২৭ এপ্রিল, ২০২৪

Abhishek: 'ডাকলেই যেতে হবে নাকি! পঞ্চায়েতের পরে দেখা যাবে', ইডির তলব নিয়ে আক্রমণাত্মক অভিষেক
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-09 11:48:15   Share:   

'কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি!' নিয়োগ দুর্নীতিতে ইডির নোটিস নিয়ে পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায় । নবজোয়ার যাত্রার মাঝে যাওয়ার প্রশ্ন নেই, পরে দেখা যাবে' নিয়োগ দুর্নীতিতে এবার ইডির তলব নিয়ে নদিয়ার কালিগঞ্জ থেকে আক্রমণাত্মক ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের আরও জানালেন, তাঁর ঠিকানায় চিঠি আসেনি। মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। তাঁর বক্তব্য, 'পঞ্চায়েতের পর দেখা যাবে'।

একদিকে যখন কয়লা পাচারকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরাকে ইডির তলব, অতঃপর ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তখন একই দিনে নিয়োগ দুর্নীতি মামলায় সাঁড়াশি চাপে তৃণমূল। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১৩ই জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এই নিয়ে শনিবার অভিষেকের বক্তব্যে কিছুটা স্পষ্ট যে ইডির এই ডাকে হাজিরা দিচ্ছেন না তিনি। এ দিন তিনি বলেন,  'আমার স্ত্রীকে ছাড়ার ১৫ মিনিট পর আমাকে নোটিস ইডির। নবজোয়ার শেষ হওয়ার পর আমাকে ডাকার অনুরোধ করেছিলাম সিবিআইকে। সিবিআই-ইডির বিরুদ্ধে আমার কোনও অভিমান নেই, ওরা ওদের ডিউটি করছে। কিন্তু আমরা যখন মানুষের সমর্থন পাচ্ছি, তখন হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে।' তাঁর অভিযোগ, 'নবজোয়ার কর্মসূচিকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার সময়ই আমাকে নোটিস পাঠানো হয়।'

সাংসদ মনে করিয়েছেন, 'আগেও আমাকে ৯-১০ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দিল্লিতেও তলব করেছিল, গিয়েছি। ৮ জুলাইয়ের পর ডাকলে যাব।'  কিন্তু যে ভাবে তাঁকে ব্যতিব্যস্ত করার চেষ্টা চলছে, তাতে তিনি যারপরনাই ক্ষুব্ধ।' ১০-১১ ঘণ্টা করে অপচয়ের সময় আমার নেই। আমি কারও ক্রীতদাস নই,' হুঙ্কার অভিষেকের। বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন সাংসদ। তাঁর কটাক্ষ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা ভোট করেও বিজেপি হেরেছে। 'পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির এত ভয় কীসের? প্রার্থী না থাকলে কোথা থেকে মনোনয়ন দেবে? কেউ মনোনয়ন না দিতে পারলে আমাকে ফোন করবেন।'


Follow us on :