১৭ মে, ২০২৪

Malaria: ডেঙ্গির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়াও, চড়ছে আতঙ্কের পারদ
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-15 19:23:34   Share:   

একদিকে যখন সবাই চিন্তিত রাজ্যে ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্ত নিয়ে, ঠিক তখনই দেদারে বৃদ্ধি পাচ্ছে অপর এক মশাবাহিত রোগ ম্যালেরিয়া (Malaria)। ডেঙ্গির দোসর ম্যালেরিয়া আক্রান্ত রোগীও ভিড় জমাচ্ছে হাসপাতালে। হাওড়া (Howrah) পুরসভার ২৯ নং ওয়ার্ডে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা যথেষ্ট বেশি। ছোট থেকে বড় সকলেই নানারকম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মশারি টাঙিয়ে রোগীদের চিকিৎসা চলছে। জ্বর নিয়ে ভর্তি হওয়া প্রত্যেক রোগীরই রক্ত পরীক্ষা করা হচ্ছে। তাতেই কারও ডেঙ্গি কারও ম্যালেরিয়া ধরা পড়ছে। আতঙ্কে রয়েছেন রোগীর পরিজন।

হাওড়া পুরসভা সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত পুরসভার ৫০টি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৫৪৮ জন। বর্তমানে হাওড়ার কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অত্যধিক বেড়েছে। পাশাপাশি ২৯ নং ওয়ার্ডে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধির কথা শিকার করলেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডঃ সুজয় চক্রবর্তী।


Follow us on :