১৩ মে, ২০২৪

Rash Yatra: রাস উৎসবেও রাজনীতি, অনুষ্ঠানের আমন্ত্রনপত্রে নেই বিরোধী দলের নেতাদের নাম!
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-26 14:29:47   Share:   

রাস উৎসবে (Rash Yatra) দুই ফুলের খেলা। কোচবিহারের (Coochbehar) মদনমোহন রাস উৎসবের আমন্ত্রনপত্রে ঠাসা শাসক নেতা মন্ত্রীদের নাম। কিন্তু নাম নেই গেরুয়া শিবিরের নেতাদের। ফলে সরকারি মেলা অনুষ্ঠানে বিরোধী বঞ্চনার অভিযোগ উঠল।


রাসের রাশ যেন ধরল রাজনীতি। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন রাস উৎসবে ভেদাভেদের ছবি ফুটে উঠল। বিজেপির অভিযোগ, পুরসভা আয়োজিত মেলার আমন্ত্রণপত্রে রয়েছে একাধিক শাসক নেতা-মন্ত্রীর নাম। ফলে প্রশ্ন উঠছে, সরকারি উৎসবে কি বঞ্চিত বিরোধী দলের জনপ্রতিনিধিরা?

আমন্ত্রণপত্রে রয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব থেকে শুরু করে বুলুচিক বরাইকের নাম। এদিকে বিজেপির অভিযোগ, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণের বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি। পাল্টা পুরসভার চেয়ারম্যানের দাবি, জেলার গুরুত্বপূর্ণ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সময় মতো চিঠি পৌঁছে যাবে।

উৎসবের মেজাজেও রাজনীতির দুই ফুলের খেলা। কোচবিহারের রাস মেলার উদ্বোধন হওয়ার কথা রয়েছে ২৭ নভেম্বর। পুরসভা জেলার কাদের গুরুত্বপূর্ণ তালিকায় রাখল, তা নির্ভর করবে আমন্ত্রণপত্র পৌঁছনোর উপরই।


Follow us on :