)। বর্তমানে তাঁকে হাতে গোনা ছবিতে দেখা যায়। 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) ছবিতে তাঁকে শেষ বার দেখা গিয়েছিল। 'ফরেস্ট গাম্প' ছবিটি অবলম্বনে তৈরী হয়েছিল 'লাল সিং চাড্ডা'। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। কিন্তু এই সিনেমা দর্শকের মনে ধরেনি। আমিরের অভিনয় তেমন ছাপ ফেলতে পারেনি। জনতা জনার্দনের ভালো লাগেনি, ফলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। ব্যর্থতার কথা স্বীকার করেই এবার নেটিজেনদের থেকে প্রবল প্রশংসা কুড়োলেন আমির।

আইপিএল চলাকালীন মাঝেমাঝেই টেলিভিশন বা ওটিটির পর্দায় একটি বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সেই ভিডিওতে আমির খান বুমরাকে বলছেন, 'বল সাবধানে ফেলো। আমি বড় বড় হিট মারি'। অন্যদিকে বুমরা তাকে বলছেন, 'এত হিট মারেন স্যার? তাহলে লাল সিংয়ের কী হল?' বুমরার এই মন্তব্যের কোনও প্রতিবাদ করেননি আমির খান। বরং লাল সিংয়ের ব্যর্থতার কথা ঢোক গিলে সামলে নিয়ে আমির বলেন, 'তুমি ময়দানে দেখা করো।'

অনেক অভিনেতা নিজের ব্যর্থতা মেনে নিতে পারেন না। কিন্তু আমির খান যে সেখানেই আলাদা, তা বুঝিয়ে দিলেন এই বিজ্ঞাপনে। তাঁর এই ভিডিও দেখে আনন্দ পেয়েছে নেটিজেনরা। অনেকে লিখেছেন, 'আমির খান সত্যিই মিস্টার পারফেক্ট। না হলে লাল সিং চাড্ডার ব্যর্থতা নিয়ে মজা করতে পারতেন না।'


2 months ago
Aamir Khan: একে বক্স অফিস কালেকশনে হতাশার ছবি, এবার বড় আইনি জটে লাল সিং চাড্ডা

হলিউড ছবি ফরেস্ট গাম্পের বলিউড সংস্করণ লাল সিং চাড্ডা। মুক্তির পর থেকে এই ছবির বক্স অফিস সংগ্রহে খুব একটা মুখের হাসি চওড়া হচ্ছে না নির্মাতাদের। অনেক প্রেক্ষাগৃহে ন্যূনতম দর্শক অনুপস্থিতির কারণে বাতিল হচ্ছে শো। এই পরিস্থিতিতে এবার বড়সড় আইনি জটে পড়ল লাল সিং চাড্ডা। ভারতীয় সেনা এবইং হিন্দু আবেগকে আঘাত করার দায়ে অভিযোগ দায়ের এই ছবির বিরুদ্ধে। শুধু প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে নয়, ছবি নির্মাণে যুক্ত সকলের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে।   

ফলে স্বাধীনতার ৭৫-এ সময় একদমই ভালো যাচ্ছে না মিস্টার পারফেকশনিস্টের। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ আমির খান অভিনীত লাল ভারতীয় সেনাবাহিনীর কর্মী। তার ক্রিয়াকলাপ দেশের আইনের চোখে ‘অসঙ্গত’ বলে অভিযোগ বিনীত জিন্দাল নামে দিল্লির এক আইনজীবীর। এই দাবিতে পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীকে ‘অসম্মান’ করেছে এই ছবি। মূলত এমনটাই অভিযোগ ওই আইনজীবীর। পাশাপাশি দাঙ্গা বাঁধানোর উদ্দেশে ইন্ধন, দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা, কোনও ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো ধারায় এফএইআর দায়ের করেন তিনি।

লাল সিং চাড্ডা ছবির প্রযোজক প্যারামাউন্ট পিকচার্স, আমির, পরিচালক অদ্বৈত চন্দনের নামও উল্লেখ হয়েছে এফআইআর-এ। মামলাকারীর অভিযোগ, 'ছবি নির্মাতারা এক মানসিক প্রতিবন্ধীকে কার্গিল যুদ্ধে পাঠিয়েছেন। যেটা অবাস্তব। এই মানসিক অবস্থা নিয়ে লালকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি কী ভাবে দেওয়া হল? সে নিয়েও প্রশ্ন উঠছে। কারণ, কঠোর প্রশিক্ষণ ছাড়া কেউ সীমান্তে যেতে পারেন না। অতএব, নির্মাতারা ইচ্ছাকৃতভাবে ভারতীয় সেনাবাহিনীর বদনাম করছেন।’

এই ছবির একটি দৃশ্যে পাকিস্তানি কর্মী লাল সিং চড্ডাকে জিজ্ঞাসা করেছিল, 'আমি নামাজ পড়ি এবং প্রার্থনা করি, লাল, আপনি কেন তা করেন না?' সেখানে লালের উত্তর, 'মা বলেছেন, পুজোপাঠ ম্যালেরিয়া। এতে দাঙ্গা হয়।' আইনজীবীর বক্তব্য, এটা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মানহানিকর বিবৃতি। এতেই আরও দাঙ্গার উস্কানি দেওয়া হচ্ছে।

10 months ago