১৪ মে, ২০২৪

Road: বেহাল রাস্তা সারাইয়ের অর্থ বরাদ্দ হলেও হচ্ছে না কাজ!'শুধু প্রতিশ্রুতি', বলছেন স্থানীয়রা
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-22 10:33:49   Share:   

ফের রাস্তা ও পানীয় জলের (Road Water Problem) অভাবে ভুগছে সাধারণ মানুষ। ভোট আসে ভোট যায় তবে রাস্তা সংস্করণের প্রতিশ্রুতি আর পূরণ হয় না। এমনকি ৪৩ ডিগ্রি তাপমাত্রাতেও পানীয় জলের অভাবে হাহাকার গোটা এলাকায়। এই দুই অসুবিধা নিয়ে হয়রান হাওড়া (Howrah) ডোমজুড় বিধানসভা কেন্দ্রের দাসী এলাকার বাসিন্দাদের। 

স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করার সময় সমস্যায় পড়তে হয়। একটু বৃষ্টি হলেই রাস্তার উপর উঠে আসে নোংরা জল। তবে এই পরিস্থিতিতেও প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি এই রাস্তা সংস্করণের জন্য টাকাও বরাদ্দ হয়ে গিয়েছে। কিন্তু সেই টাকায় রাস্তা সংস্করণ করা হচ্ছে না, এমনটাই দাবি স্থানীয়দের। স্থানীয়রা আরও দাবি করেন, এই এলাকায় কোনও উন্নয়ন করা হয়নি। কলেও জল থাকা সত্ত্বেও তা থেকে এক ফোঁটাও জল পড়ে না। তাহলে ঠিক কবে মিলবে সুবিচার, তার আশায় দিন গুনছে এলাকার প্রতি মানুষ।  


Follow us on :