২৭ এপ্রিল, ২০২৪

Flag: পুরসভার গাড়ির আবর্জনা জাতীয় পতাকায় ঢাকা, স্থানীয়দের উদ্যোগে উদ্ধার
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-18 19:50:15   Share:   

দেশের জাতীয় পতাকা দিয়ে পুরসভার আবর্জনার গাড়ি বাঁধা, খবর পেয়ে পতাকা উদ্ধার করল বারাসত থানার পুলিস। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসত থানার অন্তর্গত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছোটবাজার সংলগ্ন সুরেন্দ্রনাথ কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় স্থানীয় কিছু বাসিন্দা শনিবার সকালবেলায় দেখেন রাস্তার পাশে পুরসভার একটি ভ্যাটের গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে। সেখানে এক কর্মী গাড়িতে আবর্জনা বোঝাই করছে। সেই আবর্জনা যাতে না ছড়ায় সে কারণে আবর্জনা জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখে ভ্যাটের ভ্যান চালক। সেই দৃশ্য চোখে পড়তেই বাসিন্দারা সংবাদমাধ্যমকে খবর দেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বারাসত থানার পুলিসকে খবর দিলে পুলিস গিয়ে জাতীয় পতাকা উদ্ধার করে এবং ওই ভ্যান চালককে ধমকানিও দেন।

এবিষয়ে স্থানীয় কাউন্সিলর কনিকা রায় চৌধুরী বলেন, 'ভ্যাটের ভ্যান চালক নিরক্ষর। সে বুঝতে পারেননি। যিনি আবর্জনার মধ্যে দেশের জাতীয় পতাকা ফেলেছেন তিনি ঠিক করেননি।' জাতীয় পতাকার অবমাননা ঘটনায় প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। শনিবার স্থানীয় একজন বলেন, 'আমি এই ওয়ার্ডে থাকি না, তবুও এখানে কাজে এসে জাতীয় পতাকার অবমামনা দেখে আমার খারাপ লেগেছে, তাই প্রশাসনকে জানতে বাধ্য হয়েছি।'


Follow us on :