১৬ মে, ২০২৪

National Anthem: হার মানতে নারাজ! জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় এবারে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-13 12:41:59   Share:   

জাতীয় সঙ্গীত অবমাননা সংক্রান্ত মামলায় আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটাই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই প্রধান বিচারপতির দ্বারস্থ রাজ্য। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত। প্রধান বিচারপতিও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

গত ২৯ নভেম্বর বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ চলাকালীন শাসক শিবিরে জাতীয় সঙ্গীত শুরু হলেও স্লোগান থামেনি বলে অভিযোগ। জাতীয় সঙ্গীতের সময় স্লোগান দিয়ে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল। এরপরই এই মামলা আদালতে উঠতে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্বস্তি পেয়েছিলেন বিজেপি বিধায়করা। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত জাতীয় সঙ্গীত অবমাননা সংক্রান্ত মামলায় অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে কোন পদক্ষেপ করা যাবে না বলে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু, এই হার মানতে নারাজ রাজ্য। এবার এই মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। এখন দেখার ডিভিশন বেঞ্চ জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ঠিক কী নির্দেশ দেয়।


Follow us on :