Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ARRahman

A.R.Rahman: অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ এআর রহমানের বিরুদ্ধে, কী প্রতিক্রিয়া তাঁর?

বিগত বেশ কয়েক মাসে বারবার সংবাদ মাধ্যমের পাতায় উঠে এসেছে বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় মিউজিক কম্পোজার এবং গায়ক এআর রহমানের (AR Rahman) নাম। কখনও কনসার্ট করতে গিয়ে রাতের সময়সীমা পেরিয়ে যাওয়ায় মঞ্চে উঠে তাঁর গান থামিয়েছেন পুলিস। সম্প্রতি আবার তাঁরই কনসার্টে চরম অব্যবস্থার অভিযোগ উঠেছিল। এবার তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল।

সম্প্রতি এক চিকিৎসকের দল সঙ্গীত জগতের এই তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সার্জনদের একটি অ্যাসোসিয়েশন এএসআইসিওএন, তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ ২০১৮ সালে গায়কের সঙ্গে একটি মিউজিক কনসার্টের চুক্তি হয়েছিল। একটি কনসার্ট করবেন বলে গায়ক না কি তাঁদের থেকে অগ্রিম ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তার পরিবর্তে কোনও অনুষ্ঠানে করেননি।

যদিও এই অভিযোগ শোনার পরেই পদক্ষেপ করেছেন গায়ক। পাল্টা সার্জনদের অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মানহানের অভিযোগ দায়ের করেছেন তিনি। একইসঙ্গে ভাবমূর্তি নষ্ট করার জন্য ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন।

7 months ago
AR Rahman: এআর রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা, প্রতারণার অভিযোগ শ্রোতাদের

সারা ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালকদের মধ্যে অন্যতম জনপ্রিয় এআর রহমান (AR Rahman)। শুধু সিনেমায় নয়, তাঁর গান সামনে থেকে শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকেরা। দেশের যে কোনও প্রান্তে তাঁর লাইভ অনুষ্ঠান হলে, সেখানে ছুটে যান রহমানের ভক্তরা। সম্প্রতি চেন্নাইতে আয়োজিত করা হয়েছিল তেমনই একটি লাইভ অনুষ্ঠান, 'মারাক্কুমা নিনজম'-এর। এআর রহমানের কনসার্ট শুনতে লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হয়েছিল। সেই কনসার্টেই চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ।   

বিশৃঙ্খলার দৃশ্যে মাত্র দুটি বিবরণেই বোঝা যায়। প্রথম দৃশ্য, গেটের বাইরের। রহমানের গান শোনার জন্য ২ হাজার টাকা দিয়েও টিকিট কেটেছিলেন ভক্তরা।  নির্ধারিত সময়ের আগেই কনসার্ট স্থলে পৌঁছেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু গিয়ে দেখেন অনুষ্ঠানের গেট বন্ধ হয়ে গিয়েছে। গার্ডদের বারংবার অনুরোধ করা হলেও তাঁরা কনসার্টের দরজা খোলেননি।

পরের দৃশ্য কনসার্টের ভিতরের। সেখানে শ্রোতারা প্রায় একে অপরের গায়ের উপর উঠে বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন। যে পরিমাণ শ্রোতা সেই কনসার্টে ছিলেন, সেই তুলনায় জায়গা এতটাই ছোট ছিল যে দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। সব মিলিয়ে এই ঘটনার জন্য, কনসার্টের আয়োজকদের দায়ী করছেন শ্ৰোতারা। টাকা দিয়ে টিকিট কিনে কনসার্ট দেখতে না পেয়ে, আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলছেন অনেকে। 

এই অবস্থায় মর্মাহত হয়েছেন খোদ গায়ক। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি দর্শকদের কাছে আবেদন করেছেন, যারা টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি, তাঁরা যেন টিকিটের একটি ছবি আপলোড করেন সামাজিক মাধ্যমে। এরপর এআর রহমান কি পদক্ষেপ করবেন, সেইটাই দেখার।

8 months ago
Rahman: মঞ্চে উঠে গান থামিয়েছিল পুলিস, 'রকস্টার মুহূর্ত' বললেন রহমান

দিন কয়েক আগে পুনেতে কনসার্ট ছিল এ আর রহমানের (A.R Rahman)। যথারীতি স্টেজে উঠে গান গাইতে শুরু করেছেন গায়ক। রহমান এবং সহশিল্পীদের কণ্ঠে উঠে আসছে একের পর এক জনপ্রিয় গান। কনসার্টে (Pune Concert) উপস্থিত হাজারেরও বেশি দর্শক সেই গানের আবেশে বিভোর। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে গিয়ে শেষ গানটি ধরেছেন রহমান এমন সময় মঞ্চে ওঠেন পুনে পুলিসের এক অফিসার। একেবারে আঙুল উঁচিয়ে 'সিংঘম' স্টাইলে নির্দেশ দেন গান বন্ধ করতে। এই ঘটনা ইন্টারনেটে জেনে গিয়েছে সবাই। সামাজিক মাধ্যমে নেটিজেনরা নিজেদের বক্তব্য দিয়েছেন, কিন্তু অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান কী বলছেন? সামাজিক মাধ্যমে এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া লিখলেন তিনি।

রহমান নিজের সামাজিক মাধ্যমে পুনের কনসার্টের ঝলক একটি ভিডিওর মাধ্যমে আপলোড করেছেন।  অনুষ্ঠানের শুরু থেকে শেষ সবটুকুর ঝলক ছিল ওই ভিডিওতে। যে ঘটনা নিয়ে এত আলোচনা, ক্যামেরায় রেকর্ড হওয়া সেই অংশটুকুও রয়েছে ভিডিওতে। ক্যাপশনে গায়ক লিখেছেন, 'পুনে ধন্যবাদ এরকম মনে রাখার মতো একটা বিকেল দেওয়ার জন্য। দর্শকদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। কিন্তু আমরা কী মঞ্চে রকস্টার মুহূর্তের সাক্ষী থাকলাম? আমার তো তেমনই মনে হয়।'

প্রসঙ্গত 'রকস্টার' বলিউডের একটি সিনেমা। ২০১১ সালে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছিল। সেই ছবির চিত্রনাট্য তৈরী হয়েছিল এক বিদ্রোহী গায়ককে ঘিরে। যার গানই বিপ্লব। সিনেমায় একাধিকবার দেখা গিয়েছে, ওই চরিত্রের কণ্ঠরোধ করতে উদ্যত হয়ে উঠেছিল পুলিস। ঘটনাচক্রে সিনেমাটির সঙ্গীত পরিচালক ছিলেন খোদ এ আর রহমান। সেদিনের পুনের ঘটনার সঙ্গে গায়ক মিল খুঁজে পেয়েছেন এই সিনেমার।

সেদিন পুনের কনসার্টে রহমানের গান গাওয়ার সময়সীমা ছিল রাত ১০টা পর্যন্ত। কিন্তু গান গাইতে গাইতে সময় পেরিয়ে যায়। তাই অনুষ্ঠানে উপস্থিত পুলিস কনসার্ট থামাতে বলেন। বেশি কথা না বলে, রহমান দর্শকদের এবং পুনে পুলিসকে ধন্যবাদ জানিয়ে মঞ্চ থেকে নেমে যান।

one year ago


Rahman: অনুষ্ঠানের মাঝেই এআর রহমানের গান থামাল পুলিস, অন্যায় করেছেন শিল্পী!

সংগীতশিল্পী এআর রহমানের (A.R Rahman) গানের ভক্ত অগুন্তি। তাঁর গান একবার শোনার জন্য অধীর আগ্রহে থাকেন দর্শক। অস্কারের মতো সম্মান রয়েছে রহমানের ঝুলিতে। আর সেই শিল্পীকেই অনুষ্ঠানের মাঝপথে গান থামাতে বাধ্য করল পুনে পুলিস। ৩০ এপ্রিল পুনেতে বিশাল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন রহমান। গান গাইতে মঞ্চেও উঠেছিলেন গায়ক। কিন্তু আইন ভঙ্গ করার অভিযোগে মাঝপথেই তাঁকে গান থামাতে বাধ্য করল প্রশাসন।

কী হয়েছে আসল ঘটনা? স্টেজে উঠে নিজের গানের ঝুলি থেকে একের পর এক গান গাইতে শুরু করেন এআর রহমান। গানের আবেশে ভাসতে শুরু করেছে দর্শক। সময় যে কখন পেরিয়ে গিয়েছে, সেই খবর কেউ রাখেনি। গায়কও খতিয়ে দেখেননি সময়। এমন সময় কনসার্টে উপস্থিত এক পুলিস অফিসার রহমানকে বলেন, ১০টা বেজে গিয়েছে, এরপর আর গান গাওয়ার অনুমতি নেই। গায়ক সেই সময় অনুষ্ঠানের শেষ গান গাইছিলেন। পুলিশের কথা শুনে তিনি গান গাওয়া বন্ধ করে দেন।

সংবাদ সংস্থা এএনআই সামাজিক মাধ্যমে এই খবর দেন। নেটিজেনদের কেউ পুলিসের ভূমিকার বেশ প্রশংসা করছেন। অনেকে আবার বলছেন,' সময় পেরিয়ে গেলেও শেষ গানটা গাইতে দিলে এমন কি আর হত !'

one year ago
Rahman: স্ত্রীকে হিন্দির বদলে তামিলে কথা বলার নির্দেশ রহমানের, সমালোচনায় নেট দুনিয়া

নতুন বিতর্কে নাম জড়াল অস্কারজয়ী সুরকার এ আর রহমানের (AR Rahman)। ভাষা নিয়ে এমন মন্তব্য করে বসলেন, যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। সম্প্রতি তামিল পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্ত্রী সায়রা বানুকে (Saira Banu) নিয়ে উপস্থিত হয়েছিলেন সুরকার। অনুষ্ঠানে একটি পুরস্কার জেতেন রহমান। স্ত্রীকে নিয়েই উঠেছিলেন মঞ্চে। সেখানে সুরকারকে কিছু বলতে বলা হলে তিনি বলেন, 'আমি আমার সাক্ষাৎকার বারবার দেখতে পছন্দ করি না। ওঁ আমার কণ্ঠস্বর ভালোবাসে, তাই বারবার সাক্ষাৎকারগুলি দেখে।' এই বলে স্ত্রীর দিকে মাইক এগিয়ে দেন রহমান।

রহমানের স্ত্রী সায়রা বানু মাইক নিয়ে কিছু বলার আগেই রহমান বলে ওঠেন, 'হিন্দি নয়, তামিলে বলবে।' এই শুনে খানিকটা থতমত খেয়ে যান, সুরকারের স্ত্রী। নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, 'সকলকে শুভ বিকেল। ক্ষমা চাইছি, আমি ঝরঝরে তামিলে কথা বলতে পারি না। আমাকে মাফ করবেন। ওঁ পুরস্কার পেয়েছে, আমি খুব খুশি। কারণ ওঁর কণ্ঠস্বর আমার খুব পছন্দের।

নেটিজেনরা এরপরেই এ আর রহমানের সমালোচনা শুরু করেছে। কেন স্ত্রীকে হিন্দিতে কথা বলতে আটকালেন? তা নিয়ে আলোচনা নেট মাধ্যমে। কিছুদিন আগেই বলিউড নিয়ে বিস্ফোরক হয়েছিলেন রহমান। সেই রাগ থেকেই কী হিন্দিতে অনীহা? প্রশ্ন দর্শকমনে।


one year ago


Bollywood:কঙ্গনা-প্রিয়াঙ্কার পর, বলিউডে 'দলবাজি'র অভিযোগ এ আর রহমানের

বলিউডের অন্দরে তিক্ততার সম্মুখীন হয়ে একের পর এক তারকা সরব হচ্ছেন। অভিনেত্রী কঙ্গনা রানাউত (kangana Ranaut) মুখ খুলেছিলেন আগেই। 'নেপোটিজম চলছে বলিউডে', এই অভিযোগ এনেছিলেন। এমনকি পরিচালক ও প্রযোজক করণ জোহারকে 'মুভি মাফিয়া' বলে তোপ দেগেছেন একাধিকবার। সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এক পডকাস্টে বলেন, বলিউডে তাঁকে একঘরে করে দেওয়া হয়েছিল, তাই হলিউড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার জনপ্রিয় অস্কারজয়ী সঙ্গীত পরিচালক ও গায়ক এ আর রহমানের (A R Rahman) বক্তব্যে উঠে এল বলিউডে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা।

এ আর রহমান এক রেডিও অনুষ্ঠানে বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক হয়েছিলেন। ২০২০ সালের দিকে তিনি তেমন গানের পরিচালনা করছিলেন না, রেডিও উপস্থাপক জানতে চান এর কারণ কী? উত্তরে রহমান বলেন, 'আমি ভালো ছবিতে সঙ্গীত পরিচালনায় না বলি না। কিন্তু আমার মনে হয় বলিউডে আমার বিরুদ্ধে দলবাজি চলছে এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কিছু মানুষ চাইছে আমি কাজ করি, কিন্তু কিছু মানুষ তা হতে দিচ্ছে না। '

রহমান আরও বলেন, বলিউডের এক জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর তাঁর কাছে সঙ্গীত পরিচালনার জন্য আসেন, রহমান দুই দিনে তাঁকে চারটি গানের পরিচালনা করে দেন। সেই সময় নাকি কাস্টিং ডিরেক্টর বলেন, অনেকেই তাঁকে এ আর রহমানের কাছে আসতে বারণ করেছিলেন। তখনই রহমান বুঝতে পারেন তাঁর বিরুদ্ধে মিথ্যা রটনা চলছে এবং অচিরেই বুঝতে পারেন তাঁর বিরুদ্ধে দলবাজির জন্য তিনি সিনেমায় সঙ্গীত পরিচালনার কাজ পাচ্ছেন না।


one year ago