০৯ মে, ২০২৪

Sundaraban: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, হঠাৎ টর্নেডোয় লন্ডভন্ড সুন্দরবন
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-30 18:27:26   Share:   

শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি জারি রয়েছে সকাল থেকেই। তারমধ্যেই শনিবার বিকেলে টর্নেডোর দাপটে তছনছ হয়ে গিয়েছে উপকূলের সুন্দরবন এলাকা। ২ মিনিটের বিধ্বংসী ঝড়েই কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সুন্দরবন। সূত্রের খবর, এই টর্নেডোতে বহু বাড়িঘর ভেঙে গিয়েছে, বেশ কিছুজন আহতও হয়েছেন বলে খবর।

অন্যদিকে , নিম্নচাপের প্রভাবে হুগলির কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের বেনাভারুই গ্রাম এবং মগরা-ত্রিবেণী এলাকায় শনিবার আচমকা ঘূর্ণিঝড় হয়। যার জেরে বিস্তর ক্ষতির মুখে গোটা এলাকা। পাশাপাশি আবহাওয়া সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই গভীর নিন্মচাপে পরিণত হওয়া শুরু হয়েছে। ফলত আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলা গুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ওই দুই দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে সূত্রের খবর।


Follow us on :