Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

-Delhi

Park: পুরুষদের প্রবেশ নিষেধ! দেশের এই জায়গায় নারীদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ 'পিঙ্ক পার্ক'

এবাের মহিলাদের (Women) সুরক্ষার্থে ও তাঁদের জন্য কমফরটেবল জায়গা করে দিতে এক বিশেষ পদক্ষেপ নিল দিল্লি সরকার (Delhi Government)। মহিলাদের জন্য এমন কিছু পার্ক তৈরি করা হচ্ছে, যেখানে শুধুমাত্র তাঁরাই থাকবেন। অর্থাৎ এই পার্কগুলোতে পুরুষদের প্রবেশ নিষেধ। রাজধানী দিল্লিতে এমন মোট ২৫০টি পার্ক তৈরি করা হবে, যেখানে মহিলারাই শুধুমাত্র যেতে পারবেন। এই পার্কগুলোর নাম দেওয়া হয়েছে 'পিঙ্ক পার্ক' (Pink Park)। জানা গিয়েছে, এই পদক্ষেপ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে নেওয়া হয়েছে।

সূত্রের খবর, দিল্লিতে এমন পিঙ্ক পার্ক তৈরির জন্য কাজ শুরু হয়েছে। কোথায় তৈরি করা হবে এই পার্কগুলো, তার জন্য জায়গাও খোঁজা হচ্ছে। দিল্লি মিউনিসিপ্যালিটির ২৫০ টি ওয়ার্ডেই এই পার্কগুলো তৈরি করা হবে জানা গিয়েছে। দিল্লির ডেপুটি মেয়র আলে মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন। তিনিও তাঁর এই পদক্ষেপের সমর্থন করেছেন।

আরও জানা গিয়েছে, এই পিঙ্ক পার্কগুলোতে সিসিটিভি ক্যামেরা, টয়লেট, জিম থাকবে। আবার সেখানকার দেওয়ালগুলোতে গ্রাফিটিও আঁকা থাকবে। দিল্লির মাতা সুন্দরী রোডেও এরকম ধরনের একটি পার্ক আগে থেকই রয়েছে। যেখানে ১০ বছর পর্যন্ত শিশুরা প্রবেশ করতে পারে। আর এই ধাঁচেই মহিলাদের জন্যও এই বিশেষ পিঙ্ক পার্ক তৈরি করা হবে দিল্লিতে।

12 months ago
Jacqueline: ২০০ কোটি আর্থিক তছরুপ মামলায় বাড়ল জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ

২০০ কোটি টাকা তছরুপ-কাণ্ডে জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacueline Fernandez) অন্তর্বর্তী সুরক্ষা বাড়ল। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট (Delhi Court) সূত্রে শনিবার জানানো হয়েছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই সুরক্ষা থাকবে। এই সময়ের মধ্যে নতুন চার্জশিট এবং আনুষঙ্গিক নথি সবপক্ষের আইনজীবীদের কাছে পেশ করবে ইডি (ED)। গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী জামিনে (Interim Bail) ছাড়া পান জ্যাকলিন। অগস্ট মাসে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তছরূপ মামলায় নাম জড়ায় তাঁর। এরপর ইডি তলব করে তাঁকে। শুধু তা-ই নয়, তাঁর সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে জিজ্ঞাসাবাদের পর তদন্ত করছে ইডি। তার মধ্যেই ৩৭ বছর বয়সি জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর।

ইডি যখন জ্যাকলিনের বিরুদ্ধে মামলায় চার্জশিট দাখিল করে, তখন অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। ইডির তদন্ত পদ্ধতি ‘বেঠিক’ এবং ‘অন্যের মদতপুষ্ট’ বলে পাল্টা অন্তর্বর্তী জামিনের জন্য দিল্লির এক আদালতে আবেদন করেছিলেন তিনি। সেই অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয় শেষমেশ।

এদিকে, তদন্তে ইডি জানতে পেরেছে জ্যাকলিনের ‘স্বপ্নের পুরুষ’ ছিলেন সুকেশ! ২০০ কোটি টাকার তছরুপ মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা জানতে পেরেছে ‘কনম্যান’ সুকেশকে বিয়েও করতে চেয়েছিলেন বি-টাউনের এই মোহময়ী নায়িকা।

2 years ago