Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ADRReport

ADR: দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানুন তাঁর সম্পদের পরিমাণ

গচ্ছিত সম্পদের (Asset) নিরিখে দেশের সবচেয়ে বিত্তশালী মুখ্যমন্ত্রী অন্ধপ্রদেশের জগনমোহন রেড্ডি (Andhra Pradesh CM)। সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। জাতীয় নির্বাচন কমিশনে দাখিল হলফনামা উল্লেখ করে এই দাবি করেছে সাম্প্রতিক অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। এই সংস্থা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এডিআর (ADR) নামে পরিচিত। এই সংস্থার দাবি, ভোটের হলফনামা অনুসারে দেশের ৩০ মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জন কোটিপতি। যে মুখ্যমন্ত্রীদের মধ্যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীও রয়েছে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির মোট ৫১০ কোটি টাকার সম্পদ রয়েছে৷

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গচ্ছিত সম্পদ প্রায় ১৫ লক্ষ টাকা। এমনটাই বলছে এডিআর রিপোর্ট। এডিআর রিপোর্ট অনুযায়ী ২৮ রাজ্যের এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী তালিকায় আছেন। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বর্তমানে মুখ্যমন্ত্রী নেই। এই রিপোর্ট বিশ্লেষণে দেখা গিয়েছে, ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জন কোটিপতি এবং প্রত্যেক মুখ্যমন্ত্রীর গড় সম্পদ ৩৩.৯৬ কোটি টাকা।

রিপোর্ট বলছে, ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা রুজু রয়েছে। যেগুলোর মধ্যে অন্যতম খুন, খুনের চেষ্টা, অপহরণ এবং অপরাধমূলক ভয় দেখানোর মতো অপরাধ। গুরুতর ফৌজদারি মামলাগুলির মধ্যে কয়েকটি আবার জামিন অযোগ্য অপরাধ, যাতে দোষী প্রমাণিত হলে পাঁচ বছরের বেশি কারাদণ্ড। এমনটাই রিপোর্টে বলা হয়েছে। জানা গিয়েছে, রিপোর্টে উল্লেখ সম্পদের দিক থেকে শীর্ষ তিন মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের জগন মোহন রেড্ডি, অরুণাচল প্রদেশের পেমা খান্ডু (যার সম্পদের পরিমাণ ১৬৩ কোটি টাকার বেশি) এবং ওড়িশার নবীন পট্টনায়েক (৬০ কোটি টাকার বেশি)।

এদিকে সবচেয়ে কম ঘোষিত সম্পদের তিনজন মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি (১৫ লাখের বেশি), কেরালার পিনারাই বিজয়ন (এক কোটি টাকার বেশি) এবং হরিয়ানার মনোহর লাল খট্টর (এক কোটি টাকার বেশি)।

প্রতিবেদনে উল্লেখ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং দিল্লির অরবিন্দ কেজরিওয়াল উভয়েরই তিন কোটি টাকার বেশি সম্পদের মালিক।

one year ago
Asset: ২০০৯-২০১৯, এক দশকে বিপুল সম্পদ বাড়িয়ে কোটিপতি সাংসদ বরুণ গান্ধী, সুপ্রিয়া সুলে আর?

দেশের ৭১ জন এমন সাংসদ (Indian MP) রয়েছেন, যাঁদের গত ১০ বছরে মোট সম্পদ বেড়েছে প্রায় ২৮৬%! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে নির্বাচনী সমীক্ষা সংস্থা এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)। ২০০৯ থেকে ২০১৯, দেশ মোট তিনটি লোকসভা (Parliament Vote) ভোট দেখেছে। আর এই তিন ভোটে অংশ নিয়ে সাংসদ নির্বাচিত হওয়া ৭১ জন দেশের এখন অন্যতম ধনপতি। সাম্প্রতিক সমীক্ষায় এই দাবি করেছে এডিআর।

জানা গিয়েছে, ক্রমান্বয়ে সম্পদবৃদ্ধির তালিকায় একদম শীর্ষে রয়েছেন বিজেপি সাংসদ আরসি জিগাজিনাগি। বর্তমানে দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিসভার সদস্য এই সাংসদ। রিপোর্টে উল্লেখ, ২০০৯ সালে তাঁর সম্পত্তির মোট মূল্য ছিল ১ কোটি ১৮ লক্ষ টাকা। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৯৪ লক্ষ। ২০১৯ সালে ৫০ কোটি ৪১ লক্ষ। শতাংশের হিসাবে এক দশকে প্রায় ৪,১৮৯ গুণ!

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কর্নাটকের বিজেপি সাংসদ পিসি মোহন। বেঙ্গালুরু (সেন্ট্রাল)-এর এই বিজেপি সাংসদের ২০০৯ সাল থেকে ২০১৯ সালের মধ্যে সম্পদ বেড়েছে প্রায় ১,৩০৬ গুণ। তাৎপর্যপূর্ণভাবে তৃতীয় স্থানে উত্তরপ্রদেশের পিলিভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধী। ২০০৯ সালে তাঁর মোট সম্পদ ছিল ৪ কোটি ৯২ লক্ষ, ৪ বছর আগে তা বেড়ে দাঁড়ায় ৬০ কোটি ৩২ লক্ষে।

এডিআর রিপোর্টে তালিকাভুক্ত শুধু বিজেপি সাংসদ নয়, প্রথম দশে রয়েছেন অকালি দলের হরসিমরত কৌর, এনসিপির সুপ্রিয়া সুলে এবং বিজেডির পিনাকি মিশ্র। শুধু সাংসদ নয় রাজ্যভিত্তিক কোটিপতি জনপ্রতিনিধিদের একটা তালিকা তৈরি করেছে এডিআর। তেলঙ্গানা, কর্নাটক এবং পুদুচেরি— এই তিন রাজ্যে যত জন মন্ত্রী আছেন, তাঁরা সবাই কোটিপতি।

one year ago