২৭ এপ্রিল, ২০২৪

Weather: ঝলমলে আকাশ সঙ্গে শিরশিরানি হাওয়া, তাপমাত্রা ফের নিম্নমুখী?
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-05 09:52:21   Share:   

ডিসেম্বরের শুরু ও সপ্তাহের প্রথমদিনে আকাশ ঝলমলে। রোদের তেজ তেমন অনুভব না হলেও হালকা শিরশিরানি হাওয়া বইছে। আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে রাজ্যে জাঁকিয়ে পড়বে ঠান্ডা। তবে এখনও সেভাবে পড়েনি শীত (winter), যেমনটা আশা করেছিলেন বঙ্গবাসী। কলকাতার (Kolkata) এদিন ন্যূনতম তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতরে পূর্বাভাসে জানানো হয়েছে, ৭ ডিসেম্বর বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আপাতত এমনই আবহাওয়া বজায় থাকবে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৭ ডিসেম্বর বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রাতের তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও সম্ভাবনা নেই। সোমবার কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। 


Follow us on :