১১ মে, ২০২৪

Weather: দ্রুত কমবে তাপমাত্রা, বঙ্গে জাঁকিয়ে শীতের প্রবেশ কবে! জানিয়ে দিল হাওয়া অফিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-06 11:53:37   Share:   

কালী পুজোর আগে শীতের অনুভূতি রাজ্যজুড়ে। রাত বাড়তেই শুরু হয়ে যাচ্ছে হালকা ঠান্ডার আমেজ। সোমবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে ক্রমশ নামবে তাপমাত্রার পারদ। আগামী দিনে তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আলিপুর আবহাওয়াবিদরা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলাসিয়াসের কাছাকাছি থাকবে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের প্রথম দিন থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল ঘটবে। বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে না থাকলেও দক্ষিণবঙ্গে আগামী দু'দিন তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

পাশাপাশি উত্তরবঙ্গেও ইতিমধ্য়ে শীত শীত আমেজটা বেশ বেড়ে গিয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙ-এ হালকা বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে বাতাস শুষ্ক হবে এবং বাতাসে জলীয় বাষ্প কমবে। তাপমাত্রার বিশেষ কোনও হেরফের না হলেও ক্রমশ শীত বেড়ে যাবে। যদিও এখন ভারী বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


Follow us on :