২৭ এপ্রিল, ২০২৪

Weather: তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে! জেনে নিন বাংলার জেলাগুলির পূর্বাভাস
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-20 12:05:52   Share:   

ভোরের দিকে হালকা শীতের (Winter) আমেজ। তবে বেলা বাড়তেই উধাও সেই ভাব। যদিও রোদের তেজ খুব একটা চড়া নয়। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) রবিবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে রাজ্য জুড়ে (West Bengal)। আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ৪ দিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনও হবে না। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

অন্যদিকে, কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।


Follow us on :