২৬ এপ্রিল, ২০২৪

Weather: কলকাতায় বৃষ্টি! কী পূর্বাভাস আবহাওয়া দফতরের, কবে থেকে বাড়ছে গরম
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-22 13:42:48   Share:   

সকাল থেকেই মেঘমুক্ত আকাশ। বৃষ্টি (Rain) হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না শহর কলকাতায় (Kolkata)। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। পাশাপাশি বিকেলের পর থেকে কিছুটা বদলে যাবে আবহাওয়া (Weather)। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে বৃষ্টিমুক্ত শহরের পূর্বাভাস আবহাওয়া দফতরের।

হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, কয়েকদিনের এই বৃষ্টিতে খানিকের স্বস্তি মিললেও, তা ক্ষণস্থায়ী। এপ্রিলের প্রথম থেকেই জাঁকিয়ে গরম পড়ার সম্ভাবনার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। বিকেল থেকে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি এখনই দুর্যোগ থেকে মুক্তি পাবে না। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষণ চলবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী ৩ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


Follow us on :