২২ মে, ২০২৪

SLST Recruitment: অবশেষে 'ডেডলাইন'! 'শীঘ্রই নিয়োগপত্র পাব', বৈঠকের পর আশাবাদী এসএলএসটি চাকরিপ্রার্থীরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-22 17:42:58   Share:   

অবশেষে পাওয়া গেল 'ডেডলাইন'। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এসেই এসএলএসটি চাকরিপ্রার্থীরা জানালেন, নিয়োগ সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ার আশাবাদী তাঁরা। নিয়োগের দাবি জানিয়ে ১১ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক করেছিলেন তাঁরা। এর পর আজ অর্থাৎ শুক্রবার বিকাশ ভবনে দ্বিতীয় বৈঠক হয়। চাকরিপ্রার্থীরা বিকাশ ভবন থেকে বেরিয়ে এসেই জানালেন, আগামী ১ ফেব্রুয়ারি ডেডলাইন। অর্থাৎ ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগের নিশ্চয়তা তাঁদের কাছে চলে আসবে, এমনই আশ্বাস মিলেছে বিকাশ ভবন থেকে।

এদিন দ্বিতীয় বৈঠক থেকে বেরিয়ে চাকরিপ্রার্থীরা জানান, আইনি প্রক্রিয়াকে সম্মান জানিয়ে সব দিক বিবেচনা করেই তাঁদের নিয়োগের বিষয়টি দেখছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে তেমনই ইঙ্গিত তাঁরা পেয়েছেন। তাঁরা বলেন, 'এই মিটিংয়ে নিয়োগ সংক্রান্ত বিষয় দীর্ঘক্ষণ আলোচনা হল। আমাদের মূল বিষয় ছিল, নিয়োগ কবে হবে, নিয়োগের উন্নতি কতটা হয়েছে। আমরা আজকে জানতে পারলাম। আমাদের নিয়োগপত্র দ্রুত পেয়ে যাব বলে আশা করছি। আমাদের নিয়োগ হবে। আমরা নির্দিষ্ট তারিখ চেয়েছিলাম। এর পর ১ ফেব্রুয়ারির তারিখ পেয়েছি। একটা কার্যকরী জায়গায় পৌঁছে যাব বলে আশা করছি।

ফলে এত দিনের মধ্যে একটা সমাধান বেরোবে বলে আশাবাদী চাকরিপ্রার্থীরা। তাঁরা আরও বলেন, 'নিয়োগপত্র পাব, ৫ ফেব্রুয়ারির মধ্যে তার নোটিফিকেশন পাব বলে আশাবাদী। আইনি জটিলতা কীভাবে কাটবে, কীভাবে ওনারা করবেন, সেটা ওনাদের ব্যাপার। আইন বিশেষজ্ঞ ওনাদের আছে। আমরা সাধারণ চাকরিপ্রার্থী, আমরা ডেড লাইন পেয়েছি। নির্দিষ্ট তারিখ পেয়েছি। এর মধ্যে যাবতীয় আইনি জটিলতাকে সম্মান জানিয়ে আমরা নিয়োগ পত্র পাব।'

চাকরিপ্রার্থীরা আরও জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সেই অনুযায়ী ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ সংক্রান্ত জট কাটবে বলে তাঁরা আশাবাদী। ওয়েটিং লিস্টে থাকলেই যে সবাই চাকরি পাবে এমন নয়, যাঁরা প্রকৃত প্রার্থী তাঁদের লিস্টের নাম থাকা নিয়ে কোন বিতর্ক নেই। তাঁদের নিয়োগের দাবি জানানো হচ্ছে। শিক্ষামন্ত্রী এই আশাই দিয়েছেন। পরে ফের বৈঠক হতে পারে, তবে তার তারিখ নির্দিষ্ট হয়নি।'


Follow us on :