২৬ এপ্রিল, ২০২৪

Weather: শীতের আমেজ থাকলেও কিছুটা বাড়লো তাপমাত্রা, ফের কবে কনকনে ভাব বাংলায়?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-14 10:35:34   Share:   

রাজ্যজুড়ে শীতের আমেজ থাকলেও কিছুটা বাড়লো তাপমাত্রা (Temperature)। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যেটা কিনা স্বাভাবিক তাপমাত্রা, আগামী কয়েক দিনের তাপমাত্রা আরও বাড়বে। জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার সময় বাড়বে তাপমাত্রা। আগামী ১৪ তারিখ এবং ১৫ তারিখ গঙ্গাসাগরের সময়ও তাপমাত্রা (Winter) কিছুটা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office)।

কলকাতা-সহ দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। কুয়াশা থাকবে মালদা, দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি, কোচবিহার। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে, সংক্রান্তি পেরোলেই পারদ পতনের সম্ভাবনা। উত্তর ভারতে শৈত্যপ্রবাহের একটা ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

দিল্লি,এনসিআর, রাজস্থানের কিছু জেলায় শূন্যের নিচে নামতে পারে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস।


Follow us on :