Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

9YearsofSeva

Modi: ৯ বছর পূর্তি মোদী সরকারের, টুইট করে আবেগঘন বার্তা প্রধানমন্ত্রী মোদীর

৩০ মে, মঙ্গলবার ৯ বছর পূর্ণ হল মোদী সরকারের (Modi Government)। আর নবম বর্ষপূর্তিতে সরকারের কাজের প্রশংসা শোনা গেল একাধিক মন্ত্রীদের গলায়। মঙ্গলবার সকালেই দেশবাসীর উদ্দেশে টুইট করে জানালেন, আজ কেন্দ্রে বিজেপি সরকারের ৯ বছর পূর্তি হয়েছে। তিনি জানিয়েছেন, অতীতে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে তা জনগণের ভালোর জন্যই নেওয়া হয়েছে। আগামী দিনেও জনগণের সেবায় তাঁর সরকার নিয়োজিত থাকবে বলে আবেগঘন বার্তায় আশ্বাস দিয়েছেন তিনি।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, 'আমরা আজ জাতির সেবায় ৯ বছর পূর্ণ করেছি। বিনয় ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে আমার মন। এই সরকারের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ, মানুষের জীবনকে আরও উন্নত করার জন্য নেওয়া হয়েছে। উন্নত ভারত গড়তে আমরা আরও কঠোর পরিশ্রম করে যাব।' ২০১৪ সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপর ২০১৯ সালের ৩০মে দ্বিতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হন তিনি। ফলে দেখতে দেখতে কেন্দ্রে বিজেপি সরকারের ৯ বছর পূর্ণ হয়ে গেল। ফলে তিনি তাঁর টুইটে বিজেপি সরকারের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে বিজেপির তরফে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, মোদী সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা দেশব্যাপী পৌঁছে দেওয়ার জন্য় পরিকল্পনা নেওয়া হয়েছে। আবার মোদী সরকারের প্রশংসা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, মোদী সরকারের ফলেই বিশ্বের কাছে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

11 months ago