২৬ এপ্রিল, ২০২৪

Belur math: জন্মাষ্টমীর ভোরে বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-19 16:22:39   Share:   

আসন্ন শারদীয়া। বাঙালির প্রাণের উত্সব দুর্গা পুজো(Durga puja)। করোনা আবহ(corona situation) কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছে জনজীবন। রাজ্যবাসী অপেক্ষায় শ্রেষ্ঠ শারদীয়া পুজোর। শুক্রবার জন্মাষ্টমীর ভোরে বেলুড় মঠের(Belur) দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। ভক্ত সমাগমে পুজোর প্রস্তুতি শুরু করল মঠ কর্তৃপক্ষ।

প্রথামাফিক জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো এবং মণ্ডপের খুঁটি পুজোর শুভারম্ভ হয় এই দিনটিতে। এদিন ভোরে মূল মন্দিরে মঙ্গলারতির পর মন্দিরের ভিতরে শ্রীশ্রী রামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। ফুল ধূপ বৈদিক মন্ত্রোচ্চারণে মঠের সন্ন্যাসীদের সমবেত প্রার্থনার মাধ্যমে দেবীর কাঠামো পুজো করা হয়। এটি দেবীর স্থায়ী কাঠামো(structure) । গত দুই বছর পর এবারের পুজোয় আলাদা উন্মাদনা মঠে। রীতি মেনে এই পুজোয় শামিল হন অগণিত ভক্ত। যদিও গত দুবছর করোনার কারণে ছবিটা ছিল অন্যরকম।

প্রতিবার দশমীতে গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের(emersion) পর ফের কাঠামোটিকে গঙ্গা থেকে তুলে এনে রাখা হয়। সেই কাঠামোতেই পরের বছরের দুর্গার মূর্তি তৈরি করা হয়। 



Follow us on :