১৭ মে, ২০২৪

Death: মহিলা বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় শাসকদল
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-28 13:31:39   Share:   

প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে এক মহিলা বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে গাইঘাটা থানার মানিক হীরা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে নিহতের নাম কানন রায় (৬২), সূত্রের খবর, স্থানীয় এক তৃণমূল কর্মী সমীর মল্লিকের বিরুদ্ধে ওই মহিলাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ওই মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই সমীর মল্লিক নামক অভিযুক্তকে গ্রেফতার করে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সূত্রের খবর, মৃতা বিজেপি কর্মী কানন দেবীর পরিবারের অভিযোগ তারা বিজেপি করেন, সেই কারণে রাজনৈতিক শত্রুতার জেরে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা যুব সভাপতি নিরুপম রায় এর নির্দেশে সমীর কানন দেবীকে খুন করেছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা বনগাঁ সাংগঠনিক জেলা যুব সভাপতি নিরুপমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে আসে৷

নিহত পরিবারের লোকেরা জানিয়েছে 'সমীর মল্লিক এলাকার তৃণমূল কর্মী৷ প্রতিবেশী কানুন রায়রা দীর্ঘদিন ধরে বিজেপি করে৷ অভিযোগ সমীর রোজ কান্দার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গালিগালাজ করত৷ বুধবার রাত এগারোটা নাগাদ গালিগালাজ করলে প্রতিবাদ করে কানন দেবীর ছেলে জয়ন্ত৷ এরপর পর সমীরও তাঁর পরিবারের লোকেরা জয়ন্তের উপর চড়াও হয়, জয়ন্তর স্ত্রী ও মা কানন রায় বাধা দিলে তাদের মাথায় বাঁশ দিয়ে মারে বলে অভিযোগ৷ ঘটনাস্থলেই কানন দেবী লুটিয়ে পড়ে, তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক৷

যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই বলে জানান বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, 'যে কোনও মৃত্যুই দুঃখজনক। তবে এই ঘটনা কেবল দুই প্রতিবেশীর বিবাদের জেরে ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। মৃতা বিজেপি কর্মীর পরিবারকে সমবেদনা জানায়। তাঁদের পাশে রয়েছি। প্রশাসনের কাছে  দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।'


Follow us on :