২৬ এপ্রিল, ২০২৪

Bankura: বাঁকুড়ার পোড়া পাহাড়ে আদিম মানবের লম্বা গুহার সন্ধান, সকাল থেকেই উৎসাহী জনতার ভিড়
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-10 18:16:44   Share:   

সাত সকালেই বাঁকুড়ায় খোঁজ মিলল এক প্রাচীন গুহার (Ancient cave)। বাঁকুড়ার (Bankura) খাতড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সাহেববাঁধ। যেখানেই মূলত সন্ধান মেলে এই গুহার। এতদিন এলাকাবাসীদের বিষয়টি নজরে থাকলেও সেভাবে কেউ গুরুত্ব দেয়নি বলেই জানান স্থানীয়রা। প্রায় দুশো ফুট লম্বা এই গুহা।   

মূলত, সাহেববাঁধ থেকে যেতে হবে পোড়া পাহাড়, আর সেই পাহাড়েই খোঁজ মিলল এই গুহার। সেখানে আদিম মানুষের গুহা আজও অক্ষত অবস্থায় রয়েছে। এলাকাবাসীরা জানান, এই গুহা দীর্ঘদিন ধরে তাঁরা দেখছেন। এতদিন তাঁরা এই গুহার খোঁজ জানলেও বাইরের লোকজন এই গুহার খোঁজ জানত না। তাঁদের মতে, সম্ভবত আদি মানবের বসবাসের গুহা এটি। গুহার ভেতরে সাতটি কুঠুরি।


Follow us on :