০৯ মে, ২০২৪

Weather: বইবে ঝোড়ো হাওয়া, বজ্রবিদুৎ সহ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! জানাল হাওয়া অফিস
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-02 13:28:11   Share:   

বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। মার্চের প্রথম সপ্তাহে হতে পারে বৃষ্টি। আগামী রবিবার এবং সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে শনিবার দিনভর আকাশ মেঘমুক্ত থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া হতে পারে। ফেব্রুয়ারি মাস থেকে বেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও রাতের দিকে তাপমাত্রা নিম্নমুখী থাকছে। তার ওপর দোসর ছিল বৃষ্টিপাত। সেই বৃষ্টির পূর্বাভাস আবারও রয়েছে বঙ্গে। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিন দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হতে পারে বজ্রবিদুৎ সহ হালকা বৃষ্টি। তবে বাকি জেলাগুলি শুকনো থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহবিদ। 



Follow us on :