Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

--

Modi: নারী শক্তির বিকাশই বিজেপির বিকাশ মডেল, জয়ের পর বার্তা মোদির

নারীশক্তির বিকাশই বিজেপির বিকাশ মডেলের অন্যতম অংশ। তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে জিতে এমনই বার্তা নরেন্দ্র মোদীর। বিজেপির সদর দফতরে মোদী নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে জয়ের পর বিজেপির দায়িত্ব বাড়ল। ১০০ শতাংশ প্রতিশ্রুতি পালন করবে বিজেপি।

এই তিন রাজ্যে নির্বাচনের ফলাফলের জন্য তৃণমূল স্তরের বিজেপি কর্মীদের ধন্যবাদ দিলেন মোদী। তেলঙ্গানায় কংগ্রেসের জয় বিজেপির কাছে কাঁটার মতো বিঁধে। দলের বিজয় উৎসবে যোগ দিয়ে তা নিয়েও মুখ খুললেন নরেন্দ্র মোদী। জানালেন, তেলঙ্গানার মানুষদেরও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, বিজেপি তাঁদের উন্নয়নের কাজে যুক্ত থাকবেন।

5 months ago
Maxwell: এক পায়ে রেকর্ড ম্যাক্সির, প্রথম অসি ব্যাটার হিসেবে ওডিআইতে ডবল সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটার হিসাবে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি। তিনি প্রথম যিনি ওপেন করতে না এসে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন। কোনও একদিনের ম্যাচে রান তাড়ায় তাঁর ব্যাট থেকে গেল সর্বোচ্চ রান করার নজির। এই প্রথম কোনও একদিনের ম্যাচে রান তাড়ায় কোনও ব্যাটার ২০০ রানের মাইল ফলক তৈরি করলেন। মঙ্গলবার ওয়াংখেড়ে পরবর্তী সময়ে চুম্বকে এটাই গ্লেন ম্যাক্সওয়েল। যাঁকে বলা হচ্ছে, এক পায়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার সম্রাট।

সেই ম্যাক্সওয়েল জানান, মুম্বইয়ের প্রচন্ড গরমে প্রথমে ফিল্ডিং করে তারপর ব্যাট করা মোটেই সহজ ছিল না। তাই কাহিল হয়ে যাচ্ছিলেন। যন্ত্রণা তাঁর শরীরে থাবা বসাছিল। মাঠে শুয়ে তার থেকে নিস্তার খোঁজার চেষ্টা করছিলেন। কারণ, যে পরিস্থিতি তিনি এসেছিলেন, আর যেখান থেকে তিনি মাঠ ছাড়লেন, তা একশো আশি ডিগ্রির পার্থক্য। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, তাঁর দেখা একদিনের ক্রিকেটে এটাই সেরা ইনিংস।

১৯৮৩ সালে ট্রেন্ট ব্রিজ। নাকি ২০২৩ সালের মুম্বই। বিশ্বকাপের প্রেক্ষাপটে কোনটা সেরা। ওয়াংখেড়ে পরবর্তী সময়ে শুরু হয়ে গিয়েছে এই নিয়ে আলোচনা। কপিলের মহাকাব্য নাকি ম্যাড-ম্যাক্সের রূপকথা ? আলোচনা চলছে। তার মধ্যেই বিশ্বকাপের তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের হারে আপাতত স্বস্তির শ্বাস পাকিস্তান ও নিউজিল্যান্ড শিবিরে। আর ভারত তাল ঠুকছে চার নম্বরে কে থাকবে, তার অপেক্ষায়। 

6 months ago
Election: ভোট গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ হাইকোর্টের

পোলিং বুথের (Polling Booth) পর এবার কাউন্টিংয়েও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করার আবেদন। সুষ্ঠু ভোটের পর গণনায় কোনও অশান্তি, গণ্ডগোল, কারচুপি রুখতে বিশেষ নির্দেশ হাই কোর্টের (High Court) বিচারপতি অমৃতা সিনহার। শনিবারই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ১১ জুলাই গণনা। প্রার্থী ও কাউন্টিং এজেন্টদেরও নিরাপত্তা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়, গণনাকেন্দ্রে আধাসেনা মোতায়েন করতে হবে। মঙ্গলবারই প্রতি বুথে সমাত অনুপাতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবারই নির্বাচন কমিশনকে গোটা বিষয় দেখার কথা বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এরপরেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

10 months ago


Park: পুরুষদের প্রবেশ নিষেধ! দেশের এই জায়গায় নারীদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ 'পিঙ্ক পার্ক'

এবাের মহিলাদের (Women) সুরক্ষার্থে ও তাঁদের জন্য কমফরটেবল জায়গা করে দিতে এক বিশেষ পদক্ষেপ নিল দিল্লি সরকার (Delhi Government)। মহিলাদের জন্য এমন কিছু পার্ক তৈরি করা হচ্ছে, যেখানে শুধুমাত্র তাঁরাই থাকবেন। অর্থাৎ এই পার্কগুলোতে পুরুষদের প্রবেশ নিষেধ। রাজধানী দিল্লিতে এমন মোট ২৫০টি পার্ক তৈরি করা হবে, যেখানে মহিলারাই শুধুমাত্র যেতে পারবেন। এই পার্কগুলোর নাম দেওয়া হয়েছে 'পিঙ্ক পার্ক' (Pink Park)। জানা গিয়েছে, এই পদক্ষেপ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে নেওয়া হয়েছে।

সূত্রের খবর, দিল্লিতে এমন পিঙ্ক পার্ক তৈরির জন্য কাজ শুরু হয়েছে। কোথায় তৈরি করা হবে এই পার্কগুলো, তার জন্য জায়গাও খোঁজা হচ্ছে। দিল্লি মিউনিসিপ্যালিটির ২৫০ টি ওয়ার্ডেই এই পার্কগুলো তৈরি করা হবে জানা গিয়েছে। দিল্লির ডেপুটি মেয়র আলে মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন। তিনিও তাঁর এই পদক্ষেপের সমর্থন করেছেন।

আরও জানা গিয়েছে, এই পিঙ্ক পার্কগুলোতে সিসিটিভি ক্যামেরা, টয়লেট, জিম থাকবে। আবার সেখানকার দেওয়ালগুলোতে গ্রাফিটিও আঁকা থাকবে। দিল্লির মাতা সুন্দরী রোডেও এরকম ধরনের একটি পার্ক আগে থেকই রয়েছে। যেখানে ১০ বছর পর্যন্ত শিশুরা প্রবেশ করতে পারে। আর এই ধাঁচেই মহিলাদের জন্যও এই বিশেষ পিঙ্ক পার্ক তৈরি করা হবে দিল্লিতে।

12 months ago